Lifestyle

অসাধারণ কিছু মোটিভেশনাল কথাবার্তা যা আপনার জানা প্রয়োজন

আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন। আপনি যদি মোটিভেশনাল কথাবার্তা খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ সব মোটিভেশনাল কথাবার্তা যা আপনার ভালো লাগবেই এবং এসব মোটিভেশনাল কথাবার্তা আপনার অবশ্যই শোনা উচিত।

বিভিন্ন জ্ঞানী, জনপ্রিয় মানুষেরা এসব কথাবার্তা বলে গেছেন। তাদের কথাবার্তা শুনে তাদের জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারা তাদের জীবনে কতটা ত্যাগ স্বীকার করেছেন এসব সম্পর্কেও বোঝা যায়। আর্টিকেলটিতে থাকা এসব মোটিভেশনাক কথা যেমন পড়তে পারবেন ঠিক তেমনি আপনি চাইলে এসব আপনার ফেসবুক প্রোফাইলে পোস্টও করতে পারবেন। ফেসবুকে পোস্ট করা ছাড়াও Instagram এর ছবির ক্যাপশন হিসাবেও দিতে পারবেন।

শুধু তাই নয় আপনি আপনার প্রিয়জনকে মোটিভেট করার জন্য এসব কথাবার্তা বলে প্রিয়জনকে মোটিভেট করতে পারবেন। এতে করে তাদের কাছে আপনার সম্মান অনেকখানি বেড়ে যাবে। তো চলুন এসব কিছু Motivational Speech জানা যাক।

ফেসবুকে পোস্ট করার জন্য যদি স্ট্যাটাস এবং ছবির জন্য যদি ক্যাপশন খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলগুলো পড়তে পারেন –

অসাধারণ কিছু মোটিভেশনাল কথাবার্তা

নিচে অসাধারণ কিছু মোটিভেশনাল কথাবার্তা দিলাম। আশা করছি এসব আপনার ভালো লাগবে।

  1. সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে, ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা।
  2. কোনো একটা কাজ যদি আমরা মন থেকে শুরু করি আর করতে থাকি, সেই পথে নিজেদের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাই, যতো বাধাই আসুক না কেন আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে কেউ আটকাতে পারেনা, আমরা কোনো না কোনো ভাবে সেই পথে এগিয়ে যাই।
  3. যে যা খুশি বলুক না কেনো, নিজেকে শান্ত রাখো। কারণ রোদ যতই চড়া হোক না কেনো, তা সমুদ্রকে কখনোই শুকিয়ে ফেলতে পারে না।
  4. নিজের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনুভূতি যাবে আবার আসবে।
  5. মানুষের রাগকে নিয়ন্ত্রণ করা প্রসঙ্গে আমাদের নবিজী রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন :”তোমরা কেউ উত্তেজিত অবস্থায় দাড়িয়ে থাকলে সেসময় বসে পর আর বসা অবস্থায় রেগে উঠলে তখন শুয়ে পরার চেষ্টা কর।
  6. শিশুদের বইমেলায় শুধু ভূতের আর ছড়ার বই কিনে দেয়া হয়।”অথচ আমাদের হাদিস শিক্ষার মধ্যে শিশুদের অনেক সুন্দর এবং সত্যগল্প আছে “যেগুলো সঠিকভাবে লেখক প্রকাশকরা তুলে না ধরায় আমাদের অনেক মুসলিম শিশুদের সারাজীবন অজানা থেকে যায়।
  7. গল্প এখনো আগের মতই, কিছুই হয়নি শোধ! আমার এখানে বৃষ্টি এখনো, তোমার ওখানে রোদ।
  8. আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে, ভাসাতে পারিনি নয়নে! আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি চয়নে! — রবীন্দ্রনাথ ঠাকুর
  9. বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই করে। – হুমায়ূন আহমেদ
  10. বিধাতা যেখানে অধিকার বেশি দিয়াছেন সেইখানেই দুঃখ এবং পরীক্ষা অত্যন্ত কঠিন করিয়াছেন। – রবীন্দ্রনাথ ঠাকুর

আরো পড়ুনঃ

ইংরেজি মোটিভেশনাল কথাবার্তা

এবার চলুন কিছু মোটিভেশনাল কথাবার্তা জানা যাক। এসব কথাবার্তাগুলো আশা করছি আপনার ভালো লাগবে। কিছু English Motivational Speech.

  1. You Have To Fight From A Bad Day To Make Them Your Best Day.
  2. Take Every Chance In Life Because Life Doesn’t Have A Reverse Button.
  3. If you change nothing, nothing will change.
  4. Success is not final; failure is not fatal: It is the courage to continue that counts. – Winston S. Churchill
  5. A successful man is one who can lay a firm foundation with the bricks others have thrown at him. – David Brinkley
  6. The elevator to success is out of order. You’ll have to use the stairs, one step at a time. – Joe Girard
  7. Friday sees more smiles than any other day of the workweek! – Kate Summers
  8. Show up, show up, show up, and after a while the muse shows up, too. – Isabel Allende
  9. If you can’t yet do great things, do small things in a great way. – Napoleon Hill
  10. Fear of what other people will think is the single most paralyzing dynamic in business and in life. The best moment of my life was the day I realized that I no longer give a damn what anybody thinks. That’s enormously liberating and freeing, and it’s the only way to live your life and do your business. – Cindy Gallop

Failure is simply the opportunity to begin again, this time more intelligently.

Henry Ford

Make sure your worst enemy doesn’t live between your own two ears.

Laird Hamilton

It is remarkable how much long-term advantage people like us have gotten by trying to be consistently not stupid, instead of trying to be very intelligent.

Charlie Munger

মোটিভেশনাল কথাবার্তা ছবি

Motivational Speech নিয়ে কিছু ছবি। আপনি চাইলে এসব ছবি ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করতে পারেন।

মোটিভেশনাল কথাবার্তা ছবি ১

মোটিভেশনাল কথাবার্তা ছবি ২

মোটিভেশনাল কথাবার্তা ছবি ৩

মোটিভেশনাল কথাবার্তা ছবি ৪

মোটিভেশনাল কথাবার্তা ছবি ৫

উপসংহার

এই ছিল অসাধারণ সব মোটিভেশনাল কথাবার্তা। আশা করছি আপনার এসব ভালো লেগেছে। কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। আপনি যদি এই আর্টিকেলে আপনার কোন কথা যুক্ত করতে চান তাহলে নিচে কমেন্ট করুন। আপয়ার লেখার মান ভালো হলে এই আর্টিকেলে আমরা যুক্ত করব।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে এই আর্টিকেলটি পড়ার জন্য। এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.