Education

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন | সকল ক্লাসের জন্য

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে আপনি আপনাদের সাথে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র শেয়ার করব। যা আপনি সকল ক্লাসের জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও নিজেরা যদি শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র খুঁজে থাকেন তাহলে আর্টিকেলে থাকা আবেদন পত্রটি ব্যবহার করতে পারবেন।

শিক্ষা সফরে যাওয়া নিয়ে আবেদন পত্রটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ৮ম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ সম্পর্কে আবেদন পত্র প্রায়ই আসে। বইয়ে যদি এই আবেদন পত্রটি না থাকে তাহলে অনেকেই ইন্টারনেটে খোঁজাখুঁজি করে তা বের করে খাতায় লিখে নিয়ে মুখস্ত করে। আবার অনেকেই আছেন যারা সংক্ষিপ্ত আকারে আবেদন পত্রটির খোঁজ করে থাকেন।

এসব ছাড়াও স্কুল, কলেজের শিক্ষার্থীরা প্রতি বছর শিক্ষা সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে থাকে। শিক্ষা সফরে যাওয়ার জন্য স্কুল, কলেজ কতৃপক্ষের নিকট ইচ্ছা প্রকাশ করে আবেদন পত্র জমা দিতে হয়। এ কাজটি শিক্ষার্থীদেরই করতে হয়। আবেদন পত্র মঞ্জুর করা হলে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়া অনুমতি পায়। এই উদ্দেশ্য যদি আপনারা আবেদন পত্র খুঁজে থাকে তাহলেও আর্টিকেলে থাকা আবেদন পত্র কাজে লাগাতে পারেন। তবে এজন্য শুধুমাত্র আপনাকে আবেদন পত্রটির তথ্যগুলো পরিবর্তন করে নিতে হবে।

তাহলে চলুন আর দেরী না করে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন দেখে নেওয়া যাক।

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনের নমুনা

আবেদন পত্র দেখার আগে চলুন প্রথমে একটি নমুনা দেখে নেওয়া যায়। নমুনাটি দেখে আপনি একটি ধারণা পাবেন এবং এর সাথে নিজের মতোন করে লেখার একটি সক্ষমতা চলে আসবে।

তারিখঃ ১৩ই আগষ্ট ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

বিষয়ঃ শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেনির ক শাখার শিক্ষার্থী। প্রতিবছর আমাদের শ্রেণি থাকে শিক্ষা সফরে যাওয়া উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু, এই বছর শিক্ষা সফর নিয়ে এখন পর্যন্ত কোন প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়নি। শিক্ষা সফর প্রতিটি ছাত্রের ছাত্র জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, জানা যায়। এর ফলে জ্ঞান অর্জন করা সম্ভব।

[কোথায় শিক্ষা সফর করতে চান এই বিষয়ে এখানে লিখবেন। পাশপাশি ঐ স্থানে কি কি রয়েছে এবং কেন অন্য সকল শিক্ষার্থীরা ঐ স্থানে যেতে চায় তার গুরত্ব দরখাস্তে ফুটিয়ে তুলতে হবে]

অতব, বিনীত প্রার্থনা এই যে আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিয়ে বাধিত করবেন।

দশম শ্রেণির পক্ষ থেকে,
মোঃ ইমরান হোসেন
রোলঃ ৩৩, শাখাঃ ক

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র

এবার চলুন একটি পূর্ণাঙ্গ একটি আবেদন পত্র দেখে নেওয়া যাক। আবেদন পত্রটি তথ্য পরিবর্তন করে আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

তারিখঃ ১৩ই আগষ্ট ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
রংপুর জিলা স্কুল, রংপুর।

বিষয়ঃ শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন

জনাব,
বিনীত প্রার্থনা এই যে, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রবৃন্দ। এই মাসের শেষ সপ্তাহে শীতকাল আসন্ন উপলক্ষে আমরা শিক্ষা সফরে যেতে আগ্রহী। শিক্ষা সফর সকল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তকে অন্তভুক্ত জ্ঞান ছাড়াও পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞানও প্রয়োজন। শিক্ষা সফর এ জ্ঞান বৃদ্ধি করতে আমাদের অনেখানি সহায়ক করবে বলে আমাদের বিশ্বাস।

এই শিক্ষা সফরে আমরা মহাস্থানগড় যেতে চাই। পাঠ্যবইয়ে ও বিভিন্ন ম্যাগাজিনে স্থানটির সম্পর্কে অনেক জেনেছি আমরা। ফলে স্থানটি সম্পর্কে আমাদের অনেক কৌতুহল জেগেছে। স্থানটি আমাদের কারো একবারো দেখা হয়নি। তাই আমরা সবাই মিলে মহাস্থানগড়ে শিক্ষাসফরে যাওয়ার পরিকল্পনা নিয়েছি।

অতএব মহাত্মনের নিকট আমাদের বিনীত নিবেদন, আমাদের শিক্ষাসফরে যাওয়া অনুমতি ও প্রয়োজনীয় অর্থ বিদ্যালয়ের তহবিল থেকে বরাদ্দ করলে বিশেষভাবে বাধিত হব।

অষ্টম শ্রেণির ছাত্রদের পক্ষ থেকে,
মোঃ রফিকুল ইসলাম
রোলঃ ১, শাখাঃ ক

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র ছবি

শিক্ষা সফর নিয়ে কিছু আবেদন পত্রে ছবি নিম্নে দিয়ে দিলাম। ছবিগুলোতে থাকা আবেদনটি পড়ে এই সম্পর্কে জ্ঞান নিতে পারেন।

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র ছবি ১

শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন পত্র ছবি ২

পরামর্শ

পরীক্ষার খাতায় আবেদন পত্রটি লিখতে চাইলে অবশ্যই একটি পৃষ্টায় লিখবেন। আবেদন একটি পৃষ্টায় লেখা ভালো। যদি প্রধান শিক্ষকের নিকট জমা দেওয়া উদ্দেশ্যে আবেদন পত্র লিখতে চান তাহলে সম্পূর্ণ সাদা পৃষ্টায় মার্জিন টেনে সুন্দর করে লিখে জমা দিবেন। হাতের লেখা ভালো ও স্পষ্ট করার চেস্টা করবেন। আর অবশ্যই এক পৃষ্টায় লেখার চেস্টা করবেন।

শেষ কথা

এই ছিল শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেয়েছে। আর্টিকেলটি আপনার কেমন লেগছে তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.