সার্টিফিকেট তোলার আবেদন [এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয়, কলেজ]
সার্টিফিকেট তোলার আবেদন কিভাবে করবেন, এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয়, কলেজ বা অনার্সের সার্টিফিকেট তোলার আবেদন করার নিয়ম ও নমুনা কিছু আবেদন পত্র নিয়ে আমাদের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। যদি আপনি এসকল বিষয়ে খোঁজাখুঁজি থাকেন তবে আমাদের এই আর্টিকেলটি আপনাকে এই বিষয়ে অনেক সহযোগিতা করতে পারবে।
- শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন | সকল ক্লাসের জন্য
- জরিমানা মওকুফের জন্য আবেদন
- প্রশংসা পত্রের জন্য আবেদন | কলেজ, অনার্স, স্কুল
সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাগজ বা ডকুমেন্ট। বোর্ড পরীক্ষায় উর্ত্তীন হলে সার্টিফিকেট প্রদান করা হয়। এই সার্টিফিকেট আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে। যেমনঃ উচ্চ শিক্ষার জন্য, চাকরির জন্য। সার্টিফিকেট তোলার আবেদন না করলে বিদ্যালয়, কলেজ বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট প্রদান করে না। এটি তাদের নিকট জমা থেকে যায়।
জেএসসি, এসএসসি সার্টফিকেট বিদ্যালয়, এইচএসসি সার্টিফিকেট কলেজ এবং অনার্সের সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় থেকে উত্তেলন করতে হয়। তবে অবশ্যই এর জন্য সার্টিফিকেট তোলার আবেদন করতে হবে তা না হলে সার্টিফিকেট পাবেন না। চলুন কিভাবে আবেদন করবেন এবং কিছু এ সংক্রান্ত নমুনা দরখাস্ত দেখে নেওয়া যাক।
Table of Contents
সার্টিফিকেট তোলার আবেদন করার নিয়ম
সাধারণ আবেদন বা দরখাস্তের মতোন সার্টিফিকেট তোলার আবেদন লিখতে হয়। কিভাবে একটি দরখাস্ত বা আবেদন পত্র লিখবেন তা জানতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এই আর্টিকেলটি পড়তে পারেন – আবেদন পত্র লেখার নিয়ম।
এ ধরনের আবেদন পত্র সুন্দর একটি সাদা কাগজে কালো কলম দিয়ে লিখতে হয়। পৃষ্টা A4 সাইজের হলে আরো অনেক ভালো হয়। আবেদনের শুরুতে তারিখ দিতে হবে এবং বিদ্যলয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক, কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেরে উপাচার্য বরাবর আবেদনটি লিখতে হবে। বিষয়ে পরিষ্কার করে লিখতে হবে আপনি সার্টিফিকেট তোলার জন্য আবেদন করতে চাচ্ছেন।
এরপর দরখাস্তে সকল বিষয় একে একে লিখেত হবে। আপনি কোন পরীক্ষার সার্টিফিকেট তুলতে চান। শিক্ষা প্রতিষ্ঠানে আপনার রোল কত ছিল, কোন বোর্ডের অধিনে কোন সালে পরীক্ষা দিয়েছেন ইত্যাদি বিষয়। সকল কিছু লিখে দরখাস্তটি সমাপ্ত করতে হবে।
সংযুক্তি হিসাবে দরখাস্তের সাথে পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি প্রদান করতে হবে। দরখাস্তটি লেখার ধরন বা নমুনা কপি দেখে নিন তাহলে এ বিষয়টি আপনার কাছে অনেক পরিষ্কার হবে।
সার্টিফিকেট তোলার আবেদন
নিম্নে আপনার জন্য একটি নমুনা আবেদন কপি দিয়ে দিলাম। তবে আপনি চাইলে এই আবেদনটির তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারবে। নিম্নে আবেদন পত্রটি বিদ্যলয়ের জন্য ব্যবহার করতে চাইলে বরাবর প্রিন্সিপালের জায়গায় প্রধান শিক্ষক দিবেন।
১৮ জানুয়ারি ২০২৪
বরাবর
প্রিন্সিপাল
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর।
বিষয়ঃ এইচএসসি সার্টফিকেট তোলার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একজন প্রাক্তন ছাত্র। ২০২২ সালে আপনার কলেজ হতে দিনাজপুর বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং জিপিএ ৫.০০ পেয়ে উর্ত্তীন হই। বর্তমানে আমি উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমার এইচএসসি সার্টিফিকেটের প্রয়োজন পড়বে।
অতএব, মহাদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, আমাকে এইচএসসি প্রদান করে বিশেষভাবে বাধিত করবেন।
নিবেদক
মোঃ ইমরান হোসেন
শিক্ষবর্ষঃ ২০২১-২২
বোর্ডঃ দিনাজপুর
রেজিস্ট্রেশন নাম্বারঃ ১২৩৪৫
রোল নাম্বারঃ ১৩৪৫৭৮৯
* সংযুক্তি হিসাবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র দিতে হবে।
বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট তোলার আবেদন পত্র
বিশ্ববিদ্যালয় থেকে বা অনার্স বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট তোলার জন্য নিম্নে লিখিত আবেদন পত্রটি তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। তবে এখানে বরাবর উপাচার্য হবে। কত সালে পাশ করেছেন সেটিও লিখতে হব।
১২/০৯/২০২৪
বরাবর
উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
বিষয়ঃ সার্টিফিকেট উত্তেলনের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিশ্ববিদ্যলয়ের একজন প্রাক্তন ছাত্র। ২০২২ সালে প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে সিজিপিএ ২.৬৫ পেয়ে উর্ত্তীন হই। বর্তমানে চাকরী ও উচ্চ শিক্ষার জন্য আমার সার্টিফিকেটের বিশেষ প্রয়োজন।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে সার্টিফিকেট প্রদানে বিশেষ ভাবে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
এখান আপনার নাম দিবেন
আপনার শিক্ষাবর্ষের সাল দিবেন
আপনার ডিপার্টমেন্টের নাম দিবেন
সবশেষ সংযুক্ত হিসাবে প্রবেশ পত্রের ফটোকপি দিবেন।
কলেজ থেকে সার্টিফিকেট তোলার আবেদন
কলেজ থেকে কলেজ থেকে সার্টিফিকেট তোলার আবেদন পত্র হিসাবে আপনি নিম্নোক্ত আবেদনটির তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারে। নামের জায়গায় আপনার নাম, শিক্ষাবর্ষের জায়গায় আপনার পাশা করা সাল ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যর জায়গায় অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিবেন।
১২/০৯/২০২৪ ইং
বরাবর
অধ্যক্ষ
রংপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রংপুর।
বিষয়ঃ কলেজ সার্টিফিকেট তোলার আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আপনার কলেজের একজন নিয়মিত ছাত্র। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আপনার হতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং কৃতজ্ঞতার সাথে জিপিএ ৪.৭০ পেয়ে উর্ত্তীন হই। এইচএসসি পরীক্ষায় আমার রোল নাম্বার ছিল ১২৩৪৭ এবং রেজিস্ট্রেশন নাম্বার ছিল ১৩৫৮০৯৮ এবং দিনাজপুর বোর্ডের অধিনে আমি পরীক্ষায় অংশগ্রহণ করি। বর্তমানে উচ্চ শিক্ষার জন্য আমার এইচএসসি সার্টিফিকেটের প্রয়োজন।
অতএব, বিনীত নিবেদন এই যে আমাকে এইচএসসি সার্টিফিকেট প্রদান করে বিশেষভাবে বাধিত করবেন।
নিবেদক
এখানে আপনার নাম দিবেন
শিক্ষাবর্ষঃ ২০২২-২০২৩
শ্রেণি রোলঃ ১২
বিভাগঃ বিজ্ঞান
রেজিস্ট্রেশন নাম্বারঃ ১৩৫৮০৯৮
রোল নাম্বারঃ ১২৩৪৭
উপসংহার
সার্টিফিকেট তোলার আবেদন নিয়ে এই ছিল আমাদের আর্টিকেল। আর্টিকেলটিতে সার্টিফিকেট তোলার আবেদন পত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। JSC (জেএসসি), SSC (এসএসসি), HSC (এইচএসসি), Honors (অনার্স) ইত্যাদি যেকোন পরীক্ষার সার্টিফিকেট আর্টিকেলে দেওয়া আবেদন পত্রের মাধ্যমে উত্তেলন করতে পারবেন।
আর্টিকেলটি আপনার কেমন লেগেছে ও আর্টিকেলটি নিয়ে যদি আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে সেটি কমেন্টে জানাতে পারেন। আমিই চেস্টা করব আপনার জিজ্ঞাসিত প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলোটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।