Education

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র

আস-সালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আপনি কি আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলটি থেকে আপনি আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র ও বিভিন্ন আবেদন নমুনা পত্র পেয়ে যাবেন। যা দেখে আপনি সহজেই নিজে থেকে নিজের মতোন করে আর্থিক অনুদানের আবেদন পত্র লিখতে পারবেন।

অর্থিক অনুদান নেওয়ার জন্য সাধারণত আর্থিক অনুদানের আবেদন পত্র লিখতে হয়। বাংলাদেশ সরকার, বিভিন্ন ব্যাংক, এনজিও আর্থিক অনুদান দিয়ে থাকে। নিজেদের সমস্যার কথা আবেদন পত্র সঠিকভাবে লিখে আবেদন করলে আর্থিক অনুদান পাওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে।

শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও অন্যান্য সকল পেশার মানুষ আর্থিক অনুদান পেয়ে থাকে। তবে শিক্ষার্থীরা বেশী আর্থিক অনুদান পায়। বিভিন্ন আর্থিক অনুদান ছাড়াও শিক্ষার্থীদের উপবৃর্ত্তী পাওয়ারও সুবিধা রয়েছে। তো যাই হোক চলুন কিছু আবেদনপত্র ও তা লেখার নিয়ম দেখে নেওয়া যাক।

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

সাধারণ আবেদন পত্র যেভাবে লিখতে হয় অর্থিক অনুদানের আবেদন পত্র ঠিক সেই ভাবে লিখতে হবে। কিভাবে একটি দরখাস্ত বা আবেদন পত্র লিখবেন তা জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন – দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম ছবি ও ভিডিও সহ

আর্থিক আবেদন আপনি কম্পিউটারে টাইপ করে লিখতে পারেন বা হাতে লিখতে পারেন। হাতে লিখলে লেখা যেন সুন্দর হয় সেইদিকে খেয়াল রাখবেন। কার কাছে আর্থিক আবেদন পত্রটি যাবে বরাবর হিসাবে সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন। অসুস্থতার জন্য আর্থিক আবেদন পত্র হলে অবশ্যই মেডিকেল স্লিপের ফটোকপি যুক্ত করবেন।

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র

কোন প্রতিষ্ঠানে কেউ অসুস্থ থাকলে তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। চিকিৎসার টাকার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক আবেদনের জন্য নিম্নলিখিত আবেদন পত্রটি ব্যবহার করা যেতে পারে। তবে তথ্যগুলো পরিবর্তন করে নিতে হবে।

তারিখঃ ২৮ সেপ্টেম্বর ২০২২

বিষয়ঃ আর্থিক সাহায্যের জন্য আবেদন

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, রংপুর সদরে কর্মরত জনাব মোঃ নাজমুল হুদা, নৈশ প্রহরী/গার্ড কয়েক মাস যাবত ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে । তার টিউমার অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন। একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর পক্ষে বিপুল পরিমাণ অর্থের জোগান দেওয়া সম্ভব নয়।

এমতাবস্থায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারের নিকট আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা (সাহায্য পাঠানোর বিভিন্ন ঠিকানা যেমনঃ ব্যাংক নাম্বার, বিকাশ নাম্বার, নগদ নাম্বার এখানে উল্লেখ করবেন) – বিকাশ একাউন্ট নম্বর – (এখানে বিকাশ নাম্বার দিবেন)। মানবিক কারণে তার আর্থিক সাহায্য প্রদানের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, সাহায্য পাঠানোর পর উক্ত নম্বরে ফোন অথবা এসএমএস এর মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

এখানে সাক্ষর হবে।

শিক্ষার্থীদের আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র

আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি আপনার স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে চান তাহলে নিম্ন লিখত আবেদন পত্রটি ব্যবহার করতে পারেন। অবশ্যই আবেদন পত্রের তথ্য পরিবর্তন করে নিবেন।

তারিখঃ ২৮ সেপ্টেম্বর ২০২২

বরাবর,
প্রধান শিক্ষক
রংপুর জিলা স্কুল, রংপুর।

বিষয়ঃ আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র

জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির ক শাখার বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন দিনমজুর। বিগত ৫ মাস ধরে তিনি অসুস্থ। তার অসুস্থতার ফলে আমাদের পরিবার চালানো অনেক কঠিন হয়ে গেছে। আমি বিদ্যালয়ের বেতন ৪ মাস ধরে পরিশোধ করতে পারি নি। পড়ালেখার বিভিন্ন সামগ্রী কলম, বই, খাতাও কিনতে পারছি না অর্থিক সমস্যার জন্য।

বিনীত প্রার্থনা এই যে আমাকে গত ৪ মাস বকেয়া বেতন মওকুফ ও আমাকে কিছু আর্থিক ভাবে সহায়তা করলে আমি অনেক উপকৃত হব।

আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ রুহুল আমিন
শ্রেণিঃ দশম, রোলঃ ০৭
শাখাঃ ক, বিভাগঃ বিজ্ঞান

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র ছবি

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র ছবি

উপসংহার

আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র নিয়ে এই ছিল আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি থেকে আপনি আর্থিক অনুদান আবেদন সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছেন। আর্টিকেলটি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। সম্ভব হলে আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবদের সাথে যাতে করে তারাও এই সম্পর্কে জানতে পারে এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজে /TuneBN.Official কে যাতে করে সকল নতুন আর্টিকেলের আপডেট সহজেই পেয়ে যান।

পরিশেষে ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

2 Comments

  1. আমি আর্থিক অনুদানের জন্য বিনত আবেদন করছি, আমি খুব গরিব, পরিবারের ছেলে, আমার রাকিব, আমি একটা চাকরি করতাম, কোন একটা সমস্যায় চাকরিটা চলে গেছে, সামনে একটা ঈদ, এই মুহূর্তে আমি কোথাও চাকরি পাইতেছি না। আমাকে বিশ হাজার টাকা দেওয়া জন্য বিনত আবেদন করছি। নগদ 01990984***।

  2. আমি বর্তমানে বেকার আছি আমিও আর্থিক সমস্যায় আছি কোন সুহৃদয়বান কোন ব্যক্তি আমাকে আর্থিক ভাবে সাহায্যে করলে খুব উপকৃত হবো। অনেক আশা নিয়ে আপনাদের কাছে আবেদন করছি। বিকাশ > ০১৭৫৭৩০৫***

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.