
আপনি কি ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি সরকারি ছুটির তালিকা ২০২৫ সালের পেয়ে যাবেন। কোন তারিখের কোন দিনে কত দিনের জন্য বন্ধ তা সহজেই জেনে নিতে পারবেন। যা আপনার জন্য অনেক সহায়ক হবে বলে আমি মনে করি।
যারা সরকারি কর্মকর্তা আছেন অর্থাৎ সরকারি অফিসে চাকুরী করেন তারা বছরের নির্দিষ্ট কিছু দিনই ছুটি পেয়ে থাকেন। আর এই ছুটির দিনগুলো সরকার দ্বারা নির্ধারিত করা হয়ে থাকেন। এসকল ছুটির দিনের বাইরে সরকারি কর্মকর্তারা আর কোন ছুটি পায় না। তবে ব্যক্তিগত কারণে ছুটির প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের নিকট দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হয়।
- আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র
- পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
- রমজানের সময় সূচি 2025 | রমজানের ক্যালেন্ডার ২০২৫
আপনি যদি ব্যক্তিগত কারণে ছুটি নিতে চান তাহলে কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত লিখবেন। কিভাবে তা লিখবেন তা জানার জন্য এই আর্টিকেলটি দেখুন – ছুটির দরখাস্ত | ছুটির দরখাস্ত লেখার নিয়ম PDF সহ। সরকারিভাবে যেসকল ছুটি নির্ধারিত আছে সেই ছুটিগুলোর জন্য কোন দরখাস্তের প্রয়োজন হয় না। ছুটির ক্যালেন্ডারে এসকল তারিখ উল্লেখ করা থাকে। তাই এই দিনে অফিসে উপস্থিত না থাকলেও কোন সমস্যা হবে না। তবে সরকার চাইলে নির্দিষ্ট কোন কারণে নোটিশের মাধ্যমে যেকোন সরকারি ছুটির বাতিল করে দিতে পারে।
তো চলুন আর দেরি না করে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা দেখে নেওয়া যাক। সাথে ক্যালেন্ডারের ছবি ও পিডিএফ ও পাবেন। যা আপনি ডাউনলোড করে আপনার ডিভাইসে সংরক্ষণ করে রাখতে পারবেন।
Table of Contents
সরকারি ছুটির তালিকা ২০২৫
সাধারণত সরকারি ছুটিকে তিনভাগে ভাগ করা হয়, এবারেও তার ব্যতিক্রম নয়। (১) সাধারণ ছুটি, (২) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং (৩) ঐচ্ছিক ছুটি। সকল ছুটি গুলো নিম্নে একে একে টেবিলের মধ্যে দিয়ে দিলাম। এখান থাকে আপনি দেখে নিতে পারেন।
সাধারণ সরকারি ছুটির তালিকা
আমরা সকলেই সাধারণ ছুটির সাথে পরিচত। কোন নির্দিষ্ট দিন বা উৎসবকে কেন্দ্র করে এই ছুটির দিন নির্ধারণ করা হয়ে থাকে। তো চলুন এই ছুটির দিনগুলো দেখে নেই।
তারিখ | দিন | ছুটির নাম | সময়কাল |
---|---|---|---|
২১ ফেব্রুয়ারি ২০২৫ | শুক্রবার | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ১ দিন |
২৬ মার্চ ২০২৫ | বুধবার | স্বাধীনতা ও জাতীয় দিবস | ১ দিন |
২৮ মার্চ ২০২৫ | শুক্রবার | জুমাতুল বিদা | ১ দিন |
৩১ মার্চ ২০২৫ | সোমবার | *ঈদ-উল-ফিতর | ১ দিন |
০১ মে ২০২৫ | বৃহস্পতিবার | মে দিবস | ১ দিন |
১১ মে ২০২৫ | রবিবার | *বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) | ১ দিন |
০৭ জুন ২০২৫ | শনিবার | *ঈদ-উল-আজহা | ১ দিন |
১৬ আগষ্ট ২০২৫ | শনিবার | জন্মাষ্টমী | ১ দিন |
০৬ সেপ্টেম্বর ২০২৫ | শুক্রবার | *ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) | ১ দিন |
০২ অক্টোবর ২০২৫ | বৃহস্পতিবার | দূর্গাপূজা | ১ দিন |
১৬ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার | বিজয় দিবস | ১ দিন |
২৫ ডিসেম্বর ২০২৫ | বৃহস্পতিবার | যিশু খ্রিষ্ট্রের জন্মদিন (বড়দিন) | ১ দিন |
৫ টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট সাধারণ ছুটি ১২ দিন। * চিহ্নিত দিনগুলোর ছুটি চাঁদ দেখার উপর নির্ভরশীল।
নির্বাহী আদেশে সরকারি ছুটির তালিকা
নির্বাহী আদেশে যে সকল সরকারি ছুটি রয়েছে সেই সকল ছুটিগুলো নিম্নে তালিকা আকারে দিয়ে দেওয়া হলো।
তারিখ | দিন | ছুটির দিন | সময়কাল |
---|---|---|---|
১৫ ফেব্রুয়ারি ২০২৫ | শনিবার | *শব-ই-বরাত | ১ দিন |
২৮ মার্চ ২০২৫ | শুক্রবার | *শব-ই-কদর | ১ দিন |
২৯ মার্চ ২০২৫ ৩০ মার্চ ২০২৫ ০১ এপ্রিল ২০২৫ ০২ এপ্রিল ২০২৫ | শনিবার রবিবার মঙ্গলবার বুধবার | *ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ০২ দিন ও পরের ০২ দিন) | ৪ দিন |
১৪ এপ্রিল ২০২৫ | সোমবার | নববর্ষ | ১ দিন |
০৫ জুন ২০২৫ ০৬ জুন ২০২৫ ০৮ জুন ২০২৫ ০৯ জুন ২০২৫ ১০ জুন ২০২৫ | বৃহস্পতিবার শুক্রবার রবিবার সোমবার মঙ্গলবার | *ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ০২ দিন ও পরের ০৩ দিন) | ৫ দিন |
০৬ জুলাই ২০২৫ | বুধবার | *আশুরা | ১ দিন |
০১ অক্টোবর ২০২৫ | বুধবার | দূর্গাপূজা (নবমী) | ১ দিন |
৪ টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট নির্বাহী সরকারি ছুটি ১৪ দিন। তারকা (*) চিহ্নিত দিনগুলোর ছুটি চাঁদ দেখার উপর নির্ভরশীল।
ঐচ্ছিক সরকারি ছুটির তালিকা
ঐচ্ছিক ছুটিগুলো মূলত ধর্মীয় ছুটি। বাংলাদেশে মূলত মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মালম্বী লোক বেশী। তাই ধর্মের ভিত্তিতে ঐচ্ছিক ছুটিকে এই চার ধর্মে বিভক্ত করা হয়েছে এবং এর পাশাপাশি বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্টী কর্মকার্তাদের জন্যও ছুটি বরাদ্দ করা হয়েছে। এই ছুটির তালিকাগুলো নিম্নে দেওয়া হলো।
ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)
তারিখ | দিন | ছুটির দিন | সময়কাল |
---|---|---|---|
২৮ জানুয়ারি ২০২৫ | মঙ্গলবার | *শব-ই-মিরাজ | ১ দিন |
০৩ এপ্রিল ২০২৫ | বৃহস্পতিবার | *ঈদ-উল-ফিতর (ঈদের পরের দ্বিতীয় দিন) | ১ দিন |
১১ জুন ২০২৫ | বুধবার | *ঈদ-উল-আযহা (ঈদের পরের দ্বিতীয় দিন) | ১ দিন |
২০ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার | *আখেরি চাহার সোম্বা | ১ দিন |
০৪ অক্টোবর ২০২৫ | শনিবার | *ফাতেহা-ইয়াজদাহম | ১ দিন |
১ টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ছুটি ০৫ দিন। তারকা (*) চিহ্নিত দিনগুলোর ছুটি চাঁদ দেখার উপর নির্ভরশীল।
ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)
তারিখ | দিন | ছুটির দিন | সময়কাল |
---|---|---|---|
০৩ ফেব্রুয়ারি ২০২৫ | সোমবার | শ্রী শ্রী স্বরসতী পূজা | ১ দিন |
২৬ মার্চ ২০২৫ | বুধবার | শ্রী শ্রী শিবরাত্রি ব্রত | ১ দিন |
১৪ মার্চ ২০২৫ | শুক্রবার | দোলযাত্রা | ১ দিন |
২৭ মার্চ ২০২৫ | বৃহস্পতিবার | শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব | ১ দিন |
২১ সেপ্টেম্বর ২০২৫ | রবিবার | মহালয়া | ১ দিন |
২৯ সেপ্টেম্বর ২০২৫ ৩০ সেপ্টেম্বর ২০২৫ | সোমবার মঙ্গলবার | শ্রী শ্রী দূর্গাপূজা (অষ্টমী ও নবমী) | ২ দিন |
০৬ অক্টোবর ২০২৫ | সোমবার | শ্রী শ্রী লক্ষী পূজা | ১ দিন |
২০ অক্টোবর ২০২৫ | সোমবার | শ্রী শ্রী শ্যামা পূজা | ১ দিন |
১ টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ছুটি ০৯ দিন।
ঐচ্ছিক ছুটি (খ্রিষ্টান পর্ব)
তারিখ | দিন | ছুটির দিন | সময়কাল |
---|---|---|---|
০১ জানুয়ারী ২০২৫ | বুধবার | ইংরেজি নববর্ষ | ১ দিন |
০৫ মার্চ ২০২৫ | বুধবার | ভস্ম বুধবার | ১ দিন |
১৭ এপ্রিল ২০২৫ | বৃহস্পতিবার | পুণ্য বৃহস্পতিবার | ১ দিন |
১৮ এপ্রিল ২০২৫ | শুক্রবার | পুণ্য শুক্রবার | ১ দিন |
১৯ এপ্রিল ২০২৫ | শনিবার | পুণ্য শনিবার | ১ দিন |
২০ এপ্রিল ২০২৫ | রবিবার | ইস্টার সানডে | ১ দিন |
২৪ ডিসেম্বর ২০২৫ ২৬ ডিসেম্বর ২০২৫ | বুধবার শুক্রবার | যিশু খ্রিষ্টের জন্মোৎসব (বড়দিনের পূর্বের ও পরের দিন) | ২ দিন |
২ টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ছুটি ৮ দিন।
ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
তারিখ | দিন | ছুটির দিন | সময়কাল |
---|---|---|---|
১১ ফেব্রুয়ারি ২০২৫ | মঙ্গলবার | *মাঘী পূর্ণিমা | ১ দিন |
১৩ এপ্রিল ২০২৫ | রবিবার | চৈত্র সংক্রান্তি | ১ দিন |
১০ মে ২০২৫ ১২ মে ২০২৫ | শনিবার সোমবার | বুদ্ধ পূর্ণিমা (পূর্বের ও পরের দিন) | ২ দিন |
০৯ জুলাই ২০২৫ | বুধবার | *আষাঢ়ী পূর্ণিমা | ১ দিন |
০৬ সেপ্টেম্বর ২০২৫ | শনিবার | *মধু পূর্ণিমা | ১ দিন |
০৫ অক্টোবর ২০২৫ | রবিবার | *প্রাবারণা পূর্ণিমা | ১ দিন |
২ টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ছুটি ০৭ দিন। তারকা (*) চিহ্নিত দিনগুলোর ছুটি চাঁদ দেখার উপর নির্ভরশীল।
ঐচ্ছিক ছুটি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্টী)
তারিখ | দিন | ছুটির দিন | সময়কাল |
---|---|---|---|
বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্টীর অনুরূপ সামাজিক উৎসব | শনিবার মঙ্গলবার | ১২ এপ্রিল ২০২৫ ১৫ এপ্রিল ২০২৫ | ২ দিন |
১ টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ছুটি ০২ দিন
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা আর্টিকেলে দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখান থেকে সহজে ছুটিগুলো দেখে নিতে পারেন। আপনার সুবিধার জন্য নিম্নে একটি সরকারি ছুটির তালিকা ছবি দিয়ে দিলাম। আপনি চাইলে এটি ডাউনলোড করে আপনার ডিভাইসে সংরক্ষণ করে রাখতে পারেন এবং যেকোন প্রয়োজনে ব্যবহার করতে পারেন।




২০২৫ সালের সরকারি ছুটির তালিকা PDF
আপনি যদি ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা Pdf আকারে ডাউনলোড করতে চান তাহলে নিচের দেওয়া ডাউনলোড লিংক থেকে এটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। সরকার দ্বারা যে ছুটির ক্যালেন্ডারটি প্রকাশ করা হয়েছে এটি সেই Pdf ফাইল।
File Name | List of Government Holidays 2025 |
File Size | 63 KB |
File Type | |
Total Page | 4 |
File Upload Location | Google Drive |
Download Link | Click Here |
উপসংহার
সরকারি ছুটির তালিকা ২০২৫ আর্টিকেলটির মধ্যে তুলে ধরা হলো। আর্টিকেলটিতে সকল সরকারি ছুটি তালিকা আকারে দিয়ে দেওয়া হয়েছে। এ থেকে সহজে জেনে নিতে পারবেন কোন দিন সরকারি অফিস ছুটি রয়েছে। আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এই ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।