Gaming

শ্যামলী বাস গেম ডাউনলোড [মোবাইল + কম্পিউটার] | Shyamoli Bus Game Download

আপনি কি শ্যামলী বাস গেম ডাউনলোড করার জন্য খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি শ্যামলী বাস গেম ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন। মোবাইল কিংবা কম্পিউটারের জন্য আলাদা আলাদা গেমের ডাউনলোড লিংক শেয়ার করব আপনাদের সাথে।

অনেকেই আছেন যারা বাস গেম খেলতে পছন্দ করেন। হানিফ বাস গেমের মতোন শ্যামলী বাস গেমেরও অনেক জনপ্রিয়তা রয়েছে। তবে সরাসরি শ্যামলী বাস গেম নামে কোন গেম নেই। গেমের মধ্যে বাসগুলোর নাম পরিবর্তন করে শ্যামলী নাম রাখার কারণে মনে হয় শ্যামলী বাস গেম এটি। শ্যামলী নাম রাখার প্রধান কারণ হলো শ্যামলী অনেক জনপ্রিয় একটি বাস ভাড়াদানকারী প্রতিষ্ঠান। পুরো বাংলাদেশে এরা সেবা দিয়ে থাকে।

আমরা বেশিরভাগ সময়ই ফেসবুকে বা ইউটিউবের লাইভে এ ধরনের গেমের লাইভ স্ট্রিমিং হতে দেখি। যেখানে বাসের গায়ে শ্যামলী নাম লেখা থাকে। যে দেখে মনে হয়ে শ্যামলী বাস চালাচ্ছে। বেশিরভাগ স্ট্রিমাররা এ কাজটি করে থাকে এবং তারা কম্পিউটারের এ ধরনের গেম খেলে বলে গেমটি কাস্টমাইজ করার বেশী সুযোগ সুবিধা পায়। GTA 5 এর মতোন গেমে কিংবা High End Bus Simulator গেমে এ ধরনের কাস্টমাইজেশন করার সুবিধা থাকে। চলুন আর বেশী কথা না বাড়িয়ে শ্যামলী বাস গেম ডাউনলোড করে নেওয়া যাক।

শ্যামলী বাস গেম ডাউনলোড

মোবাইল ও কম্পিউটার উভয়েরই জন্য আপনি গেমের ডাউনলোড করতে পারবেন আমাদের এই আর্টিকেলটি থেকে। আগেই বলেছি শ্যামলী বাস গেম বলে সরাসরি কোন গেম নেই। বাসকে কাস্টমাইজ করে সেখানে শ্যামলী (Shyamoli) নাম দিয়ে গেমটি খেলা হয় বলে মনে হয়ে এটি শ্যামলী বাস গেম। অনেক সুন্দর সুন্দর বাস গেম রয়েছে। তবে আপনার জন্য সেরা বাস গেমটি শেয়ার করার চেস্টা করব।

মোবাইল খেলেন কিংবা কম্পিউটারে খেলেন উভয় ভার্সনে গেমটি খেলে আসল জীবনে বাস চালানোর মতোন অনুভতি পাবেন। তার মূল কারণ হলো আসাধারণ গ্রাফিক্স। আর আপনি সহজে গেমটি মোবাইলে বা কম্পিউটারে ইন্সটল করে নিতে পারবেন।

মোবাইলের জন্য শ্যামলী বাস গেম ডাউনলোড

শ্যামলী বাস গেমের ছবি ১

শ্যামলী বাস গেমের ছবি ২

মোবাইলের জন্য অনেক সুন্দর সুন্দর বাস গেম পাবেন। তবে শ্যামলী বাস গেমের আসল অনুভতি পেতে “Bus Simulator : Ultimate” গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারেন। গুগল প্লে স্টোরে গেমটি ডাউনলোড করার জন্য উপলব্ধ রয়েছে। একদম বিনামূল্যে গেমটি ডাউনলোড করতে পারবেন।

গেমটির গ্রাফিক্স অনে সুন্দর, বর্তমানে জনপ্রিয় বাস গেমগুলোর মধ্যে অন্যতম একটি বাস গেম এটি। রাস্তায় বাস চালালে যেমন অনুভতি হয় গেমটি আপনাকে প্রায় ঠিক তেমনি অনুভতি দিতে সক্ষম। এসকল বিবরণ শুনে আপনার যদি গেমটি ডাউনলোড করতে ইচ্ছা করে তবে তা ডাউনলোড করে নিতে পারেন। এই গেমটির আরো একটি বৈশিষ্ট্য হলো এটি একটি মাল্টিপ্লেয়ার গেম। নিম্নে গেমটির তথ্য ও ডাউনলোড লিংক দিয়ে দিলাম।

Game NameBus Simulator : Ultimate
Game DeveloperZuuks Games
Game Size1 GB
Play Store Rating4.2
Game Download LinkClick Here

কম্পিউটারের জন্য শ্যামলী বাস গেম ডাউনলোড

কম্পিউটারের জন্য শ্যামলী বাস গেম ডাউনলোড করতে চাইলে আপনি Bus Sim 18 Editor ডাউনলোড করে খেলতে পারেন। একদম আসল বাস গেম খেলার অনুভুতি পাবেন। গেমটি গ্রাফিক্স কোয়ালিটি এক কথায় অসাধারণ। নিচের মতোন করে বাস ডিজাইন ও তৈরি করে নিতে পারবেন গেমটি। ফলে আপনি শ্যামলী বাস নামে বাসও তৈরি করতে পারবেন গেমটির মধ্যে। পাশাপাশি নতুন ম্যাপ তৈরি করা এবং গেমের কমিউনিটির সাথে শেয়ার করার সুযোগও আছে গেমটির মধ্যে। আপনার ক্রিয়টিভিটি প্রকাশ করে আপনার এলাকার মতোন করে একটি ম্যাপও তৈরি করতে পারবেন গেমটিতে।

অনেক ফিচার আছে এই গেমের মধ্যে। তাই বাস গেম খুঁজে থাকলে অবশ্যই এই গেমটি খেলে দেখতে পারেন। Epik গেম স্টোরে গেমটি বিনামূল্যে ডাউনলোড করার জন্য উপলব্ধ রয়েছে। নিম্নের টেবিলে গেমটি অন্যান্য তথ্য ও ডাউনলোড লিংক দিয়ে দিলাম।

Bus Sim 18 Editor Pic 1

Bus Sim 18 Editor Pic 2

Game NameBus Sim 18 Editor
Game DeveloperStillalive Studios
Game PublisherAstragon
Game SizeUnknown
Download LinkClick Here

উপসংহার

আশা করছি শ্যামলী বাস গেম ডাউনলোড নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ডাউনলোড করে ফেলুন আপনার পছন্দের শ্যামলী বাস গেম এবং মজা করুন। এছাড়া আপনি যদি আরো ভালো কোন শ্যামলী বাস গেমের নাম জানেন তবে আমাদেরকে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.