Lifestyle

আজকের সেহরির শেষ সময় ২০২৪

আপনি কি সেহরির শেষ সময় ২০২৪ জানতে চান? যদি জানতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। কেননা আমাদের এই আর্টিকেলটি থেকে আপনি সেহরির শেষ সময় ও আগামী দিনগুলো সেহরির শেষ সময় খুব সহজেই জেনে নিতে পারবেন।

রমজান মাসে রোজা রাখার জন্য সেহরির সময়ের পর আর খাবার খাওয়া যায় না। তাই যদি কোন মুমিন ব্যক্তি রোজা রাখতে চায় তাহলে তার জন্য সেহরির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। সেহরির সময় যেন পার না হয়ে যা এজন্য বিশেষ সতর্ক অবলম্বন করা জরুরী। এই সতর্কতা আমরা সেহরির শেষ সময় জেনে নিয়েও করতে পারি।

সাধারণত ফজরের আযানই সেহরির শেষ সময় হয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন সময়ে এই সময় ভিন্ন হয়ে থাকে। তবে আমাদের এই আর্টিকেলটি থেকে সব জেলার সময় আপনি জেনে নিতে পারবে। তাহলে চলুন আর দেরী করে সময়টি জেনে নেওয়া যাক।

আজকের সেহরির শেষ সময়

আপনি যদি শুধুমাত্র আজকের সেহরির শেষ সময় সম্পর্কে জানতে চান তাহলে নিম্নের টেবিলের তালিকাটি দেখতে পারেন। তালিকায় ফজরের যে সময়টি রয়েছে সেটি আজকের সেহরির শেষ সময় হবে। এছাড়া, সকল নামাজের ওয়াক্ত এবং ইফতারের সময়টিও টেবিলের তালিকায় পাবেন। মাগরিবের সময়টি হবে ইফতারের সময়।

নিম্নের টেবিলে ডিফল্ট জেলা হিসাবে ঢাকা জেলাকে নির্বাচন করা হয়েছে। আপনার জেলা যদি অন্য হয়ে থাকে তাহলে ঢাকা জেলার পরিবর্তে আপনি আপনার জেলা নির্বাচন করে নিয়ে সময় দেখে নিবেন।

সেহরির শেষ সময় ২০২৪

আগামী রমজান মাসের দিনগুলোর সেহরির সকল শেষ সময় তালিকা আকারে নিম্নের টেবিলে দিয়ে দেওয়া হলো। আপনি যদি আগামী দিলগুলোর সেহরির সর্বশেষ সময় কখন তা জানতে চান তাহলে এই তালিকাটি থেকে জেনে নিতে পারবেন।

নিম্নোক্ত এই সেহেরি সময়ের তালিকাটি ঢাকা জেলার তালিকা। অন্যান্য জেলায় নিম্নোক্ত সময়সূচিটি ব্যবহার করার জন্য জেলা অনুযায়ী কিছু সময় যোগ বা বিয়োগ করতে হবে। কত সময় যোগ বা বিয়োগ করতে হবে তা জানার জন্য আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া রমজানের সময় সূচি নিয়ে লেখা আর্টিকেলটি থেকে জেনে নিন – রমজানের সময় সূচি 2024

রমজানবার ও তারিখসেহরি শেষ
০১মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪৪ঃ৫১ মি.
০২বুধবার, ১৩ মার্চ ২০২৪৪ঃ৫০ মি.
০৩বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪৪ঃ৪৯ মি.
০8শুক্রবার, ১৫ মার্চ ২০২৪৪ঃ৪৮ মি.
০৫শনিবার, ১৬ মার্চ ২০২৪৪ঃ৪৭ মি.
০৬রবিবার, ১৭ মার্চ ২০২৪৪ঃ৪৬ মি.
০৭সোমবার, ১৮ মার্চ ২০২৪৪ঃ৪৫ মি.
০৮মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪৪ঃ৪৪ মি.
০৯বুধবার, ২০ মার্চ ২০২৪৪ঃ৪৩ মি.
১০বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪৪ঃ৪২ মি.
১১শুক্রবার, ২২ মার্চ ২০২৪৪ঃ৪১ মি.
১২শনিবার, ২৩ মার্চ ২০২৪৪ঃ৪০ মি.
১৩রবিবার, ২৪ মার্চ ২০২৪৪ঃ৩৯ মি.
১৪সোমবার, ২৫ মার্চ ২০২৪৪ঃ৩৮ মি.
১৫মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪৪ঃ৩৬ মি.
১৬বুধবার, ২৭ মার্চ ২০২৪৪ঃ৩৫ মি.
১৭বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪৪ঃ৩৪ মি.
১৮শুক্রবার, ২৯ মার্চ ২০২৪৪ঃ৩৩ মি.
১৯শনিবার, ৩০ মার্চ ২০২৪৪ঃ৩১ মি.
২০রবিবার, ৩১ মার্চ ২০২৪৪ঃ৩০ মি.
২১সোমবার, ০১ এপ্রিল ২০২৪৪ঃ২৯ মি.
২২মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪৪ঃ২৮ মি.
২৩বুধবার, ০৩ এপ্রিল ২০২৪৪ঃ২৭ মি.
২৪বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪৪ঃ২৬ মি.
২৫শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪৪ঃ২৪ মি.
২৬শনিবার, ০৬ এপ্রিল ২০২৪৪ঃ২৪ মি.
২৭রবিবার, ০৭ এপ্রিল ২০২৪৪ঃ২৩ মি.
২৮সোমবার, ০৮ এপ্রিল ২০২৪৪ঃ২২ মি.
২৯মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪৪ঃ২১ মি.
৩০বুধবার, ১০ এপ্রিল ২০২৪৪ঃ২০ মি.

সেহরির শেষ সময় ২০২৪ ছবি

আপনি চাইলে নিম্নের ছবিটি ডাউনলোড করে আপনার ডিভাইসে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে যেকোন সময়ে অফলাইনে সেহরির সময় দেখে নিতে পারবেন। ছবিটি মূলত রমজানের ক্যালেন্ডার, তবে এখানে সেহরির সময় কখন শেষ সেটিও উল্লেখ আছে।

সেহরির শেষ সময় ২০২৪

শেষ কথা

আর্টিকেলে থাকা সেহরির শেষ সময়ের তালিকাটি ইসলামিক ফাউন্ডেশন এর প্রকাশিত হওয়া রমজানের সময়সূচি থেকে নেওয়া হয়েছে। তাই নিশ্চিন্তে থাকতে পারেন এই সময়সূচিটিকে নিয়ে।

আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন প্রশ্ন, জিজ্ঞাসা বা কোন মতামত থাকে তাহলে তা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে। সম্ভব হলে আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব্দের সাথে যারা তারাও এ সম্পর্কে জানতে পারে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.