StatusFeatured
Trending

200+ শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা

Happy Birthday Wishes, Happy Birthday Status and SMS

শুভ জন্মদিনের মেসেজ/ শুভ জন্মদিন স্ট্যাটাস খুঁজছেন আপনার বন্ধু-বান্ধবকে উইস করার জন্য? তাহলে এই টিউনটি আপনার জন্য। এই টিউনে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা পাবেন।যার মাধ্যমে আপনি আপনার বন্ধুব বান্ধবদের উইস করতে পারবেন।

যখন আমাদের চেনা পরিচিত কারো জন্মদিন আসে তখন আমরা তাকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছাটি অনেক সুন্দর ও আকর্ষণীয় হোক তা আমরা সকলেই চাই। কেননা জন্মদিন যে কোন মানুষের বছরে একবার আসে। আর সেই একটি দিন যদি সেই মানুষটাকে সুন্দভাবে শুভেচ্ছা না জানাতে পারি তা কিন্তু শোভা পায় না। তাই যে কারো জন্মদিন হোক না কেন অনেক সুন্দরভাবে আমাদের তাদেরকে শুভেচ্ছা জানানো উচিত। এতে করে সেই ব্যাক্তি শুভ জন্মদিন মেসেজটি মনে রাখবে।

অনেক রকমের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এই টিউনে পাবেন। আপনি আপনার পছন্দমতো একটি বেছে নিন এবং আপনার প্রিয়জনকে শুভেচ্ছা জানান।

জন্মদিনের শুভেচ্ছা ছবি ১

জন্মদিনের শুভেচ্ছা ছবি ২

জন্মদিনের শুভেচ্ছা ছবি ৩

জন্মদিনের শুভেচ্ছা ছবি ৪

জন্মদিনের শুভেচ্ছা ছবি ৫

জন্মদিনের শুভেচ্ছা ছবি ৬

Table of Contents

শুভ জন্মদিন শুভেচ্ছা আর্টিকেলটি একনজরে

আর্টিকেলের বিষয়শুভ জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
আর্টিকেলের ধরণস্ট্যাটাস
সর্বমোট স্ট্যাটাস২০০+
স্ট্যাটাস ছবিআছে

শুভ জন্মদিন শুভেচ্ছা

শুভ জন্মদিন শুভেচ্ছা

নিচে অসাধারণ কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দিলাম। এগুলো অনেক সাধারণ এবং কমন জন্মদিনের স্ট্যাটাস। আশা করছি এই শুভেচ্ছা বার্তাগুলো আপনার ভালো লাগবে।

  • মাঝে মাঝে ভাবি তোর্ জন্মদিনটা একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত…. আফটার অল, তুই আমাদের জাতীয় সম্পদ…. যতদিন না সেটা হচ্ছে ততদিন অবধি আমরাই জানায় তোকে শুভ জন্মদিন।
  • আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দুঃখগুলো যাক দুরে। শুভ জন্মদিন……
  • রাজার আছে অনেক ধন, আমার আছে সুন্দর মন, পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আশা, দিবো তোমায় ভালোবাসা শুভ জন্মদিন।
  • আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভ জন্মদিন।
  • A ফর আমি B ফর বলতে C ফর চাই D ফর দারুণ E ফর একটা F ফর ফাটাফাটি G ফর গোপন কথা : : : H ফর হ্যাপি বার্থডে !
  • তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনেন্দর ৫২ সপ্তাহ খুশির, ৩৬৫ দিন সাফল্যের ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য, আর ৫২৬০০ মিন সৌভাগ্যের! শুভ জন্মদিন!
  • নতুন সকাল, নতুন দিন নতুন করে শুরু, যা হয় না যেন শেষ। জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এস এম এস! শুভ জন্মদিন!
  • কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে! হ্যাপি বার্থডে!
  • এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে!
  • আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়, প্রমিস করছি থাকবো সারাটা জীবন! হ্যাপি বার্থডে!
  • শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার শুভ জন্মদিন।
  • আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি… কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে…… শুভ জন্মদিন……
  • তোর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন!
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর। ..শুভ জন্মদিন..
  • আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠ আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন!
  • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন… শুভ জন্মদিন!!!
  • জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পেয়ার!
  • নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।
  • কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়, শুভ জন্মদিন বড় ভাই!!
  • শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন । মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি । হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে, তেমন করে বন্ধু তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে।
  • আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন। সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোন দিন।
  • দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন। ** জন্মদিনের শুভেচ্ছা **
  • মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে, স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে । পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া , পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া।
  • সূর্যের মত উজ্জ্বল হও, সাগরের মত হও চঞ্চল। আকাশের মত হও উদার, আর ঢেউ এর মত উচ্ছল।
  • সমুদ্রের ঢেউ ফুলের সুগন্ধ আর রাতের তারারা- সবাই জড়ো হয়েছে তোমাকে একসাথে বলতে শুভ জন্মদিন।
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর – Happy Birthday
  • সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্মদিন হোক উজ্জ্বল, জন্মদিনের আন্তরিক অভিনন্দন।
  • সব তর্কাতর্কি, ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ! শুভ জন্মদিনের অনেক অনেক ভালবাসা নিও।
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর!!
  • স্কুল লাইফ থেকে যার সাথে আমার বন্ধুত্ব… যে তারপর থেকে আমার জীবনের সেরা বন্ধু হয়ে যায়, আজ তার জন্মদিন…. চিরকাল তুই এমনই থাকিস ভাই… ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন তোকে সঠিক পথে রাখে… হ্যাপি বার্থ ডে ভাই…

শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে যার জন্মদিনের কথাটা ফেসবুক রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!

শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ। শুভ জন্মদিন

বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ! তোমার জন্যে সূর্য হাসছে, গাছেরা নাচছে, পাখিরা গান গাইছে… কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে! শুভ জন্মদিন

প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক! আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর … শুভ জন্মদিন!

নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা। …শুভ জন্মদিন…

  • দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন! চলার পথে সৌভাগ্যবান থেকো; আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো। শুভ জন্মদিন!
  • তর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন!
  • তোমার জীবন যেন ভরে ওঠে অনেক অনেক স্বর্গীয় আশীর্বাদের উপহারে… তুমি নিজেই যখন পৃথিবীর কাছে একটা এত বড় উপহার,তখন তুমি নিশ্চই পৃথিবীর সেরা উপহারটি পাওয়ার যোগ্য। ..শুভ জন্মদিন..
  • তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনের এই বিশেষ দিনটিকে এতটা বিশেষ করে তোলার জন্যে… আমার জীবনের এটা সেরা জন্মদিন ছিল এখনও অবধি…
  • জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে ! তোমার একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক । অনেক ভালবাসা নিও।
  • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা… তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে… শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে…
  • জন্মদিন আসে যায় , সবাই আরো একবছর বড় হয়ে যায়। উপহারগুলো খোলা হয়। … ফেলে দেওয়া হয়। কিন্তু আমি চাই আমার এই শুভেচ্ছা তোমার সাথে সারাজীবন থাকুক। Happy Birthday
  • জীবনটা আঙুলের ছাপের মতই নকল করা যায় না… তাই এটা দিয়ে সুন্দর ছাপ রেখে যাওয়ার চেষ্টা করো… মুহূর্তও নষ্ট কোরো না, কারণ সময়ের কোনো ছুটি নেই, স্বপ্নের কোনো শেষ নেই এবং জীবনে কোনো থামা নেই… শুভ জন্মদিনে নতুন স্বপ্ন দেখো এই কামনা করি…
  • জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু -বান্ধব , প্রিয়জনদের সাথে মজা করে কাটাও… জন্মদিনের শুভেচ্ছা নিও…
  • ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার আগেই আমি তোমাকে জানাই যে , বয়সটা তো আরো একবছর বেড়ে গেল!
  • একটা প্রার্থনা তোমার দিনটি করতে শুভ একটা শুভেচ্ছা তোমার দিনটি করতে রঙিন খুশি অনেক তোমার পথে থাকুক ছড়িয়ে জানাই তোমায় Happy Birthday!
  • একজন সহকর্মী যদি বন্ধু হয়ে যায় তোমার মর তাহলে তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমায় কখনো কোনকিছুর ভান করতে হবে না,যেমন আমি আসলে তেমনই থাকতে পারি সবসময়!
  • আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া… জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ!
  • আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দুঃখগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
  • আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না… জন্মদিনের শুভেচ্ছা নিও…

মা ও বাবাকে নিয়ে কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস। আশা করছি এই স্ট্যাটাসগুলো আপনার ভালো লাগবে।

মাকে নিয়ে জন্মদিনের স্ট্যাটাস

শুভ জন্মদিন মা

মা, আমার জীবনের প্রথম ভালোবাসা। আজ আমি মানুষ হতে পরেছি একমাত্র তোমার জন্য। আমি তোমাকে খুব ভালোবাসি। ধন্যবাদ মা। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। পৃথিবীর সমস্ত সুখ ভগবান যেন তোমায় দেয়।

পৃথিবীর সবচেয়ে প্রিয় মাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর কাছে প্রার্থনা করব তোমার পুরো জীবন আনন্দে ভরিয়ে তোলার জন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি মা।

এই দিনে একজন পৃথিবীর সেরা পরী জন্মগ্রহণ করেছিল এবং পরে তিনি আমার মা হয়ে ওঠেন। আমি তোমার সন্তান হতে পেরে খুব ভাগ্যবান। তোমায় অনেক ধন্যবাদ আমকে মানুষ করে তোলার জন্য। হ্যাপি বার্থ ডে মা।

মা, আমার হৃদয়ে তোমার জায়গা কোনোদিন কেউ নিতে পারবে না। আমি তোমাকে খুব ভালোবাসি এবং সারাজীবন তোমাকে এইভাবে ভালোবেসে যাব আমি যেখানেই থাকি না কেন। তুমি সবসময় আমার কাছে এক নাম্বার। আই লাভ ইউ মা। হ্যাপি বার্থ ডে মা।

শুভ জন্মদিন মা। আমি আজকের এই বিশেষ দিনে তোমাকে জানাতে চাই তোমাকে ছাড়া আমার কোন অস্তিত্ব নেই। তোমাকে সারাজীবন খুশি রাখার জন্য অপ্রাণ চেষ্টা করে যাব। খুব ভালোবাসি তোমায়।

বাবাকে নিয়ে জন্মদিনের স্ট্যাটাস

বাবাকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

  • পৃথিবীর সব বাবাই স্পেশ্যাল, কিন্তু তুমি সব থেকে বেশি ভালো। আজ তোমার জন্মদিনে তোমার পালা আমাদের থেকে কিছু পাওয়ার। তোমার মনের মতো করে তোমার যেমন ইচ্ছে ঠিক সেভাবেই সেলিব্রেট করা হবে তোমার স্পেশ্যাল দিনটা। শুভ জন্মদিন বাবা (জন্মদিনের এস এম এস)।
  • আজ, এই জন্মদিনে, পিতা, আমাদের কাছ থেকে একটি তোড়া গ্রহণ করুন, হৃদয় প্রেমীদের অভিনন্দন এবং শুভ কামনা!
  • আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, আমার বাবা কিউট, আমার ভাল বাবা! আপনি শৈশব থেকেই প্রতিটি পথেই ছিলেন আমার সম্মানের উদাহরণ এবং একটি ভাল উদাহরণ রয়েছে।
  • আমি চাই আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হন, যাতে আপনার মনের মধ্যে তরুণ উত্সাহ না যায়, আমি চাই ক্লান্তি চিরকাল স্থায়ী হোক যাতে বহু বছর ধরে আপনি আমাদের সন্তুষ্ট!
  • আপনি অনেক কিছু করেছেন। আপনি একটি ছেলে বড় করেছেন। আমি আজ আপনাকে অভিনন্দন জানাতে চাই। সর্বোপরি, আপনি, আমার বাবা, একজন সত্যিকারের মানুষ – আমি আপনাকে বলি, গর্বিত এবং প্রেমময়।

আপনি কি অনলাইনে ইনকাম করতে চান? অনলাইনে ইমকাম করতে চাইলে এই টিউনগুলো পড়ুন –

শুভ জন্মদিন ফেসবুক স্ট্যাটাস

আপনি আপনার প্রিয় ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানাতে চাইলে নিম্নের স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারেন। নিম্নে এ সম্পর্কিত অসাধারণ সকল শুভ জন্মদিন ফেসবুক স্ট্যাটাস রয়েছে। ফেসবুকের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য স্ট্যাটাসগুলো অন্যতম। স্ট্যাটাসগুলো দেখে নিনে এবং এসকল স্ট্যাটাস থেকে আপনার পছন্দের স্ট্যাটাসটিকে বেছে নিয়ে আপনার প্রিয় ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

  • 🍂🌧🎋আজ ভোরের জানালায় সূর্যি মামা এসে বলেগেলো শুভ সকাল আজ রঙধনু হেঁসে হেঁসে চলে যায় দূর দেশে রাঙিয়ে মনের দেয়াল আজ সন্ধ্যা তারা গুলো জানিয়ে দিয়ে গেলো হৃদয়ে তোমার খেয়াল *** হ্যাপি বার্থডে ****🌔
  • ⭐️😥😳🫠কামনা করি তোমার আয়ু দীর্ঘায়িত হোক… তোমার জীবনের সব বিপদের অকালবিয়োগ ঘটুক…🌗
  • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা… তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে… শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে…🥀
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাক হাজার বছর শুভ জন্মদিন🥹😂💦
  • 🔥🌷😅🌨আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন…. Happy Birthday
  • 😾বারবার আসুক এমন দিন তোমার জীবন হোক রঙিন তোমার এই জন্মদিনে যতই থাকি না দূরে বার বার পড়ছে মনে। শুভ জন্মদিন…💙👹
  • 🌤🤡☠️😷রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই আশায় থাকে একটি সুদিনের, আমি আশায় থাকি তোমার জন্মদিনের।🤪⛈🍂
  • 🌩🌻আল্লাহ করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক, জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক, পরীক্ষা যেন আসুক তোমার জীবনে, প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক!
  • 😼🌊🍁আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন।✨😙
  • 😝বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ! তোমার জন্যে সূর্য হাসছে, গাছেরা নাচছে, পাখিরা গান গাইছে। কারণ, আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে! হ্যাপি বার্থডে…🧡🎄

👹জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে! তোমার একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক। অনেক ভালবাসা নিও🤔😚

😙দারুন দিনটায় জানাই অভিনন্দন, চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি, আজ দিনটা ভালোভাবে উপভোগ করো। ~শুভ জন্মদিন~🪵🫥🤤

💐🌤😵‍💫সব তর্কাতর্কি, ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ! শুভ জন্মদিনের অনেক অনেক ভালবাসা নিও।🔥🌪

😡দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন! চলার পথে সৌভাগ্যবান থেকো; আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো। জন্মদিনের শুভেচ্ছা…😨🌍😫💛

তর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই… হ্যাপি বার্থডে…😮‍💨

🎍🌬🤖আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠ আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা…

🌬🌹🫥🌬আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।।❄️🌖

🌲🌍☔️☔️স্কুল লাইফ থেকে যার সাথে আমার বন্ধুত্ব… যে তারপর থেকে আমার জীবনের সেরা বন্ধু হয়ে যায়, আজ তার জন্মদিন… চিরকাল তুই এমনই থাকিস ভাই… ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন তোকে সঠিক পথে রাখে… হ্যাপি বার্থ ডে ভাই…😼☠️❤️‍🩹

আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না। জন্মদিনের শুভেচ্ছা নিও!!!😦💝🤯

অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে। হ্যাপি বার্থডে…🌺

😉😴😵‍💫স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক। দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।💛💘🎄🤯

💚💝😶‍🌫️অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… দিন মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… জানাই তোমাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা…😿🌝😮‍💨

😿👾🤫জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সুন্দর মানুষটিকে, তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য!🐚

🌗আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি! কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি।🤯🌕

😏সাগরের ঢেউ ফুলের সুগন্ধ, রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে। HaPpY BiRtHdAy!!💘🌘🤤

🥲🤬💨☹️তোমার জন্মদিনে তোমাকে পাঠালাম হাজার হাসির শুভেচ্ছা… যারা তোমাকে প্রতিদিন হাসাবে… আনন্দ দেবে…😪😖🌤😢

💥🌸😕আপনি সাফল্য এবং আনন্দ আপনার জীবনে এগিয়ে তবেই! Happy Birthday.

🪐😜🌑🫢একটা প্রার্থনা তোমার দিনটি করতে শুভ একটা শুভেচ্ছা তোমার দিনটি করতে রঙিন খুশি অনেক তোমার পথে থাকুক ছড়িয়ে জানাই তোমায় ShUvO JoNmOdIn😍✨😏❤️‍🔥

🪷🙂জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু-বান্ধব, প্রিয়জনদের সাথে মজা করে কাটাও। জন্মদিনের শুভেচ্ছা নিও…🖤🧡😮‍💨

এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে!!!☁️

একজন সহকর্মী যদি বন্ধু হয়ে যায় তোমার মর তাহলে তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমায় কখনো কোনকিছুর ভান করতে হবে না,যেমন আমি আসলে তেমনই থাকতে পারি সবসময়! হ্যাপি বার্থডে🤯🥹🧡

শুভ জন্মদিন এস এম এস

আরো কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আপনাদের জন্য। পছন্দেরমতো একটি স্ট্যাটাস বেছে নিন এখান থেকে।

  • “থাক পরে ব্যর্থতার পাহাড় অর্থহীন কথার বাহার, মেঘে মেঘে যায় বেলা বয়ে জীবন পথের মাঝি তুমি যেতে হবে বিশ্বাস নিয়ে এগিয়ে”
  • “তোমার জীবনের দূর ভবিষ্যতের উজ্জ্বলতা কামনা করি,,, সঠিক জ্ঞানের আলোতে আলোকিত হয়ে আলোময় কর পৃথিবীকে”
  • “শুভ হোক তোমার আগামী দিনের পথ চলা… সবসময় যেন ঠোঁটের কোণে এই একটুকরো হাঁসিটা লেগে থাকে, আর সেই হাসির পরশ পেয়ে যেনো সুরভিত হয়ে উঠে চারপাশের মানুষ গুলো”
  • জন্মদিন মানে কদিন বাঁচলাম সেটা হলো জানা, জন্মদিন মানে কদিন বাঁচবো সেটা সবার অজানা, জানা অজানা হাত ধরাধরি করে জীবন চলুক বয়ে, কে জানে কখন ফুরাবে জীবন মৃত্যু নামটি নিয়ে।
  • হাজার কথার কাহিনী না বলে যদি একটি কথা বলার সুযোগ মেলে হৃদয় খুলে দেবো শুভেচ্ছা ঢেলে হাজার ফুলের মালা না গেঁথে একটি ফুল দিতে চাই তোমার হতে, Happy Birthday
  • জীবনে যদি আসে চন্দ্রগ্রহণ অভিমানে যদি ভরে মন, এনোনা নদীর বান অকারণে দুই নয়নে। ***শুভ জন্মদিন***
  • আছে যতো গল্পকথা মনের মধ্যে লেখাজোখা যাক মুছে মান অভিমান ছিল যা জলরঙে আঁকা, অন্তবিহীন ভালোবাসা হৃদয় জুড়ে থাক শুধু রাখা চলার পথে জীবনের সাথে হোক খুশির সাথে দেখা।
  • শতবর্ষ পূর্ণ হোক তোমার মুখের মিষ্টি হাসিতে, হৃদয় তোমার ভরে উঠুক মধুর সুরের বাঁশিতে, দুঃখ বেদনা মিলিয়ে যাক আনন্দ ভরা খুশিতে, আলোকিত হোক জীবন ফোটা ফুলের সুভাষেতে।
  • জন্মদিনের শুভেচ্ছা, পৃথিবীর ভালোবাসা, পৌঁছবে তোমার কাছে, আমার এই আশা, এই কবিতা পরে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্দেশ্য সফল হবে, যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে।
  • আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ।

শুভ জন্মদিন মেসেজ

তুই যখন নেংটা ঘুরে বেড়াতি, তখনও তোর বন্ধু ছিলাম। তোর যখন চুল পেকে যাবে, তখনও তোর বন্ধু থাকবো। Happy Birthday Dear Friend

বন্ধু তুই আমার পরিবারের একজন। তোকে ছাড়া চলবে না আমার জীবন। পৃথিবীতে তোর আগমনের এই দিনে, প্রানভরা শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে।

আমি কিন্তু জানি! তোর ID Card এর মধ্যে বয়স কম দেয়া আছে। সবাইকে বলে দিবো নাকি তোর আসল বয়স? থাক, গোপন থাক, সময় মতো কাজে লাগাবো। শুভ জন্মদিন দোস্তো।

শুভ জন্মদিন বন্ধু। দোয়া করি তুমি যেনো জল্লাদের মতো একটা সুন্দর বউ পাও।

আজকে কিন্তু পার্টি হবে! চিন্তা করিস না, তোর জন্মদিন উপলক্ষে আজকে আমি পার্টি দিবো। কিন্তু পার্টি শেষ বিল টা তুই দিয়ে দিলেই হবে। শুভ জন্মদিন বন্ধু। আমি পার্টির ব্যবস্থা করা শুরু করি তাহলে।

শুভ জন্মদিন স্ট্যাটাস

চলুন এ পর্যায়ের সেরা কিছু সুন্দর সুন্দর শুভ জন্মদিন স্ট্যাটাস দেখে নেওয়া যাক। স্ট্যাটাসের মাধ্যমে কাউকে শুভ জন্মদিন শুভেচ্ছা জানাতে আপনি এসকল স্ট্যাটাস ব্যবহার করতে পারেন।

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ১

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ২

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ৩

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ৪

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ৫

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ৬

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ৭

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ৮

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ৯

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ১০

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ১১

শুভ জন্মদিন স্ট্যাটাস ছবি ১২

এই এসএমএস টায় ফ্যাট, কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই… আছে শুধু অনেকটা মিষ্টি, এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি… জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা😽😠😇

😡❤️‍🔥😮‍💨🙃ফুলের হাসিতে প্রাণের খুশিতে সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে লাগছে আজ অনেক রঙিন অলিরা গানে গানে ফুলের কানে কানে বলছে আজ সেই শুভ দিন। জন্মদিনের শুভেচ্ছা প্রিয়…😫🤖

🌺🙁😷😽অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে… জন্মদিনের শুভেচ্ছা…🌸🌎

😝🤒🪐🌧এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ , চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ।😔🌑😗

💗কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে! হ্যাপি বার্থডে!😒

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

বন্ধুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা

  • তোর জন্মদিন আসলেই কিভাবে যেনো আমার পকেট ফাঁকা হয়ে যায়! তাই তো Happy Birthday বলেই আমার দায়িত্ব ও কর্তব্য শেষ করছি। এখন তোর দায়িত্ব বাকি। Birthday Party কোথায় হচ্ছে? কোথায় আসবো আমরা সবাই? সবাই মানে আমরা সব বন্ধুরা………
  • তুমি তো অনেক চালাক! আজকে যখন দেখা হয়েছিলো তখন তো বলোনি যে আজকের তোমার জন্মদিন! তাহলে তো আজকের খাবারের বিল তোমার থেকেই আদায় করতাম। এটা জমা থাকলো। Happy Birthday বন্ধু, জমা থাকলো কিন্তু!
  • দোস্ত, আজকের নাকি তোর জন্মদিন! সত্যিই আজকে তোর জন্মদিন! আজকেই তো? তুই কি sure যে আজকের তোর জন্মদিন! ভালোভাবে আজকের তারিখ দেখ তো একবার!
  • দোস্ত, আমি কিন্তু তোর আসল বয়স জানি। চিন্তা করিস না, কাউকে বলব না। Happy Birthday দোস্ত।
  • Happy Birthday! আজকে বিরিয়ানি খাওয়া! তরে দিমু আমি দোয়া, তর বউ হইবো ভালা। যদি কস পকেট ফাঁকা, তাইলে করমু আমি দোয়া, তোর বউ হইবো ঝাল।
  • দোস্ত! তোর গোপন তথ্য ফাঁস! আজকে নাকি তুই জন্মদিনের পার্টি দিতাছস! আমি সবাইরে খবর দিতাছি।
  • তুই আমার জানের জান, প্রাণের প্রাণ, কলিজার টুকরা। চিন্তা করিস না, propose করবো না, জন্মদিনের wish করবো। Happy Birthday
  • Happy Birthday বান্ধবী। তোর বর যেনো হয় তোর মনের মতো, আর তোকে যেনো ১০/১২ টা ছেলে মেয়ে উপহার দেয়।
  • তুই একদিকে আমার বন্ধু আর আন্যদিকে আমার ভাই। তাই তো তোকে double অভিনন্দন, জন্মদিনের double শুভেচ্ছা।
  • বন্ধু তুই থাকলে আমার পাশে, কঠিন রাস্তাটাও সহজে হয়ে যাবে। সব সময় আমি থাকবো তোর পাশে, ভুলেও কখনো তুই ছেড়ে যাস না আমাকে। কামনা করে তোর সুন্দর জীবন, জানাই তোকে জন্মদিনের অভিনন্দন।

শুভ জন্মদিন ভাই স্ট্যাটাস

আপনি আপনার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিম্নে স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারেন। এই স্ট্যাটাসগুলোর সবগুলোই ভাই কেন্দ্রিক। ভাইকে শুভ জন্মদিন জানতে এসকল স্ট্যাটাস ব্যবহার করতে পারেন।

  • তোমার জন্য আমার অনুভূতি প্রকাশ করার মতো কোন শব্দ আজ আমার কাছে নেই। শুভ জন্মদিন মাই লাভ। প্রার্থনা করব এই পৃথিবীর সব সুখ তোমার জীবনে ভরে উঠুক।
  • জন্মদিনের শুভেচ্ছা ভাই। সব সময় হাসি খুশি থাক এটাই আমার চাওয়া।
  • পৃথিবীর মিষ্টি কেকের থেকেও তোমার হাসি মিষ্টি। আমার জীবনে আসার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমার মিষ্টি প্রেমিকার জন্য তার জন্মদিনের এই বিশেষ দিনটিতে অনেক ভালোবাসা পূর্ণ শুভেচ্ছা রইল।
  • শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমার অনেক ভালোবাসা রইল তোমার এই স্পেশাল দিনে। আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করব। হ্যাপি বার্থ ডে মাই লাভ।
  • আজকের এই দিনটি আমার কাছে খুব স্পেশাল। কারণ আজ তোমার জন্মদিন। আজ আমাদের এই বিশেষ দিনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এইভাবেই আমি সারাজীবন তোমার পাশে থাকব এবং তোমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করে যাব। শুভ জন্মদিন সুইটহার্ট।
  • আজকে একটি উপযুক্ত দিন তোমায় বলার জন্য যে তুমি আমার জীবনে একজন অসাধারণ নারী। যে আমার জীবনকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার খুশির জন্য আমি সবকিছু করব। শুভ জন্মদিন আমার ভালোবাসা।
  • শুভ জন্মদিন ভাই!! তোকে কতই না জ্বালাই। শুভ হোক তোর আগামী দিনের পথ চলা।
  • আজ তোর জন্মদিন। দেখতে দেখতে কত সময় না পার হয়ে গেল। অনেক বড় হয়ে গেছিস। আগামী দিনগুলো যেন আরো ভালো কাটে। জন্মদিনের শুভেচ্ছা!!
  • বড় ভাই হিসাবে তোর এই জন্মদিনে একটাই পরামর্শ দিব সবসময় সঠিক পথে চলবি। সেই পথ যথই কঠিন হোক না কেন। Happy Birthday!!
  • দেখতে দেখতে তুই ১৮ বয়সের হয়ে গেলি। এখনো মনে পড়ে তো ওই ছোট বেলার কথাগুলি। আগামী দিনগুলো শুভ হোক তোর। জন্মদিনের শুভেচ্ছা তোকে।

Happy Birthday Wish

নিচের কিছু Happy Birthday Wish (জন্মদিনের শুভেচ্ছা) দিয়ে দিলাম। এখান থেকে আপনি আপনার পছন্দের উইসটি কপি করে নিন

  • My dear friend, may your special day be full of beautiful, magical and unforgettable moments!
  • Though I don’t talk to you every day but you always remain the deepest core of my heart. Happy Birthday, Sister.
  • I wish nothing but good things on your birthday. May the shine bright for you. Happy Birthday.
  • Happy birthday brother. Thank you for being the best brother in this world. I pray to God that he grants you a long and beautiful life ahead.
  • Happy Birthday to you, Happy Birthday
  • Maybe God loves me so much, that’s why he gave me a special friend like you—wishing you a very happy birthday!
  • Happy birthday to my closest and oldest friend! I feel blessed because our friendship is a true gift of life.
  • The warmest wishes for the dearest member of our team. Besides, you make work seem less like work, and we would forever be grateful to you. Happy returns of the day!
  • May this birthday bring the milestones you have to achieve, dreams you have to fulfill, and horizons you have to conquer. Wishing you a happy birthday from every member of our team!
  • I was going to send your gift in the mail, but the mail service said I weighed too much, so here I am.

জন্মদিনের শুভেচ্ছা বার্তা

চলুন কিছু জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেখে নেওয়া যাক। যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারবে।

  • আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠ আরও নবীন, ভালোবেসে জানাই তোকে শুভ জন্মদিন …
  • শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার।
  • সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্নপ্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর ধরে। Happy Birthday
  • এই পৃথিবীর সব থেকে মজাদার মানুষকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী বছরগুলিও আরো আনন্দ এবং উৎকর্ষতায় ভরে উঠুক এই কামনা করি।
  • বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ!! তোমার জন্যে সূর্য হাসছে , গাছেরা নাচছে , পাখিরা গান গাইছে .. কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে!!

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

জন্মদিন বছরে একবার আসে। এই দিনে গুণীজনেরা বা বয়সে বড়রা যার জন্মদিন তার জন্য দোয়া করে থাকে। দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান্দের জন্য। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে জন্মদিনে দোয়া দিয়া থাকে। তবে সবচেয়ে কম যেটি তা হলো, “আরো অনেক দিন বেঁচে থাক” ইত্যাদি। কিছু জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া –

  • আল্লাহর কাছে মোনাজাতে সবসময় চাই যেন কাছের মানুষেরা ভালো থাকে। সেই প্রিয়জনের মধ্যে তুমিও একজন। আজ তোমার জন্মদিন। শুভ জন্মদিন জানাই তোমাকে!!
  • আরো একটি বছর পার করলে তুমি। তোমার নতুন বছরের শুরুটা যেন অনেক ভাল হয়। এই দোয়া করি। জন্মদিনের শুভেচ্ছা তোমাকে।
  • ঠিক এমনি একটা দিনে জন্ম নিয়েছিলে তুমি। আরো অনেক বছর এভাবে হাসি-খুশি বেঁচে থাকো এই দোয়া রইল।

রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা

আপনি যদি একজন রোমান্টিক পার্সোনালিটির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার উচিত প্রিয় মানুষটিকে তার জন্মদিনে একটু রোমান্টিকভাবে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানানো। এমন কিছু রোমান্টিক জন্মদিনের শুভেচ্ছা তুলে ধরলাম। দেখুন আপনার ভালো লাগে কি না!

  • শুভ হোক তোমার আগামী দিনের পথচলা প্রিয়। Happy Birthday!!
  • ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার খুশির জন্য আমি সবকিছু করব। শুভ জন্মদিন আমার ভালোবাসা।
  • এভাবে সারা জীবন তোমার মুখের এই হাসিটা যেন থাকে তোমার মুখে প্রিয়। Happy Birthday!

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ভাই ফানি

মজার কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজছেন তাহলে এই স্ট্যাটাস গুলো আপনার জন্য –

  • বছরের একটা দিন তোমার জন্মদিন এটা কোন কথা? প্রতি মাসে নিতা পয়দা।
  • ভাই তো জন্মদিনটা পুরো বছর ব্যাপী পালন করলে অনেক ভালো হইত। কেন জানিস? প্রতিদিন ভালো ভালো খাবার খাইতে পারতাম।
  • দিন যায়, মাস যায়, বছর যায় আমি আমার ভাইয়ের জন্মদিন ভুলে যাই।

জন্মদিনের শুভেচ্ছা ভিডিও

জন্মদিনের শুভেচ্ছা নিয়ে একটি স্লাইডশো ভিডিও নিছে ইম্বেড করে দিলাম। আপনি চাইলে ভিডিওটি প্লে করে দেখতে পারেন।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি

শুভ জন্মদিন উপলক্ষে আপনি যদি কাউকে জন্মদিনের শুভেচ্ছা ছবির মাধ্যমে জানাতে চান তাহলে এই ছবিগুলো ব্যবহার করতে পারেন।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ১

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ২

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ৩

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ৪

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ছবি ৫

হ্যাপি বার্থডে উইশ

শুভ জন্মদিনকে ইংরেজিতে হ্যাপি বার্থডে বলা হয়। এর এই উইশকে ইংরেজিতে হ্যাপি বার্থডে উইশ বলা হয়ে থাকে। আপনাদের জন্য কিছু আনকমন হ্যাপি বার্থডে উইশ নিম্নে দিয়ে দিলাম। শুরুর দিকের Happy Birthday Wish গুলো বাংলায় রয়েছে এবং শেষের দিকের গুলো ইংরেজিতে। হ্যাপি বার্থডে উইশ বন্ধুকে দেওয়ার জন্য এই উইসগুলো ব্যবহার করতে পারেন।

  • হাজার ভিড়ের মাঝে হোক তোমার একটা আলাদা পরিচয়…. দুঃখ যেন তোমায় ধরা না দেয়, সবসময় যেন তোমার থাকে ভালো সময়…. এই কামনায় তোমাকে জানাই শুভ জন্মদিন….
  • স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক। দু:খ গুলো দূরে যাক সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য শুভ কামনা তোমার জন্য। ~~ Happy Birthday ~~
  • সব তর্কাতর্কি , ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ! শুভ জন্মদিনের অনেক অনেক ভালবাসা নিও।
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর! Happy Birthday!
  • শুভ শুভ শুভ দিন আজ তোমার জন্মদিন। মুখে তোমার দীপ্ত হাসি ফুল ফোটাচ্ছে রাশি রাশি। হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে তেমন করে বন্ধু তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে …..
  • শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দেব তোমায়, এক তরা গোলাপ ফুল আর এক বুক ভালবাসা ছাড়া কিছু নেই যে আমার।
  • শুধু কয়েকটা শব্দ দিয়ে তোমার প্রতি আমার কৃতজ্ঞতা বোঝানো আমার পক্ষে সম্ভব না হয়তো … শুধু জানাতে চাই যে তুমি আমার সবচেয়ে কাছের …যাকে ছাড়া আমার এক মূহুর্তও চলে না … Happy Birthday
  • রাত যায় দিন আসে,মাস যায় বছর আসে, সবাই থাকে সুদিনের আশায়, আমি থাকি তোমার জন্মদিনের আশায়…
  • বয়স জাতি বৃদ্ধি পাক না কেন, তোমার মনে থাকা সেই প্রাণ প্রাচুর্য্য যেন কখনো না হ্রাস পায়.. এই পৃথিবীটা একটা খেলার মাঠ, তাই সহজ জীবনটাকে কখনো কঠিন করে তুলো না যেন… Happy Birthday Friend!
  • ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন। দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে। তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে। এই কামনা করি বিধাতার কাছে। Happy Birthday…
  • নতুন সকাল, নতুন দিন নতুন করে শুরু, যা হয় না যেন শেষ. জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এস এম এস!
  • দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন! চলার পথে সৌভাগ্যবান থেকো ; আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো।
  • I wish loads of fun and smiles to you. Happy Birthday.
  • Another year has passed in your life, making you even wiser and stronger. Let your age, not age your spirits. Happy birthday.
  • May God bless you with love and care. Enjoy every moment, every day of your life. Happy birthday.
  • My heartiest wishes to you on your Birthday. Enjoy your day and the life ahead.
  • May God bless you with all you desire. Happy birthday. Enjoy every moment of your precious life.
  • With the new year in your life, may you achieve bigger things. Happy birthday. God bless you.
  • When you came into this world, the skies thundered and the Gods applauded. On your special day today, we’re here to party yet again! Wishing you a Happy Birthday.
  • The best part about your Birthday is that we always end up getting good food and great cake. Haha. Happy Birthday to you!

জন্ম দিনের শুভেচ্ছা বার্তা

আকর্ষনীয় কিছু জন্ম দিনের শুভেচ্ছা বার্তা নিম্নে তালিকা আকারে দিয়ে দিলাম। শুভেচ্ছা বার্তাগুলো পড়ুন আশা করছি আপনার ভালো লাগবে।

  • জন্মদিনের স্ট্যাটাস দিয়ে ভালবাসা হয়না! ভালবাসাটা হয় হৃদয়ের গহীন থেকে! শুভ জন্মদিন!
  • আপনি আমার মহব্বতের সবচেয়ে কাঁছের বড় ভাই, হৃদয়ের বাঁধনে বাঁধা! কলিজার এক পাশ।
  • আপনার সততা, প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতা, বুদ্বিমত্তা দিয়ে সামনে আরো এগিয়ে যান।
  • আমি সত্যি অনেক ভাগ্যবান তুর মতো একজন বন্ধু/ভাই পেয়েছি। Happy Birthday!!
  • আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন, ভালোবেসে জানাই তোমায় Shuvo Jonmodin!!!

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

এই আর্টিকেলটিকে/ টিউনটিকে নিয়ে আপনাদের মনে কিছু কমন প্রশ্ন থাকতে পারে। চলুন এসকল প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।

জন্মদিনের মেসেজগুলো কি শুভেচ্ছা কার্ডে লিখে দেওয়া যাবে?

অবশ্যই যাবে। আপনি যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান তাকে টিউনে থাকা যেকোন স্ট্যাটাস কপি করে শুভেচ্ছা কার্ডে লিখে দিতে পারেন।

জন্মদিন ছাড়া এই স্ট্যাটাসগুলো কি অন্য কোন শুভেচ্ছা প্রাদানে ব্যবহার করা যাবে?

একদমই না। এই স্ট্যাটাসগুলো শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।

আমি আমরা স্ট্যাটাস এই টিউনে/ পোস্টে কিভাবে যুক্ত করব?

আপনি যদি এই টিউনে আপনার একটি স্ট্যাটাস/ মেসেজ যুক্ত করতে চান তাহলে সেক্ষেত্রে স্ট্যাটাসটিকে লিখে কমেন্ট করতে হবে। মানসম্মত হলে টিউনে/ পোস্টে যুক্ত করা হবে।

এই টিউনটিকে কি আমি শেয়ার করতে পারব?

অবশ্যই। আপনি চাইলে এই টিউনটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারবেন।

উপসংহার

এই ছিল আমাদের জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন, জন্মদিনের স্ট্যাটাস নিয়ে আজকের টিউন। আশা করছি আপনার ভালো লেগেছে। আপনি আপনার পছন্দের স্ট্যাটাসটি কপি করে নিয়ে প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এই টিউনে প্রকাশ করা স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন।

ধন্যবাদ আপনাকে টিউবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এ ধরনের আরো অনেক স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

2 Comments

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.