
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র খুঁজছেন? তবে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পেয়ে যাবেন। যা আপনি স্কুল/ কলেজে আবেদন করার ক্ষেত্রে কিংবা বাংলা প্রশ্নের আবেদনের উত্তর লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
আর্টিকেলে যে সকল বিনা বেতনে অধ্য্যনের আবেদন পত্র রয়েছে সেই সকল আবেদন পত্র পঞ্চম, ষষ্ট, সপ্তম, অষ্টম, নবম, দশম ইত্যাদি সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। তাহলে চলুন আর দেরী না করে আবেদন পত্রগুলো দেখে নেওয়া যাক এবং সাথে নিয়ম ও নমুনা কপি।
- বেতন মওকুফের জন্য আবেদন
- উপবৃত্তির জন্য আবেদন
- শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন
- দরখাস্তঃ স্কুল/ কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র
- আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র
Table of Contents
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন
স্কুল বা কলেজে বিনা বেতনে অধ্যয়ন করার জন্য যথাযত কতৃপক্ষ যেমনঃ প্রধান শিক্ষক, প্রিন্সিপালের নিকট আবেদন করতে হয়। আবেদন করার পর যদি আবেদন মঞ্জুর করা হয় তবে আবেদনকারী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে।
আমাদের আশেপাশে মেধাবী শিক্ষার্থী আছে যারা দরিদ্র তারাই সাধারণত এই সুযোগটি পেয়ে থাকে। আবার কোন শিক্ষার্থীর আর্থিক সমস্যা থাকলে তারাও এই সুবিধা পেতে পারে। তবে এর জন্য অবশ্যই সঠিক নিয়মে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। তবে আমরা অনেকেই আছি যারা বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম সম্পর্কে আবগত নই।
এটি অনেক সহজ একটি কাজ। সাধারণ সকল আবেদন পত্রের মতোন এই আবেদন পত্রটি লিখতে হয়। আবেদন পত্রটি কেমন হবে তার একটি নমুনা নিম্নে তুলে ধরা হলে। এটি দেখুন আশা করছি এ বিষয়ে আরো ভালোভাবে বুঝতে পারবেন।
১৩ি আগষ্ট, ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়, বরিশাল।
বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের সুযোগদান প্রসঙ্গে
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আমার বাবা একটি বেসরকারি অফিসের স্বল্প বেতনের কর্মচারী। আমরা চার ভাইবোন। আমার বড় দুই ভাই কলেজে ও ছোট বোন স্কুলে লেখাপড়া করে। পরিবারের ভরণপোষণের পর আমাদের লেখাপাড়ার খরচ চালানো আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। উল্লেখ্য যে, আমি কৃতিত্বের সঙ্গে ষষ্ট শ্রেণি থেকে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমি নিয়মিত ক্লাস করি।
অতএব, আমাদের আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ দিলে আমার পড়াশোনা নির্বিঘ্ন হবে এবং তাতে আমার পরিবারও বিশেষভাবে উপকৃত হবে।
বিনীত,
মোঃ আরিফুল আহমেদ
শ্রেণিঃ সপ্তম, শাখাঃ খ, রোলঃ ০৬
উপরোক্ত বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্রের মতোন করে আপনি একটি আবেদন লিখতে পারেন। শুধুমাত্র আবেদন পত্রের প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে নিবেন এবং কেন আপনার বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রয়োজন সেটিও আপনি আপনার নিজের মতো করে লিখে দিবেন।
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন কলেজ
কলেজ বা বিদ্যালয় উভয় ক্ষেত্রে বিনা বেতনে অধ্যয়নের আবেদন পত্র একই রকম হবে তেমন কোন পরিবর্তন নেই। তবে কলেজে আবেদন পত্রের ক্ষেত্রে প্রধান শিক্ষকের পরিবর্তে অধ্যক্ষ হবে। পাশাপাশি আপনি কোন বিভাগের ছাত্রে সেটিও উল্লেখ করলে আরো ভালো হয়। তো চলুন দরখাস্তটি দেখে নেওয়া যাক এবার।
১৩ই আগষ্ট, ২০২৪
বরাবর
অধ্যক্ষ
দিনাজপুর সরকারি মহাবিদ্যালয়,
দিনাজপুর।
বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার মহাবিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আমার শ্রেণি ক্রমিক নম্বর ৩। আমার বাবা একটি স্কুলের পিয়ন। আমাদের পরিবারের পাঁচজন সদস্যের মধ্যে তিন ভাইবোনই পড়াশোনা করছি। আমার বাবার বেতন খুবই কম। এই সীমিত আয়ে পরিবারের সবার মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে। এদিকে আবার আমাদের পাঁচ ভাইবোনের পড়ালেখার খরচ চালাতে হয়। দিনে দিনে পরিবারের আনুষঙ্গিক খরচগুলো বেড়ে যাওয়ার ফলে এখন আমাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া বাবার পক্ষে অসম্ভব। এ অবস্থায় আর্থিক সংকটের কারণে আমার লেখাপড়া স্বাভাবিকভাবে চালানো সম্ভব নয়।
অতএব, বিনীত নিবেদন, আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়ে আমার ভবিষ্যৎকে সুন্দর ও সফল করতে জনাবের মর্জি হয়।
নিবেদক
আপনার একান্ত অনুগত
নওরিন আহমেদ অধরা
একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ
ক্রমিক নম্বরঃ ৩
কিছু কথা
দরখাস্ত বা আবেদন দুটিই একই বিষয়। আওনি যদি দরখাস্ত বা আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জেনে না থাকেন তবে এই আর্টিকেলটি থেকে নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে নিন – দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম। স্কুল কলেজে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্রটি লেখার পর অবশ্যই দরখাস্তের নিচে অভিভাবকের সাক্ষর নিবেন। কেননা এ ধরনের আবেদন পত্র অভিভাবকের সাক্ষর ছাড়া মঞ্জুর হয় না। যথাযথ কারণ আবেদন পত্রে উল্লেখ করবে যে কেন বিনা বেতনে আপনি অধ্যয়ন করতে চান। এছাড়া আর্টিকেলে থাকা দরখাস্ত পরীক্ষার খাতায়ও তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।
উপসংহার
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।