জরিমানা মওকুফের জন্য আবেদন
আপনি কি জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটিতে জরিমানা মওকুফের জন্য আবেদন পেয়ে যাবেন যা আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
বিভিন্ন প্রয়োজনে আমাদের এই ধরনের আবেদন লেখার প্রয়োজন হতে পারে। বিশেষ করে পড়াশুনার ক্ষেত্রে অথবা বিদ্যালয়ে অধিক পরিমাণ জরিমানার টাকা জমে গেলে তা মওকুফ করার ক্ষেত্রে। এছাড়াও স্কুল/ কলেজে ভিন্ন ভিন্ন কারণে জরিমানা হতে পারে। বিদ্যালয়/ কলেজে অনুপস্থিত থাকার কারণে, দেরী করে বেতন দেওয়ার কারণে ইত্যাদি। সকল শ্রেণির শিক্ষার্থীরা আর্টিকেলে থাকা আবেদন পত্র ব্যবহার করতে পারবে। তাহলে চলুন আর দেরী না করে আবেদনগুলো দেখে নেওয়া যাক।
- বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন
- বেতন মওকুফের জন্য আবেদন [ছবি সহ]
- শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন | সকল ক্লাসের জন্য
Table of Contents
জরিমানা মওকুফের জন্য আবেদন
বিভিন্ন কারণে স্কুল/ কলেজ শিক্ষার্থীদের জরিমানা করতে পারে। বিশেষ করে বেসরকারী স্কুল/ কলেজ গুলো। তারা সরকারী স্কুল/ কলেজের চেয়ে বেশী পরিমাণ টাকা জরিমানা করে থাকে। যার অনেক সময় শিক্ষার্থীদের দেওয়াই মুশকিল হয়ে যায়।
জরিমানার পরিমাণ স্কুল/ কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে। যথাযথ কতৃপক্ষের নিকট আবেদন করার মাধ্যমে জরিমানার থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তবে এজন্য অবশ্যই আবেদন লিখতে হবে। আর এই আবেদনটি কেমন হবে তার একটি নমুনা নিম্নে দিয়ে দেওয়া হলো। এই নমুনাটি অনুসরণ করে আপনি জরিমানা মওকুফের আবেদন লিখতে পারেন।
৭ আগষ্ট, ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, রংপুর।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত সময়ে বিদ্যালয়ের বেতন পরিশোধ করে দিন। কিন্তু, পারিবারিক সমস্যার কারণে বিগত ৫ মাসের বেতন যথাযথ সময়ে পরিশোধ করতে পারি নি।
অতএব, মহোদয়ের কাছে আমার আকুল আবেদন এই যে, আমার পারিবারিক সমস্যার কথা বিবেচনা করে বিগত ৫ মাসের যে জরিমানা রয়েছে তা মওকুফ করার আকুল আবেদন জানাচ্ছি।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ আরিফুল ইসলাম সৌকত
শ্রেণিঃ সপ্তম, শাখাঃ ক, রোলঃ ১৪
উপরোক্ত জরিমানা মওকুফের জন্য আবেদন পত্রটির তথ্য পরিবর্তন করে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই আবেদন পত্রটি থেকে ধারণাও নিতে পারবেন কিভাবে জরিমানা মওকুফের আবেদন লিখতে হয়।
অসুস্থতার জন্য জরিমানা মওকুফের জন্য আবেদন
কিছু কিছু বিদ্যালয়/ কলেজ আছে যারা বিদ্যালয়ে উপস্থিত না থাকলে জরিমানা নিয়ে থাকে। বেসরকারী স্কুল/ কলেজেরা সাধারণত এই রকম করে থাকে। তবে যদি কোন শিক্ষার্থী অসুস্থ থাকে এবং বিদ্যালয়ে উপস্থিত হতে না পারে তাহলে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করার মাধ্যমে জরিমানা মওকুফ করে নিতে পারে। এক্ষেত্রে আবেদনটি যেমন হবে তা নিম্নে দেওয়া হলো।
৭ আগষ্ট,২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
ক্যান্ট পাবলিক স্কুল এবং কলেজ, রংপুর।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। বিগত ৭ দিন থেকে আমি অসুস্থ। এমন্তা অবস্থায় আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারি নি। বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে এই সাত দিনের জন্য আমাকে জরিমানা প্রদান করতে হবে।
অতএব, মহোদয়ের নিকট আকুল নিবেদন এই যে, উক্ত ৭ দিনের জরিমানা মওকুফে আমাকে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ জাকির হোসেন
শ্রেণিঃ নবম, শাখাঃ ক, রোলঃ ২৩
এই আবেদনটি যদি আপনি বিদ্যালয়ের/ কলেজ কর্তৃপক্ষের নিকট পেশ করেন তাহলে অবশ্যই আবেদন পত্রের নিচে অভিভাবকের সাক্ষর নিতে হবে অন্যথায় আবেদন মঞ্জুর নাও হতে পারে।
অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন
কোন কারণে কলেজ বা বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষের নিকট আবেদন করে অনুপস্থিতির জরিমানা মওকুফ করা যায়। এই ধরনের একটি আবেদন পত্রের নমুনা নিম্নে দিয়ে দিলাম।
৭ আগষ্ট, ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
কালেক্টর স্কুল এবং কলেজ, ঢাকা।
বিষয়ঃ অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বোনের বিয়ে উপলক্ষে আমি বিগত ৪ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারি নি। এতে করে এই অনুপস্থিতির জরিমানা আমাকে প্রদান করতে হবে।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, উক্ত পরিস্থিতি বিবেচনা করে উক্ত ৪ দিনের জরিমানা মওকুফ করে আমাকে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ ইমরান হোসেন
শ্রেণিঃ দশম, শাখাঃ ক, রোলঃ ৬
জরিমানা মওকুফের জন্য আবেদন ছবি
উপসংহার
বিদ্যালয়, কলেজে বিভিন্ন কারণে জরিমানা যুক্ত হয়। জরিমানা বেশী হলে তা পরিশোধ করা অনেকের জন্য অনেক কষ্ট সাধ্য হয়। আর্টিকেলটিতে জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র নিয়ে বিস্তারিত সকল তথ্য রয়েছে। আশা করছি আর্টিকেলটি থেকে আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছেন। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।
নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে নতুন সকল আর্টিকেল পাওয়ার জন্য। সম্ভব হলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official যাতে নতুন আর্টিকেলের আপডেট আপনার নিকট সহজে পৌছে যায়।
Vai Apnr Fb Id Ta Den!
Check my contact details below in the Author Box.
Apni Khub Valo Leken
আপনি শুনে অবাক হতে পারেন যে আমি আপনার এই ওয়েবসাইটে বাটন ফোন দিয়ে আর্টিকেলগুলা পড়ছি
ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।