
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলটি থেকে আমরা এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল সম্পর্কে জানব। অনেক সুন্দর একটি কৌশল আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। যা আপনাকে এশিয়া মহাদেশের দেশগুলোর নাম সহজেই মনে করতে সহায়তা করবে।
এই পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে। এই সাতটি মহাদেশগুলো হচ্ছে – এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এন্টারিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া। এই সাতটি মহাদেশগুলোর মধ্যে এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ। এশিয়া মহাদেশের আয়তন প্রায় ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন এশিয়া মহাদেশ কত বড়।
- পর্যায় সারণি মনে রাখার কৌশল | ১০ মিনিটেই শিখে ফেলো পর্যায় সারণি
- চিঠির খাম লেখার নিয়ম সম্পর্কে জেনে নিন [ইংরেজি ও বাংলায়]
- চিঠি লেখার নিয়ম ছবি সহ
- বাংলা দরখাস্ত লেখার নিয়ম
- দরখাস্তঃ স্কুল/ কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র
আপনাকে অবাক করার জন্য আরো একটি তথ্য দেই! এশিয়া মহাদেশ পৃথিবীর স্থল ভাগের প্রায় এক তৃতীয়াংশ। অনুমান করতে পারছেনে এটি কত বড়? আর এই বিশাল এশিয়া মহাদেশ মোট ৫১ টি দেশ নিয়ে গঠিত। এই ৫১ দেশের মধ্যে ৩ টি দেশ হংকং, ম্যাকাও ও তাইওয়ান চীনের অধীনে। এই তিনটি দেশ জাতি সংঘের অনুমতি পায়নি। তাই এক দিক দিয়ে আমরা বলতে পারি এশিয়া মহাদেশের ৪৮ টি দেশ রয়েছে। এই তিনিটি দেশ সহ এশিয়া মহাদেশের ৫১ টি দেশের নাম সহজে মুখস্ত রাখাও একটু কঠিন ব্যাপার। কিন্তু আমরা যদি কৌশল অবলম্বন করে তাহলে আরো অনেক সহজেই ৫১ টি মহাদেশের নাম মনে রাখতে পারব।
Table of Contents
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল জানার আগে চলুন দেশগুলোর নাম একবার দেখে নেই। তাহলে কৌশলটির মাধ্যমে সকল দেশের নাম মনে রাখতে আপনার সুবিধা হবে। এশিয়া মহাদেশের ৫১ টি (হংকং, ম্যাকাও ও তাইওয়ান সহ) দেশের নাম নিম্নে তাদের রাজধানী সহকারে তুলে ধরা হলো।
এশিয়ার মহাদেশের দেশগুলোর নাম ও তাদের রাজধানী
দেশ | রাজধানী |
---|---|
আফগানিস্তান | কাবুল |
আর্মেনিয়া | ইয়েরেভান |
আজারবাইজান | বাকু |
বাহরাইন | মানামা |
বাংলাদেশ | ঢাকা |
ভুটান | থিম্পু |
ব্রুনাই | বান্দর সেরি বেগাওয়ান |
কম্বোডিয়া | নম পেন |
চীন (গণপ্রজাতন্ত্রী চীন) | বেইজিং |
পূর্ব তিমুর | দিলি |
জর্জিয়া | ত্বিলিসি |
হংকং | সিটি অব ভিক্টোরিয়া |
ভারত | নয়াদিল্লি |
ইন্দোনেশিয়া | জাকার্তা |
ইরান | তেহরান |
ইরাক | বাগদাদ |
ইসরায়েল | জেরুজালেম |
জাপান | টোকিও |
জর্ডান | আম্মান |
কাজাখস্তান | নূর-সুলতান |
কুয়েত | কুয়েত সিটি |
কিরগিজস্তান | বিশকেক |
লাওস | ভিয়েনতিয়েন |
লেবানন | বৈরুত |
ম্যাকাও | ম্যাকাও |
মালয়েশিয়া | কুয়ালালামপুর |
মালদ্বীপ | মালে |
মঙ্গোলিয়া | উলানবাটোর |
মিয়ানমার | নেপিডো |
নেপাল | কাঠমান্ডু |
উত্তর কোরিয়া | পিয়ংইয়ং |
ওমান | মাস্কাট |
পাকিস্তান | ইসলামাবাদ |
ফিলিস্তিন | রামাল্লাহ |
কাতার | দোহা |
রাশিয়া | মস্কো |
সৌদি আরব | রিয়াদ |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর |
দক্ষিণ কোরিয়া | সিওল |
শ্রীলঙ্কা | শ্রী জয়বর্ধনপুর কোট্টে |
সিরিয়া | দামেস্ক |
তাইওয়ান | তাইপেই |
তাজিকিস্তান | দুশানবে |
থাইল্যান্ড | ব্যাংকক |
ফিলিপাইন | ম্যানিলা |
তুরস্ক | আঙ্কারা |
তুর্কমেনিস্তান | আশগাবাত |
সংযুক্ত আরব আমিরাত | আবু ধাবি |
উজবেকিস্তান | তাসখন্দ |
ভিয়েতনাম | হ্যানয় |
ইয়েমেন | সানা’আ |
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল

সর্বমোট ৫০ টি দেশের নাম মনে রাখার একটু কঠিন বিষয় বটে। তবে যদি আমরা মনে রাখার জন্য কৌশল অবলম্বন করি তাহলে সহজেই ৫০ টি দেশের নাম মনে রাখতে পারব। আর আমরা যে কৌশলে এশিয়ার দেশগুলোর নাম মনে রাখব তা হলে ছন্দ হিসাবে। কেননা ছন্দ করে পড়লে সহজেই যেকোন কিছু মনে রাখা যায়। তেমনি এশিয়া মহাদেশের সকল দেশের নাম মনে রাখার জন্য ছন্দ রয়েছে। এই ছন্দ যদি আমরা মুখস্ত করে রাখি তাহলে এশিয়া দেশগুলোর নাম মনে করতে পারব।
পূর্ব এশিয়ার দেশগুলোর নাম ও মনে রাখার কৌশল
পূর্ব এশিয়ায় মোট ৬ টি দেশ রয়েছে। এই ৬ টি দেশের নাম হচ্ছে –
- তাইওয়ান – Taiwan
- চীন – China
- উত্তর কোরিয়া – South Korea
- দক্ষিণ কোরিয়া – North Korea
- মঙ্গোলিয়া – Mongolia
- জাপান – Japan
মনে রাখার কৌশলঃ তালেতে চীনি দিয়ে উত্তর দক্ষিণ কোরিয়া হয়ে মঙ্গোলিয়ার দেশ জাপান এ যাবো।
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন
- ফেসবুক ক্যাপশন | 150+ Best Facebook Caption Bangla & English
পশ্চিম এশিয়ার দেশগুলোর নাম ও মনে রাখার কৌশল
পশ্চিম এশিয়ায় মোট ১৬ টি দেশ রয়েছে। পশ্চিম এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল ও দেশগুলো নাম চলুন জেনে নেই। পশ্চিম এশিয়ার ১৬ টি দেশের নাম হচ্ছে –
- আর্মেনিয়া – Armenia
- আজারবাইজান – Azerbaijan
- বাহারিন – Bahrain
- ইরান – Iran
- ইরাক – Iraq
- জর্ডন – Jordan
- কুয়েত – Kuwait
- লেবানন – Lebanon
- ওমান – Oman
- ফিলিস্তিন – Palestine
- কাতার – Qatar
- সৌদি আরব – Saudi Arabia
- সিরিয়া – Syria
- তুরস্ক – Turkey
- সংযুক্ত আরব – United Arab Emirates (UAE)
- ইয়েমেন – Yemen
মনে রাখার কৌশলঃ
নোটঃ ইসরাইল পশ্চিম এশিয়া দেশগুলো মধ্যে একটি। অনেক দেশে এই দেশকে স্বীকৃতি দেয়নি। তার মধ্যে বাংলাদেশ একটি। তাই আমরা এই দেশকে এই লিস্টের মধ্যে রাখিনি।
উত্তর এশিয়ার দেশগুলোর নাম ও মনে রাখার কৌশল
উত্তর এশিয়ায় শুধুমাত্র একই দেশ রয়েছে। এই দেশটির নাম হচ্ছে –
- রাশিয়া – Russia
মনে রাখার কৌশলঃ রাশিয়া
দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাম ও মনে রাখার কৌশল
দক্ষিণ এশিয়ায় মোট আটটি দেশ রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্তভুক্ত একটি দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাম হচ্ছে –
- মালদ্বীপ – Maldives
- ভূটান – Bhutan
- আফগানিস্তান – Afghanistan
- ভারত – India
- শ্রীলঙ্কা – Sri Lanka
- বাংলাদেশ – Bangladesh
- নেপাল – Nepal
- পাকিস্তান – Pakistan
মনে রাখার কৌশলঃ MBA IS BNP ডাক্তার। এখানে, M = Maldives, V = Bhutan, A = Afghanistan, I = India, S = Sri Lanka, B = Bangladesh, N = Nepal, P = Pakistan কে বোঝানো হয়েছে।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো নাম ও মনে রাখার কৌশল
দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট দেশ রয়েছে ১১ টি। এই ১১ টি পূর্ব এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল ও দেশগুলোর নাম চলুন এখন জেনে নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হচ্ছে –
- মালেশিয়া – Malaysia
- থাইল্যান্ড – Thailand
- ভিয়েতনাম – Vietnam
- ফিলিপাইন – The Philippines
- ইন্দোনেশিয়া – Indonesia
- লাওস – Laos
- মায়ানমার – Myanmar
- ব্রুনেই – Brunei
- কম্বোডিয়া – Cambodia
- সিঙ্গাপুর – Singapore
- পূর্ব তিমুর – East Timor
মনে রাখার কৌশলঃ MTV এর FILM দেখলে BCST পাস করা যায়। এখানে, M = Malaysia, T = Thailand, V = Vietnam, F = Philippines, I = Indonesia, L = Laos, M = Myanmar, B = Brunei, C = Cambodia, S = Singapore, T = East Timor কে বোঝানো হয়েছে।
মধ্য এশিয়ার দেশগুলোর নাম ও মনে রাখার কৌশল
মধ্য এশিয়ায় মোট ৫ টি দেশ রয়েছে। চলুন এই দেশগুলোর নাম ও মনে রাখার কৌশল জেনে নেই। মধ্য এশিয়ার দেশগুলো হচ্ছে –
- কাজাকিস্তান – Kyrgyzstan
- কিরগিজস্তান – Kazakhstan
- তাজাকিস্তান – Tajikistan
- তুর্কমেনিস্তান – Turkmenistan
- উজবেকিস্তান – Uzbekistan
মনে রাখার কৌশলঃ কাকি তুমি উজগুব। এখানে, কাকি দ্বারা কাজাকিস্তান ও কিরগিজস্তান, তুমি দ্বারা তুর্কমেনিস্তান ও তাজাকিস্তান এবং উজগুব দ্বারা উজবেকিস্তান বোঝানো হয়েছে। কাকি তুমি উজগুব এই ছন্দ দ্বারা সহজে এই ৫ টি দেশের নাম মনে রাখতে পারবেন।
নোটঃ Macau, Hong Kong, Taiwan এই দেশ তিনটি চীনের অধীনে।
উপসংহার
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল নিয়ে এই ছিল আর্টিকেলটি। আশা করছি আর্টিকেলটি হতে আপনি এশিয়া মহাদেশে যে দেশগুলো রয়েছে সেই সকল দেশগুলোর নাম মনে রাখার কৌশল আয়ত্ত করতে পেরেছেন।
আর্টিকেলটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে ও আর্টিকেলটি নিয়ে আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।