অসাধারণ সব রবি মিনিট অফার নিয়ে এই টিউনটি সাজানো হয়েছে। এই টিউন হতে আপনি রবি সিমের সকল মিনিট অফার (Robi Minute Offer) জানতে পারবেন। কম দামি ভালো রবি মিনিট অফার প্যাক থেকে শুরু করে বেশী দামি ছাড়াও বান্ডেল মিনিট প্যাক, রিজার্জ অফারে মিনিট ইত্যাদি সকল কিছু জানতে পারবেন।
রবি বাংলাদেশের জনপ্রিয়, সেরা সিম গুলোর মধ্যে একটি। রবি সিমের ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশী। রবি কোম্পানি তাদের কাস্টমারদের কথা ভেবে বিভিন্ন ধরনের মিনিট অফার দিয়ে থাকে যাতে করে কাস্টমারা তাদের সিম ব্যবহার করে। রবি মিনিট অফার ছাড়াও ইন্টারনেট অফার, এসএমএস অফার দিয়ে থাকে। আপনাদের জেনে রাখা ভালো রবি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকমিউনিকেশন কোম্পানি। প্রথম অবস্থানে রয়েছে গ্রামীনফোন এবং তৃতীয় অবস্থানে বাংলালিংক।
রবি মিনিট অফার, ইন্টারনেট অফার, এসএমএস অফার দেওয়ার মাধ্যমে তারা অনেক ব্যবহারকারী পাচ্ছে। যা তাদের ভবিষ্যতে আরো উপরে নিয়ে যেতে পারে।
আপনি কি অনলাইনে ইনকাম করতে চান? অনলাইনে ইনকাম করতে চাইলে অনলাইন ইনকাম সম্পর্কিত এই সকল টিউনগুলো পড়ুন –
- ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
- ওয়েবসাইট থেকে আয় করার উপায়
- অনলাইনে আয় করার উপায়
- পডকাস্ট/ পডকাস্টিং করে আয় করার উপায়
- টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে
এবার চলেন রবি মিনিট অফার (Robi Minute Offer) গুলো দেখে নেওয়া যাক। আপনি আপনার পছন্দমতো প্যাক বেছে নিয়ে কিনতে পারবেন। তবে তার আগে আপনি যদি আপনার জন্য কোন স্পেশাল অফার আসে কি না তা যদি চেক করতে চান তাহলে তা কিভাবে চেক করবেন? সেটি আগে জেনে নেই!!
Table of Contents
রবি মিনিট অফার চেক
আপনার সিমের জন্য স্পেশাল কোন মিনিট অফার আসে কি না তা চেক করার জন্য আপনাকে My Robi এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে-স্টোরে যান এবং সেখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন। My Robi অ্যাপ ইন্সটল করার পর অ্যাপটি ওপেন করে লগিন করে নিন। লগিন করার পর সেখানে আপনি বিভিন্ন অফার দেখতে পারবেন। আপনার জন্য স্পেশাল রবি মিনিট অফার চেক করার জন্য মেনু থেক আমার অফার (My Offer) এ ক্লিক করুন। এখানে আপনি আপনার জন্য সকল প্রকার অফার দেখতে পারবেন। মিনিট অফার ছাড়াও ইন্টারনেট, এসএমএস অফারও এখানে পাবেন।
অ্যাপ ছাড়াও আপনি চাইলে আপনার USSD কোডের মাধ্যমে দেখতে *123# ডায়াল করে Amar Offer থেকে অফার দেখতে পারবেন। অথবা, *222*2# ডায়াল করে সরাসরি দেখতে পারবেন। এছাড়াও রবি গ্রাহকদের বিভিন্ন প্রোমোশনাল এসএমএস এর মাধ্যমে তাদেরকে অফার জানিয়ে দেয়। যা সীমিত সময়ের জন্য হয়ে থাকে। এসব এসএমএস থেকেও আপনি রবি মিনিট অফার চেক করতে পারবেন।
রবি মিনিট অফারের ধরন
রবি মিনিট অফারের ধরন বিভিন্ন রকমের হয়ে থাকে। বিভিন্ন ধরনের অফার ক্ষেত্র বিশেষে বিভিন্ন মাধ্যমে গ্রাহকদের দিয়ে থাকে।
কোড ডায়াল অফার
নির্ধারিত কোড ডায়াল করার মাধ্যেমে গ্রাহকের অফার উপভোগ করতে পারবে। কিছু কোড শুধু নির্ধারিত কিছু গ্রাহকদের জন্য থাকে আবার কিছু কোড সবার জন্য। কোড ডায়াল করার মাধ্যমে কি মিনিট অফার পাওয়া যাবে তা বেশীরভাগ সময় মেসেজের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়।
রিজার্জ অফার
নির্ধারিত কিছু টাকা আপনি সিমে রিজার্জ করলে সেই রিজার্জ অনুযায়ী অটোমেটিক মিনিট প্যাক অ্যাকটিভ হয়ে যাবে।
অ্যাপ অফার
শুধু মাত্র রবি অ্যাপ থেকে অফারে কিছু মিনিট প্যাক নেওয়া যাবে। অ্যাপ ছাড়া অন্য কোন ভাবে এসকল অফারের মিনিট প্যাক কিনতে পারবে না গ্রাহকেরা।
বিকাশ অ্যাপ অফার
বিকাশ অ্যাপ থেকে নির্ধারিত কিছু টাকা রিচার্জ অথবা সরাসরি মিনিট অফার কেনার সুযোগ করে দিয়েছে রবি অপারেটর। এর মাধ্যমেও গ্রাহকেরা বিভিন্ন রকমের অফার পেয়ে থাকে।
নতুন সিমের অফার
রবি মিনিট অফার দারুন ভাবে কিনতে আপনি নতুন সংযোগ কিনতে পারেন। নতুন সংযোগে অনেক দারুন দারুন পাবেন।
বন্ধ সিমের অফার
হয়তো বিভিন্ন জায়গার বিজ্ঞাপন দেখেছে রবিতে ফিরে আসলেই এই অফার ওই অফার। আসলে এগুলো বন্ধ সিমের অফার বোঝানো হয়েছে। আপনার যদি কোন রবি সিম দেড় বছরের কাছাকাছি বন্ধ থাকে তাহলে সেই সিমটি চালু করে আপনি দারুন কিছু রবি মিনিট অফার উপভোগ করতে পারবেন।
এসব ছাড়াও রবি অপারেটর আরো নানান ভাগে গ্রাহকদের অফার দিয়ে থাকে। তবে যেই অফার দেক না কেন তা কিন্তু বেশীরভাগ সময় এসএমএস এর মাধ্যমে গ্রাহকদের জানানো হয়ে থাকে।
রবি মিনিট অফার কেনার কোড
রবি সিমের জন্য জনপ্রিয় কিছু মিনিট অফার নিচে দিয়ে দিলাম সাথে কোডও। কোড ডায়াল করার মাধ্যেম আপনি এসব অফার নিতে পারবেন।
- *123*59# – ৫৯ টাকায় ৮০ মিনিট মেয়াদ ৫ দিন
- *123*159# – ১৫৯ টাকায় ২১০ মিনিট মেয়াদ ১৫ দিন
- *123*0199# – ১৯৯ টাকায় ২৬০ মিনিট মেয়াদ ৩০ দিন
- *123*169# – ১৬৯ টাকায় ১৯০ মিনিট মেয়াদ ৩০ দিন
- *123*307# – ৩১৯ টাকায় ৫১০ মিনিট মেয়াদ ৩০ দিন
- *123*0108# – ১০৯ টাকায় ১৬০ মিনিট মেয়াদ ৭ দিন
- *123*69100# – ৯৯ টাকায় ১৪০ মিনিট মেয়াদ ৭ দিন
এসব মিনিট অফার আপনি কোড ডায়াল করার মাধ্যমে নিতে পারবেন। এসব মিনিট কেনার কোড ছাড়াও আরো অনেক মিনিট প্যাকের কোড রয়েছে। আরো কিছু রবি মিনিট অফার নিচে দিলাম।
টাকা | মিনিট | মেয়াদ | কোড |
---|---|---|---|
১৪ টাকা | ১৯ মিনিট | ১২ ঘন্টা | *১২১*১৪১৯# |
১৯ টাকা | ২৭ মিনিট | ১ দিন | *১২১*১৯২৭# |
২৯ টাকা | ৪৫ মিনিট | ২ দিন | *১২১*২৯৪৫# |
৩৯ টাকা | ৫৫ মিনিট | ৩ দিন | *১২১*০৩৯# |
৪৯ টাকা | ৭০ মিনিট | ৪ দিন | *১২১*৪৯৭০# |
৫৯ টাকা | ৮০ মিনিট | ৫ দিন | *১২১*৫৯# |
৬৯ টাকা | ৯৫ মিনিট | ৭ দিন | *১২১*৬৯১০০# |
৯৯ টাকা | ১৪০ মিনিট | ৭ দিন | *১২১*৯৯# |
১০৯ টাকা | ১৬০ মিনিট | ৭ দিন | *১২১*০১০৮# |
১১৯ টাকা | ১৯৮ মিনিট | ৭ দিন | *১২১*০১৯৯# |
এসব মিনিট প্যাক আপনার জন্য উপলব্ধ নাও থাকতে পারে। কেননা এসব মিনিট প্যাকের কোড ও প্যাকেজ সময়ের সাথে পরিবর্তন হতে পারে।
রবিতে মিনিট কেনার কোড
রবি মিনিট অফার ও অফার কেনার কোড জানার পাশাপাশি আমাদের রবিতে মিনিট কেনার কোডও জেনে রাখা প্রয়োজন। রবিতে মিনিট কেনার কোড হলো *0#। এই কোড ডায়াল করে সাধারণ সকল মিনিট প্যাকেজ আপনি রবিতে ক্রয় করতে পারবেন।
রবিতে মিনিট কেনার জন্য *0# ডায়াল করবেন। তবে কোড ডায়া করা ছাড়া আপনি MyRobi অ্যাপ থেকেও মিনিট কিনতে পারবেন।
রবি মিনিট অফার ৩০ দিন ও ১৫ দিন ২০২৪
৩০ দিন ও ১৫ দিন মেয়াদি রবির অনেক মিনিট অফার রয়েছে। আপনি যদি ৩০ দিন মেয়াদি অথবা ১৫ দিন মেয়াদি কোন মিনিট অফারের প্যাকেজ কিনতে চান তাহলে নিচের অফার প্যাকেজগুলো দেখতে পারেন। সেখান থেকে পছন্দের প্যাকেজটি বেছে নিয়ে কিনতে পারেন।
৩০ দিন ও ১৫ দিন মেয়াদি এসকল রবি মিনিট অফারগুলো অনেক দারুন। যারা দীর্ঘ মেয়াদি মিনিট প্যাকেজ কিনতে চান তাদের নিকট এসকল অফার প্যাকেজগুলো ভালো লাগবে। অফারগুলো নিচের টেবিলে দিয়ে দেওয়া হলো। এখান থেকে আপনি পছন্দের মিনিট অফারটি বেছে নিন।
টাকা | মিনিট | মেয়াদ | কেনার কোড |
---|---|---|---|
১২৯ টাকা | ১৪০ মিনিট | ৩০ দিন | *১২৩*০২১৯# |
১৩৯ টাকা | ১৬০ মিনিট | ১৫ দিন | *১২৩*১৩৯# |
১৫৯ টাকা | ২১০ মিনিট | ১৫ দিন | *১২৩*১৪৯# |
১৬৯ টাকা | ১৯০ মিনিট | ৩০ দিন | *১২৩*১৬৯# |
১৮৯ টাকা | ২৮০ মিনিট | ১৫ দিন | *১২৩*১৮৯# |
১৯৯ টাকা | ২৬০ মিনিট | ৩০ দিন | *১২৩*০১৯৯# |
২২৯ টাকা | ৩৪০ মিনিট | ৩০ দিন | *১২৩*০২২৯# |
২৫৯ টাকা | ৩৯০ মিনিট | ৩০ দিন | *১২৩*২৫৯# |
৩১৯ টাকা | ৫১০ মিনিট | ৩০ দিন | *১২৩*৩০৭# |
৩৫৯ টাকা | ৫৯০ মিনিট | ৩০ দিন | *১২৩*৩৫৮# |
৪০৯ টাকা | ৬৭০ মিনিট | ৩০ দিন | *১২৩*৪০৭# |
৪৮৯ টাকা | ৮০০ মিনিট | ৩০ দিন | *১২৩*০৪৯৮# |
৬০৯ টাকা | ১০০০ মিনিট | ৩০ দিন | *১২৩*৬০৯# |
নোটঃ কোড ডায়াল করে কেনার পাশাপাশি আপনি চাইলে এসকল মিনিট অফার মাই রবি অ্যাপ অথবা অনলাইনে রবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন। অনলাইনে রবি মিনিট অফার কেনার জন্য আপনাকে রবি এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে লগিন করে আপনি এই সকল অফার মোবাইল ব্যালেন্স কিংবা অনলাইন পেমেন্ট সার্ভিসের (যেমনঃ বিকাশ, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড) মাধ্যমে কিনতে পারবেন।
রবি অফিশিয়াল ওয়েবসাইটের লিংক – https://www.robi.com.bd/en
রিচার্জে রবি মিনিট অফার
রবি সিমে নির্দিষ্ট কিছু টাকা রিচার্জ করলে অটোমেটিক ভাবে সেই টাকা কেটে আপনাকে নির্ধারিত মিনিট দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে কোন প্রকার কোড ডায়াল করতে হবে না। অনেক ধরনের রিচার্জে Robi Minute Offer রয়েছে। তবে আমি সাশ্রয়ী কিছু রিচার্জ অফার তুলে ধরলাম।
১৯ টাকা রিচার্জে ২৭ মিনিট
১৯ টাকার রিচার্জ করার মাধ্যমে আপনি সরাসরি ২৭ মিনিট পেয়ে যাবেন। এই মিনিট দিয়ে আপনি যেকোন নাম্বারে কথা বলতে পারবেন এবং এর মেয়াদ ২৪ ঘন্টা। আপনি চাইলে এই প্যাকটি রিচার্জ না করে কোড ডায়াল করেও নিতে পারেন। এক্টিভেশন কোড – *১২৩*১৯২৭#।
২৯ টাকা রিচার্জে ৪৫ মিনিট
২৯ টাকা রিচার্জ করার মাধ্যমে আপনি এই রবি মিনিট অফারটি নিতে পারেন। এর মেয়াদ ২ দিন ও যে কোন অপারেটরে কথা বলতে পারবেন। রিচার্জ ছাড়াও *১২৩*২৯৪৫# ডায়াল করে এই অফারটি আপনি কিনতে পারবেন।
৩৯ টাকা রিচার্জে ৫৫ মিনিট
আপনি ৩৯ টাকা রিচার্জ করার মাধ্যমে ৫৫ মিনিট পেয়ে যাবেন এবং এর মেয়াদ ৩ দিন। এই বান্ডেলের মিনিট পালস্ ১০ সেকেন্ড। *১২৩*০৩৯# কোড ডায়াল করেও আপনি এই অফারটি ক্রয় করতে পারবেন।
এসব ছিল কম টাকার মধ্যে দারুন কিছু মিনিট প্যাক। এসব ছাড়াও বেশী টাকার মিনিট প্যাক, মাসিক রবি মিনিট প্যাকও রয়েছে। এরকম কিছু প্যাক নিচে দিয়ে দিলাম।
আরো রিচার্জে রবি মিনিট অফার
এখানে যেসকল অফার প্যাকেজ রয়েছে সেগুলো সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে। এই পরিমাণ টাকা রিচার্জ করলে আপনি সরাসরি অফার প্যাকেজ পেয়ে যাবেন। এছাড়াও কোড ডায়াল করেও অফারগুলো কিনতে পারবেন। কোন কোড ডায়াল করলে কোন অফার ক্রয় করতে পারবেন সেই কোড অফারের পাশেই দেওয়া হয়েছে।
রিচার্জ পরিমাণ | মিনিট | মেয়াদ | কেনার কোড |
---|---|---|---|
৩৯ টাকা | ৫৫ মিনিট | ৩ দিন | *১২৩*০৩৯# |
৪৯ টাকা | ৭০ মিনিট | ৪ দিন | *১২৩*৪৯৭০# |
১৫৯ টাকা | ২১০ মিনিট | ১৫ দিন | *১২৩*১৪৯# |
২২৯ টাকা | ৩৪০ মিনিট | ৩০ দিন | *১২৩*০২২৯# |
৩১৯ টাকা | ৫১০ মিনিট | ৩০ দিন | *১২৩*৩০৭# |
৪৮৯ টাকা | ৮০০ মিনিট | ৩০ দিন | *১২৩*০৪৯৮# |
এভাবে আপনি খুব সহজে রবি মিনিট অফার কিনে উপভোগ করতে পারবেন। তবে রিচার্জ আপার কেনার আগে আপনি যে ফ্লেক্সিলোডের দোকান থেকে জেনে নিবেন অফারটি বর্তমানে উপলব্ধ রয়েছে কি না!! কেননা এসব রিচার্জ প্যাক অনেক সময় পরিবর্তন হয়। এবার চলে রবি মিনিট অফার (Robi Minute Offer) সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি নিয়ে কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিম্নে তুলে ধরা হলো।
রবি মিনিট কিভাবে চেক করবেন?
ধরুন আপনি রবির কোন মিনিট অফার কিনলেন কেনা পর তা তো চেক করতে হবে তা না!! সেটা আপনি দুই ভাবে করতে পারেন। কোড ডায়াল করার মাধ্যমে অথবা অ্যাপের মাধ্যমে। *২২২*২#, *২২২*৮# ও *২২২*২৫# এর মধ্যে যেকোন একটি কোড ডায়াল করা মাধ্যমে আপনি রবি মিনিট চেক করতে পারবেন। অন্যথায়, MyRobi অ্যাপ থেকে সরাসরি মিনিট চেক দিতে পারবেন।
রবি সকল মিনিট অফার কিভাবে চেক করবেন?
এই টিউনে আমরা সকল প্রকার রবি মিনিট অফার তুলে ধরার চেস্টা করেছি। কিন্তু, এর মধ্যে থেকে কিছু রবি মিনিট অফার বাদ পড়তেও পারে। আপনি যদি সকল প্রকার রবি মিনিট অফার চেক করতে চান তাহলে আপনাকে Google Play Store অথবা, Apple App Store থেকে MyRobi অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপের মধ্যে থেকে সকল প্রকার মিনিট প্যাক আপনি চেক করে নিতে পারবেন। অ্যাপ ছাড়াও রবির অফিশিয়াল ওয়েবসাইট – https://www.robi.com.bd/bn ভিজিট করার মাধ্যমে রবি সকল মিনিট অফার চেক করতে পারবেন।
কিভাবে ফ্রিতে রবি মিনিট নিবেন?
রবি অপারেটর মাঝে মধ্যে গ্রাহকদের ফ্রিতে কিছু মিনিট দিয়ে থাকে কিছু সময়ের জন্য। এই সকল ফ্রি মিনিট পেতে আপনাকে প্রোমোশনাল মেসেজের উপর নির্ভর করতে হবে। তাছাড়া রবি নতুন সংযোগ কেনার মাধ্যমে আপনি ফ্রিতে কিছু মিনিট পেয়ে যাবেন।
রবি মিনিট প্যাক দিয়ে কি যে কোন আপারেটরে কথা বলা যাবে?
এর উত্তর হলো হ্যা। রবির যে কোন মিনিট প্যাক দিয়ে আপনি যে কোন অপারেটরে কথা বলতে পারবেন।
মিনিট শেষ হয়ে গেলে কি টাকা কাটবে?
কথা বলার সময় যদি আপনার নির্ধারিত মিনিট শেষ হয়ে যায় আর আপনার ফোনে যদি টাকা থাকে তাহলে টাকা কাটবে। যদি টাকা না থাকে তাহলে অটোমেটিকভাবে কল কেটে যাবে।
শেষ কথা
এই ছিল আমাদের আজকের টিউন। আশা করছি আপনার ভালো লেগেছে। টিউনে উল্লেখিত যেকোন অফার কেনার আগে অবশ্যই সেই প্যাকটি যাচাই করে নিবেন। কেননা রবি কোম্পানি থেকে এসব প্যাক সময়ের সাথে পরিবর্তন কিংবা বন্ধ করে দেওয়া হয়ে থাকে। তবে, আমি আপনাকে পরামর্শ দিব যে কোন প্রকার রবি মিনিট অফার (Robi Minute Offer) MyRobi অ্যাপ থেকে কেনার।
এই ধরনের আরো অনেক সিম সম্পর্কিত অফার ও অন্যান্য সব টিউন পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন।