RobiSim Offer

রবি মিনিট কেনার কোড ২০২৩ | Robi Minute Pack

রবি সিমে মিনিট কেনার জন্য আমাদের রবি মিনিট কেনার কোড জানা থাকা প্রয়োজন। রবি মিনিট কেনার কোড জানা না থাকলে আমরা মিনিট প্যাক ক্রয় করতে পারব বা। রবি সিমে মিনিট কেনার জন্য অসংখ্য প্যাকেজ রয়েছে। আর এসকল প্যাকেজ ক্রয় করার জন্য আলাদা আলাদা কোড রয়েছে। কিন্তু এত সকল আমাদের মনে রাখা সম্ভব নয়। তাই পছন্দের মিনিট প্যাকেজ খুঁজতে আমাদের আমাদের ডায়াল কোড খোঁজার প্রয়োজন পড়ে। আপনার এই সমস্যা সমাধানের জন্য এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে।

আর্টিকেলটিতে রবি মিনিট কেনার কোডগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সহজ একটি উপায়ও জানাবো যার মাধ্যমে সহজেই মিনিট প্যাক দেখে ঝামেলা ছাড়া মিনিট প্যাক ক্রয় করতে পারেন। তাহলে চলুন আর দেরী না করে রবি মিনিট কেনার কোডগুলো দেখে নেওয়া যাক।

আরো পড়ুনঃ

রবি মিনিট কেনার কোড

রবি মিনিট কেনার জন্য অসংখ্য প্যাকেজ রয়েছে। প্রতিটি প্যাকেজ ক্রয় করার জন্য আলাদা আলাদা কোড রয়েছে। আবার কিছু রবি মিনিট প্যাক আছে যেগুলো নির্দিষ্ট পরিমাণ টাকা রিজার্জ করে কিনতে হয় বা অ্যাপের মাধ্যমে ক্রয় করতে হয়। যে প্যাক গুলো কোড ডায়াল করে কিনতে হয় সেগুলোর কোড পাবেন এবং যে প্যাকগুলো অন্য উপায়ে কিনতে হয় সেই উপায় নিম্নের তালিকায় দিয়ে দেওয়া হলো। এক এক করে প্যাকেজগুলো দেখে নিন। আপনার যে মিনিট প্যাকটি পছন্দ হবে সেটি ক্রয় করবেন।

মিনিটটাকামেয়াদকোড/ উপায়
৫ মিনিট৩.০৪ টাকা৪ ঘন্টা*৮৬৬৬*০০২#
১২ মিনিট৪.৩১ টাকা৬ ঘন্টা*৮৬৬৬*০০৫#
২৫ মিনিট১৪ টাকা১৬ ঘন্টা২৫ টাকা রিজার্জে
৭০ মিনিট৪৩ টাকা৭ দিন৭০ টাকা রিচার্জে
৮০ মিনিট৫৩ টাকা৭ দিন*০*৪#
৯৫ মিনিট৫৯ টাকা৭ দিন*০*৫#
১০৫ মিনিট৬৪ টাকা৭ দিন৬৪ টাকা রিচার্জে
১৭০ মিনিট৯৯ টাকা৭ দিন*০*৬#
২০৫ মিনিট১১৮ টাকা১০ দিন২০৫ টাকা রিচার্জে
২৮৫ মিনিট১৮৩ টাকা৩০ দিন*০*৯#
৩৩৫ মিনিট১৯৮ টাকা৩০ দিন*১২৩*১৯৪#
৩৬০ মিনিট২১৮ টাকা৩০ দিন২১৮ টাকা রিচার্জে
৩৮০ মিনিট২২৪ টাকা৩০ দিন২২৪ টাকা রিচার্জে
৬০০ মিনিট + ৮ জিবি৫০৭ টাকা৩০ দিন*০*১#
১০০০ মিনিট + ১ জিবি৫৭৪ টাকা৩০ দিন৫৭৪ টাকা রিচার্জে
১২০০ মিনিট + ১৬ জিবি১০১৭ টাকা৩০ দিন*০*২#
২৪০০ মিনিট + ৪৮ জিবি১৯১০ টাকা৩০ দিন*০*৩#

রবি প্রতিনিয়ত নতুন নতুন মিনিট প্যাক আগে এবং আগে কিছু কিছু প্যাক বাতিল করে দেয়। তাই উপরোক্ত তালিকায় থাকা কিছু রবি মিনিট কেনার কোড বর্তমান সময়ে অকেজো হয়ে যেতে পারে। যদি এমন কোন কোড থাকে যেটি বর্তমানে আর কাজ করছে না তাহলে সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন। এছাড়া নতুন নতুন মিনিট প্যাকের কোড আসলে আমরা তা এই তালিকায় যুক্ত করার চেস্টা করব।

কোড ডায়াল ছাড়াও অনলাইনে রবির অফিশয়াল ওয়েবসাইট থেকে মিনিট প্যাকে ক্রয় করা যায়। এ ধরনের কিছু মিনিট প্যাকের তালিকা নিম্নে দিয়ে দেওয়া হলো।

রবি মিনিট প্যাক অনলাইন ক্রয়

রবি মিনিট কেনার কোড জানা না থাকলেও অনলাইনের মাধ্যমে সহজে রবি মিনিট প্যাকেজ ক্রয় করা যায়। এ ধরনের প্যাকগুলো নিম্নে তালিকা আকারে দিয়ে দিলাম। যদি আপনার কোন প্যাকেজ পছন্দ হয় এবং আপনি যদি তা ক্রয় করতে চান তাহলে এই লিংকে ভিজিট করুন – https://www.robi.com.bd/en/personal/bundle-voice-packs?packageCategories=minute-packs এবং পছন্দের প্যাকেজটি খুঁজে বের করে প্যাকটি ক্রয় করে ফেলুন।

মিনিটটাকামেয়াদকোড/ উপায়
১০ মিনিট৮ টাকা৮ ঘন্টাঅনলাইন
১৯ মিনিট১৪ টাকা১৬ ঘন্টাঅনলাইন
২১ মিনিট১৬ টাকা২৪ ঘন্টাঅনলাইন
২৭ মিনিট১৯ টাকা২৪ ঘন্টাঅনলাইন
৩৫ মিনিট২৪ টাকা২৪ ঘন্টাঅনলাইন
৪০ মিনিট২৭ টাকা২ দিনঅনলাইন
৪৮ মিনিট৩৩ টাকা৩ দিনঅনলাইন
৬৫ মিনিট৪৩ টাকা৪ দিনঅনলাইন
৮৫ মিনিট৫৯ টাকা৭ দিনঅনলাইন
৯৫ মিনিট৬৪ টাকা৭ দিনঅনলাইন
১২০ মিনিট৭৮ টাকা৭ দিনঅনলাইন
১৫৫ মিনিট৯৯ টাকা৭ দিনঅনলাইন
১৮০ মিনিট১০৮ টাকা৭ দিনঅনলাইন
২০০ মিনিট১৪৬ টাকা৩০ দিনঅনলাইন
২১০ মিনিট১২৭ টাকা১০ দিনঅনলাইন
২২০ মিনিট১৪৪ টাকা১৫ দিনঅনলাইন
২৩০ মিনিট১৬৯ টাকা৩০ দিনঅনলাইন
৩০০ মিনিট১৯৯ টাকা৩০ দিনঅনলাইন
৩২০ মিনিট২০৭ টাকা৩০ দিনঅনলাইন
৪৫০ মিনিট২৭৮ টাকা২৮ দিনঅনলাইন
৪৭০ মিনিট২৮৮ টাকা৩০ দিনঅনলাইন
৪৮০ মিনিট২৯৮ টাকা৩০ দিনঅনলাইন
৫০০ মিনিট৩০৭ টাকা৩০ দিনঅনলাইন
৬৫০ মিনিট৩৯৮ টাকা৩০ দিনঅনলাইন
৮৪০ মিনিট৫০৭ টাকা৩০ দিনঅনলাইন
১০৬০ মিনিট৬৩৯ টাকা৩০ দিনঅনলাইন
১৬০০ মিনিট৯৯৭ টাকা৩০ দিনঅনলাইন

অ্যাপ দিয়ে রবি মিনিট কেনা

রবি মিনিট কেনার কোড ছাড়া ও অনলাইন ছাড়া আরো একটি উপায় আছে রবি মিনিট প্যাক কেনার। আর সেই উপায় হলো মাই রবি অ্যাপের মাধ্যমে। স্মার্টফোনে মাই রবি অ্যাপ ইন্সটল করে সহজেই যেকোন একটি মিনিট প্যাকেজ কিনতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া। এছাড়াও আপনি আপনার অফারের মিনিট প্যাকেজও দেখতে পারবে অ্যাপের মাধ্যমে। মাই রবি অ্যাপ এখনো ডাউনলোড করে না থাকলে প্লে স্টোরে গিয়ে MyRobi লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিন।

রবি মিনিট কেনার কোড লিস্টের ছবি

নিম্নে রবি মিনিট কেনার কোড লিস্টের ছবি দিয়ে দিলাম। আপনি চাইলে এই লিস্টটি ডাউনলোড করে আপনার ডিভাইসে রেখে দিতে পারেন। এতে করে মিনিট করার সময় যেকোন সময়ে লিস্টটি বের করে দেখতে পারেন এবং পছন্দের মিনিট প্যাকটি ক্রয় করে নিতে পারেন।

রবি মিনিট কেনার কোড লিস্ট ছবি

শেষ কথা

সকল রবি মিনিট কেনার কোডগুলো আর্টিকেলটিতে তুলে ধরেছি। যদি কোন কোড কাজ না করে তবে তা কমেন্টের মাধ্যেম আমাদেরকে জানাতে পারেন। আমরা চেস্টা করব কোডটি আপডেট করে দেওয়ার জন্য। সবচেয়ে ভালো হয় যদি আপনি অ্যাপ ব্যবহার করে মিনিট প্যাক ক্রয় করে। কেননা অ্যাপে অনেক সময় ভালো ভালো অফার থাকে। যা রেগুলার প্যাকেজের চেয়ে একটু সস্তায় পাওয়া যায়।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.