Hosting

BDIX হোস্টিং কি? কিভাবে BDIX হোস্টিং কিনবেন

BDIX হোস্টিং (বিডিআইএক্স হোস্টিং ইংরেজি BDIX Hosting)!! এই হোস্টিং এর নামটা হয়তো অনেকের কাছে অজানা। এই হোস্টিং কিভাবে কাজ করে? কেন এবং কোন কোন ধরনের সাইটে BDIX হোস্টিং ব্যবহার করা উচিত তা হয়তো অনেকের আজানা। আবার অনেকেই জানেন BDIX হোস্ট সম্পর্কে।

যদি আপনি না জানেন তাহলে আজকের এই টিউনটি হতে বিস্তারিত জানতে চলেছেন BDIX হোস্টের সম্পর্কে। আর যদি জানেনই তাহলেও টিউনটি সম্পূর্ণ পড়ুন। আপনার জানা কোন কমতি থাকলে জেনে নিতে পারবেন অথবা, টিউনটি লিখতে গিয়ে কোন ভুল হলে ধরিয়ে দিতে পারবেন।

ডোমেইন এবং হোস্টিং কেনা কোন ওয়েবসাইট তৈরির প্রধান দুইটি উপকরণ। কারণ, এই দুইটি ছাড়া কোন ভাবে একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়।

[box type=”info” align=”” class=”” width=””]নোটঃ যদি আপনি ব্লগারের কথা বলেন তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, ব্লগারেও সাইট বানানোর জন্য হোস্টিংয়ের প্রয়োজন। কিন্তু, এই হোস্টিংয়ের জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হয় না। গুগল স্বয়ং আপনার হোস্টিং খরচের দ্বায়ভার নিচ্ছে। সাথে ফ্রিতে একটা সাব-ডোমেইনও দিচ্ছে।[/box]

এই হোস্টিং ও ডোমেইনের মধ্যে কোনটি প্রধান উপকরণ বলে আপনার মনে হয়? আপনার উত্তর যদি হয় হোস্টিং তাহলে আপনি একদমই সঠিক বলেছেন। কেননা হোস্টিং ছাড়া ডোমেইনের কোন ভ্যালু নেই। ডোমেইন ছাড়া আপনি আই.পি (IP) এড্রেসের মাধ্যমে আপনার কেনা হোস্টিংয়ের এক্সেস করতে পারবেন।

আরো পড়ুনঃ জেনে নিন জনপ্রিয় কিছু (TLD) টপ লেভেল ডোমেইন সম্পর্কে || .TK, .COM, .NET, .XYZ

তাই আপনার কেনা হোস্টিং যত ভালো হবে সাইটের স্পিড, পারফর্মেন্স ততই ভালো পাবেন। অনেকেই আছেন যারা সস্তা দামে হোস্টিং কিনে। কিন্তু সেটা কত ভালো পারফর্মেন্স দিবে সেটা তারা ভেবে দেখে না। যাই হোক টিউনের মূল বিষয় যেহেতু বিডিআইএক্স হোস্টিং তাই এই বিষয়ে ফোকাস করা যাক।

BDIX হোস্টিং কি?

বিডিআইএক্স/ BDIX বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট (ISP)। লোকাল ডাটার ইন্টারন্যাশনাল রাউটিং রোধের জন্য প্রায় ৩৫০০ এর মতো বাংলাদেশী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সাথে কানেক্টেড রয়েছে।

আর, এই নেটওয়ার্কের আওতাভুক্ত সার্ভারকেই BDIX Hosting বলা হয়

টিউনের শুরুতে কত কথা বললাম আর, বিডিআইক্স হোস্টিং কি তা বলার সময় তিনটা লাইন বলে শেষ করে দিলাম। যে কথাগুলো বলালাম তা একটু গভীরভাবে চিন্তা করুন বুঝতে পারবেন।

এখন, আমাদের জেনে নেওয়া দরকার এই হোস্টিংয়ে সুবিধা আর কোন ধরনের ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং বেছে নেওয়া উচিত হবে।

BDIX Hosting এর সুবিধা

BDIX হোস্টিং এর প্রধান যে সুবিধা তা হলো, এই সার্ভারে হোস্ট করা ওয়েবসাইট বাংলাদেশি ভিজিটর/ ব্যবহারকারীরা ২০০ গুণ দ্রুত গতিতে ভিজিট করতে পারবে। এর কারণ, বাংলাদেশ থেকে এই সার্ভারে হোস্ট করা কোন ওয়েবসাইটে ভিজিট করলে ইন্টারন্যাশনাল রাউটিং পার না হয়েই সরাসরি ভিজিট হবে।

ওয়েবসাইট তৈরি করতে চান? ওয়েবসাইট তৈরির আগে জানুন ওয়েবসাইট কি!! সে জন্য এই টিউনটি পড়ুন – ওয়েবসাইট কি? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা

এছাড়াও, ভিজিটরের যদি ইন্টারনেট স্পিড স্লো থাকে তবুও অনেক ফাস্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। আবার যদি বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট বন্ধও থাকে, তাহলেও আপনার সাইট বন্ধ থাকবে না।

তো বুঝতেই পারছে এই হোস্টিংয়ে প্রধান সুবিধাটা কি। আবার অন্যদিকে এই হোস্টিং এর দামও তেমন খুব একটা বেশী নয়।

এখন কথা হচ্ছে কোন ধরনের ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং কেনা উচিত!! চলেন সেটিও জেনে নেওয়া যাক।

কোন ধরনের ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং?

এককথায় আপনার টার্গেট যদি বাংলাদেশি ভিজিটর হয় তবে আপনার উচিত হবে BDIX হোস্টিং বেঁচে নেওয়া। বাংলা নিউজ, ব্লগ, ম্যাগাজিন ইত্যাদি বাংলাদেশি ভিজিটর বেসড যেকোন ওয়েবসাইট এই হোস্টিং ব্যবহার করে বানাতে পারবেন।

বর্তমানে অনেক বাংলাদেশী ওয়েবসাইট এই হোস্টিং ব্যবহার করে তৈরি করা হচ্ছে। তাই আমার পরামর্শ হবে, এই হোস্টিং ব্যবহার করার। এখন চলেন জেনে নেওয়া যাক কিভাবে BDIX হোস্টিং কিনবেন।

কিভাবে BDIX হোস্টিং কিনবেন?

বাংলাদেশের অনেক হোস্টিং কোম্পানি আছে যাদের থেকে আপনি বিডিআইএক্স হোস্টিং কিনতে পাবেন। তবে, আপনি চাইলে Codeforhost/ Hostever থেকে BDIX হোস্টিং কিনতে পারেন। কারণ অন্যান্য হোস্টিং কম্পানির থেকে এখানে কমদামে কিনতে পারবেন। এছাড়াও ফ্রি .com ডোমেইন ও ডিসকাউন্টও পাবেন।

এই কোম্পানি থেকে যেভাবে হোস্টিং কিনবেন

ধাপ ১ঃ কোডফরহোস্ট বা হোস্টএভার থেকে হোস্টিং কেনার জন্য প্রথমে এই লিংকে ভিজিট করুন

ধাপ ২ঃ এবার আপনি বিভিন্ন ধরনের হোস্টিং প্যাক দেখতে পারবেন। সেখান থেকে বিডিআইক্স সিলেক্ট করে অর্ডার করে ফেলুন। একবছরের জন্য কিনলে ফ্রি ডট কম ডোমেইন ফ্রি পাবেন।

আপনাদের জন্য কিছু কুপন

  • ২৫% ডিসকাউন্ট কুপনঃ [highlight color=”yellow”]webmastering[/highlight]
  • .COM ডোমেইন ফ্রি কুপন ১ বছরের হোস্টিংয়ের সাথেঃ [highlight color=”yellow”]COMFREE[/highlight]
  • ৪০% ডিসকাউন্ট কুপনঃ এটি একটি সিক্রেট ডিল। ৪০% ডিসকাউন্ট কুপনের জন্য Hostever এর ফেসবুক পেজে মেসেজ দিয়ে কুপন সংগ্রহ করতে হবে।

আশা করছি বুঝতে পেরেছেন BDIX হোস্টিং কি! আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে চান তবে এই হোস্টিং এর কথা ভেবে দেখবেন। আর, আমার মনে হয় বাংলাদেশি ভিজিটর যদি আপনার টার্গেট হয় তবে বিডিআইএক্স হোস্টিংই আপনার বেছে নেওয়া উচিত।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

BDIX হোস্টিং নিয়ে কিছু কমন প্রশ্ন এবং এইসব প্রশ্নগুলোর উত্তর চলেন জেনে নেওয়া যাক।

কোন দেশের ট্রাফিকের বেশী থাকলে BDIX Hosting নেওয়া উচিত?

বাংলাদেশী ট্রাফিক যদি ৭০-৮০% থাকলে BDIX হোস্টিং নেওয়া যায়।

BDIX হোস্টিং এর Alternative কি?

BDIX হোস্টিং এর Alternative হলো সিংগাপুর (ইংরেজি Singapore) সার্ভারের হোস্টিং।

VPS BDIX HOSTING পাওয়া যায় কি?

হ্যাঁ। ভিপিএস বিডিআইক্স হোস্টিং পাওয়া যায়। এছাড়াও আরো অনেক ফিচার সমৃদ্ধ Bdix Hosting পাওয়া যায়।

উপসংহার

এই ছিল Bdix হোস্টিং (Bdix Hosting) নিয়ে আমাদের আজকের আর্টিকেল। আশা করছি আমাদের আর্টিকেলটি থেকে আপনি Bdix Hosting সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন। এছাড়াও এই আর্টিকেলে উল্লেখ করা Hostever কোম্পানি ছাড়াও অনেক কোম্পানি বিডিআইক্স হোস্টিং প্রোভাইড করছে। যেমনঃ Exonhost, Xenonbd, Putulhost ইত্যাদি। আপনি চাইলে তাদেরও সার্ভিস ব্যবহার করে দেখতে পারেন।

যদিও এই আর্টিকেলটি Bdix হোস্টিং কেনা নিয়ে না। Bdix Hosting সম্পর্কে বিস্তারিত জানা নিয়ে। যা আর্টিকেলে/ টিউনে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেলটি নিয়ে যদি আপনার কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.