NID CardGovernment Info

ভোটার তথ্য যাচাই করার নিয়ম অনলাইনে ২০২৩ | Voter Tottho Check

আপনি কি ভোটার তথ্য যাচাই করতে চান? যদি চান তবে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে ভোটার তথ্য যাচাই করার নিয়ম ও এ সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন।

ভোটার আইডি কার্ড অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এটি পরিচয় বহন করে যে আপনি বাংলাদেশের নাগরিক। ভোটার আইডি কার্ডের মাধ্যমে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। ক্ষেত্রে বিশেষে এটির প্রয়োজনীয়তা অপরসীম।

তবে বর্তমানের এই ডিজিটাল যুগে সহজে ভোটার আইডি কার্ডের নকল করা যায়। ফলে আসল নকল চেনা একদম মুসকিল হয়ে পড়ে। এর একমাত্র সমাধান হলো ভোটার তথ্য যাচাই করা। ভোটার তথ্য যাচাই করার মাধ্যমে সহজেই যেকোন ভোটার আইডি কার্ডের তথ্য সঠিক কিনা তা জানা সম্ভব। কেননা বাহ্যিকভাবে ভোটার আইডি কার্ডের নকল কার্ড তৈরি করা গেলেও অনলাইনে সেই নকল তথ্য থাকা সম্ভব নয়।

ক্ষেত্র বিশেষে আপনার-আমার ভোটার আইডি কার্ড চেক বা তথ্য যাচাই এর প্রয়োজন পড়ে। তো চলুন কিভাবে তা যাচাই করবেন জেনে নেই।

ভোটার তথ্য যাচাই

ভোটার তথ্য যাচাই করা খুব সহজ। আগে এটি বাংলাদেশ নির্বাচন কমিশনার ওয়েবসাইট থেকে করা যেত। এটি ভোটার আইডি কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট সকল ভোটার সম্পর্কিত তথ্য এই ওয়েবসাইটে রয়েছে। তবে কিছু কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে। কেন তা সরিয়ে নেওয়া হয়েছে তা জানা যায়নি।

তবে এটি সরিয়ে নিলেও আরো একটি ওয়েবসাইট রয়েছে যেখান থেকে সহজেই ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করা সম্ভব। এই আর্টিকেলটিতে এই ওয়েবসাইটে কিভাবে যাচাই করবেন সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। তবে ভবিষ্যতে যদি নতুন কোন উপায় আসে সেটিও এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন।

তো চলুন কিভাবে Voter Tottho যাচাই করবেন তা জেনে নেই। তবে এটি জানার আগে এর প্রয়োজনীয়তা জেনে নেওয়া অবশ্যক।

ভোটার তথ্য যাচাই এর প্রয়োজনীয়তা

এর প্রধান প্রয়োজনীয়তা হলো ভোটার আইডি কার্ড আসল না নকল তা জানা। কিছু Startup কোম্পানি রয়েছে যারা গ্রহকদের সেবা প্রদান করার আগে আইডি কার্ড ভেরিফিকেশন করে থাকে। গ্রাহকের দেওয়া আইডি কার্ডটি আসল না নকল তা জানার একমাত্র উপায় হলো সেটি চেক করা বা যাচাই করা।

এটি করতে কোম্পানিটিকে porichoy.gov.bd ওয়েবসাইটটি থেকে প্যাকেজ কিনতে হবে যা নতুন কোম্পনির জন্য মোটামুটি একটি ব্যায়বহুল। তবে আর্টিকেলটিতে দেখানো উপায়ে এটি সহজে ও একদম বিনামূল্যে করা সম্ভব। এছাড়াও যদি কোন ব্যাক্তি ভুয়া আইডি কার্ড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে তবে সেটি যাচাই করে ওই ব্যাক্তিটিকে আইনের আওতায় আনা সম্ভব।

ভোটার তথ্য যাচাই করার নিয়ম

আগে ভোটার তথ্য Bangladesh NID Application System থেকে যাচাই করা গেলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে। এখন এটি করতে অন্য একটি ওয়েবসাইটের সহায়তা নিতে হবে। ওয়েবসাইটি হলো – ldtax.gov.bd। ভোটার তথ্য যাচাই করার জন্য নিচের ধাপগুলো একে একে অনুসরণ করুন। ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি সহজে যেকোন ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করে নিতে পারবেন।

ধাপ ১ঃ ভোটার আইডির তথ্য যাচাই করার জন্য প্রথমে এই লিংকে ভিজিট করুন – https://ldtax.gov.bd/citizen/register

ভোটার তথ্য চেক পেজ

ধাপ ২ঃ ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি উপরের/ পাশের স্কিনশটের মতোন একটি পেজ দেখতে পারবেন।

ধাপ ৩ঃ এবার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার ও যে ভোটার আইডির তথ্য যাচাই করতে চান সেই ভোটার আইডি নাম্বার এবং সেই আইডি কার্ডের জন্ম তারিখ দিবেন।

ধাপ ৪ঃ সব কিছু দেওয়া হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ঃ আপনার দেওয়া তথ্য যদি সঠিক হয় তাহলে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে সেই ভোটার আইডি কার্ডের তথ্য দেখতে পারবেন। তথ্যে যারা ভোটার আইডি কার্ড তার নাম, পিতার নাম, মাতার নাম ও সাথে ছবিও দেখতে পারবেন। তথ্যটি দেখতে হবে তার একটি ছবি নিচে দিয়ে দিলাম।

ভোটার তথ্য চেক করার রেজাল্ট

আপনার চেক করা ভোটার তথ্য যদি এমন আসে তাহলে বুঝে নিবে আইডি কার্ডের তথ্যগুলো সঠিক রয়েছে। পাশাপাশি আপনি এ তথ্যর সাথে ভোটার তথ্যগুলো মিলিয়ে দেখে নিতে পারেন। তথ্য যাচাই করা হয়ে গেলে পেজটি ক্লোজ করে দিবেন আপনাকে আর কোন কিছু করতে হবে না। নতুন ভোটার তথ্য যাচাই করার জন্য পেজটি রিফ্রেশ করে দিবেন।

শেষ কথা

এই ছিল ভোটার তথ্য যাচাই নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে এবং আর্টিকেলটি থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছেন। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।

Voter Tottho Jacai করা নিয়ে আপনার যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে সেটি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের নতুন সকল আর্টিকেল পাওয়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.