রবি নাম্বার কিভাবে দেখে | How to Check Own Robi Number 2023
কিভাবে আপনি আপনার নিজের রবি নাম্বার দেখবেন তা নিয়ে বিস্তারিত টিউন
আপনি কি একজন রবি সিম/ রবি অপারেটর ব্যবহারকারী। কিন্তু জানেন না নিজের রবি নাম্বার কিভাবে দেখে! তাহলে এই টিউনটি আপনার জন্য। এই টিউনটি থেকে আপনি খুব সহজে রবি নাম্বার দেখার নিয়ম জেনে নিতে পারবেন।
রবি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। BTRC (Bangladesh Telecommunication Regulatory Commission) ২০২১ এর তথ্য মতে রবির ব্যবহারকারী সংখ্যা ৫১.১২৩ মিলিয়ন। আর দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে।
আরো পড়ুনঃ
- রবি মিনিট অফার ২০২৩ | Best Robi Minute Offer Code, Recharge 2023
- জিপি ইন্টারনেট অফার ২০২৩ | সাথে ফ্রি ১ জিবি কোড | GP Internet Offer 2023
- গ্রামীন এমবি অফার ২০২৩ | Grameenphone MB Offer 2023
রবি আপারেটর তাদের সার্ভিস, কম টাকায় ইন্টারনেট/ মিনিট প্যাকেজ এর জন্য জনপ্রিয়তা লাভ করছে। এর পাশাপাশি ভালো মানের ইন্টারনেট সেবাও তো রয়েছে। অনেক নতুন ব্যবহারকারী রবিতে যুক্ত হচ্ছে। তাই তারা প্রথম দিকে রবির অনেক কোড জানেন না। যেমনঃ রবি নাম্বার দেখার কোড, ইন্টারনেট দেখা ও কেনার কোড, ব্যালেন্স চেক করার কোড ইত্যাদি।
এসমস্ত কোড নিয়ে আমরা পরবর্তীতে একটি টিউন প্রকাশ করার চেস্টা করব। এই টিউনটি যেহেতু রবি নাম্বার কিভাবে দেখে তা নিয়ে তাই চলুন সেটিই জেনে নেওয়া যাক।
অনলাইনে আয় করতে চাইলে অনলাইনে আয় করা সম্পর্কিত এই টিউনগুলো পড়ুন –
- অনলাইনে আয় করার উপায় ৫টি 2023
- ওয়েবসাইট থেকে আয় করার উপায়
- ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
Table of Contents
রবি নাম্বার কিভাবে দেখে
আপনি আপনার নিজের রবি নাম্বার দুই পদ্বতিতে দেখতে পারবেন।
- রবি নাম্বার দেখার কোড ডায়াল করার মাধ্যমে
- এসএমএস এর মাধ্যমে
- অ্যাপের মাধ্যমে
রবি নাম্বার দেখার কোড
রবি নাম্বার দেখার কোড ডায়াল করে আপনি অনেক সহজে আপনার রবি নাম্বার দেখে নিতে পারবেন। রবি নাম্বার দেখার কোড – *2#।
অর্থাৎ, আপনি যদি আপনার নিজের রবি নাম্বার দেখতে চান তাহলে আপনাকে ডায়াল অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে *2# টাইপ করে রবি নাম্বার দিয়ে ডায়াল করতে হবে। এভাবে সহজেই আপনি আপনার নিজের রবি নাম্বার চেক করে/ দেখে নিতে পারবেন।
*২# কোড ডায়াল করে রবি সিমের নাম্বার দেখা সহজ একটি পন্থা। প্রায় সকল ব্যবহারকারীরা এই পন্থা অবলম্বন করে রবি বা অন্য যেকোন সিমের নাম্বার চেক করে থাকে।
এসএমএস এর মাধ্যমে
এসএমএস এর মাধ্যমে আগে রবি নাম্বার দেখার সুযোগ ছিল। কিন্তু, বর্তমানে আর এই সুবিধাটি নেই তাই রবি নাম্বার দেখার জন্য আপনাকে কোড ডায়াল অথবা অ্যাপের সুবিধা নিতে হবে।
অ্যাপের মাধ্যমে রবি নাম্বার কিভাবে দেখে
অ্যাপের মাধ্যমে রবি নাম্বার দেখার জন্য আপনাকে প্রথমে রবি অ্যাপটি ডাউনলোড করতে হবে।এন্ড্রয়েড ও আইওএস দুই ভার্সনের জন্য অ্যাপটি পেয়ে যাবেন।
অ্যাপটির নাম My Robi। প্লে-স্টোর ডাউনলোড লিংক – https://play.google.com/store/apps/details?id=net.omobio.robisc
অ্যাপটি প্লে-স্টোর থেকে ইন্সটল করার পর আপনাকে লগিন করতে হবে। লগিন করার পর আপনি অ্যাপের ড্যাসবোর্ড থেকে আপনার নিজের রবি নাম্বার দেখে নিতে পারবেন।
এই দুই পদ্বতিতে আপনি সহজে রবি নাম্বার দেখতে পারবেন। আশা করছি এতক্ষণে বুঝতে পেরেছেন রবি নাম্বার কিভাবে দেখে। টিউনটি নিয়ে আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টের মাধ্যেম জানাতে পারেন।
রবির নাম্বার কিভাবে দেখে
একদম সহজ উপায়ে রবির নাম্বার দেখার জন্য আপনি আপনার ফোনের ডায়াল অপশনে যান এবং সেখানে গিয়ে টাইপ করুন *2#। এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনি আপনার রবি সিমের নাম্বার দেখে নিতে পারবেন। এছাড়াও আর্টিকেলে দেখানো অন্যান্য পদ্বতি অনুসরণ করে আপনি রবির নাম্বার দেখতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
রবি নাম্বার কিভাবে দেখে টিউনটি সম্পর্কিত কিছু কমন প্রশ্ন ও উত্তর যা অনেকেই জিজ্ঞাসা করে থাকে। এই সকল কিছু প্রশ্ন ও তার উত্তর চলেন দেখে নেওয়া যাক। আপনার যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটি কমেন্টে জানান
রবি নাম্বার কি এসএমএস মাধ্যমে দেখা সম্ভব?
না। বর্তমানে আপনি আপনার নিজের রবি নাম্বার এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন না।
রবি নাম্বার হারিয়ে গেলে সেই নাম্বার কিভাবে উদ্ধার করব?
আপনি যদি কোন রবি সিম কেনেন এবং সেই সেই সিমের নাম্বার যদি আপনার মনে না থাকে আর তা হারিয়ে ফেলেন তা উদ্ধার করার করার জন্য NID কার্ডের প্রয়োজন হবে (যে এনআইডি কার্ড দিয়ে সেই সিম উত্তেলন করেছিলেন)। NID কার্ড নিয়ে রবি কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে তার আপনাকে এই বিষয়ে সহযোগীতা করতে পারবে।
রবি সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে জানবো?
আপনার ব্যবহার করা রবি সিম কার নামে রেজিস্ট্রেশন করা তা যদি আপনি না জেনে থাকেন তাহলে তা জানার জন্য আপনাকে রবি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।
রবি নাম্বার কিভাবে বের করে?
*2# ডায়াল করার মাধ্যমে সহজে রবি নাম্বার বের করতে পারবেন।
রবি নাম্বার দেখার সহজ উপায় কি?
কোড ডায়াল হলো রবি নাম্বার দেখার সহজ উপায়। রবি নাম্বার দেখার কোড *২#।
উপসংহার
এই ছিল রবি নাম্বার কিভাবে দেখে নিয়ে লেখা এই আর্টিকেল। আশা করছি রবি নাম্বার কিভাবে দেখে তা আর্টিকেলটি থেকে ভালোভাবে জানতে ও শিখতে পেরেছেন। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন টিউনবিএনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।