Jonmo NibondhonGovernment Info

মৃত্যু সনদ যাচাই ও মৃত্যু সনদ ডাউনলোড করার নিয়ম অনলাইন ২০২৪

মৃত্যু সনদ যাচাই ও মৃত্যু সনদ ডাউনলোড বর্তমানে অনলাইনে মাধ্যমে করা যায়। যে কেউ মৃত্যু নিবন্ধন নাম্বার ও মৃত্যুর তারিখ দিয়ে এটি নির্দিষ্ট একটি ওয়েবাইটের মাধ্যমে সহজেই যাচাই ও ডাউনলোড করে ফেলতে পারবে।

আপনিও যদি অনলাইনে মাধ্যমে মৃত্যু সনদ যাচাই ও মৃত্যু সনদ ডাউনলোড করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

মৃত্যু সনদ

মৃত্যু সনদ অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে সেই ব্যক্তির মৃত্যু সনদ করা হয়ে থাকে। বিভিন্ন প্রয়োজনে এটি কাজে লাগে ও এর ব্যবহারও রয়েছে। এই সনদটি সেই ব্যক্তির মারা যাওয়ার দলিল হিসাবে কাজ করে। অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে Death Certificate এর জন্য আবেদন করা যায়। মৃত্যু নিবন্ধন সনদ আবেদন করা হলে সনদটি অনলাইন থেকে ডাউনলোড করা যায় এবং প্রতিটি সনদে ইউনিক একটি আইডি নাম্বার থাকে।

মৃত্যু নিবন্ধন সনদের ইউনিক আইডি নাম্বার দিয়ে অনলাইনে মাধ্যমে মৃত্যু সনদ যাচাই এবং পুনারায় প্রয়োজন হলে মৃত্যু সনদ ডাউনলোড করে নেওয়া যায়। তবে আমরা অনেকেই এই বিষয়ে জানি না কিভাবে এটি করব। তো চলুন এখন এই প্রক্রিয়াটি অর্থাৎ নিয়মটি সম্পর্কে জেনে নেই।

মৃত্যু সনদ যাচাই

মৃত্যু নিবন্ধন সনদ বা মৃত্যু সনদ যাচাই করা অনেক সহজ একটি প্রক্রিয়া। অনলাইনে নিমেষের মধ্যে এটি যাচাই করে ফেলতে পারবেন। তবে এর জন্য দুইটি তথ্য আপনার জানা থাকা প্রয়োজন।

  • Death Registration Number (মৃত্যু নিবন্ধন নাম্বার)
  • Date of Death (মৃত্যু তারিখ)

এই দুইটি জিনিস জানা থাকলে সহজে যাচাই করতে পারবেন। যদি জানা না থাকে তাহলে যাচাই করতে পারবেন না। তো আপনি যে মৃত্যু নিবন্ধটি যাচাই করতে চাই সেই মৃত্যু নিবন্ধন নাম্বারটি ও মৃত্যুর তারিখ বের করে নিন। তারপর নিচে দেখানো প্রক্রিয়াটি অনুসরণ করে এটি যাচাই করে নিন।

ধাপ ১ঃ মৃত্যু তথ্য ভেরিফিকেশন ওয়েবসাইটে ভিজিট করুন

মৃত্যু নিবন্ধন যাচাই করার জন্য আমাদেরকে অবশ্যই মৃত্যু তথ্য ভেরিফিকেশন ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে সকল মৃত্যু সনদের ডেটা রয়েছে। সঠিক তথ্য ইনপুট করে সার্চ করলে এটি আমাদেরকে সেই তথ্য দেখাবে। মৃত্যু তথ্য ভেরিফিকেশন ওয়েবসাইটের লিংক – https://everify.bdris.gov.bd/UDRNVerification। লিংকে ভিজিট করে ওয়েবসাইটিতে ভিজিট করুন।

ধাপ ২ঃ মৃত্যু নিবন্ধন নাম্বার দিন

ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি একটি ফরম দেখতে পারবেন। ফরমের শুরুতেই প্রথম ইনপুট বক্সে আপনাকে Death Registration Number (মৃত্যু নিবন্ধন নাম্বার) দিতে হবে। আপনি যে মৃত্যু নিবন্ধনটি যাচাই করতে চান তার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন।

ধাপ ৩ঃ মৃত্যুর তারিখ নির্বাচন করুন

Death Registration Number দেওয়ার পর আপনাকে Date of Death নির্বাচন করতে হবে। ইনপুট বক্সে ক্লিক করলে আপনি নির্বাচন করার অপশন পাবেন। অন্যথায় YYYY-MM-DD ফরমেটে ইনপুট বক্সে তারিখ লিখে দিতে হবে। উদাহরণঃ 2022-09-15।

ধাপ ৪ঃ ক্যাপচার সলভ করুন

এবার সবশেষে আপনাকে ক্যাপচারটি সলভ করতে হবে। The answer is লেখাটির উপরে একটি সাধারণ ম্যাথ দেখতে পারবেন। এটি সলভ করে ইনপুট বক্সে উত্তর বসিয়ে দিতে হবে। এটিই এখানে ক্যাপচার। সতর্কতার সাথে ক্যাপচার সলভ করবেন। ভুল করবেন না। কেননা ভুল করলে আপনাকে পুনারায় ক্যাপচার সলভ করতে হবে।

ধাপ ৫ঃ Search বাটনে ক্লিক করুন

সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর Search বাটনে ক্লিক করে সার্চ করুন। সার্চ করার আগে পুনারায় Death Registration Number ও Date of Death চেক করে নিবেন। এছাড়াও সঠিক ক্যাপচার কোড দিবেন।

ফলাফলঃ মৃত্যু সনদ যাচাই

মৃত্যু সনদ যাচাই ফলাফল

সার্চ দেওয়ার পর যদি মৃত্যু নিবন্ধন সনদের তথ্য আপনার সমনে ভেসে উঠবে। এবার এখান থেকে তথ্যগুলো চেক করে নিন। যদি No Death Record Found লেখাটি আসে তাহলে বুঝে নিবেন এই তথ্য অনুযায়ী কোন মৃত্যু নিবন্ধন নেই। এছাড়াও ভুল তথ্য দিয়ে মৃত্যু নিবন্ধন সনদ যাচাই করার জন্য অনুসন্ধান করলেও এই লেখাটি আসবে।

মৃত্যু সনদ ডাউনলোড

মৃত্যু নিবন্ধন সনদ কিভাবে যাচাই করলে তা তো জেনে নিলেন এবার চলুন কিভাবে এটি ডাউনলোড করবেন সেটি জেনে নেওয়া যাক। এটি ডাউনলোড করাও অনেক সহজে। নিচের ধাপে দেখানো নিয়ম অনুসরণ করে এটিকে ডাউনলোড করে নিন।

ধাপ ১ঃ মৃত্যু সনদ যাচাই করুন

উপরে দেখানো নিয়মগুলো অনুসরণ করে আপনি এটি অনায়েসে করে ফেলতে পারবেন। যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে আপনি Death Certificate এর তথ্য দেখতে পারবেন।

ধাপ ২ঃ Cltr+P একসাথে চেপে ধরুন

যাচাই করার সময় যখন সনদটি আপনি দেখতে পারবেন তখন কি-বোর্ডের ctrl+p কি একসাথে চেপে ধরবেন। Death Certificate টিকে পিডিএফ আকারে সেভ করার জন্য আমাদেরকে এটি করতে হবে।

ধাপ ৩ঃ Pdf আকারে মৃত্যু সনদ ডাউনলোড

cltr+p একসাথে চেপে ধরার পর একটি পপ-আপ উইন্ডো আপনার সামনে ভেসে উঠবে। এখন Destination থেকে Save as PDF নির্বাচন করে দিয়ে Save বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার পর ফাইলটি সেভ করার লোকেশন নির্বাচন করে দিয়ে সেভ/ ডাউনলোড করে নিন।

আপনি খুব সহজেই আপনি Death Certificate ডাউনলোড করে ফেলতে পারবেন।

শেষ কথা

আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরন করে আপনি সহজেই মৃত্যু সনদ যাচাই ও ডাউনলোড করতে পারবেন। আশা করছি আর্টিকেলটি থেকে এ বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়া যাচাই ও ডাউনলোড করতে গিয়ে আপনি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথা জানাতে পারেন। আমি চেস্টা করব যথাযথ সমাধান দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এই ধরনের আর্টিকেল পেতে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.