
স্মার্টফোনের জন্য সেরা বাংলা কি বোর্ড কোনটি?
Which is the best Bangla Keyboard for Smartphone
আমাদের সকলেরই কমবেশী একটি ভালো স্মার্টফোন রয়েছে। স্মার্টফোনে সাধারণত ডিফল্ট ভাবে বাংলা কি বোর্ড ইন্সটল করা থাকে না। তাই আমাদেরকে আলাদা ভাবে একটি বাংলা কি-বোর্ড ইন্সটল করে নিতে হয়। বাংলা লেখালেখির কাজে বাংলা কি বোর্ড ছাড়া আমরা কোন ভাবে বাংলা লিখতে পারব না।
আরো পড়ুনঃ
গুগল প্লে-স্টোরে বাংলা কি বোর্ড (Bangla Keyboard) লিখে অনুসন্ধান করলে অনেক কি বোর্ডের অ্যাপ্লিকেশন পাবেন। এদের মধ্যে সেরা যে বাংলা কি-বোর্ডটি তা নিয়ে এই পোস্টে কথা বলল।
আমি নিজেও দীর্ঘ দিন থেকে এই বাংলা কি-বোর্ডটি ব্যবহার করে আসছি। আর, আমার মতো হয়ত অনেকে ব্যবহার করে থাকবে।
এই সেরা কি বোর্ডটির নাম হলো Ridmik। হয়তো আপনার এই কি বোর্ডটি ব্যবহার করেছে বা নাম কোন না কোন দিন শুনেছেন। বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি কি বোর্ড এটি।
এই কি বোর্ডের সাহায্যে আপনি তিন পদ্বতিতে বাংলা লিখতে পারবেন।
- অভ্র
- জাতীয়
- প্রভাত
এক কি বোর্ডে তিন পদ্বতিতে বাংলা লেখা সম্ভব। আর কি চাই!! এর পাশাপাশি এই কি-বোর্ডের সাহায্যে ইংরেজীও লিখতে পারবেন।
Redmik এর দুই ধরনের কি বোর্ড গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
- Ridmik Keyboard
- Ridmik Classic Keyboard
ডাউনলোড করার জন্য গুগল প্লে-স্টোরে Ridmik লিখে অনুসন্ধান করলে পেয়ে যাবেন। যেখান থেকে সরাসরি ইন্সটল করে ফেলতে পারবেন আপনার স্মার্টফোনে। আপনার সুবিধার জন্য নিজে লিংক দিয়ে দিলাম।
- Ridmik Keyboard: https://play.google.com/store/apps/details?id=ridmik.keyboard
- Ridmik Classic Keyboard: https://play.google.com/store/apps/details?id=ridmik.keyboard.classic
Redmik বাংলা কি বোর্ডের ফিচার
দুই কি-বোর্ডে প্রায় একই ধরনের ফিচার রয়েছে। তবে, আমি নিজে Ridmik Classic Keyboard টি ব্যবহার করে থাকি। কারণ, এই কি বোর্ডটি ক্লাসিক টাইফের। আর, ফোনের র্যামেও কম জায়গা দখল করে থাকে। আমি আপনাকে পরামর্শ দিব Ridmik Classic Keyboard টিই ব্যবহার করার জন্য।
Ridmik Classic Keyboard এ সাধারণের মতো অসাধারণ কিছু ফিচার রয়েছে!! তার মধ্যে একটি হলো এই কি-বোর্ডে প্রি-ইন্সটল কিছু ইমোজি রয়েছে। তাই ইমোজি ব্যবহার করার জন্য আপনাকে আলাদা করে কোন ইমোজি কি বোর্ড ইন্সটল করে নিতে হবে না।
এছাড়াও, C, V, X এই তিন বাটনের মাধ্যমে খুব সহজে লেখা কপি, পেস্ট এবং কাট করে ফেলতে পারবেন। যা অন্য সকল বাংলা কি বোর্ডে প্রায় কম দেখা যায়।
এসব ছাড়াও, ইংরেজি লেখার জন্য আপনাকে অন্য কি বোর্ডে সুইচ করতে হবে নাই। এই কি বোর্ডেই ইংরেজি লেখার জন্য আলাদা একটা অপশন পাবেন।
[divider style=”dashed” top=”20″ bottom=”20″]
সব মিলিয়ে কম সাইজের মধ্যে সবচেয়ে সেরা একটি বাংলা কি-বোর্ড বলে আমার মনে হয়। আপনি যদি অন্য কোন বাংলা কি বোর্ড ব্যবহার করে থাকেন তাহলে এই কি বোর্ডটি ব্যবহার করে দেখতে পারেন। এই কি বোর্ড ছাড়া অন্য কোন সেরা বাংলা কি-বোর্ড যদি থাকে বলে আপনার মনে হয় তবে তা কমেন্ট করে জানাতে পারে।