ব্লগারে সাব ডোমেইন পার্ক করবেন যেভাবে
ব্লগার (Blogger.com) এ সাব ডোমেইন কিভাবে পার্ক করতে হয় এই নিয়ে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ব্লগারে সাব ডোমেইন পার্কঃ আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আসেন। অনেকদিন পর টিউন লিখতে বসলাম। তাই একটা মেগা পোস্ট নিয়ে হাজির হলাম। পোস্টের টাইটেল দেখে হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের পোস্টটি কি নিয়ে হতে চলেছে।
অনেকেই আমাকে দীর্ঘ দিন ধরে জিজ্ঞাসা করতেছিলেন যে কীভাবে ব্লগারে সাব ডোমেইন পার্ক করতে হয়। তাই আজকে টিউন + ভিডিও শেয়ার করে ফেললাম। টিউনটি পড়ে কাজ করতে আপনার হয়তো সমস্যা হতে পারে। এজন্য ভিডিওটা দেখুন। ভিডিওটি নিচে ইম্বেড করা আছে।
আরো পড়ুনঃ
- ডোমেইন কি ও কত প্রকার? ডোমেইন নিয়ে বিস্তারিত
- ওয়েবসাইট কি? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা
- ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস | ব্লগিং এর জন্য কোনটি সেরা?
তবে, এই সাব-ডোমেইন পার্ক করার আগে অবশ্যই আমাদের আগে একটা কন্ডিশন মানতে হবে। সেটি হলো, আপনার মেইন ডোমেইনটি অবশ্যই ব্লগারে পার্ক করা থাকতে হবে। উদাহরণ সরুপ ধরা যাক আমরা – www.tunebn.co এই ডোমেইনটার একটা সাব ডোমেইন ক্রিয়েট করে সেটা ব্লগারে পার্ক করব। যেহেতু আমার মেইন ডোমেইন tunebn.co ইতিমধ্যে ব্লগারে পার্ক করা আছে সেহেতু, এটার সাব-ডোমেইন ক্রিয়েট করে সেটা আমরা অনায়েসে ব্লগারে পার্ক করতে পারব। কিন্তু, যদি আপনার এই মেইন ডোমেইন ব্লগারে পার্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তা পারব না।
Table of Contents
ব্লগারে সাব ডোমেইন পার্ক ভিডিও
ব্লগারে সাব ডোমেইন পার্ক করার নিয়ম
- প্রথমেই, আপনি আপনার ডোমেইনের কন্ট্রল প্যানেলে যান। সেখান থেকে DNS Management নামক অপশনটি খুজে বের করুন। এই DNS Management থেকে আমাদেরকে একটা CNAME RECORD এড করতে হবে।
- CNAME RECORD এড করা খুবই সহজ!! কয়েক মিনিটের মধ্যে তা করতে পারবেন। তো, DNS Management এ যাওয়ার পর যেখান থেকে CNAME এ ক্লিক করুন অথবা, Option থেকে CNAME সিলেক্ট করুন।
- CNAME সিলেক্ট করার পর HOSTNAME নামক একটা ইনপুট বক্স দেখতে পারবেন। সেই ইনপুট বক্সে আপনি আপনার পছন্দ মতোন একটি সাব-ডোমেইন/ হোস্ট-নেম বসান। যেমনঃ admin
- এরপর Destination CNAME নামে অন্য একটা ইনপুট বক্স দেখতে পারবেন। সেখানে, ghs.google.com লিখে লিখে রেকর্ডটি সেভ করে দিন।
- এবার সাবডোমেইন সহ ডোমেইনটা আপনি আপনার সাইটে পার্ক করে ফেলুন। সব কিছু ঠিক-ঠাক থাকলে ২ ঘন্টার মধ্যে আপনার সাব ডোমেইন রেডি/ কাজ করা শুরু করবে।
একেক জনের ডোমেইন কন্ট্রোল প্যানেল একেক রকম হতে পারে। তাই, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য পোস্টে কোন স্ক্রিনশট যুক্ত করা হয়নি। আর, ভিডিওতে সব কিছু পরিস্কার ভাবে বলা আসে। তাই, ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।
শেষ কথা
তো, আপনার সুস্থ কামনা নিয়ে আজ এখানেই শেষ করছি। আশা করছি আপনি সহজেই ব্লগারে সাব ডোমেইন পার্ক করে নিতে পারবেন। আর, পরবর্তী টিউনটি কি নিয়ে লাগবে তা জানাতে এবং এই পোস্ট সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। এছাড়াও, যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন আমার সাথে।