১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট নিয়ে বিস্তারিত তথ্য 2024 [আবেদন, ফি, নবায়ন, ফরম]
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেলটিতে আপনাকে স্বাগতম। আর্টিকেলটি থেকে আপনি ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি, আবেদন করার নিয়ম, ফরম, খরচ কত হবে ইত্যাদি সকল বিষয় জানতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। বিভিন্ন প্রয়োজনে পাসপোর্টের ব্যবহার প্রয়োজন হয়। যেমনঃ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে, ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করতে ইত্যাদি। পাসপোর্ট করার সময় পাসপোর্টের মেয়াদ নির্বাচন করতে হয়। নির্দিষ্ট মেয়াদ উর্ত্তীণ হওয়ার পর পাসপোর্ট তার কার্যকারীতা হারায়। এক্ষেত্রে পাসপোর্টে নবায়ন বা রিনিউ করে নিতে হয়।
- পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
- পাসপোর্ট চেকিং করার নিয়ম
- ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো
বর্তমান সময়ে বাংলাদেশে সর্বনিম্ন ৫ বছর ও সর্বোচ্চ ১০ বছরের জন্য পাসপোর্ট করা যায়। ১০ বছর সর্বোচ্চ হওয়ায় বেশীরভাগ লোক পাসপোর্ট করা বা নবায়ন করার ক্ষেত্রে ১০ বছরের পাসপোর্ট থাকে। এতে করে দীর্ঘদিন নবায়ন বা রিনিউ করার প্রয়োজন পড়ে না।
Table of Contents
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট
সর্বোচ্চ ১০ বছরের জন্য ই-পাসপোর্ট করা যায়। তবে সধারণ পাসপোর্ট সর্বোচ্চ ৫ বছরের জন্য করা যায়। দীর্ঘদিন ই-পাসপোর্ট ব্যবহার করার ক্ষেত্রে ১০ বছরের জন্য করে রাখা বুদ্ধিমানের কাজ। এতে করে খরচও কম পড়ে আবার রিনিউ করারও ঝামেলা থাকে না। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ও ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট এর মধ্যে মানের দিক দিয়ে কোন কোন পার্থক্য নেই। শুধু পার্থক্য পাসপোর্টের মেয়াদ নিয়ে। আপনি যদি আপনার পাসপোর্ট দীর্ঘদিনের জন্য ব্যবহার করতে চান তাহলে ১০ বছরের জন্য সেটি করে নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ হবে।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট আবেদন করার নিয়ম
৫ বছর হোক কিংবা ১০ বছর, যেকোন মেয়াদি ই-পাসপোর্ট আবেদন করার নিয়ম একই রকম। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে প্রথমে ভিজিট করতে হবে https://www.epassport.gov.bd/ ওয়েবসাইটিতে। ওয়েবসাইটিতে ভিজিট করার পর Apply Online নামের একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আবেদন করার সময় পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্টও তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্টের তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু আমরা ১০ বছরের জন্য ই-পাসপোর্ট করব তাই মেয়াদ নির্বাচনের ক্ষেত্রে ১০ বছর নির্বাচন করতে হবে। আবেদনের সময় সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করবেন। বানানের দিকে বিশেষভাবে নজর রাখবেন।
সকল তথ্য পূরণ করে ই-পাসপোর্টের আবেদন করা শেষে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করা হয়ে গেলে আপনাকে নির্দিষ্ট একটি তারিখে গিয়ে বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করতে হবে। এই তারিখ আপনাকে পাসপোর্ট কর্তৃপক্ষ জানিয়ে দিবে। বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করা শেষে পাসপোর্ট ডেলিভারি সময়ের উপর নির্ভর করে আপনি আপনার ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
ডেলিভারি সময় ও পৃষ্টার উপর নির্ভর করে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের ফি ধার্য করা হয়। ৪৮ এবং ৬৪ পৃষ্টার ই-পাসপোর্টের জন্য আবেদন করা যায়। এছাড়া তিন রকমের ডেলিভারির ধরণ আছে। এগুলো হলোঃ রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি। পৃষ্টার উপর নির্ভর করে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি বাংলাদেশে কত হবে তার তালিকা নিম্নে আপনাদের নিকট উপস্থাপন করা হলো।
তালিকাটি দেখার আগে ডেলিভারি সময়গুলো দেখে নিন। বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করার পর থেকে এ সময় গণনা করা হবে।
- রেগুলার ডেলিভারি – ১৫ থেকে ২১ দিনের মধ্যে
- এক্সপ্রেস ডেলিভারি – ৭ থেকে ১০ দিনের মধ্যে
- সুপার এক্সপ্রেস ডেলিভারি – ২ দিনের মধ্যে
৪৮ পৃষ্টার ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
ডেলিভারির ধরণ | টাকা |
---|---|
রেগুলার ডেলিভারি | ৫,৭৫০ টাকা |
এক্সপ্রেস ডেলিভারি | ৮,০৫০ টাকা |
সুপার এক্সপ্রেস ডেলিভারি | ১০,৩৫০ টাকা |
৬৪ পৃষ্টার ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
ডেলিভারির ধরণ | টাকা |
---|---|
রেগুলার ডেলিভারি | ৮,০৫০ টাকা |
এক্সপ্রেস ডেলিভারি | ১০,৩৫০ টাকা |
সুপার এক্সপ্রেস ডেলিভারি | ১৩,৮০০ টাকা |
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট আবেদন ফরম
ই-পাসপোর্টের কোন আবেদন ফরম নেই। অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করার পর আপনি পিডিএফ কপি ডাউনলোড করার জন্য পাবেন। সেখানে আপনার আবেদনের সকল তথ্য উল্লেখ থাকবে। এটিকে প্রিন্ট করে পাসপোর্ট অফিসে জমা দিয়ে হবে। এটি ই-পাসপোর্টের আবেদন ফরম হিসাবে কাজ করবে।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট চেক করার নিয়ম
সাধারণ সকল পাসপোর্টের মতোন ১০ বছর মেয়াদের পাসপোর্টও একই নিয়মে চেক করতে হবে। এজন্য আলাদা কোন নিয়ম নেই। চেক করার জন্য আপনাকে প্রথমে https://www.epassport.gov.bd/authorization/application-status ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর প্রয়োজনীয় তথ্য ইনপুট করে চেক (Check) বাটনে ক্লিক করে আপনার ১০ বছরে মেয়াদের ই পাসপোর্ট চেক করতে পারবেন। এসম্পর্কিত আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এই আর্টিকেলটি দেখতে পারেন – ই পাসপোর্ট চেক করার নিয়ম।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্ত চলুন জেনে নেই। আপনার আরো কোন প্রশ্নে উত্তর জানতে চাইলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট 2024 কত টাকা?
৪৮ পৃষ্টার ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট 2024 রেগুলার ডেলিভারিতে ৫,৭৫০ টাকা, এক্সপ্রেস ডেলিভারিতে ৮,০৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ১০,৩৫০ টাকা। অন্যদিকে ৬৪ পৃষ্টার ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট 2024 রেগুলার ডেলিভারিতে ৮,০৫০ টাকা, এক্সপ্রেস ডেলিভারিতে ১০,৩৫০ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ১৩,৮০০ টাকা
১০ বছর পাসপোর্ট করতে কত টাকা লাগে?
১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে সর্বনিম্ন ৫,৭৫০ টাকা এবং সর্বোচ্চ ১৩,৮০০ টাকা টাকার প্রয়োজন হবে। কোন ক্ষেত্রে কত টাকা লাগবে এ সম্পর্কে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট পেতে কত দিন লাগে?
রেগুলার ডেলিভারিতে ১৫ থেকে ২১ দিন, এক্সপ্রেস ডেলিভারিতে ৭ থেকে ১০ দিনে এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ২ দিনের মতোন সময় লাগবে। বায়োমেট্রিক তথ্য হালনাগাদের পর দিনগুলো গণনা করা হবে।
উপসংহার
১০ বছরের বেশী বাংলাদেশে ই-পাসপোর্ট করা যায় না। আপনি আপনার সুবিধা মতোন পাসপোর্টের মেয়াদ, ডেলিভারির ধরণ ও পৃষ্টা নির্বাচন করে ই-পাসপোর্ট করবেন। আর্টিকেলটিতে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট সম্পর্কে সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি আপনি আর্টিকেলটি থেকে আপনার প্রয়োজনীয় তথ্য খুঁজে পেয়ে যাবেন।
আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। পরিশেষে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।