Status

২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা

২১ শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস এবং আন্তজার্তিক মাতৃভাষা দিবস। ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা আমাদের এই আর্টিকেলটিতে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি এ সম্পর্কিত কিছু কথা খুঁজে থাকেন তবে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে।

অনেক সুন্দর ও সুন্দর, সেরা সকল বাছাই করা কিছু কথা আর্টিকেলে আপনার পেয়ে যাবে। ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষের এ সকল কথা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কোন প্রয়োজনেও কথাগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আর্টিকেলে থাকা কথাগুলো দেখে নেওয়া যাক।

২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা

২১ শে ফেব্রুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বাংলাদেশের জন্য। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে অনেকেই দিনটিতে শহীদ হন। পরবর্তীতে দিনটি জাতীয় শহীদ দিবস হিসাবে স্বীকৃতি পায়। ভাষার প্রতি এই শ্রদ্ধা দেখে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষনা করে। পুরো বিশ্বে দিনটিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। ২১ ফেব্রুয়ারি সম্পর্কিত অসাধারণ কিছু কথা স্ট্যাটাস আকারে চলুন দেখে নেই।

১। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি!

২। রক্ত দিয়ে কেনা আমার বর্ণমালা।

৩। ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা….. মাতৃভাষার প্রতি অশেষ শ্রদ্ধা…….

৪। বাংলা তেই শুরু বাংলা তেই শেষ………… হৃদয় জুড়ে একটাই শব্দ আমার……… বাংলাদেশ।

৫। যারা বাংলা ভাষাকে রক্ষার জন্য জীবন দিলেন, তাদের জানাই হাজার সালাম, আমার প্রাণের ২১ শে ফেব্রুয়ারি।

২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা ছবি ১

৬। একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার। বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।

৭। এখন শিশুরা “মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি” গানটি শোনেনি।

৮। ভাষা শহীদের দল, তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি । সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি ।

৯। মুক্ত বাংলা যুক্ত করো, সোনার বাংলা ধন্য করো, যুক্ত করা মোদের আশা, বাংলা ভাষা প্রানের ভাষা।

১০। মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা ছবি ২

১১। মায়ের কাছে ফেরা হয়নি ওঁদের! বরকত, সালাম, রফিক, জাব্বার, সালাহউদ্দীন সহ অগুনিত ছাত্র জনতা কোনদিন ফিরে যায় নি মায়ের কোলে।

১২। আমরা আসলে গর্বিত জাতি যে নিজের ভাষার জন্য আনদোলন করেছি বুকের রক্ত দিয়েছি।

১৩। আমার ছোটন একটু একটু করে মাতৃভাষা শিখছে, তার মায়ের ভাষা, আমার ভাষা, বাংলা ভাষা, ভালোবাসা- ভালোবাসা।

১৪। আমার বর্ণমালা, আমার বাংলা, আমার ভাষা, আমার বাংলাদেশ।

১৫। বাংলার মানুষ যেমন কোন দিন মহান স্বাধীনতার কথা ও শহীদদের কথা ভুলতে পারবে না ঠিক তেমনি ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিনেও ভুলতে পারবে না।

১৬। কয়জনই বা পারে ভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে?

১৭। একুশে ফেব্রুয়ারি শুধু যে বাংলাদেশে পালন করা হয় ভাষা দিবস হিসাবে তা না। আমাদের পার্শ্ববর্তী দেশে পশ্চিমবঙ্গ সহ সকল বাংলা ভাষা ব্যবহার কারিদের জন্য ২১ ফেবরুয়ারী গৌরবোজ্জ্বল দিন।

১৮। শ্রদ্ধা তাদের প্রতি যারা কেবল আনুষ্ঠানিকতা নয় বরং এই আন্তরিকতা নিয়ে সারাবছর আমাদের প্রিয় বাংলা ভাষা কে লালন করছেন জীবনে ও যাপনে…….

১৯। রফিক, সালাম, বরকত আরো হাজার বীর সন্তান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রাণ।

২০। মায়ের ভাষায় কথা বলাবার অধিকার আদায়ে, মাতৃ ভাষার মর্যাদা রক্ষায় ওঁরা জীবন দিয়েছিলো ২১ ফেবরুয়ারী ১৯৫২ তে !

২১। আমার কাছে ভাষা হল একটি ক্রিয়ার ধরন। এটি পরিবর্তনকে প্রভাবিত করতে সক্ষম।

২২। বিশ্বে খুব কম দেশ আছে যে নিজেদের ভাষার জন্য আনদোলন করেছে।

২৩। প্রয়োজনে আবার রক্ত দিবো ঠেলে, বজায় রাখতে ভাষার মান । মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

২৪। এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত।

২৫। আজ ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে তাই শ্রদ্ধা জানাই সকল শহীদের প্রতি! বাঙ্গালী জাতি তোমাদের কোনদিন ভুলবনা!!

২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা ছবি ৩

২৬। ভালোবাসার মাঝে কষ্ট আছে, ভালো থাকার মাঝে শান্তি আছে, দূরে থাকার মাঝে টান আছে, মনে রাখার মাঝে সান্ত্বনা আছে, তাই মনে রেখো… ২১… ফেব্রুয়ারী।

২৭। বাংলা ভাষা যত দিন থাকবে বাংলার মানুষ কোন দিনও সেই সকল শহীদের কথা ভুলতে পারবে না।

২৮। ভাষা শহীদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

২৯। মোদের দেহে থাকতে রক্ত, বিথা যাবেনা শহীদের দান । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

৩০। ভাষা শহীদদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার!

৩১। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি।

৩২। ‘‘আমি বাংলায় গান গাই’’ নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

৩৩। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের উপলক্ষে অনেক ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি

৩৪। তুমি যদি কোনও মানুষের সঙ্গে সেই ভাষায় কথা বল, যা সে বুঝতে পারে, তা হলে তোমার কথাগুলি শুধুমাত্র তাঁর মস্তিষ্কে থেকে যাবে। কিন্তু সেই মানুষের সঙ্গে যদি তাঁর নিজের ভাষায় কথা বল, তা হলে তা তাঁর হৃদয় ছুঁয়ে যাবে।

৩৫। বাংলার দামাল মুক্তি সেনারা অকাতরে প্রাণ দিয়ে ছিনিয়ে এনেছে প্রিয় স্বাধীনতা।

৩৬। নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারছি নিজের মায়ের ভাষায় এর থেকে গর্বের আর কোন কিছু থাকে না।

৩৭। মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা সবাইকে।

৩৮। ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একইসাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

৩৯। একটি নতুন ভাষায় কথা বল, যাতে পৃথিবীও একটি নতুন পৃথিবী হয়ে উঠতে পারে।

৪০। প্রতি বছর এই দিনে পালন করা হয় বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

৪১। সবার হৃদয়ে বেঁচে থাকে ভাষার জন্য মৃত্যুবরণকারী সকল শহীদগণ।

৪২। যে ভাষার জন্য আমরা এতো হুন্নে , যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি?

৪৩। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবাই কে জনাই শুভেচ্ছা।

৪৪। ৫২ এর ভাষা আন্দোলন না হলে ৭১ এর মুক্তিযুদ্ধ হতো না! মুক্তি যুদ্ধ না হলে বাঙ্গালী জাতি ধীরে ধীরে তার অস্তিত্ব হারাতো । আজ এ কথা ভেবে গৌরব বোধ করি।

৪৫। আমাদের বাংলা বর্ণমালা বড়ই দুঃখিনী। কত কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বাংলা বর্ণমালা আজ বিশ্বদরবারে সমাদৃত, স্বীকৃত।

৪৬। বাংলা ভাষা তা হোক আঞ্চলিক বা প্রমিত। বাঙালির পরিচয় বাংলায়। বাঙালির অহংকার বাংলা। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

৪৭। শহীদ দিবস অমর হোক … শ্রদ্ধা।

৪৮। ১৯৫২ সালের ভাষা আনদোলনের পরে আমরা পেয়েছি ২০১০ সালে থেকে জাতিসংঘ এর সিদ্ধান্ত মতে ২১ শে ফেব্রুয়ারি হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

৪৯। সমগ্র বাঙালি জাতি কে জানাই আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

৫০। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

আরো ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা

আপনার জন্য আরো ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা নিম্নে শেয়ার করা হলে। কথাগুলো দেখুন আশা করছি এখান থেকে পছন্দের কোন কথা খুঁজে পেয়ে যাবেন।

  • মনে পড়ে ১৯৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারী এর কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।
  • একটি ভাষা হারিয়ে যাওয়ার অর্থ একটি শহরের উপর বোমা নিক্ষেপ করে সেই শহরটিকে মানচিত্র থেকে মুছে ফেলা। আসুন আমরা আন্তর্জাতির মাতৃভাষা দিবসে নিজের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য হাত মেলাই।
  • আমার সবচেয়ে মহামূল্যবান সম্পত্তির মধ্যে রয়েছে শব্দ, যা আমি কখনও বলিনি।
  • একটি অন্য ভাষা জানার অর্থ হল দ্বিতীয় আত্মার অধিকারী হওয়া।
  • তোমাদের জানাই লক্ষ সালাম, অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে গভীর শ্রদ্ধা।
  • এই পৃথিবীতে অনেক কিছুই পালটাবে যেতে পারে। কিন্তু যে ভাষা আমরা অন্তরে বহন করি তা কখনও পালটাবে না। নিজের ভাষাকে ভালোবাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
  • ফেব্রুয়ারী আমার ভাইয়ের, ফেব্রুয়ারী আমার মায়ের, একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি???
  • আসুন আমরা একত্রিত হয়ে একটি দুর্দান্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গড়ে তুলতে আমাদের মাতৃভাষার প্রতি প্রাপ্য সম্মান এবং মনোযোগ দেই।
  • সহজ ভাষায় বলবো, ও ভাই! বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষাতেই জুড়াই মোর মনের সকল আশা।
  • রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান, তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
  • সংস্কৃতির পথের মানচিত্র হল ভাষা। এটি জানাবে এই ভাষার মানুষ কোথা থেকে এসেছে এবং তাঁরা কোথায় যাচ্ছে।
  • আমাদের মাতৃভাষা হ’ল যা আমাদের পরিচয় দেয় এবং আমাদের অবশ্যই সর্বদা এটির জন্য গর্বিত হওয়া উচিত।
  • সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
  • বুকের তাজা রক্ত দিয়ে ভাষা অর্জন করেছি আর ভাষা দিবসের শুভেচ্ছা জানাবো ইংরেজিতে? এ কেমন বাঙালি আমরা!
  • নিজের দেশ, জীবনযাপন ও প্রাথমিক ভাষাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এখান থেকেই সন্তুষ্টি লাভ সম্ভব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা রইল।
  • তোমাক নিজের মাতৃভাষায় উত্তর দিতে আমি বিন্দুমাত্র সন্ত্রস্ত নই। আমার মাতৃভূমি যে অন্যান্য সমস্ত কিছুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ, তা প্রদর্শন করার ক্ষমতা আমার রয়েছে এবং এতেই আমি খুশি।
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাকে আন্তরিক শুভেচ্ছা।
  • ভাষা আত্মার মধ্যে দিয়ে প্রবাহিত সেই রক্ত, যার মধ্যে চিন্তাভাবনাও প্রবাহমান ও সেখান থেকেই তাঁদের জন্ম।
  • কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়। প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
  • কখনও আপনার মাতৃভাষাকে মূল্য দেওয়া বন্ধ করবেন না কারণ এটি সর্বদা শ্রদ্ধা ও লালন করার মতো বিষয়।
  • ভাষা নিজেকে প্রকাশের উপায় হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং মাতৃভাষা এমন একটি ভাষা যা আমাদের অনন্য সংস্কৃতির সাথে আমাদের সংযুক্ত করে। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
  • নিজের বাড়ীতে লাগানো গাঁদা ফুল, জবা ফুল ও অন্যদের বাড়ী থেকে কিছু ফুল এনে শহীদ মিনার সাজিয়েও রাখতাম। তখনকার দিনে গ্রাম তো দূরে থাক, শহরেও ফুল কিনতে পাওয়া যেত না।
  • খুব অল্প বয়স থেকেই আমি ভাষার জাদুতে বিশ্বাস করি। কারণ কিছু শব্দ আমাকে সমস্যায় ফেলেছে, আবার কিছু শব্দ সেখান থেকে আমাকে বারও করেছে।
  • সকলকে শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে মাতৃভাষা সম্পর্কে এমন একটি বিশেষ কিছু রয়েছে যা এটিকে এত সুন্দর করে তুলেছে। এই দিনটিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা।
  • আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
  • একাধিক ভাষায় কথা বলার অর্থ একাধিক জীবনের অধিকারী হওয়া। আর শুধুমাত্র একটি ভাষা জানলে একবারই বেঁচে থাকার সুযোগ পাবে। কামনা করি, একটি জন্মে তুমি শতজীবনের অধিকারী হও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
  • সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা। বাংলা ভাষার গন্ডি ছড়িয়ে যাক সারা বিশ্বের সীমানায়।

উপসংহার

আশা করছি ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলে থাকা কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.