প্রেমিক বা প্রেমিকার কাছে ভালোবাসার চিঠি অনেক সাধারণ একটি ব্যাপার। অনেক প্রেমিক প্রেমিকা তাদের ভালোবাসার সম্পর্ক বজায় রাখতে নিয়মিত দুইজনের মধ্যে ভালোবাসার চিঠি আদান প্রদান করে থাকেন। তবে বর্তমান সময়ে এর ব্যবহার অনেক কম দেখা যায়।
তবে আপনি যদি ভালোবাসার চিঠি খুঁজে থাকেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে দেওয়ার জন্য তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। ভালোবাসার চিঠির নমুনা, ভালোবাসার প্রথম প্রেমের চিঠি, কিভাবে এ ধরনের একটি চিঠি লিখবেন ইত্যাদি সকল কিছু জানতে পারবেন আর্টিকেলটি থেকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আর্টিকেলের মূল প্রসঙ্গে আলোকপাত করা যাক।
- চিঠি লেখার নিয়ম ছবি সহ
- চিঠির খাম লেখার নিয়ম সম্পর্কে জেনে নিন [ইংরেজি ও বাংলায়]
- ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি
- ভালোবাসার স্ট্যাটাস | Love Status
Table of Contents
ভালোবাসার চিঠি
ভালোবাসার চিঠি, ইংরেজিতে যাকে বলে Love Letter। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভালোবাসা আদান প্রদানের একটি মাধ্যম। এই চিঠি আপনাকে নিজের মনের মতোন করে লিখতে হবে। আপনার মনের ভাব আপনার প্রেমিক/ প্রেমিকার কাছে উপস্থাপন করতে হবে। এই চিঠি লেখার ধরা-বাধা কোন নিয়ম নেই। আপনি যেমন চান যেভাবে চান লিখতে পারেন।
তবে অনেক সুন্দর সুন্দর মিষ্টি কথা ছন্দ আকারে লেখার চেস্টা করবেন যাতে করে আপনার লেখা চিঠিটি পড়ে অনে আনন্দ পায়। নিম্নে একটি নমুনা চিঠি দিলাম। আপনি চাইলে এটি অনুসরণ করে নিজের মনের মতোন করে Love Letter লিখতে পারেন।
প্রিয় (এখানে নাম দিবেন),
আশা করছি ভালো আছো। অনেক দিন তোমার সাথে দেখা হয় না। তোমাকে না দেখলে মনে মধ্যে কেমন অশান্তি অশান্তি লাগে। সব সময় সারা বেলা তোমার কথাই মনে পড়ে। কোন কাজেও মন দিতে পারি না। কত দিন ঘুরতে যাওয়া হয় না। চলো না একদিন কোথাও ঘুরতে যাই। শুনেছি নদীর তীরে সুন্দর সুন্দর কাশফুল ফুটেছে। চলোনা বসন্তের এক বিকেলে নদীর তীরের কাশফুলগুলো কাছে গিয়ে কিছু সুন্দর সময় উপভোগ করি।
ইতি,
তোমার (এখানে আপনার নাম দিবেন)
এভাবে নিজের মনের মতোন করে প্রেমিক/ প্রেমিকাকে চিঠি লিখবেন। কোন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে চিঠি লিখতে পারেন। আবার দীর্ঘদিন দেখা সাক্ষাত না হলে কেমন অনুভত হয় ইত্যাদি বিষয় নিয়েও লিখতে পারেন।
সাধারণ কাগজে love letter লিখে দিতে পারেন। আবার Gift Card এর মধ্যেও লিখে দিতে পারেন। Gift Card এর মধ্যে লিখে দিলে সেটি অনেক আকর্ষনীয় দেখতে হবে।
ভালোবাসার প্রথম প্রেমের চিঠি
ভালোবাসার প্রথম প্রেমের চিঠি লিখে দিতে চান আপনার প্রেমিক বা প্রেমিকাকে? তাহলে অবশ্যই সুন্দর একটি ডিজাইন সমৃদ্ধ কাগজে বা গিফট কার্ডে লিখে দিতে পারেন। চিঠিতে অবশ্যই সুন্দর সুন্দর কথা লেখা চেস্টা করবেন। এর পাশাপাশি চিঠিটির ডিজাইনটি একটু আকর্ষনীয় করার চেস্টা করবেন।
প্রথমে প্রেমের চিঠি লেখা একটু কঠিন বিষয় বটে। তবে যদি আপনি চেস্টা করেন তাহলে সহজেই চিঠিটি লিখতে পারবেন। মনে যা কিছু আসে আপনার ভালোবাসার অনুভুতি নিয়ে তাই সুন্দরভাবে চিঠিতে উপস্থাপন করার চেস্টা করবেন।
কবে আপনার সাথে প্রথম দেখা হয়েছিল, পড়নে কি ছিল, আপনার কেমন অনুভুতি হচ্ছিল তাকে দেখে ইত্যাদি বিষয়গুলো ভালোবাসার প্রথম প্রেমের চিঠিতে অবশ্যই লিখবেন। আপনার জন্য একটি নমুনা ভালোবাসার প্রথম প্রেমের চিঠি নিম্নে দিয়ে দিলাম।
অনামিকা,
আজ তবে যাই। মনকে তো আর ছলে ভোলাতে পারলাম না। তাই আবার সময় পেলেই তোমায় দেখতে আসব। এমনই গোপনে এসে তোমায় দেখে যাব। চোখের দেখা তো চোখের দেখাই দেখে যাব। সকল ইন্দ্রিয়কে চোখে এনে, একবার নয়নভরে দেখে যাব।
আমার এ দুঃখময় জীবনে ঐ সুখ। এমনই মৃদুপাবনে এমনই নির্জনে, এমনই গভীর নিশায়, এমনই নীরবে, এমন করে একা এসে তোমায় দেখে যাব।
সেদিন খুব সুন্দর করে সাজবে, সেদিন আয়নার সাথে রূপ্রে প্রতিদ্বন্দীতা করবে, সেইদিন ঐ দুন্দর মুখখানি দেখতে দেখতে সঙ্গে সঙ্গে একবার কেঁদে যাব। সে না জানে, সে আছে ভালো। জানিনা কতদিন এ হাহাকার ঘুচবে।
দিনরাত বুকের এই আগুন আর বইতে পারছি না। অনবরত হৃদয়ের স্তরে স্তরে লক্ষ সাপের এই বিষাক্ত দংশন আর সহ্য হয় না। আর এই পাপ স্মৃতি আমার আশ্রয়ে থেকে আমাকেই পোড়ায়। সর্বনাশী স্মৃতি আমায় হৃদয়ে বাস করে আমারই প্রাণের ডাল ভেঙ্গে হৃদয়ে আগুন জ্বালে।
ইতি,
তোমার আকিব
ভালোবাসার চিঠি ছবি
কিছু ভালোবাসার চিঠির ছবি নিম্নে দিলাম। আপনি এগুলো পড়ে love letter লেখার কিছুটা হলেও ধারণা পেলেও পেতে পারেন।
উপসংহার
ভালোবাসার চিঠি নিজের মনের মতোন করে লেখার চেস্টা করবেন। নিজের মনের ভাষাগুলোকে চিঠির মধ্যে ফুটিয়ে তোলার চেস্টা করবেন। আর্টিকেলে ভালোবাসার চিঠির কিছু নমুনা রয়েছে যা অনুসরণ করে আপনি কিছু ধারণা নিতে পারেন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএনের সঙ্গে থাকুন।