রবি সিমে মিনিট কেনার জন্য আমাদের রবি মিনিট কেনার কোড জানা থাকা প্রয়োজন। রবি মিনিট কেনার কোড জানা না থাকলে আমরা মিনিট প্যাক ক্রয় করতে পারব বা। রবি সিমে মিনিট কেনার জন্য অসংখ্য প্যাকেজ রয়েছে। আর এসকল প্যাকেজ ক্রয় করার জন্য আলাদা আলাদা কোড রয়েছে। কিন্তু এত সকল আমাদের মনে রাখা সম্ভব নয়। তাই পছন্দের মিনিট প্যাকেজ খুঁজতে আমাদের আমাদের ডায়াল কোড খোঁজার প্রয়োজন পড়ে। আপনার এই সমস্যা সমাধানের জন্য এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে।
আর্টিকেলটিতে রবি মিনিট কেনার কোডগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সহজ একটি উপায়ও জানাবো যার মাধ্যমে সহজেই মিনিট প্যাক দেখে ঝামেলা ছাড়া মিনিট প্যাক ক্রয় করতে পারেন। তাহলে চলুন আর দেরী না করে রবি মিনিট কেনার কোডগুলো দেখে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
- রবি নাম্বার কিভাবে দেখে | How to Check Own Robi Number 2023
- রবি মিনিট অফার ২০২৩ | Best Robi Minute Offer Code, Recharge 2023
- রবি মিনিট অফার ৩০ দিন ২০২৩
Table of Contents
রবি মিনিট কেনার কোড
রবি মিনিট কেনার জন্য অসংখ্য প্যাকেজ রয়েছে। প্রতিটি প্যাকেজ ক্রয় করার জন্য আলাদা আলাদা কোড রয়েছে। আবার কিছু রবি মিনিট প্যাক আছে যেগুলো নির্দিষ্ট পরিমাণ টাকা রিজার্জ করে কিনতে হয় বা অ্যাপের মাধ্যমে ক্রয় করতে হয়। যে প্যাক গুলো কোড ডায়াল করে কিনতে হয় সেগুলোর কোড পাবেন এবং যে প্যাকগুলো অন্য উপায়ে কিনতে হয় সেই উপায় নিম্নের তালিকায় দিয়ে দেওয়া হলো। এক এক করে প্যাকেজগুলো দেখে নিন। আপনার যে মিনিট প্যাকটি পছন্দ হবে সেটি ক্রয় করবেন।
মিনিট | টাকা | মেয়াদ | কোড/ উপায় |
---|---|---|---|
৫ মিনিট | ৩.০৪ টাকা | ৪ ঘন্টা | *৮৬৬৬*০০২# |
১২ মিনিট | ৪.৩১ টাকা | ৬ ঘন্টা | *৮৬৬৬*০০৫# |
২৫ মিনিট | ১৪ টাকা | ১৬ ঘন্টা | ২৫ টাকা রিজার্জে |
৭০ মিনিট | ৪৩ টাকা | ৭ দিন | ৭০ টাকা রিচার্জে |
৮০ মিনিট | ৫৩ টাকা | ৭ দিন | *০*৪# |
৯৫ মিনিট | ৫৯ টাকা | ৭ দিন | *০*৫# |
১০৫ মিনিট | ৬৪ টাকা | ৭ দিন | ৬৪ টাকা রিচার্জে |
১৭০ মিনিট | ৯৯ টাকা | ৭ দিন | *০*৬# |
২০৫ মিনিট | ১১৮ টাকা | ১০ দিন | ২০৫ টাকা রিচার্জে |
২৮৫ মিনিট | ১৮৩ টাকা | ৩০ দিন | *০*৯# |
৩৩৫ মিনিট | ১৯৮ টাকা | ৩০ দিন | *১২৩*১৯৪# |
৩৬০ মিনিট | ২১৮ টাকা | ৩০ দিন | ২১৮ টাকা রিচার্জে |
৩৮০ মিনিট | ২২৪ টাকা | ৩০ দিন | ২২৪ টাকা রিচার্জে |
৬০০ মিনিট + ৮ জিবি | ৫০৭ টাকা | ৩০ দিন | *০*১# |
১০০০ মিনিট + ১ জিবি | ৫৭৪ টাকা | ৩০ দিন | ৫৭৪ টাকা রিচার্জে |
১২০০ মিনিট + ১৬ জিবি | ১০১৭ টাকা | ৩০ দিন | *০*২# |
২৪০০ মিনিট + ৪৮ জিবি | ১৯১০ টাকা | ৩০ দিন | *০*৩# |
রবি প্রতিনিয়ত নতুন নতুন মিনিট প্যাক আগে এবং আগে কিছু কিছু প্যাক বাতিল করে দেয়। তাই উপরোক্ত তালিকায় থাকা কিছু রবি মিনিট কেনার কোড বর্তমান সময়ে অকেজো হয়ে যেতে পারে। যদি এমন কোন কোড থাকে যেটি বর্তমানে আর কাজ করছে না তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন। এছাড়া নতুন নতুন মিনিট প্যাকের কোড আসলে আমরা তা এই তালিকায় যুক্ত করার চেস্টা করব।
কোড ডায়াল ছাড়াও অনলাইনে রবির অফিশয়াল ওয়েবসাইট থেকে মিনিট প্যাকে ক্রয় করা যায়। এ ধরনের কিছু মিনিট প্যাকের তালিকা নিম্নে দিয়ে দেওয়া হলো।
রবি মিনিট প্যাক অনলাইন ক্রয়
রবি মিনিট কেনার কোড জানা না থাকলেও অনলাইনের মাধ্যমে সহজে রবি মিনিট প্যাকেজ ক্রয় করা যায়। এ ধরনের প্যাকগুলো নিম্নে তালিকা আকারে দিয়ে দিলাম। যদি আপনার কোন প্যাকেজ পছন্দ হয় এবং আপনি যদি তা ক্রয় করতে চান তাহলে এই লিংকে ভিজিট করুন – https://www.robi.com.bd/en/personal/bundle-voice-packs?packageCategories=minute-packs এবং পছন্দের প্যাকেজটি খুঁজে বের করে প্যাকটি ক্রয় করে ফেলুন।
মিনিট | টাকা | মেয়াদ | কোড/ উপায় |
---|---|---|---|
১০ মিনিট | ৮ টাকা | ৮ ঘন্টা | অনলাইন |
১৯ মিনিট | ১৪ টাকা | ১৬ ঘন্টা | অনলাইন |
২১ মিনিট | ১৬ টাকা | ২৪ ঘন্টা | অনলাইন |
২৭ মিনিট | ১৯ টাকা | ২৪ ঘন্টা | অনলাইন |
৩৫ মিনিট | ২৪ টাকা | ২৪ ঘন্টা | অনলাইন |
৪০ মিনিট | ২৭ টাকা | ২ দিন | অনলাইন |
৪৮ মিনিট | ৩৩ টাকা | ৩ দিন | অনলাইন |
৬৫ মিনিট | ৪৩ টাকা | ৪ দিন | অনলাইন |
৮৫ মিনিট | ৫৯ টাকা | ৭ দিন | অনলাইন |
৯৫ মিনিট | ৬৪ টাকা | ৭ দিন | অনলাইন |
১২০ মিনিট | ৭৮ টাকা | ৭ দিন | অনলাইন |
১৫৫ মিনিট | ৯৯ টাকা | ৭ দিন | অনলাইন |
১৮০ মিনিট | ১০৮ টাকা | ৭ দিন | অনলাইন |
২০০ মিনিট | ১৪৬ টাকা | ৩০ দিন | অনলাইন |
২১০ মিনিট | ১২৭ টাকা | ১০ দিন | অনলাইন |
২২০ মিনিট | ১৪৪ টাকা | ১৫ দিন | অনলাইন |
২৩০ মিনিট | ১৬৯ টাকা | ৩০ দিন | অনলাইন |
৩০০ মিনিট | ১৯৯ টাকা | ৩০ দিন | অনলাইন |
৩২০ মিনিট | ২০৭ টাকা | ৩০ দিন | অনলাইন |
৪৫০ মিনিট | ২৭৮ টাকা | ২৮ দিন | অনলাইন |
৪৭০ মিনিট | ২৮৮ টাকা | ৩০ দিন | অনলাইন |
৪৮০ মিনিট | ২৯৮ টাকা | ৩০ দিন | অনলাইন |
৫০০ মিনিট | ৩০৭ টাকা | ৩০ দিন | অনলাইন |
৬৫০ মিনিট | ৩৯৮ টাকা | ৩০ দিন | অনলাইন |
৮৪০ মিনিট | ৫০৭ টাকা | ৩০ দিন | অনলাইন |
১০৬০ মিনিট | ৬৩৯ টাকা | ৩০ দিন | অনলাইন |
১৬০০ মিনিট | ৯৯৭ টাকা | ৩০ দিন | অনলাইন |
অ্যাপ দিয়ে রবি মিনিট কেনা
রবি মিনিট কেনার কোড ছাড়া ও অনলাইন ছাড়া আরো একটি উপায় আছে রবি মিনিট প্যাক কেনার। আর সেই উপায় হলো মাই রবি অ্যাপের মাধ্যমে। স্মার্টফোনে মাই রবি অ্যাপ ইন্সটল করে সহজেই যেকোন একটি মিনিট প্যাকেজ কিনতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া। এছাড়াও আপনি আপনার অফারের মিনিট প্যাকেজও দেখতে পারবে অ্যাপের মাধ্যমে। মাই রবি অ্যাপ এখনো ডাউনলোড করে না থাকলে প্লে স্টোরে গিয়ে MyRobi লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিন।
রবি মিনিট কেনার কোড লিস্টের ছবি
নিম্নে রবি মিনিট কেনার কোড লিস্টের ছবি দিয়ে দিলাম। আপনি চাইলে এই লিস্টটি ডাউনলোড করে আপনার ডিভাইসে রেখে দিতে পারেন। এতে করে মিনিট করার সময় যেকোন সময়ে লিস্টটি বের করে দেখতে পারেন এবং পছন্দের মিনিট প্যাকটি ক্রয় করে নিতে পারেন।
শেষ কথা
সকল রবি মিনিট কেনার কোডগুলো আর্টিকেলটিতে তুলে ধরেছি। যদি কোন কোড কাজ না করে তবে তা কমেন্টের মাধ্যেম আমাদেরকে জানাতে পারেন। আমরা চেস্টা করব কোডটি আপডেট করে দেওয়ার জন্য। সবচেয়ে ভালো হয় যদি আপনি অ্যাপ ব্যবহার করে মিনিট প্যাক ক্রয় করে। কেননা অ্যাপে অনেক সময় ভালো ভালো অফার থাকে। যা রেগুলার প্যাকেজের চেয়ে একটু সস্তায় পাওয়া যায়।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।