ভোটার আইডি কার্ড চেক | NID Card Check
বিভিন্ন কারণে প্রয়োজনে আমাদের ভোটার আইডি কার্ড চেক (NID Card Check) করার প্রয়োজন পড়ে। আপনি যদি আপনার কিংবা অন্য কারো ভোটার আইডি কার্ড চেক করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি সহজে যে কারো ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। যদিও এর জন্য কিছু তথ্য জানা থাকার প্রয়োজন পড়বে।
ভোটার আইডি কার্ড পরিচয় বহন করে আপনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক ব্যতিত অন্য কেউ ভোটার আইডি কার্ড পাবে না। এই আইডি কার্ডটিকে নিজের পরিচয় বহনকারী একটি কার্ডও বলা যায়। কেননা আইডি কার্ডটিতে নিজস্ব সকল গুরুত্বপূর্ণ তথ্য সমূহ উল্লেখ থাকে। এগুলো হলোঃ নিজের ছবি, নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা।
আরো পড়ুনঃ
- ই পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নিন
- NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম
- জন্ম নিবন্ধন যাচাই করার সঠিক নিয়ম দেখে নিন | অনলাইনে PDF সহ
এসকল তথ্যগুলোর মাধ্যমে খুব সহজেই যেকোন ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব। বিভিন্ন প্রয়োজনে ও কারণে প্রতিষ্ঠান ভোটার আইডি কার্ড (NID Card) জমা নিয়ে থাকে। যেমনঃ ব্যক্তির সঠিক তথ্য সংগ্রহ করে রাখার জন্য; যাতে পরবর্তীতে কোন সমস্যা না হয়। তবে বর্তমানে প্রযুক্তির উন্নায়ন সাধনের ফলে সহজে ভোটার আইডি কার্ডকে নকল করা সম্ভব।
নকল ভোটার আইডি কার্ড একদম আসল ভোটার আইডি কার্ডের মতোন হয়ে থাকে। যা দেখে বোঝা প্রায় মুশকিল আইডি কার্ডটি নকল। আর এটি যাচাই করার একমাত্র উপায় হলো ভোটার আইডি কার্ড চেকিং করা। ভোটার আইডি কার্ড চেক করলে আইডি কার্ডটি আসল নাকি নকল সেই সম্পর্কে একদম সঠিক তথ্য জানা সম্ভব।
তাহলে চলুন আর দেরী না করে আর্টিকেলটির মূল বিষয় ভোটার আইডি কার্ড চেক করায় আলোকপাত করা যাক এবং এ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নেওয়া যাক।
Table of Contents
ভোটার আইডি কার্ড চেক করার প্রয়োজনীয়তা
বিভিন্ন কারণে আইডি কার্ড চেকিং করার প্রয়োজন হতে পারে। এর মধ্যে কিছু কারণ চলুন জেনে নেই –
- ভোটার আইডি কার্ডটি আসল কিনা তা জানাঃ ভোটার আইডি কার্ড চেক করার অন্যতম প্রধান প্রয়োজন বা কারণ হলো আইডি কার্ডটি আসল নাকি নকল তা জানা। আইডি কার্ড নকল কপি তৈরি করলেও অনলাইনে নকল কপির তথ্য রাখা সম্ভব হয় না। তাই চেক করে নিলে জানা সম্ভব হবে আইডি কার্ডটি আসল নাকি নকল।
- সঠিক পরিচয় তথ্য পাওয়ার জন্যঃ ভোটার আইডি কার্ডে বিভিন্ন পরিচয় তথ্য উল্লেখ থাকে। এ তথ্যগুলো সাধারণত নির্ভুল বা সঠিক হয়ে থাকে। আসল আইডি কার্ডের সাথে অনলাইন কপির তথ্য একসাথে চেক করে নিলে আইডি কার্ডে সঠিক পরিচয় তথ্য জানা সম্ভব।
- নিজের আইডি কার্ড কি না তা জানাঃ অনেকেই আছেন যারা অন্যর আইডি কার্ড ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে আইডি কার্ড চেক করাই একমাত্র সমাধান এ সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য।
এছাড়াও আরো অনেক প্রয়োজনে জাতীয় পরিচয় পত্র চেক (NID Card Check) করার প্রয়োজন পড়ে। তবে এই কারণগুলোকে প্রধান কারণ বলা যায়।
ভোটার আইডি কার্ড চেক করতে যা কিছু লাগবে
ভোটার আইডি কার্ড চেক করতে তেমন তথ্যর প্রয়োজন নেই। আপনার কাছে যদি ভোটার আইডি কার্ডের আসল কপিটি থেকে থাকে তাহলে সেখানে থাকা তথ্যগুলো দিয়েই আইডি কার্ডটি চেক করে নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে যে সকল তথ্যগুলো লাগবে আইডি কার্ড চেক করতে চলুন তা জেনে নেই।
- মোবাইল নাম্বারঃ আপনার যেকোন একটি সঠিক মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। মোবাইল নাম্বারে কোন প্রকার ওটিপি আসবে না। চেক করার জন্য রিকোয়ারমেট হিসাবে এটিকে দিতে হবে।
- ভোটার আইডি কার্ড নাম্বারঃ প্রতিটি ভোটার আইডি কার্ডের একটি ইউনিক আইডি নাম্বার থাকে। এটি সাধারণত ১০ ডিজিটের হয়ে থাকে। আইডি কার্ডটি চেক করতে অবশ্যই এটির প্রয়োজন হবে। আইডি কার্ড নাম্বার ছাড়া কোন ভাবেই ভোটার আইডি কার্ড চেক করা সম্ভব নয়।
- জন্ম তারিখঃ আইডি কার্ডের পাশাপাশি আরো একটি যে তথ্যর প্রয়োজন হবে তা হলো জন্ম তারিখ। ভোটার আইডি কার্ডে ভোটার নাম্বারের পাশাপাশি জন্ম তারিখও লেখা থাকবে।
আপনার কাছে যদি এই তিনটি তথ্য থাকে তাহলে আপনি ভোটার আইডি কার্ড চেক করার জন্য প্রস্তুত। আর যদি না থাকে তাহলে আপনি আইডি কার্ড চেক করতে পারবেন না। যদি থেকে থাকে আহলে আর বিলম্ব না করে চলুন চেক করার পদ্বতি জেনে নেই।
ভোটার আইডি কার্ড চেক | NID Card Check
ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনাকে প্রথমে এটি চেক করার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটিতে ভিজিট করার পর আপনাকে প্রয়োজনীয় তথ্যসমূহ মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে। এ তথ্যগুলো দিয়ে সাবমিট করলে আপনি সহজে ভোটার আইডি কার্ড চেক করে নিতে পারবেন।
সংক্ষেপে চেক করার উপায় তো আপনি জেনে নিলেন এবার চলুন বিস্তারিত ভাবে স্কিনশট সহ ধাপে ধাপে উপায়টি আলোচনা করা যাক।
ধাপ ১ঃ ভোটার আইডি কার্ড চেক করার ওয়েবসাইটে ভিজিট করুন
প্রথমেই আমাদেরকে ভোটার আইডি কার্ড চেক করার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। বর্তমানে এটি চেক করার দুইটি ওয়েবসাইট রয়েছে। একটি – https://www.votertottho.com/allframe/voter-tottho-check/ এবং অপরটি – https://ldtax.gov.bd/citizen/register। আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি ওয়েবসাইটে ভিজিট করুন। দুইটি ওয়েবসাইটের ইন্টারফেজ আপনি একই রকম পাবেন।
ধাপ ২ঃ মোবাইল নাম্বার দিন
ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি একটি ফরম দেখতে পারবেন। সেই ফরমে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে পূরণ করতে হবে। প্রথমেই আপনার কাছ থেকে মোবাইল নাম্বার চাইবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন।
ধাপ ৩ঃ ভোটার আইডি কার্ডের নাম্বার দিন
মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাকে ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। আপনি যে আইডি কার্ডটি চেক করতে চান সেই আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ভোটার আইডি কার্ডের নাম্বার ১০ ডিজিটের হবে।
ধাপ ৪ঃ জন্ম তারিখ দিন
মোবাইল নাম্বার ও ভোটার আইডি কার্ড দেওয়ার পর সর্বশেষ আপনাকে জন্ম তারিখ প্রদান করতে হবে। যে ভোটার আইডটি আপনি চেক করবেন সেই ভোটার আইডির জন্ম তারিখ প্রদান করবেন। এক এক করে জন্ম তারিখের দিন, মাস ও বছর নির্বাচন করুন।
ধাপ ৫ঃ পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করে ফলাফল দেখুন
সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর পুনরায় একবার চেক করে নিবেন। যদি আপনার দেওয়া সকল তথ্য সঠিক থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন। পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার দেওয়া তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে আপনার সামনে ভোটার আইডি কার্ড চেক (NID Card Check) করার ফলাফল চলে আসবে।
এবার এ তথ্যগুলো মিলিয়ে দেখুন সঠিক কি না। যদি আইডি কার্ড খুঁজে পাওয়া যায়নি এমনি কোন লেখা আসে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করার পর তাহলে বুঝে নিবেন এই ভোটার আইডি কার্ডটি আসল নয়।
ভোটার আইডি কার্ড চেক সম্পর্কিত তথ্য
ভোটার তথ্য | ভোটার তথ্য যাচাই |
তালিকা | ভোটার তালিকা |
তালিকা ডাউনলোড | ভোটার তালিকা ডাউনলোড |
ভোটার আইডি কার্ড | আইডি কার্ড বের করার নিয়ম |
নতুন ভোটার আইডি কার্ড | নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম |
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি সম্পর্কিত কিছু কমন প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
ভোটার আইডি কার্ড চেক করতে কি টাকা লাগে?
না, এটি একদম ফ্রি। এটি চেক করতে কোন প্রকার টাকা লাগবে না। অনলাইন থেকে একদম বিনামূল্যে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এটি চেক করে নিতে পারবেন।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করব কিভাবে?
নাম্বার দিয়ে আপনি সহজে আইডি কার্ড চেক করতে পারবেন। তবে এর জন্য দুইটি নাম্বার প্রয়োজন একটি হলো মোবাইল নাম্বার ও অপরটি হলো আইডি কার্ড নাম্বার। কিভাবে চেক করবেন তা আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পুরাতন ভোটার আইডি কার্ড চেক কিভাবে করব?
আমাদের এই আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি নতুন অথবা পুরাতন যেকোন আইডি কার্ড চেক (NID Card Check) করে নিতে পারবেন। আপনি পুরাতন আইডি কার্ড চেক করতে চাইলে আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে চেক করে নিন।
উপসংহার
আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি খুব সহজেই ভোটার আইডি কার্ড চেক (NID Card Check) করে নিতে পারবেন। আইডি কার্ড চেক করার জন্য কি কি করতে হবে এ বিষয়ে ধাপে ধাপে ছবিসহ আলোচনা করা হয়েছে। কারো আইডি কার্ড চেকিং করার জন্য ভোটার আইডি নাম্বার, জন্ম তারিখ জানা থাকা প্রয়োজন। এ তথ্যগুলো জানা থাকলে যেকারো ভোটার আইডি কার্ড সহজে চেক করতে পারবেন।
পরিশেষে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য। আর্টিকেলটি নিয়ে আপনার যেকোন মতামত কিংবা প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।