Status

শুভ জন্মদিন দোস্ত | শুভ জন্মদিন বন্ধু [60+ স্ট্যাটাস]

আপনি আপনার বন্ধু জন্মদিনে শুভ জন্মদিন দোস্ত বা শুভ জন্মদিন বন্ধু বলে শুভেচ্ছা না জানিয়ে যদি সুন্দর একটি শুভেচ্ছা বার্তা বা স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানানো যায় তাহলে কেমন হয়? প্রিয় বন্ধুকে সুন্দর একটি শুভেচ্ছা বার্তার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানালে সে অনেক খুশি হবে। আর সে খুশি হলে আপনাকে একটু বেশি করে খাওয়াতে পারে!! মজা করলাম আর কি।

আমাদের এই আর্টিকেলটিতে বন্ধু বা দোস্ত করে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সেরা কিছু শুভেচ্ছা বার্তা বা স্ট্যাটাস পাবেন। যেগুলো দিয়ে আপনার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন। সোশ্যাল মিডিয়া পোস্ট করে কিংবা তাকে পার্সোনালি মেসেজ দিয়ে।

আর্টিকেলের বিষয়শুভ জন্মদিন দোস্ত, শুভ জন্মদিন বন্ধু
আর্টিকেলের ধরণস্ট্যাটাস
সর্বমোট স্ট্যাটাস৬০+

শুভ জন্মদিন দোস্ত

আপনার দোস্তকে শুভ জন্মদিন জানার জন্য নিম্নের স্ট্যাটাসগুলো মধ্যে থেকে যেকোন একটি স্ট্যাটাস বেছে নিতে পারেন।

শুভ জন্মদিন দোস্ত, বন্ধু স্ট্যাটাস ছবি ১

  • দোস্ত, আজকের নাকি তোর জন্মদিন! সত্যিই আজকে তোর জন্মদিন! আজকেই তো? তুই কি sure যে আজকের তোর জন্মদিন! ভালোভাবে আজকের তারিখ দেখ তো একবার!
  • দোস্ত, আমি কিন্তু তোর আসল বয়স জানি। চিন্তা করিস না, কাউকে বলব না। শুভ জন্মদিন দোস্ত।
  • দোস্ত! তোর গোপন তথ্য ফাঁস! আজকে নাকি তুই জন্মদিনের পার্টি দিতাছস! আমি সবাইরে খবর দিতাছি।
  • শুভ জন্মদিন দোস্ত। এবার জন্মদিনে তোকে বরফ উপহার দিবো ভাবছি। সবাই তোকে HOT বলে। প্রতিদিন শরীরে বরফ লাগাবি, তাহলে শরীর ঠান্ডা থাকবে, HOT হবে না।
  • স্কুল লাইফ থেকে যার সাথে আমার বন্ধুত্ব… যে তারপর থেকে আমার জীবনের সেরা বন্ধু হয়ে যায়, আজ তার জন্মদিন… চিরকাল তুই এমনই থাকিস ভাই… সৃষ্টিকর্তার আশীর্বাদ সবসময় যেন তোকে সঠিক পথে রাখে… হ্যাপি বার্থ ডে ভাই…
  • জন্মদিন আসে যায়, সবাই আরো একবছর বড় হয়ে যায়। উপহারগুলো খোলা হয়। ফেলে দেওয়া হয়। কিন্তু আমি চাই আমার এই শুভেচ্ছা তোমার সাথে সারাজীবন থাকুক। শুভ জন্মদিন!!
  • শুভ রজনী শুভ দিন… সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোরা গোলাপ ফুল আর এক বুক ভালবাসা ছাড়া কিছু নেই যে আমার। শুভ জন্মদিন!
  • আজ ভোরের জানালায় সূর্যি মামা এসে বলে গেলো শুভ সকাল। আজ রঙধনু হেঁসে হেঁসে চলে যায় দূর দেশে রাঙিয়ে মনের দেয়াল। আজ সন্ধ্যা তারা গুলো জানিয়ে দিয়ে গেলো। হৃদয়ে তোমার খেয়াল। *** হ্যাপি বার্থডে ****
  • আজ তুমার জন্ম দিন কি দেবো বলে উপহার? হৃদয় ছাড়া দেবার মতো কিছু নেই তো আমার। আজ জন্ম দিনে তোমার এই গান দিলাম উপহার।
  • আপনাকে দিনের অনেক অনেক অনেক শুভ প্রত্যাবর্তন কামনা করুন। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য সম্পদ এবং আপনার জীবনে সমৃদ্ধি দান করুন। ~তোমাকে শুভ জন্মদিন~
  • ফুলের হাসিতে প্রাণের খুশিতে। সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে। লাগছে আজ অনেক রঙিন। অলিরা গানে গানে ফুলের কানে কানে। বলছে আজ সেই শুভ দিন। শুভ জন্মদিন।
  • তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনন্দ, ৫২ সপ্তাহ খুশি, ৩৬৫ দিন সাফল্য, ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য এবং ৫২৬০০ মিনিট সৌভাগ্য। ~শুভ জন্মদিন~
  • জন্মদিনের শুভেচ্ছা, পৃথিবীর ভালোবাসা, পৌঁছবে তোমার কাছে, আমার এই আশা, এই কবিতা পরে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্দেশ্য সফল হবে, যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে। ~শুভ জন্মদিন~
  • আজ বাতাসে সুবাসিত স্নিগ্দতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,ফুলেরা সব ফুটেছে বাগানে.আজ আমার প্রিয়ার জন্মদিন। শুভ জন্মদিন।
  • আর একটা বছর এসে গেলো। বেড়ে যাবে আরো একটা মোমবাতি। কাল ও ছিলাম আজ ও আছি তোমার জন্মদিনের সাথী! হ্যাপি বার্থডে!
  • আমি আপনার জন্য 12 মাসের সুখ, 52 সপ্তাহের সুখ, সাফল্যের 365 দিন, সুস্বাস্থ্যের 60 ঘন্টা, 52,600 মিনিটের শুভ কামনা করছি! শুভ জন্মদিন!
  • ভবছি অমি ভবছি অনেক মোনে পরছেনা কেনো আজ স্পেশাল দিন বোজাই জাচ্ছেনা! আচ্ছা তো জন্মদিন দিন এসে গিছে আজ-ই? শুভ জন্মদিন জানাই তোকে হতচ্ছড়া পাজি!
  • দিনের শেষে বলছি বোটে শুভ জন্মদিন.. কিন্তু, তোমার কথাই শুধু ভাবছি সারাদিন! হ্যাপি বার্থডে!!
  • তোর জন্যে ভালোবাসা, লক্ষ গোলাপ জুঁই, হাজার লোকের ভিরে আমার, থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন!
  • শুভ রাত্রি, শুভ দিন, আপনার জন্মদিন আসছে, আপনার জন্মদিনে আমি আপনাকে কী দিতে পারি, গোলাপের তোড়া, প্রেমের বই ছাড়া কিছুই নেই।

শুভ জন্মদিন দোস্ত ফানি

কিছু ফানি শুভ জন্মদিন দোস্ত স্ট্যাটাস নিচে দিয়ে দিলাম। ফানি কিছু স্ট্যাটাস খুঁজে থাকলে এই স্ট্যাটাসগুলো দেখুন আশা করছি আপনার ভালো লাগবে।

শুভ জন্মদিন দোস্ত, বন্ধু স্ট্যাটাস ছবি ২

  • আমি কিন্তু জানি! তোর ID Card এর মধ্যে বয়স কম দেয়া আছে। সবাইকে বলে দিবো নাকি তোর আসল বয়স? থাক, গোপন থাক, সময় মতো কাজে লাগাবো। শুভ জন্মদিন দোস্তো।
  • ভালোবাসা ভাল সময় উপহারের প্রচুর পরিমাণ এবং ক্যালোরি-বোম্বের জন্মদিনের কেক দিয়ে ভরা কোনও দিনের জন্য তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন তুমি দুর্দান্ত ব্যক্তি।
  • আমার আশ্চর্যজনক বন্ধু এবং আরও আশ্চর্যজনক ব্যক্তির জন্মদিনের শুভেচ্ছা!
  • তোর জন্য ভালবাসা লক্ষ তারা জুই হাজার লোকের ভিরে আমার থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন
  • Happy Birthday My Friend. Thank you for always making me happy. I hope that coming year is filled with much love and happiness.
  • Happy Birthday! I hope you have a great day today and the year ahead is full of many blessings. Happy Birthday dear friend.
  • শুভ জন্মদিন দোস্ত। আজকে কিন্তু তোর জন্মদিন উপলক্ষে মাখা মাখি হবে! আরে উল্টা পাল্টা ভাবিস না। কেক মাখা মাখি হবে, অন্য কিছু না।
  • শুভ জন্মদিন শয়তানের বড় ভাই! তোর মতো একটা শয়তান বন্ধু থাকলে ভালো থাকার জন্য আর কোন কিছুর প্রয়োজন নেই! আমার জানায় পয়দা দিবসের শুভেচ্ছা!
  • হারামীদের হারামি তুই! পাগলামির পাগল তুই! আমার সবচেয়ে কাছের বন্ধু তুমি! তোকে জানাই জন্মদিনের বাঁধভাঙা শুভেচ্ছা!
  • আমার জীবনের অন্যতম ও সবচেয়ে কাছের বন্ধুকে জানাই পয়দা দিবসের শুভেচ্ছা!
  • শুভ জন্মদিন! আপনার হৃদয় আজকের মতো পূর্ণ হোক আপনার Facebook ওয়াল এমন ব্যক্তিদের জন্মদিনের বার্তায় যাদের সাথে আপনি কখনও কথা বলেননি।
  • বন্ধুরা তাদের জন্মদিনে বন্ধুদের উদযাপন করে। প্রকৃত বন্ধুরা আপনার জন্মদিনে আপনাকে মাতাল করে তোলে। আমি কিন্তু অন্যদের থেকে আলাদা।

শুভ জন্মদিন বন্ধু

শুভ জন্মদিন বন্ধু স্ট্যাটাস নিম্নে দিয়ে দিলাম এখান থেকে আপনার যে স্ট্যাটাসটি ভালো লাগবে সেই স্ট্যাটাসটির মাধ্যমে আপনার বন্ধুকে শুভেচ্ছা জানাতে পারেন।

শুভ জন্মদিন দোস্ত, বন্ধু স্ট্যাটাস ছবি ৩

  • বন্ধু তুই আমার পরিবারের একজন। তোকে ছাড়া চলবে না আমার জীবন। পৃথিবীতে তোর আগমনের এই দিনে, প্রানভরা শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে।
  • আজকে কিন্তু পার্টি হবে! চিন্তা করিস না, তোর জন্মদিন উপলক্ষে আজকে আমি পার্টি দিবো। কিন্তু পার্টি শেষ বিল টা তুই দিয়ে দিলেই হবে। শুভ জন্মদিন বন্ধু। আমি পার্টির ব্যবস্থা করা শুরু করি তাহলে।
  • তোর জন্মদিন আসলেই কিভাবে যেনো আমার পকেট ফাঁকা হয়ে যায়! তাই তো Happy Birthday বলেই আমার দায়িত্ব ও কর্তব্য শেষ করছি। এখন তোর দায়িত্ব বাকি। Birthday Party কোথায় হচ্ছে? কোথায় আসবো আমরা সবাই? সবাই মানে আমরা সব বন্ধুরা………
  • শুভ জন্মদিন বন্ধু! আজকে বিরিয়ানি খাওয়া! তরে দিমু আমি দোয়া, তর বউ হইবো ভালা। যদি কস পকেট ফাঁকা, তাইলে করমু আমি দোয়া, তোর বউ হইবো ঝাল।
  • তুই আমার জানের জান, প্রাণের প্রাণ, কলিজার টুকরা। চিন্তা করিস না, propose করবো না, জন্মদিনের wish করবো। শুভ জন্মদিন।
  • তুই একদিকে আমার বন্ধু আর অন্যদিকে আমার ভাই। তাই তো তোকে double অভিনন্দন, জন্মদিনের double শুভেচ্ছা।
  • সূর্যের মতন উজ্জ্বল হও, সাগরের মতন হও চঞ্চল। আকাশের মতন উদার হও আর ঢেউএর মতন উচ্ছল… শুভ জন্মদিন…
  • বন্ধু তুই থাকলে আমার পাশে, কঠিন রাস্তাটাও সহজে হয়ে যাবে। সব সময় আমি থাকবো তোর পাশে, ভুলেও কখনো তুই ছেড়ে যাস না আমাকে। কামনা করে তোর সুন্দর জীবন, জানাই তোকে জন্মদিনের অভিনন্দন।
  • আজকের এই বিশেষ দিনে, এসেছিলে এই দুনিয়াতে। জানাচ্ছি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, সুন্দর হোক তোমার জন্মদিন।
  • যদি আমার কোনো ভাই থাকতো তাহলে তোর মতোই হতো। আমি খুব ভাগ্যবান যে তোর মতো বন্ধু পেয়েছি। শুভ জন্মদিন বন্ধু, আমার ভাই।
  • জন্মদিন প্রতি বছর আসবে, কিন্তু সময় কখনো থেমে থাকবে না। সময়ের সঠিক ব্যবহার না করলে একটার পর একটা জন্মদিন আসবে কিন্তু জীবনে সফলতা আসবে না। তোর ভবিষ্যতের উন্নতি কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন।
  • বন্ধু হয়ে আছি পাশে, থাকবো আজীবন। আমার সব আনন্দ গুলো তোমায় দিলাম, বিনিময়ে তোমার দুঃখ গুলো নিয়ে নিলাম। শুভ জন্মদিন বন্ধু, সুখে থেকো আজীবন।
  • জীবনে কতজন বন্ধু পেলাম সেটা জরুরি নয়, কতজন সত্যিকারের বন্ধু পেলাম সেটাই জরুরি… শুভ জন্মদিন।
  • দুঃখ যেন তোমায় ধরা না দেয়, সবসময় যেন তোমার থাকে ভালো সময়…. এই কামনায় তোমাকে জানাই শুভ জন্মদিন….
  • দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। ভাগ্যিস আমার আছে। শুভ জন্মদিন রে…
  • আমি বন্ধুত্বের সংজ্ঞা জানি না কিন্তু আমি জানি তুইআমার বন্ধু। আমার সবথেকে ভাল বন্ধু… শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
  • বয়স হইয়া গেছে তো, তাই সব কিছু মনে থাকে না। তোর জন্মদিন ভুলে গেছিলাম। কিছু মনে করিস না। শুভ জন্মদিন (একটু বিলম্বিত)।
  • সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ, রাতের তারারা — সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে॥ শুভ জন্মদিন।
  • স্বপ্ন গুলো সত্যি হোক। সকল আশা পূরণ হোক। দুঃখ গুলো দূরে যাক। সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য শুভ কামনা তোমার জন্য। শুভ জন্মদিন।
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার,পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাক হাজার বছর শুভ জন্মদিন।

শুভ জন্মদিন বন্ধু ফানি

ফানি কিছু শুভ জন্মদিন জন্মদিন স্ট্যাটাস বন্ধুকে জানানোর মতোন –

  • তুই যখন নেংটা ঘুরে বেড়াতি, তখনও তোর বন্ধু ছিলাম। তোর যখন চুল পেকে যাবে, তখনও তোর বন্ধু থাকবো। শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
  • তুমি তো অনেক চালাক! আজকে যখন দেখা হয়েছিলো তখন তো বলোনি যে আজকের তোমার জন্মদিন! তাহলে তো আজকের খাবারের বিল তোমার থেকেই আদায় করতাম। এটা জমা থাকলো। শুভ জন্মদিন বন্ধু, জমা থাকলো কিন্তু!
  • শুভ জন্মদিন বন্ধু। তোর বউ যেনো হয় তোর মনের মতো, আর তোকে যেনো ১০/১২ টা ছেলে মেয়ে উপহার দেয়।
  • তোমাকে জন্মদিনের দিন অভিনন্দন! এটি তোমাকে সমস্ত আনন্দ হাসি এবং ভালবাসার জন্য আনতে পারে!
  • আজ তোমার জন্মদিন কি দিবো বলো উপহার?? জন্মদিনে তোমার হৃদয় দিলাম উপহার।
  • আজকে তো অলৌকিক ঘটনা ঘটে গেছে! তোমার জন্মদিনের তারিখ মনে আছে আমার! শুভ জন্মদিন।
  • ফেসবুক তো আমাকে তোমার জন্মদিনের Notification দেয় নাই! তাই তো তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেরি করে ফেললাম। শুভ জন্মদিন।
  • সন্ধ্যার শেষের দিকে, অনেক দূরে, দিগন্তের ওপারে একটা আভা আছে, এবং আমি আমার হৃদয়ের গভীরে জানি… এটা তোমার জন্মদিনের কেক।
  • একজন স্মার্ট, মজার, এবং চমৎকার ব্যক্তিকে সেরা বন্ধু হিসেবে থাকা অবশ্যই সত্যিই বিশেষ কিছু এবং নিজের জন্য একটি মহান উপহার। তুই সত্যিই খুব ভাগ্যবান! আজ তোর জন্মদিনে আমি তোকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রলেভেল শয়তান!
  • শুভ জন্মদিন, আমার বিস্ময়কর অদ্ভুত শয়তান বন্ধু! আপনার বিশেষ দিন হতে পারে ঠিক যেমন আশ্চর্যজনক, মজার এবং পাগল হিসাবে তুমি যেমন আছ!

উপসংহার

আশা করছি শুভ জন্মদিন দোস্ত/ বন্ধু নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলে থাকা স্ট্যাটাস/ শুভেচ্ছা বার্তাগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা, ক্যাপশন নিয়ে আর্টিকেলের জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পেয়ে যান।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.