সার্টিফিকেট ফন্ট ফ্রি ডাউনলোড | 8 Certificate Font Free Download
আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব সার্টিফিকেট ফন্ট। যেগুলো আপনি একদম ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
- নিকষ বাংলা ফন্ট ডাউনলোড | Nikosh Bangla Font Free Download
- বাংলা ফন্ট ডাউনলোড জিপ | Free 10 Bangla Fonts Download Zip
- সার্টিফিকেট তোলার আবেদন [এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয়, কলেজ]
অনেক বিভিন্ন প্রয়োজনে সার্টিফিকেট ফন্টের প্রয়োজন পড়ে। যাদের প্রয়োজন তারা হয়তো অনেক খোঁজাখুঁজি করার পরও খুঁজে পায় না। আপনার যদি Certificate Font এর প্রয়োজন পড়ে তাহলে খোঁজাখুঁজি বাদ দিয়ে এখনি এখান থেকে ডাউনলোড করে নিন। অথবা, ডাউনলোড করে ভবিষ্যৎ এর জন্য রেখে দিন। যার পরবর্তীতে কাজেও লাগতে পারে।
এই পোস্টে যে Certificate Font প্যাক শেয়ার করব তার ভিতর সর্বমোট ৮ টি সার্টিফিকেট ফন্ট রয়েছে।
সার্টিফিকেট ফন্ট ডাউনলোড
এখন চলুন Certificate Fonts প্যাকটি ডাউনলোড করে নেওয়া যাক। ফন্ট গুলো রার (Rar) প্যাকের ভিতরে রয়েছে। পুরো প্যাকটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে পছন্দমতো ফন্ট বেছে নিয়ে ব্যবহার করুন।
File Name | Certificate Font |
File Size | 284 KB |
File Type | rar |
Upload Location | Google Drive |
Download Link | Click Here |
এসএসসি সার্টিফিকেট, এইচ এস সি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ফন্ট ইত্যাদিতে এই ফন্টগুলো ব্যবহার করা হয়। সার্টিফিকেট লেখার ফন্ট এর নামগুলো নির্দিষ্ট নয়। শেয়ার করা ফাইলের ভিতর ৮ টি ভিন্ন ভিন্ন ফন্ট ফাইল ভিন্ন নামে দেওয়া আছে।
ফন্টটি ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করুন। স্মার্টফোনে Extract করার জন্য Rar অ্যাপটি ও কম্পিউটারে Extract করার জন্য Winrar সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। কম্পিউটারে কিভাবে ফন্ট ইন্সটল করবেন তা বিস্তারিতভাবে জানতে এই আর্টিকেলটি পড়ুন – কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি।