ভালোবাসার ছন্দ | ১৫০ + সেরা কষ্টের, রোমান্টিক ভালোবাসার ছন্দ SMS ছবি সহ
অসাধারণ সব ভালোবাসার ছন্দ শেয়ার করব আজকের এই আর্টিকেলটিতে। আপনি যদি ফেসবুকে পোস্ট, কাউকে মেসেজে পাঠানোর জন্য কিংবা নিজে পড়ার জন্য ভালোবাসার ছন্দ খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার কাজে আসতে পারে।
ভালোবাসার ছন্দ বিভিন্ন ধরনের হতে পারে। যেমনঃ কষ্টের ভালোবাসার ছন্দ, রোমান্টিক ভালোবাসার ছন্দ, নতুন ভালোবাসার ছন্দ ইত্যাদি। একেক জন একেক রকম ভালোবাসার ছন্দ খুঁজে থাকে। প্রায় সব রকম ভালোবাসার ছন্দ পেয়ে যাবেন আর্টিকেলটিতে। যেগুলো আপনি চাইলে কপি করে ফেসবুকে, ইস্টগ্রামে, টুইটারে পোস্ট করতে পারবেন। লেখা আকারে ভালোবাসার ছন্দ ছাড়াও ছবি আকারেও পাবেন।
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন
- ফেসবুক ক্যাপশন
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- জুম্মা মোবারক স্ট্যাটাস
- মেহেদি ডিজাইন ২০২৪ ছবি ও বই সহ
যখন কোন ব্যাক্তি প্রেমের মধ্যে থাকে কিংবা ভালোবাসা অনুভব করে তখন সেই ব্যাক্তি এই ধরনের ছন্দ/ স্ট্যটাসের খোঁজ করে থাকে। আপনিও এখন এই ধরনের কিছু অনুভব করছেন বলে আমার ধারণা। ছন্দগুলো দেখুন, পড়ুন ভালো লাগলে কপি করে ফেসবুকে পোস্ট করুন বা আপনার প্রিয়তমাকে মেসেজে দিন। আপনার কাছ থেকে এই ধরনের মেসেজ পেলে সে অনেক খুশি হবে।
Table of Contents
ভালোবাসার ছন্দ
সেরা কিছু ভালোবাসার ছন্দ প্রথমেই আমি নিম্নে দিয়ে দিলাম। এই ছন্দগুলো আপনার ভালো লাগার কথা। যদি এর চেয়ে আরো ভালো ছন্দ লাগে তাহলের এর আরো নিচে থাকা ছন্দগুলো দেখতে পারেন।
- তুমি রাজি থাকলে প্রেম করবো, কাজী এনে বিয়া করব, রাগ করলে কিস করবো, দূরে গেলে মিস করবো, পাশে থাকলে আদর করবো, আর ভুলে গেলে খুব কষ্ট পাবো!!
- তোমাকে ঠিক ততটাই ভালবাসি। যতটা ভালবাসলে তোমার কথা মনে পড়লে কাঁদা যায়। ততটাই ভালবাসি। যতটা ভালবাসলে কেউ কারো জন্য কাঁদতে পারে। যতটা ভালবাসলে তার কথা মনে করে সারাদিন দুচোখে জল থাকে।
- তুমি আমার শুরু, তুমি আমার শেষ, তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ।
- এই পারে যদিও মোদের, নাই বা হয় দেখা! ঐ পারে সঙ্গী হবো, ভেবো না তুমি একা! ভালবেসে তোমায় আমি, জীবন ও দিতে পারি! তোমায় পেলে সুখের সাথে ও, দেবো আমি আড়ি!
- যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে, যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে, সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি, হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি।
- তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
- খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে, তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে। কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।
- তুমি সেই কবিতা! যা প্রতি দিন ভাবি। লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই। কিন্তূ তা কখনো-ই পাই না॥
- জানিনা তুমি কে! আর কেনই বা ডাকি তোমাকে আমি, তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন, তুমি আমার কল্পনার রাজকুমারী।
- ভালবাসা মানে শুধুই তুমি আর তোমাকে ঘিরে। চেনাজানা পাগলামি।
- মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে, বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥ যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে, আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
- টিপ- টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে।
- ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল, ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি। আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি।
- ভালোবাসা মানে, একটা রাত না হয় না ঘুমিয়েই কাটালাম তাতে কি? প্রত্যেক প্রহরে আমি তোমার কথা ভেবেই জাগি!
- মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
- তোমাকে অনুবাদ করেছি স্বপ্নে তোমাকে অনুবাদ করেছি তৃষ্ণায়?? তোমাকে অনুবাদ করেছি উদাসিনতায়।
- আমি জানিনা কেন জানিনা, কোন সে মায়াতে পরছি বাধা। আমি পারিনা আর তো পারিনা, ভুলে থাকতে তোমায় একা। আমি জানিনা বুঝিনা এটাই কি ভালবাসা?
- এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন জানিনা যে এই জীবনে, কে হবে আপন মনের মত চাই তারে, চাই তার মন হবে কি তুমি, আমার কাছের একজন॥
- প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তির, দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা।
- প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হল ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার।
- ভুলিনি তো আমি তোমার মুখে হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি?? আসো আবার ও কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে??
- ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস। জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ।
- ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!
- Sms হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুরে,, রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে,, কখনো ভেবোনা আমি তোমার থেকে দুরে,, বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুরে।
- আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো, আমি অশ্রু হব যদি তুমি কাঁদো, আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ। আমি তোমায় ভালোবাসবো যদি আমায় বোঝ।
- গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি। ভাবতে আমার ভাল লাগে শুধু তোমাকে, তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে।
- আকাশ ভারা লক্ষ তাঁরা মিটি মিটি হাসে,, ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।
- ভালবাসার তালে- তালে চলব দুজন এক সাথে। কাছে এসে পাসে বসে মন রাখ আমার মনে। সপ্ন দেখা দুজন মিলে, ঘর কর ছি এক সাথে। আর কি লাগে পৃথিবীতে??? বউ আনব ভালোবেসে।
- মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো। মিটি- মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা। নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন।
- ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
- চাঁদ সুন্দর ফুল সুন্দর আরো সুন্দর তুমি পৃথিবীতে দু’ঠি প্রান তুমি আর আমি।
- ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস। জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ।
- লাগবে যখন খুব একা, চাঁদ হয়ে দিবো দেখা। মনটা যখন থাকবে খারাপ, স্বপ্নে গিয়ে করবো আলাপ। কষ্ট যখন মন আকাশে, তাঁরা হয়ে জ্বলবো পাশে।
- তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা, তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া। পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়, এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!
- দুর নিলিমায় রয়েছি তোমার পাশে। খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে। শুনাব না কোন গল্প, গাইব শুধু গান। যে গানে খুজে পাবে ভালবাসার টান।
- মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি?
- যেখানে যতন করে রেকেছ এই মন, সেখানে রেখ গো আমায় সারাটি জীবন, তোমাকে ছাড়া যেখানে তাকি সারাক্কন মনে থাকে ভয়। তোমারি বুকের মাঝে যেন আমার নিরাপধ আশ্রয়।
- তুমি যদি বাসো ভালো,, চাঁদের মতো দেব আলো,, যদি আমায় ভাবো আপন,, হব তোমার মনের মতন,, নদী যেমন দেয় মোহনা,, তোমার ই আমি তোমার উপমা।
- ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন, চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা।
- কে বলে চাঁদ কে স্পর্শ করা যায়না। এই যে!! ছুঁয়ে দিলাম।
- তুমি আমার সেই প্রিয়জন, যাকে আমার হ্নদয়ের সব ভালবাসা দিয়ে দিয়েছি।
- জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার, যে হবে শুধুই আমার। আমার সুখ দুঃখে যে রবে পাশে, এমন মানুষকেই ভালবাসার মন খুঁজে।
- মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ঐ আকাশের পউষ নিরবতা,, রাত্রির নির্জনযাত্রী তারকার কানে কানে কতকাল কহিয়াছি আধো আধো কথা!!
- তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে, তোমার জন্য অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে।
- জানিনা ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভাল বেসেছি তাও জানিনা, শুধু এইটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।
- মনের মধ্যে প্রবহমান ঝর্ণা এনে দিল ভালবাসার বন্যা। ভাসিয়ে নিল বিস্মৃতির ভেলা শুরু হল ভালবাসার খেলা।
- মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে, বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥ যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে, আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥
- তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
- একটু ভালোবাসা দিবি? যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ। থাকবে না, না পাওয়ার যন্ত্রনা থাকবে না মায়া কাঁন্না। থাকবে শুধু সীমাহীন অনুভূতি। যেই অনুভূতি কে সাথি করে কাটিয়ে দিবো সারাটা জীবন।
- যে আমাকে বুঝেনা সে আমার একাকীত্ব বুঝবে কি করে?
- মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
- ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
- সৌদি মেয়েদের ইসলামিক নাম
- ই পাসপোর্ট চেক করার নিয়ম
রোমান্টিক ভালোবাসার ছন্দ
আপনি কি অনেক রোমান্টিক মোডে আছে? রোমান্টিক ভালোবাসার ছন্দ খুঁজছেন? যদি আপনি এই ধরনের ছন্দ খুঁজে থাকেন তাহলে এই রোমান্টিক ভালোবাসার ছন্দগুলো দেখতে পারেন। আশা করছি এই ছন্দগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে।
- চলেই যদি যাবে তো এসে ছিলে কেন? ভুলেই যদি যাবে তো জান বলে ডেকে ছিলে কেন?
- আমি তো যান্ত্রিক নই রে অনুভুতি গুলো চাইলেই টেনে হেচরে মনের ভেতর থেকে বের করা আমার দ্বারা সম্ভব না।
- যে আমাকে ছাড়া সুস্থ শ্বাসে পৃথিবীতে বাচেঁ তার জন্য দম বন্ধ হয়ে মরার বদঅভ্যাসটা ছেড়ে দেওয়াটাই শ্রেয়।
- আমার সমস্যা একটাই! নিজের অনুভূতি কাউকে গুছিয়ে বলতে পারি না!
- ভালবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেয়া যায়, শুধু মেনে নেয়া যায় না তার চলে যাওয়া কষ্টটা!
- তুমি ছিলে লাশকাটা ঘরের মৃত্যুপুজারি ডোম দৃশ্যপটে যার হৃদপিন্ড টুকরো করতেই আনন্দ।
- ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের।
- আমায় ধরলো রোগে ছাড়লও না, সখি গো আমি চিন্তা রোগের ওষুধ পাইলাম না।
- হাসতে হাসতে ক্লান্ত হওইয়ার পরক্ষনেই ভেসে উঠে তোমার মায়ামাখা মুখখানি।
- মন আর কপাল কখনো এক সাথে থাকতে পারেনা তাইতো যে মনে থাকে সে কপালে থাকেনা।
- আচ্ছা Break up হইলেই কি সম্পর্ক শেষ।
- মানুষের জীবনে এত চাওয়া কেনো? চাওয়াটা কেনো সাধ্যের মধ্যে থাকেনা?
- শহরটা সেই আগের মতোই ব্যাস্ত থাকবে শুধু বদলে যাবে কিছু মানুষের গল্প।
- দেখলে মনে হবে আমি অনেক ভালো আছি!! কিন্তু ভিতরে ভিতরে আমার একটা নতুন মোবাইল দরকার।
- কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবেনা আমার পৃথিবী রাঙিয়ে।
- আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক। তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।
- গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা। তোমার কথা মনে পরলে মনে লাগে ব্যাথা।
- প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা। প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।
- প্রথম দেখার দিনগুলো রয়েছে আমার অন্তরে। লজ্জা জড়ানো কথা তোমার, এখনো বাজে কর্ণকুহ্বরে।
- তোমায় দেখে মনে হয় কত পরিচিতা। জানি না তোমার নাম কি ওগো পরিনিতা।
- তোমার মতো পেতাম যদি আমি জীবনসাথী, আমার চেয়ে কে আর বেশি হতো বলো সুখী।
- প্রেম সাম্রাজ্যের রানী তুমি, আমি হলাম রাজা। কেউ থাকে না এই সাম্রাজ্যে মোরা দুজন একা।
- মিষ্টি তোমার মুখখানি, সুন্দর তোমার রূপ। তাই না দেখে এ মন আমার দিয়েছে প্রেমে ডুব।
- সুন্দরী গো- রূপ যে তোমার অপরুপা, ভুলতে পারি না সেই এক পলকের দেখা।
- গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর। এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।
- তোমার নামের মালা জপি, আমি প্রেম যোগী। স্বর্গ সুখ লাভ হয়, তোমায় যখন দেখি।
- রাত আরও বাকি, আছে অনেক কথা। জানি না এমনভাবে, কবে হবে দেখা…!!!
- ভালো যদি না বাসবে, তবে কেন দিলে আশা??? ব্যাথা ভরা এই বুকে আর, বলার মতো নেই কোনো ভাষা।
- চাঁদের মতো মুখ তোমার দেখে আমি প্রথমবার, আপন শাখায় ফুল হয়ে তোমায় চায় মন আমার।
- তোমার আমার অনেক কথা, বলার ছিল এ রাতে। চিরটা কাল এমন করে, থাকবে কি আমার সাথে???
- তুমি যে আমার জনমে জনমে, এই কথা আমি জেনেছি মরমে। আমি রয়েছি তোমার লাগিয়া, বিরহের গাঁথা ফুল মালিকা।
- দেখা হলো যেদিন প্রথম তোমার আমার, সেই দিনেতেই আমার হৃদয় করলে তুমি জয়। তোমায় দেখে হাসি মুখে ফিরে এলাম ঘরে, সারারাত ঘুম হলো না মরি ছটফট করে।
- সারাদিনে কাজের ফাঁকে যখন সময় পাই, মনে পরে বারে বারে, তোমার মুখটাই।
- তুমি আমার প্রেম সাগরে, তুলেছো যে তরঙ্গ। মাথার দিব্যি শেষে রণে দিও নাগো ভঙ্গ।
- আকাশেতে যতদিন সূর্য চন্দ্র উদয় অস্ত হবে, তোমার আমার ভালোবাসা ততদিন অটুট রবে…
- তোমায় আমি দেখেছি স্বপ্নে হাজার বার। কখনো তো ভাবিনি তুমি হবে যে আমার।
- পথে-ঘাটে পুকুরপারে অনেক মেয়ে দেখেছি। দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি।
- দু চোখ ভোরে দেখি শুধু তোমার সুন্দর মুখখানা। পাগল হয়ে দেখে আঁখি, পলক আর পরে না।
- তোমার দুটি ডাগর চোখে আমার মনের ছবি। এসো প্রিয়া কাছে এসো, দেখে যাও সবই…
- মুখটি তোমার ফুলের মতোন, চাঁদের মতোন হাঁসি। সেই কারণে ওগো প্রিয়া, তোমায় ভালোবাসি…
- তোমার আমার প্রেম ফুলের সৌরভ ছড়াবে। আমাদের প্রেম ওগো, সুরের জাল বুনবে।
- আমার এ ভালোবাসা করো নাকো অবহেলা। আমার হৃদয় নিয়ে করো নাকো খেলা।
- নিজেকে আড়াল করে রেখো না আর লুকিয়ে, এবারে ধরা দাও আমার এ হৃদয়ে…
- আমি যে পাগল, প্রিয় তোমার আশায়, এসো প্রাণসখী মোর আঙিনায়। প্রেমের প্রদীপ জ্বেলে করিব আরতি, এসো প্রাণ প্রিয় শুধু একটাই মিনতি।
- গাছের ডালে বসে কোকিল মাতিয়ে তোলে গানে, তারই সাথে হৃদয় আমার ভোরে গানে গানে। আজকে এই মন মাতানো মধুর সমীরণে, এ লগনে এসো প্রিয়, থাকো আমার মনে…
- তুমি থাকবে মোর হৃদয়ে, চিরদিনের তরে। কোনও বাধা টিকবে নাকো, মোদের মিলন অভিসারে।
- আমার হৃদয়ের সুপ্ত বাসোনা, কারে বোঝাই বলোনা। চাই শুধু তোমার প্রেম ভালোবাসা, এতে নেইতো কোনো ছলনা।
- তুমি যদি প্রিয় দূরে না থাকিয়া, থাকিতে আমার কাছে। তোমার হৃদয়ের ভালোবাসা দিয়ে, ধন্য করিতে আমাকে।
- সকল বাধা তুচ্ছ করে, পাহাড় যেমন দাঁড়িয়ে রয়। তোমার আমার মিলন স্মৃতি তেমন যেন অটুট রয়…
- তোমার বিরহে আমি কেমনে রহিব, না দেখে তোমার মুখ নিশ্চই মরিব। একবার এসে প্রিয় জুরাও জীবন, তুমি মোর প্রাণ প্রিয় হৃদয়ের ধন।
ভালোবাসার ছন্দ কষ্টের
আপনি যদি কাউকে ভালোবেসে তার কাছ থেকে আঘাত পেয়ে কষ্ট অনুভব করেন বা এমন কিছু হয় তাহলে এই ভালোবাসার ছন্দ কষ্টের গুলো দেখতে পারেন। সেরা সকল ছন্দ নিম্নে দিয়ে দিলাম। আশা করছি এগুলোর মধ্যে কোন একটি আপনার ভালো লাগবে।
- যারা ভালবাসা নিয়ে খেলা করে তারাই ভালবাসা পায় আর যারা মন থেকে ভালবাসে তারা ভালবাসা পায়না ঠিক কিনা?
- সুখীতো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে।
- আমার এমন একটা ঘুম চাই! যে ঘুমের শুরু আছে কিন্তু শেষ নাই!
- কাঁদতে পারার চেয়ে! কাঁদতে না পারার যন্ত্রণা টা বেশি ভয়ংকর!
- ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই, অবহেলা বেড়ে যায়!
- রিলেশন টা অল্প দিনের হলেও কষ্টটা কিন্তু সারাজীবনের।
- রাতে ঘুমানোর আগে প্রতিদিন জীবন আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তারপর ডিপ্রেশনে চলে যাই!
- বিচ্ছেদ হওয়া সম্পর্ক গুলাতে কেউ একজন ভালোবাসতো আর কেউ একজন নাটক সাজাতো!
- একদা এক সময় আমি রাত বারোটা কে গভীর রাত মনে করতাম!
- প্রেম অনেকটা রাবার ব্যান্ডের মতো দুদিক দিয়ে ধরে রাখতে হয় কিন্তু একজনও যদি ছেড়ে দেয় এটা ব্যথা দেয়।
- অপেক্ষা টা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে!
- গুরুত্বপূর্ণ কথার সময় আমার হাসি আসে!! মানুষ ভাবে আমি মিথ্যা বলছি!
- সময়ের সাথে বদলে যাওয়া মানুষের রূপ গুলো অনেক ভয়ানক হয়।
- হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না। এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন।
- তুমি দরকার ছাড়া আমার একটু খবর নিও! তোমার জন্য জীবনটাও উৎসর্গ করে দিবো!
- ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ না তার কাছে সম্পর্কটার মূল্য বেশি।
- অতিরিক্ত সরল হতে যেওনা এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে!
- অবহেলা শেষে ডাক দিও আবারো ভালোবাসি বলবো!
- মিথ্যা দিয়ে যার শুরু! তার শেষটা কখনো মধুময় হয় না।
- তোকে ছাড়া কষ্টে কাটে দিন খুজবি আমায়, বুজবি সেদিন। বাজিবে যেদিন আমার মরন বীন।
- গালাগালি আমি একদমই পছন্দ করি না! তবে আমি দিলে সেটা অন্য কথা!
- হৃদয়ে যতন করে রেখেছি ভালবাসায় ধরে রাখব তোমায় হারিয়ে যাবে না কভু আমায় ছেড়ে দূর অজানা ঐ দিগন্তের কোথায়।
- ভালোবাসায় প্রতারনা না থাকলে রাস্তার পাশে এত পাগল বসে থাকতো না।।
- যে জন সৃষ্টি করেছে তোমায় আমিও সৃষ্টি তার তবু কেনো তোমার সাথে ব্যবধান আমার আমারো তো মন আছে আছে ভালবাসা। আমারো তো থাকতে পারে তোমায় পাবার আশা!!
- ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট!!
- একদিন হঠাৎ করে ছুটির অজুহাতে চলে যাবো মিশে যাবো লাশের মিছিলে।
- ঘরের কোণে চড়ুই বসে, স্বপ্ন দেখে দিনবদলের! বাবুইরা সব খেটে মরে, মুক্তির আমন্ত্রণে!
- জীবনটা অনেকাংশেই! কিছু অপ্রত্যাশিত প্রাপ্তি এবং কিছু প্রত্যাশিত অপ্রাপ্তির সমষ্টি।
- নিঃশ্বাসে নিঃশ্বাসে অবিশ্বাস৷ কন্টকিত অবহেলায়, ঘৃণারাও আজ জর্জরিত! মুক্তি মিলবে কোথা?
- তোমাকে দোষ দেবো না এটা আমার ভাগ্যের লিখন। যা খন্ডানোর ক্ষমতা আমার তোমার কারো নেই!
- সিগারেট কোন কাগজে মোড়ান তামাক নয় সিগারেট একটি ছেলের কষ্ট গুলো উড়ে যাবার প্রতিফলন।
- একদিন আমার মৃত্যুর খবর কোন এক কাফন বিক্রেতার মুখে হাসি ফোটাবে।
- হয়তোবা এই গভীর রাতের বুকেই আমি হারিয়ে যাবো কোনো এক সাদা কফিনের বেশে!!
- ভালো আছি কথাটা যত সহজে বলা যায় আসলে কী সত্যিই তত সহজে ভাল থাকা যায়?
- মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নাই অমানুষ গুলো দেখতে অবিকল মানুষের মতই!!
- আমার কষ্টটা আমারি থাক! কি আর বলবো।
- তোমাকে তো আমি হাসাতে শিখিয়েছিলাম আর তুমি আমাকে কাঁদতে শিখিয়ে চলে গেলি।
- অভিনয় টা আমরা দু’জনই খুব ভাল পারি তুমি ভালবাসার আর আমি ভাল থাকার।
- আমার সাথে একটি নির্ঘুম রাত কাটালে বুঝতে কষ্ট কাকে বলে।
- অপেক্ষায় রইলাম সেই দিনটার! যেদিন তুমি নিজেই বলবে তোমাকে ছাড়া আমি ভালো নেই!
- কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন!
- জীবন নামক গল্পটি একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে!
- হ্যাঁ আমি পাগল কারণ আমি তাকে অনেক ভালোবাসি!
- ভালো নেই আমি খারাপও নেই মরেও যাইনি আবার বাঁচার মতো বেঁচেও নেই হুদাই এক প্রকার আছি।
- অনেক কিছুই বলতে চাই কিন্তু কিছুই বলতে পারি না বুঝে নিও তুমি আমার নীরবতা।
- তোমায় ভালোবাসি কিনা জানিনা শুধু জানি, তুমি কষ্ট পেলে আমি খুব কষ্ট পাই।
- জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়!!
- আমি জেতে চাই আর একবার তোমার ওই স্বর্গের রাজ্যে তুমি বাঁধা দিও না আমার ইচ্ছেতে।
- পৃথিবীতে ভালোবাসা না পেয়ে কষ্ট করে হলেও বেঁচে থাকা যায় কিন্তু ভালো না বেসে বেঁচে থাকা যায় না।
- কত রাত তোমার সাথে আমি কথা বলি না ঠিকই তবে এমন কোন রাত নেই যেদিন আমি তোমার কথা ভাবিনা!!!
ভালোবাসার ছন্দ কষ্টের পিক
আপনি কি বিভিন্ন ভালোবাসার ছন্দ কষ্টের পিক ডাউনলোড করতে চান বা দেখতে চান? যদি চান তাহলে এই ভালোবাসার ছন্দ কষ্টের পিকগুলো দেখতে পারেন। আপনি চাইলে এইখানে দেওয়া সকল ভালোবাসার ছন্দ কষ্টের পিক ডাউনলোড করে ফেসবুকে, ইন্সটাগ্রামে পোস্ট করতে পারেন সুন্দর একটি ক্যাপশনের সাথে।
ভালোবাসার ছন্দ SMS
আরো কিছু ভালোবাসার ছন্দ SMS নিচে দিয়ে দিলাম। এখানে থাকা ভালোবাসার ছন্দগুলো দেখুন। আপনার কাছে ভালো লাগতে পারে।
- ও প্রেয়সী বোঝ নাকি কিবা আমি চাই, বারে বারে কেন আমি তোমার কাছে যাই।
- কথা দিলাম তোমার কাছে, ওগো আমার প্রিয়া। তোমায় যদি না পাই আমি করবো নাকো বিয়া।
- অভিমান কেন মিছে, ওগো মোর প্রেয়সী। তব লাগি হতাশায় জেগে থাকি দিবানিশি।
- আম খাবে, জাম খাবে, তেঁতুল খেও না। আমার কথা মনে রেখো, ভুলে যেও না।
- পূর্ণিমা রাতে মোর মনে লাগে ঢেউ। বসে আছি আমি একা, আসবে নাকি কেউ?? যৌবন নদীতে ভাঁটা, কেউ তো এলোনা। কি আছে ভাগ্যে তাও জানি না…!!!
- তোমার রূপের ছটায় আমি পাগল হয়েছি। প্রেমের লাগি তখন থেকেই কাঙাল হয়েছি।
- সন্ধ্যে বেলায় তুলসী তলায় প্রদীপ যখন জ্বালো, দূর থেকে আমি চেয়ে দেখি শুধু তোমার রূপের আলো…
- জনম সফল হবে আমার শূন্য হৃদয় হবে পূরণ। একবার চাও মুখের পানে, তুলে তোমার নয়ন…
- রূপবতী রাজকন্যা আর মান কোরো না। ভুল বুঝে মোরে আর ব্যাথা দিও না। প্রানের চেয়েও তোমায় আমি বেশি ভালোবেসেছি, তাইতো এ প্রাণ তোমায় উজাড় করে দিয়েছি…
- প্রেমে তোমার জড়িয়েছি কেমনে বোঝাই বলো… একবার শুধু কাছে এসে ভালোবাসি বলো…
- প্রেমের স্বর্গ গড়বো মোরা, শুধু দুইজনেতে প্রিয়। যেথা শুধু রবো তুমি আর আমি, অধরে অধর মেলিয়া।
- তোমার প্রেমে পাগল আমি, তা কি তুমি বোঝো না… তবে কেন থাকো দূরে, আমার কাছে এসো না…
- তোমার রূপের আলোর শিখায় সদাই আমি জ্বলছি। পাবো কবে তোমায় আমি তারই দিন গুনছি।
- তুমি ছাড়া শূন্য সবই, কিছু আর ভালো লাগে না। কবে আসবে প্রিয় তুমি, আমার মন তো আর মানে না।
- বলো তো কোন শুভদিনে আসবে লাজে রাঙা হয়ে… আমার শুন্য হৃদয় পূর্ণ হবে, তোমায় বুকে জড়িয়ে…
- ঘুমা আমার বুকের কাছে, আদর ভরা আলিঙ্গনে, একটা আকাশ দিলাম তোকে, চুপটি করে সঙ্গোপনে। ঘুমিয়ে যা তুই এইখানেতে, মেঘের দেশে চাঁদের কোলে। পরীর দেশের স্বপ্ন দিলাম, তোকে ভালোবাসি বলে।
- আমার ভালোবাসা নিয়ে কোথায় হারালি? তোর কোমল স্পর্শে সব কষ্ট ভুলেছিলাম। আবার আয় তো এই বুকে- মমতার মহা সমুদ্র নিয়ে বসে আছি, তুই ডুব সাঁতার না দিলে সাগরও শুকিয়ে যাবে যে…
- প্রেমের কি স্বাদ আছে বল নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে। পুঁজিবাদী পর্বের সবচেয়ে বড়ো ও জনপ্রিয় কুসংস্কারের নাম প্রেম। শাশ্বত প্রেম হচ্ছে একজনের শরীরে ঢুকে আরেকজনের স্বপ্ন দেখানো।
- হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে, যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাবো, যাবো তোমার হৃদয় সৈকতে, তুমি দেবেনা ধরা???
- তুমি কি জানো পাখি কেন ডাকে? ‘তোমার ঘুম ভাঙবে বলে’। তুমি কি জানো ফুল কেন ফোটে? ‘তুমি দেখবে বলে’। তুমি কি জানো আকাশ কেন কাঁদে? ‘তোমার মন খারাপ হলে’। তুমি কি জানো তোমায় সবাই পছন্দ কেন করে? ‘তুমি খুব ভালো বলে’। তুমি কি জানো তুমি এত ভালো কেন? ‘তুমি আমার বন্ধু বলে’।
- আবার যদি রৌদ্র উঠে মেঘ কেটে যায় মনের… আমি তোমার সঙ্গী হবো, বন ফুলো বনের… সারা শহর খুঁজে বেড়াই, তোমার যদি দেখা পাই, চোখ বুজলেই তোমায় দেখি, খুললে দেখি তুমি নাই…. রোজ সকালে রোদ পোহাতে, তোমার বাড়ি যাই। ধরো বন্ধু আমার ঘরে শীতের কাঁথা নাই…..
- সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন। কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন। আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে। তাইতো নিজে দুঃখী হয়েও সুখী সবার চোখে….
- আজকের এই দিনগুলো কাল স্মৃতি হয়ে যাবে, মনের খাতায় কোনো পাতায় লেখা হয়ে রবে। কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো, আবছা সব স্মৃতির মাঝে আমায় খুঁজে পাবে….
- হারিয়ে গেছে অনেক কিছু – সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত। হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন।
- তুমি তার জন্য হাঁসো, যে তোমার জন্য কাঁদে। তুমি তার জন্য হারো, যে তোমার জন্য জেতে। আজীবন তুমি তাকেই ভালোবেসো, যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে….
- ভালোবাসার স্ট্যাটাস
- বাংলা শর্ট ক্যাপশন
- শুভ সন্ধ্যা পিক, স্ট্যাটাস, ছবি, শুভেচ্ছা, ক্যাপশন
- প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা
ভালোবাসার ছন্দ পিক
কিছু ভালোবাসার ছন্দ পিক নিম্নে দিয়ে দিলাম। ছবি গুলো ভালো লাগলে ডাউনলোড করে নিতে পারেন।
উপসংহার
এই ছিল ভালোবাসার ছন্দ নিয়ে লেখা আমাদের আজকের আর্টিকেল। আশা করছি আর্টিকেলে থাকা ভালোবাসার ছন্দগুলো আপনার ভালো লেগেছে। কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। আর সম্ভব হলে আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব্দের সাথে।
আর্টিকেলটি বুকমার্ক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভালোবাসার ছন্দের প্রয়োজন হলে সহজেই পেয়ে যান। এই ধরনের আরো অনেক আর্টিকেল, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। টিউনবিএনের সকল আপডেট নিয়মিত পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।
কথা দিলাম তোমার কাছে, ওগো আমার প্রিয়া। তোমায় যদি না পাই আমি করবো নাকো বিয়া।
অনেক সুন্দর একটি ছন্দ বলেছেন।