শপথ বাক্য | নতুন শপথ বাক্য ২০২৩ [ছবি, Pdf, Video ও Mp3 সহ]
বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি স্কুলে বা বিদ্যালয়ে এবং কলেজ শুরু হওয়ার পূর্বে পিটি করানো হয়। পিটিতে জাতীয় সংগীতের পাশাপাশি শপথ বাক্য পাঠ এবং ধর্মীয় গ্রন্থ থেকে তিলওয়াত করানো হয়ে থাকে। সাম্প্রতি বাংলাদেশে শপথ বাক্যের পরিবর্তন এসেছে। এখন থেকে শিক্ষার্থীদের নতুন শপথ বাক্য পাঠ করতে হবে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন শপথ পাঠ দান করার জন্য অবশ্যই শিক্ষার্থীদের এটিকে মুখস্ত করে নিতে হবে। আপনি যদি নতুন শপথ বাক্য খুঁজে থাকেন তবে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। আর্টিকেলটিতে শপথে ছবি, Pdf, Video এবং Mp3 ও পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরী না করে এটি দেখে নেওয়া যাক।
Table of Contents
নতুন শপথ বাক্য বিবরণ
বিদ্যালয়ে বা স্কুলে নতুন এই শপথ বাক্যটি পাঠ করানো হয়। পুরাতন শপথ বাক্যেটির আর কোন প্রয়োজন নেই। সেটি বর্তমানে বাতিল হিসাবে গণ্য করা হবে। নতুন এই শপথ বাক্যটির বিবরণ এক নজরে দেখে নেই।
মোট শব্দ | ৭১টি |
মোট অক্ষর | ৪৯৪টি |
মোট বাক্য | ৫টি |
পাঠের সময়কাল | প্রায় ১ মিনিট |
নতুন শপথ বাক্য
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের ভিডিও
নতুন শপথ বাক্য ছবি
নতুন শপথ বাক্য Pdf
File Name | Bangladesh New oath Pdf |
File Type | |
File Size | 54 KB |
Total Page | 1 |
Download Link | Click Here |
উপসংহার
আশা করছি নতুন শপথ বাক্য 2023 নিয়ে লেখা আর্টিকেলটি আপনার উপকারে এসেছে। আর্টিকেলটি থেকে শপথ বাক্যটি দেখে নিন। এছাড়া প্রয়োজনে আপনি পিডিএফ ও ছবি ডাউনলোড করে আপনার ডিভাইসে সংরক্ষণ করে রাখতে পারেন।
আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএন এ ভিজিট করে এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।