NID CardGovernment Info

নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে 2023

কিভাবে নিজে নিজে ভোটার আইডি কার্ড দেখবেন তা এই টিউনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে

আসসালামু ওয়ালাইকুম। স্বাগতম আপনাকে টিউনবিএন এর নতুন একটি টিউনে। নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে তা আপনি এই টিউনের মাধ্যমে জানতে পারবেন। এই টিউনটি অনেক সুন্দরভাবে গুছিয়ে লেখার চেস্টা করেছি যাতে করে আপনার/ আপনাদের বুঝতে কোন সমস্যা না হয় যে, কিভাবে নিজে নিজের ভোটার আইডি কার্ড চেক করবেন।

ভোটার আইডি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এই ভোটার আইডি কার্ড পরিচয় বহন করে যে আপনি বাংলাদেশের একজন নাগরিক। অনেক সুযোগ সুবিধা আপনি এই ভোটার আইডি কার্ডের মাধ্যেম পাবেন। যেমনঃ ভোট দেওয়া প্রত্যেক গণতান্ত্রিক দেশের নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে একটি। প্রত্যক পূর্ণবয়স্ক নাগরিক ভোট দেওয়ার সুযোগ পেয়ে থাকে। কিন্তু, এই ভোট দেওয়ার জন্য আপনার অবশ্যই একটি ভোটার আইডি কার্ড ইংরেজিতে NID Card পূর্ণরূপ National Identity Card প্রয়োজন। ভোটার আইডি কার্ড ছাড়া আপনি কখনোই ভোট দেওয়ার সুযোগ পাবেন না। বাংলাদেশেও তার ব্যাতিক্রম নয়। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও আরো অনেক ক্ষেত্রে এই ভোটার আইডি কার্ডের প্রয়োজন পড়ে।

আরো পড়ুনঃ

তাই অবশ্যই আপনার একটি ভোটার আইডি কার্ড থাকা উচিত যদি পূর্ণবয়স্ক হয়ে থাকে। আর, যদি একজন নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনি অনলাইনে অবেদন করলে ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন। ইতিমধ্যে যদি আবেদন করা থাকে এবং আবেদন গ্রহন হয়ে থাকে তাহলে অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

NID Card on a man Hand

ভোটার আইডি কার্ড আবেদনের বয়স১৮
আবেদনের ধরণঅনলাইন
সময়সীমালাইফটাইম
ব্যবহারভোট, সরকারী যেকোন কাজে, ইত্যাদি
কার্ডের ধরণডিজিটাল

Services.nidw.gov.bd 2023

services.nidw.gov.bd website screenshot

services.nidw.gov.bd 2023 লিখে অনেকেই অনুসন্ধান করছে। আসলে ভোটার আইডি কার্ড দেখার দেখার অফিশিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড চেক করে নিতে হয়। কিভাবে চেক করে নিবেন চলুন তা জেনে নেওয়া যাক। নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখব কিভাবে তা নিম্নে আলোচনা করা হলো।

নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে?

নিজেই নিজে ভোটার আইডি কার্ড দেখার জন্য আপনাকে নির্বাচন কমিশন বাংলাদেশ এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর লগিন অথবা রেজিস্টার করতে নিতে হবে। লগিন অথবা রেজিস্টার করার পর আপনি আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন এবার সেখানে ক্লিক করে নিজেই নিজের ভোটার আইডি কার্ড ডাউনলোড করে দেখে নিন।

আসুন এবার একটু বিস্তারিত ভাবে জেনে নেই যে কিভাবে নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবেন!!

নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে

সহজে কিভাবে নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবেন তার পদ্বতি ধাপে ধাপে স্কিনশট সহ নিচে তুলে ধরা হলো।

Total Time: 5 minutes

নির্বাচন কমিশন বাংলাদেশ অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট

নির্বাচন কমিশনার বাংলাদেশ ওয়েবসাইট

প্রথমে নির্বাচন কমিশন বাংলাদেশ ওয়েবসাইটে ভিজিট করুন। নির্বাচন কমিশন বাংলাদেশ ওয়েবসাইটের লিংক – https://services.nidw.gov.bd/। ওয়েবসাইটে ভিজিট করার পর নিচের পর উপরের স্কিনশটের মতো ইন্টারফেস দেখতে পারবেন।

লগিন অথবা রেজিস্টার করে নেওয়া

লগিন অথবা রেজিস্টেশন আইডি কার্ড চেক করার জন্য

এবার, আপনাকে লগিন অথবা রেজিস্টারে ক্লিক করতে হবে। লগিন কাদের জন্য আর রেজিস্টার কাদের জন্য সেটি আগে বলে দেই তাহলে বুঝতে পারবে আপনাকে কিসে ক্লিক করতে হবে।

রেজিস্টারঃ আপনি যদি একজন ভোটার হয়ে থাকে তাহলে রেজিস্টার আপনার জন্য। রেজিস্ট্রেশন করে আপনি নিজেই নিজে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন এবং অনলাইন ভোটার আইডি কার্ডের সুযোগ সুবিধা পাবেন। রেজিস্টার লিংক – https://services.nidw.gov.bd/registration

লগইনঃ যদি আপনার আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে আপনাকে লগইন করতে হবে। নতুন ভোটার হিসাবে আবেদন করার পর আবেদন এপ্রুভ হলে লগিন করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। লগিন লিংক – https://services.nidw.gov.bd/login

প্রোফাইল থেকে ভোটার আইডি কার্ড চেক

NID কার্ডের ডেমো

লগিন অথবা রেজিস্টার করার পর আপনাকে সরাসরি প্রোফাইলে নিয়ে যাওয়া হবে। যেখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের যাবতীয় সব তথ্য পাবেন। যদি কোন তথ্য ভুল থাকে তাহলে তা সংশোধনের জন্য আবেদন করার সুযোগ পাবেন। এছড়াও আরো অনেক সুবিধা এর পাশাপাশি ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পাবেন।

এভাবে আপনি নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখে নিতে পারবেন। ডিজিটাল কপির এই ভোটার আইডি কার্ড নিয়ে আপনার মনে কিছু প্রশ্ন থাকতে পারে সেই সকল কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দেই।

আপনি কি অনলাইনে আয় করতে চান? অনলাইনে আয় করা সম্পর্কিত কিছু টিউন –

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

নিজে ভোটার আইডি কার্ড নিজে চেক করা নিয়ে সবার মনে থাকা কিছু কমন প্রশ্ন এবং এর উত্তর চলেন জেনে নেই।

ডিজিটাল ভোটার আইডি কার্ড কি গ্রহণযোগ্য হবে?

মানে আপনি আপনার ভোটার আইডি কার্ড আবেদন করার পর তা পেয়ে গেলেন কিন্তু হার্ড কপি আকারে পাননি। শুধুমাত্র ডিজিটাল আকারে পেয়েছে। এক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড গ্রহণযোগ্য হবে। আপনি চাইলে সেই ডিজিটাল ভোটার আইডি কার্ড এর তথ্য ব্যবহার করে আপনার বিভিন্ন কাজে লাগাতে পারেন। যেমনঃ সিম উত্তেলন, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি ইত্যাদি।

আর আপনার যদি হার্ড কপির খুব প্রয়োজন হয়ে তাহলে আপনি আপনার এলাকার নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করতে পারেন। তার আপনাকে এই বিষয়ে সহযোগিতা করতে পারবে।

ভোটার আইডি কার্ডের তথ্য কিভাবে সংশোধন করব?

ভোটার আইডি কার্ডে ভুল তথ্য আসা খুব একটা অস্বাভাবিক বিষয় না। এখানে কারো কারো ক্ষেত্রে ভুল তথ্য আসতে পারে। যদি ভুল তথ্য এসে থাকে তাহলে আপনি এটি সংশোধন করার সুযোগ পাবেন। এজন্য আপনাকে আপনার এলাকার ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করে তথ্য সংশোধন করার জন্য আবেদন করতে হবে। আর অবশ্যই সংশোধনের পক্ষে উপযুক্ত দলিল সংযুক্ত করতে হবে। যেমন তা জন্ম নিবন্ধন কার্ড, এসএসসি বা এইসএসসি সার্টিফিকেট ইত্যাদি।

নতুন ভোটার কি অনলাইনে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবে?

অবশ্যই হ্যাঁ। একজন নতুন ভোটার চাইলে অনলাইনে ভোটার আইডি কার্ডে জন্য আবেদন করতে পারবে। আবেদন লিংক – https://services.nidw.gov.bd/new_voter

ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে কি করবেন?

ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে আপনাকে নতুন ভোটার আইডি কার্ড তৈরি কিংবা তা উদ্ধারের জন্য আবেদন করতে হবে। আবেদন ফর্মের ডাউনলোড লিংক – https://services.nidw.gov.bd/resources/forms/New_Lost_Form.pdf

ডাউনলোড করার পর তা প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে নির্বাচন কমিশনার ওয়েবসাইটে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনার বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করবেন কিভাবে?

আপনার কোন ধরনের সমস্যার কারণে অথবা কোন জিজ্ঞাসার কারণে হয়তো নির্বাচন কমিশনার ওয়েবসাইটের সাথে যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। আপনি ইমেইল অথবা হেল্পলাইনে ফোন দিয়ে সহজে যোগাযোগ করতে পারবেন।

ইমেইলঃ info@nidw.gov.bd
হেল্পলাইনঃ 105, +88 01708-501261
সময়ঃ রবি-বৃহস্পতি, সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা পর্যন্ত।

এছাড়াও আপনার মনে আরো অনেক প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকতে পারে। আরো তথ্য জানার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনারের ওয়েবসাইট থেকে সাধারণ জিজ্ঞাসায় চলে যান অথবা যোগাযোগ করুন।

শেষ কথা

নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে এই টিউন থেকে আপনি হয়তো এ সম্পর্কে ইতিমধ্যে জেনে ফেলেছে। টিউনটি সম্পর্কে আপনি আপনার যে কোন মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও ভোটার আইডি কার্ড চেক করতে গিয়ে যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনার সমস্যা সমাধান করার চেস্টা করব।

নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক টিউন পেতে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.