মোবাইল ফোনের জন্য সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ডয়েড। আর, আমাদের প্রায় সকলেরই একটা অ্যান্ডয়েড ফোন আছে। কিন্তু, এই অ্যান্ডয়েড সম্পর্কে কতটুকুই বা জানিম অ্যন্ডয়েড ফোনের জন্য এমন কিছু ট্রিক আছে যা জানলে বা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে।
তাই ভাবছি অ্যান্ডয়েড নিয়ে কিছু পোস্ট পাবলিশ করি। আপনারা কী বলেন? তো যাই হোক। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ডয়েড ফোনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড!! এই অ্যান্ডয়েড সিক্রেট কোডগুলো আপনাকে অ্যান্ডয়েড ফোন ব্যবহারের মজা বাড়িয়ে দিয়ে আপনাকে অ্যাডভান্স লেভেলের অ্যান্ডয়েড ইউজারে পরিণত করবে।
আরো পড়ুনঃ শাওমি রেডমি নোট ৯ রিভিউ একটি সাশ্রয়ী মূল্যের চ্যাম্পিয়ন স্মার্টফোন। না দেখলে মিস করবেন
প্রচুর পরিমাণ অ্যান্ডয়েড সিক্রেট কোড রয়েছে। আজকে আপাতত বেশী গুরুত্বপূর্ণ ও দরকারি কিছু কোড শেয়ার করি।
অ্যান্ডয়েড সিক্রেট কোড
কোড | কোডের কাজ |
*#06# | IMEI number |
*#0*# | Enter the service menu |
*#*#4636#*#* | Phone information, usage statistics and battery |
*#*#34971539#*#* | Detailed camera information |
*#*#273282* 255*663282*#*#* | Immediate backup of all media files |
*#*#197328640#*#* | Enable test mode for service |
*#*#232339#*#* | Wireless LAN tests |
*#*#0842#*#* | Backlight/vibration test |
*#*#2664#*#* | Test the touch screen |
*#*#1111#*#* | FTA software version (1234 in the same code will give PDA and Firmware version) |
*#12580*369# | Software and hardware info |
*#9090# | Diagnostic configuration |
*#872564# | USB logging control |
*#9900# | System dump mode |
*#301279# | HSDPA/HSUPA Control Menu |
*#7465625# | View phone lock status |
*#*#7780#*#* | Reset the/data partition to factory state |
*2767*3855# | Format device to factory state (will delete everything on the phone) |
##7764726 | Hidden service |
কিভাবে ব্যবহার করবে?
- প্রথমে ডায়াল প্যাডে যান
- সিক্রেট কোড টাইপ করুন
[box type=”info” align=”” class=”” width=””]সব কোড আপনার ফোনে কাজ নাও করতে পারেন। অ্যান্ডয়েড ভার্সনের এর উপর নির্ভর করবে কোন-কোন কোড আপনার ফোনে সাপোর্ট করবে আর, কোন-কোন কোড সাপোর্ট করবে না।[/box]
ডাউনলোড করুনঃ KineMaster Mod apk free Download v4.13.7.15948GP
এই ছিল আজকের টিউন। আশা করছি আপনার ভালো লেগেছে। অ্যান্ডয়েড নিয়ে আরো কিছু পোস্ট খুব শিঘ্রই সাইটে পাবলিশ করা হবে। সেই পোস্টগুলো মিস না করতে চাইলে এখনি রেজিস্টেশন করে টিউনবিএন পরিবারে যুক্ত হন এবং নিয়মিত সাইটে ভিজিট করুন। এতক্ষণ কস্ট করে সাথে থাকার জন্য ধন্যবাদ।