মেহেদি ডিজাইন ২০২৩ ছবি ও বই সহ | 45+ Best Mehndi Design
আপনি কি আপনার হাতে মেহেদি দেওয়ার জন্য মেহেদি ডিজাইন খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলটিতে আপনি আপনার হাতে দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইনের ছবি পাবেন। যেগুলো আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন।
মেহেদি বাঙালি মেয়েদের নিকট অনেক জনপ্রিয়। শুধুমাত্র বাঙালিদের নিকট নয়। বাঙালী ছাড়াও অনেক জাতির মেয়েদের কাছে মেহেদি অনেক পছন্দের।
মেয়েদের বিয়ের সময় সুন্দর সাজগোছের পাশাপাশি হাতে মেহেদি যেন না দিলেই নয়। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে হাতে মেহেদি দেওয়া প্রচল অনেক বেশী। ভারতের মেয়েরা সাধারণত বিয়ের সময় হাতে মেহেদি দিয়ে থাকে। অন্য সময়ে তাদের খুব একটা হাতে মেহেদি দেওয়া দেখা যায় না। কিন্তু, বাংলাদেশে তার বিপরীত। যেকোন উৎসবে তারা হাতে মেহেদি দিয়ে থাকে। যেমনঃ মুসলিম মেয়েরা ঈদের সময়, হিন্দু মেয়েরা পূজার সময়, বিয়ের অনুষ্ঠানে, জন্মদিনের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি।
মেয়েদের কাছে মেহেদি যেন তাদের সাজগোজের একটি অংশ। তো তাই তাদের হাতের মেহেদি ডিজাইন যেন অনেক সুন্দর ও ইউনিক হওয়া চাই।
আরো পড়ুনঃ
- মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2023 | সেরা, নতুন নামের তালিকা
- ছেলেদের ইসলামিক নাম অর্থসহ | সকল অক্ষর দিয়ে 2023
- দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম অর্থসহ তালিকা
- ফেসবুক ক্যাপশন | 150+ Best Facebook Caption Bangla & English
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
বিভিন্ন ধরনের মেহেদি ডিজাইন (মেহদী ডিজাইন) রয়েছে। এদের মধ্যে সিম্পল ও সহজ মেহেদি ডিজাইন সকলের কাছে অনেক পছন্দের। হাতের বিভিন্ন অংশে মেয়েরা মেহেদি ডিজাইন করে থাকে। যেমন হাতের তালুতে, হাতের উপরে, হাতের আঙুলে, নখে। হাত ছাড়াও অনেক মেয়েরা পায়েও মেহেদি ডিজাইন করে থাকে।
তবে যাই হোক না কেন বেশী কমপ্লেক্স মেহেদী ডিজাইনের চেয়ে সহজ, সাধারণ, সিম্পল ডিজাইন অনেক ভালো লাগে। যেসব মেয়েদের হাতের রঙ মোটামুটি ফর্সা তাদের গায়ে মেহেদির রঙ ভালোভাবে ফুটে ওঠে ও দেখতেও ভালো লাগে।
তো যাই হোক চলুন বিভিন্ন ধরনের অসাধারণ ডিজাইনের সেরা সব ডিজাইন দেখে নেওয়া যাক। আর আপনি চাইলে এসব ডিজাইন ডাউনলোডও করে নিতে পারবেন।
Table of Contents
মেহেদি ডিজাইন
মেহেদি ডিজাইন (ইংরেজিতে Mehndi Design) বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে সকলের নিকট সাধারণ ডিজাইনগুলো পছন্দনীয়। চলুন কিছু ডিজাইনের নাম জেনে নেওয়া যাক।
- বিয়ের মেহেদি ডিজাইনঃ বিয়ের সময় হাতে এই ডিজাইন করা হয়। এই ডিজাইনটি অনেক কমপ্লেক্স হয়ে থাকে। পুরো হাতে এই ডিজাইন ছড়িয়ে থাকে। কনে ছাড়াও বিয়ে বাড়িতে আসা অনেক মেয়েরা বিয়ে উপলক্ষে মেহেদি লাগিয়ে আসে।
- ঈদের মেহেদি ডিজাইনঃ বছরে দুটি ঈদ আসে। এই ঈদকে কেন্দ্র করে মুসলিম মেয়েরা হাতে মেহেদি লাগায়।
- ব্রাইডাল মেহেদি ডিজাইনঃ এই মেহেদি ডিজাইনটি অনেক কমপ্লেক্স। শুধুমাত্র প্রোফেশনালরা হাতে এই ধরনের ডিজাইন দিতে পারে।
- পাকিস্তানি মেহেদি ডিজাইনঃ পাকিস্তান দেশের আদোলে মেহেদির ডিজাইন।
- ভারতীয় মেহেদি ডিজাইনঃ ভারত দেশের আদোলে মেহেদি ডিজাইন।
এসব ছাড়াও অরো অনেক ধরনের মেহেদি ডিজাইন রয়েছে। যেগুলোর নাম আপনার পরবর্তীতে জানতে চলেছি এবং এসব মেহেদি ডিজাইনের ছবি দেখতে ও ডাউনলোড করতে চলেছি।
মেহেদি ডিজাইন ছবি
অনেক ধরনের ডিজাইনের ছবির কালেকশন আমাদের কাছে রয়েছে। এসবের মধ্যে থেকে প্রথমে চলুন সেরা কিছু ডিজাইনের ছবি দেখে নেওয়া যাক। আশা করছি এসব ডিজাইনের ছবি আপনার কাছে ভালো লাগবে। আর এসব ডিজাইনের ডাউনলোড করার জন্য ছবির উপরে চেপে ধরে থাকুন তারপর ডাউনলোড করার অপশন পাবেন (মোবাইলের জন্য)।
এই ছিল অসাধারণ কিছু ডিজাইন হাতে দেওয়ার জন্য। এগুলো ছাড়াও আরো অনেক ধরনের ডিজাইন রয়েছে। সেগুলোও আমাদেরকে দেখে নেওয়া উচিত কি বলে? তো চলুন আরো অনেক ধরনের Mehndi Design দেখে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
- ভালোবাসার ছন্দ | ১৫০ + সেরা কষ্টের, রোমান্টিক ভালোবাসার ছন্দ SMS ছবি সহ
- ভালোবাসার স্ট্যাটাস | Love Status
- জুম্মা মোবারক স্ট্যাটাস | Jumma Mubarak Status
সিম্পল মেহেদি ডিজাইন
অসাধারণ কিছু ডিজাইন তো ইতিমধ্যে দেখে ফেলেছেন। এবার চলুন সিম্পল কিছু ডিজাইন দেখে নেওয়া যাক।
আশা করছি এসব সিম্পল ডিজাইন আপনার ভালো লেগেছে। এসব আরো অনেক ধরনের Simple Mehndi Design রয়েছে। তবে আমি সেরা কিছু ডিজাইন তুলে ধরেছি।
সহজ মেহেদি ডিজাইন
অনেকেই আছে তাদের হাতে নিজে নিজে মেহেদি লাগায় এজন্য সহজ মেহেদি ডিজাইন খুঁজে। তাদের জন্য নিচে কিছু সহজ Mehndi Design এর ছবি দিয়ে দিলাম। আশা করছি এসব আপনার ভালো লাগবে।
পায়ে মেহেদি ডিজাইন
এবার চলুন পায়ের জন্য কিছু Mehndi Design দেখে নেওয়া যাক। যদি আপনি পায়ে মেহেদি লাগাতে চান তাহলে সব এসব ডিজাইন ব্যবহার করতে পারেন।
বিয়ের মেহেদি ডিজাইন
উপরে যে Mehndi Design এর ছবি দেওয়া আছে আপনি চাইলে সেগুলোকে বিয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনার যদি আরো অনেক মেহেদী ডিইজাইনের প্রয়োজন পড়ে তাহলে কমেন্টে জানান আরো কিছু ডিজাইন দিয়ে দিলাম। এগুলো বিয়ের সময় ব্যবহার করতে পারেন।
Biyer Mehndi Design গুলো একটু ভারী হয়। মানে অনেক কমপ্লেক্স। সম্পূর্ণ হাত জুরে বিয়ের মেহেদী লাগানো থাকে। কনে ছাড়াও বিয়ের বাড়িতে আগত মেয়েরা হাতে মেহেদি লাগিয়ে আসে।
Gorgeous Mehndi Design
এবার চলুন gorgeous mehndi design (গর্জিয়াস মেহেদি ডিজাইন) দেখে নেওয়া যাক। নিচে সেরা কিছু ছবি দিয়ে দিলাম।
মেহেদি ডিজাইন ২০২৩ ছবি
আপনি যদি এই আর্টিকেলে থাকা সকল ছবি ডাউনলোড করতে চান তাহলে খুব সহজে তা ডাউনলোড করতে পারবে। মেহেদী ডিজাইনের ছবিগুলো মোবাইলে ডাউনলোড করার জন্য ছবি উপর কিছুক্ষণ চেপে ধরে থাকুন। চেপে ধরে থাকার কিছুক্ষণের মধ্য আপনার সামনে একটি পপ-আপ উইন্ডো আসবে। এবার সেখানে save as image নামের একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে মেহেদীর ডিজাইন ছবিগুলো ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর কম্পিউটারে ছবি ডাউনলোড করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করলে এরকম অপশন পাবেন।
এছাড়াও আরো অনেক মেহেদী ডিজাইনের ছবি আমাদের Pinterest পেজে পাবেন। এসকল ছবির জন্য আমাদের Pinterest পেজে ভিজিট করুন। লিংক – মেহেদী ডিজাইন ২০২৩ ছবি Pinterest
হাতের তালুর মেহেদি ডিজাইন
অনেকেই আছেন যারা শুধু হাতের তালুর মধ্যে মেহেদি দিয়ে থাকে। যারা শুধু হাতের তালুর মধ্যে মেহেদি দিয়ে থাকা তারা নিম্নোক্ত ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন।
মেহেদি ডিজাইন ২০২৩ ছবি সহজ
আরো কিছু মেহেদি ডিজাইন ২০২৩ ছবি সহজ নিম্নে দিয়ে দিলাম। আশা করছি এই ছবিগুলো থেকে আপনি আপনার পছন্দের একটি ডিজাইন খুঁজে পাবেন। সব ডিজাইনগুলো অনেক সহজ। এই ডিজাইনগুলো আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঈদ, বিয়ে, জন্মদিন ইত্যাদি যেকোন অনুষ্টান উপলক্ষে এই মেহেদী ডিজাইনগুলো হাতে দিতে পারেন।
মেহেদি ডিজাইন বই
হাতে মেহেদি দেওয়ার জন্য অনেকেই বিভিন্ন ডিজাইনের মেহেদি ডিজাইন বই এর সন্ধান করে থাকেন। আপনিও যদি মেহেদি ডিজাইনের বই খুঁজে থাকেন তাহলে নিচে থাকে উপরে থাকা বইয়ের ছবিগুলো দেখতে পারেন। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজাইনের ছবি আর্টিকেলে যুক্ত করার চেস্টা করব।
মেহেদি ডিজাইন ভিডিও
আর্টিকেলে থাকা ছবিগুলোকে নিয়ে একটি স্লাইডশো ভিডিও তৈরি করা হয়েছে। আপনি চাইলে ছবিগুলো এক এক করে না দেখে এই ভিডিওটি প্লে করে দেখতে পারেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Mehndi Design নিয়ে কিছু কমন প্রশ্ন আপনাদের মনে দেখা যায়। চলুন সে সকল প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।
ডিজাইনগুলো কি যেকোন অনুষ্ঠানে হাতে দেওয়া যাবে?
হ্যাঁ অবশ্যই। এখানে দেখানো যেকোন ডিজাইন আপনি যে কোন অনুষ্ঠানে হাতে দিতে পারেন এবং তা খারাপ দেখাবে না বরং ভালোই দেখাবে।
কোন মেহেদিটি সবচেয়ে ভালো?
বাজারে অনেক মেহেদি কোম্পানি আছে। যারা দীর্ঘ সময় ধরে মেহেদি প্রস্তুত করে আসছে। সব কোম্পানিই মোটামুটি ভালো মেহেদি প্রস্তুত করে আসছে। তাই কোনটা ভালোকোনটা খারাপ তা বলা প্রায় মুশকিল। তবে জনপ্রিয় কিছু মেহেদি কোম্পানি হলো” মমতাজ, ইলাইট, হেনা ইত্যাদি।
হাতে কেমন ডিজাইন ভালো মানায়?
হাতে সিম্পল ডিজাইনগুলো ভালো মানায় বলে আমার মনে হয়।
মেহেদি কতদিন পর্যন্ত রঙ থাকে?
সাধারণত ৭ থকে ১০ পর্যন্ত মেহেদির রঙ থাকে। তবে কোন কোন ক্ষেত্রে এই সময়ের বেশী বা কম হতে পারে।
Mehndi ডিজাইন বই কোথায় পাব?
এই আর্টিকেলেই আপনি Mehndi Design বই পাবেন এবং তা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
উপসংহার
এই ছিল মেহেদি ডিজাইন (Mehndi Design) নিয়ে আমাদের এই আর্টিকেল। আশা করছি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেলে থাকা ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর্টিকেলটিতে প্রতিনিয়ন আরো অনেক Mehndi Design যুক্ত করার চেস্টা করব। এসব ডিজাইন মিস না করতে চাইলে এই পেজটিকে সেভ করে রাখতে পারেন। ধন্যবাদ টিউনবিএনে ভিজিট করার জন্য এবং এই আর্টিকেলটি সময় দিয়ে পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন।