প্রশংসা পত্রের জন্য আবেদন | কলেজ, অনার্স, স্কুল
প্রশংসা পত্রের জন্য আবেদন কিভাবে লিখতে হয় এবং প্রশংসা পত্রের জন্য আবেদন পত্রের কিছু নমুনা নিয়ে আর্টিকেলটি সাজানো হয়েছে। যদি প্রশংসা পত্রের জন্য আবেদন খুঁজে থাকেন তবে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে।
প্রশংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। স্কুল/ কলেজ বদলির ক্ষেত্রে, মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজে ভর্তির ক্ষেত্রে, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে বা অনার্সে ভর্তির ক্ষেত্রে প্রশংসাপত্রের প্রয়োজন হয়। আবেদন/ দরখাস্ত না করলে এবং যথাযথ কোন কারণ না থাকলে বিদ্যালয়/ কলেজ/ বিশ্ববিদ্যালয় থেকে প্রশংসাপত্র দেওয়া হয় না।
আপনি যদি স্কুল পরিবর্তন করতে চান তাহলে স্কুল পরিবর্তনের কারণ দেখিয়ে প্রশংসা পত্র নিতে পারেন। আবার, বিদ্যালয় থেকে দশম শ্রেণি বা মাধ্যমিকে উর্ত্তীন হওয়ার পর নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য প্রশংসাপত্রের প্রয়োজন হয়। ঠিক তেমনি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় বা অনার্স কলেজে ভর্তির ক্ষেত্রেও প্রশংসা পত্রের প্রয়োজন। সেক্ষেত্রে এই কারণ দেখিয়ে আবেদন করলে সহজে প্রশংসাপত্র পেয়ে যাবেন।
সাধারণ আবেদন বা দরখাস্ত লেখার মতোন করে প্রশংসা পত্রে আবেদন লিখতে হয়। কিভাবে দরখাস্ত/ আবেদন পত্র লিখতে হয় তা জানার জন্য এই আর্টিকেলটি পড়তে পারেন – দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম ছবি ও ভিডিও সহ। তো এখন চলুন প্রশংসা পত্রের আবেদন কিভাবে লিখবেন ও এর কিছু নমুনা আবেদন পত্র দেখে নেই।
Table of Contents
প্রশংসা পত্রের জন্য আবেদন লেখার নিয়ম
প্রশংসা পত্রের জন্য আবেদন দেখা সাধারণ সকল দরখাস্তের মতোনই। শুধু দরখাস্তে আপনাকে কিছু তথ্য যুক্ত করতে হবে। যেগুলো হলো, আপনার নাম, ক্লাস রোল, এস.এস.সি/ এইচ.এচ.সি বোর্ড পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নাম্বার, কোন বিভাগ থেকে অধ্যায়ন করেছে সেটি ইত্যাদি।
এসকল তথ্য দিয়ে বিদ্যালয়/ কলেজ/ অফিসে আবেদন করলে আপনার আবেদন যদি মঞ্জুর করা হয় তবে প্রশংসা পত্র পেয়ে যাবে। কোন কোন বিদ্যালয়/ কলেজে প্রশংসা পত্রের জন্য নির্দিষ্ট ফি নিয়ে থাকে। এই ফি স্কুল/ কলেজ ভেদে আলাদা হয়ে থাকে। কিছু নমুনা আবেদন পত্র দেখে এ ধরনের আবেদন পত্র কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন।
প্রশংসা পত্রের জন্য আবেদন
নিম্নে একটি প্রশংসাপত্রের জন্য আবেদন দিয়ে দিলাম। আপনি এই আবেদন পত্রের তথ্যগুলো পরিবর্তন করে দিয়ে ব্যবহার করতে পারেন।
৬ জানুয়ারী ২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
রংপুর জিলা স্কুল, রংপুর।
বিষয়ঃ প্রশংসা পত্রের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে ৮ বছর অধ্যায়ন করেছি। আমি এই প্রতিষ্ঠানটি থেকে ২০২২ সালে বিজ্ঞান বিভাগ থেকে এস.এস.সি পরীক্ষা দিয়ে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছি। এস.এস.সি বোর্ড পরীক্ষায় আমার রোল ছিল – ১২৩৪৫৬৭ এবং রেজিস্ট্রেশন নাম্বার ছিল – ০৯৮৭৬৫৪১। দশম শ্রেণিতে অধ্যায়নরত থাকাকালিন আমার রোল ছিল ২৩। বিদ্যালয়ে অধ্যয়নরত থাকাকালীন আমি বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়গুলোর সঙ্গে জড়িত ছিলাম। বর্তমানে উচ্চতর শিক্ষা জন্য আমি রংপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছি।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, উক্ত বিষয়টি বিবেচনা করে পূর্বক আমাকে প্রশংসা পত্র দানে বাধিত করবেন।
বিনীত নিবেদক
মোঃ রফিকুল ইসলাম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ ১২৩৪৫৬৭, রেজি নাম্বারঃ ১২৩৪৫৬৭
শিক্ষাবর্ষঃ ২০১৮-২০১৯
সংযুক্তিঃ পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।
উপরোক্ত আবেদনটি আপনি বিদ্যালয় থেকে কলেজে ভর্তির জন্য ব্যবহার করতে পারে। আর যদি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন খুঁজে তাহলে নিম্নের আবেদন পত্রটি ব্যবহার করতে পারবেন।
কলেজের প্রশংসা পত্রের জন্য আবেদন
৬ জানুয়ারী ২০২৫
বরাবর
প্রিন্সিপাল
কারমাইকেল কলেজ, রংপুর।
বিষয়ঃ প্রশংসাপত্রের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজে দীর্ঘ দুই বছর কৃতিত্বের সাথে অধ্যয়ন করেছি। আপনার কলেজ থেকে ২০২২ সালে দিনাজপুর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছি। কলেজে অধ্যরত থাকাকালীন আমি বিভিন্ন শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলাম। বর্তমানে উচ্চ শিক্ষার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির হওয়ার যোগ্যতা লাভ করেছি।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, উক্ত বিষয় বিবেচনা করে আমাকে প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
মোঃ ইমরান হোসেন
বিভাগঃ বিজ্ঞান
শ্রেণি রোলঃ ২১
রেজি রোলঃ ১২৩৪৫৬৭
রেজি নাম্বারঃ ৫৬৭৮৯০১
সংযুক্তিঃ পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।
উপরোক্ত প্রশংসা পত্রটি আপনি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় বা অনার্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে শুধু তথ্যগুলো পরিবর্তন করে নিবেন।
প্রশংসা পত্রের জন্য আবেদন Class 6, 7, 8, 9, 10
বিদ্যালয়ে অধ্যারত থাকাকালীন সাধারণত বিদ্যালয় পরিবর্তনের ক্ষেত্রে প্রশংসাপত্রের প্রয়োজন হয়। বিদ্যালয় পরিবর্তনের জন্য যদি প্রশংসা পত্র খুঁজে থাকেন তবে নিম্নের প্রশংসা পত্রটি ব্যবহার করতে পারেন।
৭ জানুয়ারী ২০২৫
বরাবর
প্রধান শিক্ষক
পুলিশ লাইন্স স্কুল এবং কলেজ, রংপুর।
বিষয়ঃ ছাড়পত্র ও প্রশংসা পত্রের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে দীর্ঘ তিন বছর কৃতিত্বের অধ্যায়ন করেছি। আমি ক্যাডেট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং রংপুর ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছি। রংপুর ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রশংসাপত্রের প্রয়োজন।
অতএব, মাহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, আমাকে ছাড়পত্র ও প্রশংসাপত্র প্রদান করে বিশেষভাবে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
শ্রেণিঃ সপ্তম
রোলঃ ১২
শাখাঃ ক
উপসংহার
প্রশংসা পত্রের জন্য আবেদন নিয়ে এই ছিল আমাদের আর্টিকেল। আশা করছি আপনার ভালো লেগেছে এবং উপকারে আসবে। আর্টিকেলটি নিয়ে আপনার যেকোন মতামত জানাতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য। সম্ভব হলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।