রবি অনেক জনপ্রিয় সিম অপারেটর কোম্পানি। গ্রাহকদের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন রবি মিনিট অফার ৩০ দিনের জন্য দিয়ে থাকে। যারা নিয়মিত ৩০ দিন মেয়াদি রবি মিনিট ক্রয় করে থাকে তাদের জন্য এই অফারগুলো অনেক সহায়ক হয়।
রবি মিনিট অফার ৩০ দিনের জন্য অনেক কয়েকটি প্যাকের রয়েছে। মিনিটের ওপর নির্ভর করে এসকল প্যাকেজের দাম নির্ধারণ করা হয়ে থাকে। এছাও কিছু কম্বো প্যাকেজও রয়েছে। কোড ডায়াল করে কিংবা নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে এসকল মিনিট অফার প্যাকে ক্রয় করা যায়। এছাড়াও মাইরবি অ্যাপ থেকে সরাসরি ক্রয় করাও সুযোগ রয়েছে।
আরো পড়ুনঃ
- গ্রামীন সিমের অফার কিভাবে দেখে জেনে নিন
- জিপি ইন্টারনেট অফার ২০২৩ সাথে | ফ্রি ১ জিবি কোড | GP Internet Offer 2023
- রবি নাম্বার কিভাবে দেখে | How to Check Own Robi Number 2023
রবি মিনিট অফার ৩০ দিন ২০২৩ সালের জন্য যে সকল অফার প্যাকেজ উপলব্ধ রয়েছে তার সবগুলোই এই আর্টিকেলে তুলে ধরার চেস্টা করব। কিভাবে অফার প্যাকেজগুলো ক্রয় করবেন সেটিও আর্টিকেলটিতে উল্লেখ থাকবে। তাহলে চলুন আর দেরী না করে এই বিষয়ে বিস্তারিত জেনে নেই। আর সকল রবি মিনিট অফারের জন্য এই আর্টিকেলটি পড়ুন – রবি মিনিট অফার ২০২৩ | Best Robi Minute Offer Code, Recharge 2023
Table of Contents
রবি মিনিট অফার ৩০ দিন ২০২৩
তাহলে চলুন একে এক ৩০ দিন মেয়াদি সকল রবি মিনিট অফারগুলো দেখে নেই। অফারগুলো কিভাবে ক্রয় করবেন সেটিও বলে দেওয়া আছে। যেই অফারটি যেভাবে ক্রয় করার কথা বলা আছে সেইভাবে ক্রয় করবেন।
১৪৬ টাকায় ২১০ মিনিট ৩০ দিন
সবচেয়ে কম টাকায় এটি ৩০ দিন মেয়াদি রবি মিনিট প্যাকেজ। এই প্যাকেজে ২২০ মিনিট পাবেন মাত্র ১৪৬ টাকায়। ১০ সেকেন্ড পালস রেট প্রযোজ্য এই মিনিট প্যাকে। এই প্যাকেজটি ক্রয় করার জন্য আপনাকে ১৪৬ টাকা রিচার্জ করতে হবে।
১৯৯ টাকায় ৩০০ মিনিট ৩০ দিন
যারা প্রতিদিন ১ মিনিটের আশেপাশে কথা বলে তাদের জন্য এই প্যাকেজটি সেরা একটি প্যাকে হতে পারে। প্যাকেজে আপনি ৩০০ মিনিট পাবেন। যেকোন নাম্বারে কথা বলা যাবে এই মিনিট প্যাকেজ ব্যবহার করে। অফার প্যাকেজটি একটিভ করার জন্য ১৯৯ টাকা আপনাকে রিচার্জ করতে হবে।
২০৭ টাকায় ৩২০ মিনিট ৩০ দিন
১৯৯ টাকায় ৩০০ মিনিট কেনার পরিবর্তে ৭ টাকা বাড়িয়ে এই মিনিট প্যাকেজটি আপনি ক্রয় করতে পারেন। এর ফলে ৭ টাকায় ২০ মিনিট পেয়ে যাবে। এই রবি মিনিট অফার ৩০ দিন মেয়াদি প্যাকেজটি ক্রয় করতে আপনাকে ২০৭ টাকা রিচার্জ করতে হবে।
১৬৯ টাকায় ২৩০ মিনিট ৩০ দিন
এই প্যাকেজটিও অনেক দারুন একটি প্যাকেজ। অনেক কম টাকায় ৩০ দিন মেয়াদি ২৩০ মিনিট পাবেন আপনার। প্যাকেজটি ক্রয় করার জন্য ১৬৯ টাকা রিচার্জ করতে হবে আপনাকে। রিচার্জ করার সাথে সাথে ২৩০ মিনিট আপনি পেয়ে যাবেন।
২৭৮ টাকায় ৪৫০ মিনিট ৩০ দিন
যাদের মোটামুটি একটু মিনিট ৩০ দিনের জন্য প্রয়োজন হয় তারা এই প্যাকেজটি দেখতে পারে। ৪৫০ মিনিট ৩০ দিনের জন্য নিতে ২৭৮ টাকা রিচার্জ করতে হবে আপনাকে।
২৮৮ টাকায় ৪৭০ মিনিট ৩০ দিন
২৭৮ টাকায় ৪৫০ মিনিট নেওয়ার পরিবর্তে ১০ টাকা বাড়িয়ে ৪৭০ মিনিট নিতে পারে। এতে করে মাত্র ১০ টাকায় ২০ মিনিট পেয়ে যাবেন। অফার প্যাকেজটি ক্রয় করার জন্য ২৮৮ টাকা রিচার্জ করতে হবে আপনাকে।
৫০৭ টাকায় ৮৪০ মিনিট ৩০ দিন
যাদের প্রতি মাসে অনেক বেশী মিনিট প্রয়োজন হয় তারা এই প্যাকেজটি ক্রয় করতে পারেন। ৩০ দিন মেয়াদি এই মিনিট প্যাকেজে আপনি পাবেন ৮৪০ মিনিট। প্যাকেজটি ক্রয় করতে আপনাকে ৫৪০ টাকা রিচার্জ করতে হবে।
৩০৭ টাকায় ৫০০ মিনিট ৩০ দিন
মাত্র ৩০৭ টাকা ৫০০ রবি মিনিট অফার ৩০ দিনের জন্য নিতে আপনাকে ৩০৭ টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ করলে অফার প্যাকেজটি একটিভ হয়ে যাবে।
৩৯৮ টাকায় ৬৫০ মিনিট ৩০ দিন
৩০ দিন মেয়াদি এই প্যাকেজের জন্য আপনাকে ৩৯৮ টাকা রিচার্জ করতে হবে। ৩৯৮ টাকা রিচার্জ করার সাথে সাথে প্যাকেজটি একটিভ হয়ে যাবে।
৯৯৭ টাকায় ১৬০০ মিনিট ৩০ দিন
যারা প্রতি মাসে অনেক বেশী সময় কথা বলে তাদের জন্য এই প্যাকেজটি সেরা একটি প্যাকেজ। এটি সর্বোচ্চ মিনিট প্যাকেজ। এই প্যাকেজে আপনি ১৬০০ মিনিট পাবেন মাত্র ৯৯৭ টাকায়। প্যাকেজটি একটিভ করতে চাইলে আপনাকে ৯৯৭ টাকা রিচার্জ করতে হবে।
কিছু কথা
আর্টিকেলে রবি মিনিট অফার ৩০ দিন ২০২৩ সালের জন্য যে সকল প্যাকেজ রয়েছে সেই সকল সমস্ত প্যাকেজ তুলে ধরেছি। অফার প্যাকেজগুলো যেকোন সময়ে বন্ধ হয়ে যেতে পারে। রিচার্জে যেকোন প্যাকেজ ক্রয় করার আগে রিচার্জের দোকান থেকে অফারলিস্ট চেক করবেন।
আপনার নিজের জন্য কোন অফার উপলন্ধ আছে কি না সেটি মাই রবি অ্যাপ থেকে চেক করতে পারবেন। এছাড়াও যেকোন রবি মিনিট অফার মাই রবি অ্যাপ থেকে ক্রয় করতে পারবেন। মাই রবি অ্যাপের ডাউনলোড লিংক – My Robi Play Store Link।
উপসংহার
এই ছিল রবি মিনিট অফার ৩০ দিন ২০২৩ নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে এবং আর্টিকেলটি থেকে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। আর্টিকেলে থাকা কোন মিনিট অফার যদি অকার্যকর হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়াও আপনি যদি নতুন কোন ৩০ দিন মেয়াদি মিনিট অফার সম্পর্কে জানেন সেটিও কমেন্টে জানাতে পারেন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।