Status

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে লেখা আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনার বড় ভাইকে সুন্দর একটি স্ট্যাটাসের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান তবে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস পাবেন বড় ভাইকে শুভেচ্ছা জানানোর জন্য।

আর্টিকেলটিতে থাকা বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাসগুলো তাকে মেসেজে পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারবে অথবা আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় (যেমনঃ ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম) পোস্ট করেও শুভেচ্ছা জানাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আর্টিকেলটিতে থাকা স্ট্যাটাসগুলো।

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা

তোমার মতো বড় ভাই আসে যার, তার আর শত্রুর দরকার হবে না। আমার আগে কেন আসছো দুনিয়াতে? আগে এসে আমার সাথে দাদাগিরি করো। যেহেতু তুমি বড় ভাইয়া, তোমার জন্মদিনে আমাকে কি দিবে বলো। দাড়াও, আগে উইশ করে নেই। শুভ জন্মদিন ভাইয়া।

১. “শুভ জন্মদিন ভাই। আলোকিত হোক ভবিষ্যৎ। প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে। সুখ দিয়ে পরিপূর্ণ হোক জীবন।”

২. “ভাই, জন্মদিনের পার্টিটা কবে দিচ্ছিস বল? না দিলে কিন্তু তোর গার্লফ্রেন্ডের কথা বাড়ির সবাইকে বলে দেব।”

৩. “তুই বড়। দাদাগিরি তো করবিই। এনিওয়ে শুভ জন্মদিন। তবে না খাওয়ালে আমি দাদাগিরি শুরু করব কিন্তু।”

৪. “জন্মদিনে খাওয়া ভাই। না হলে বউদিকে বলে দেব, কালকে অফিস ফেরত তোকে অন্য একটা মেয়ের সঙ্গে হাঁটতে দেখেছি।”

৫. “বাবার অভাবটা তুই কখনও বুঝতে দিসনি ভাই, খুব ভাল থাকিস। শুভ জন্মদিন। ভাল হোক তোর আগামী দিন।”

৬. “হ্যাপি বার্থডে ভাই। আমি কিন্তু ভুলে যাইনি। দেখ, ঠিক মনে রেখেছি তোর জন্মদিন। সক্কাল সক্কাল উইশ করলাম। এবার খাওয়াটি কিন্তু মনে করে দেইস। কিপ্টেমো করিস না কিন্তু।”

৭. “পায়েস তো তোর কোনওদিনই পছন্দ নয়। তাই ঝাল ঝাল মাংস করেছি ভাই। আজ তোর স্পেশ্যাল ডে। শুভ জন্মদিন।”

৮. “রাত ১২টাতে এখনও প্রথম ফোনটা আমিই করি ভাই। হতে পারে বিদেশে তখন তোর অফিসের মিটিং। শুভ জন্মদিন।”

৯. “শুভ জন্মদিন। এতদিন ধরে যা যা স্বপ্ন দেখেছিস, তার যেটুকু বাকি রয়েছে, তা এই বছরই যেন পূর্ণ হয় দাদা।”

১০. “হতে পারে তুই এখন আর এক বাড়িতে থাকিস না, তা বলে তো তোর জন্মদিনটা ভুলে যাব না। খুব ভাল থাকিস। শুভ জন্মদিন।”

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ছবি ১

আপনার জন্য কিছু বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিম্নে তালিকা করে দিয়ে দিলাম। উপরের স্ট্যাটাসগুলো পাশাপাশি এই স্ট্যাটাসগুলো দেখতে পারেন। আশা করছি আপনার ভালো লাগবে। যে স্ট্যাটাসটি আপনার ভালো লাগবে সেটি কপি করে নিয়ে আপনার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।

  • বড় হয়ে ওঠার দিনগুলোতে সবচেয়ে আশ্চর্যজনক ছিলিস তুই। আমি তোকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসি। শুভ জন্মদিন ভাই।
  • আমার কাছে যা আছে, সব তোকে দিয়ে দিতে পারি। সেটা তুইও জানিস। তাই তো যত বেশি ভাব, তত বেশি ঝগড়া হয় আমাদের। খুব ভাল থাকিস। শুভ জন্মদিন ভাই।
  • আজকে তোমার জন্মদিন। আমি বন্ধুদের সাথে পার্টি করবো। যদি টাকা না দাও, তাহলে ভাবিকে বলবো যে, তোমাকে গতকাল একটা মেয়ের সাথে দেখছি। এরপর ভাবি তোমাকে…………………………….ওহ! জন্মদিনের উইশ ই তো করা হয়নি। শুভ জন্মদিন প্রিয় বড় ভাই।
  • এই যে, মায়ের চোখের মণি, শুভ জন্মদিন। এমনিতেই তো মা বেশি ভালবাসে তোকে। আর আজ তো তোরই দিন। বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা তো এমনই হবে।
  • তোর কিন্তু আরও একটা বছর বয়স বেড়ে গেল। সুতরাং হ্যাংলামোটা এবার একটু কমিয়ে ফেল। রাগ করিস না আজ। জন্মদিনের মজার শুভেচ্ছা তো এমনই হবে, তাই না? শুভ জন্মদিন ভাই।
  • ঝুঁকে পড়ে ঝুঁকি নাও। এই ডায়লগটা তো তোর থেকেই শিখেছি। ভাই তোকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা।
  • গার্লফ্রেন্ড জন্মদিনে কী দিয়েছে বলে ফেল… না হলে মাকে বলে দেব কিন্তু গার্লফ্রেন্ডের কথা। আচ্ছা, আজ বলব না। আফটার অল বার্থডে বয়। শুভ জন্মদিন। ভাই। কিন্তু কাল থেকে আর কোনও ছাড় পাবি না।
  • আমি কাঁদলে তুই সব সময়ই আমাকে হাসি উপহার দিয়েছিস। মনখারাপের দিনে সঙ্গী থেকেছিস। শুভ জন্মদিন ভাই।
  • বাবার মতো করে বড় করেছো। যখন যা চেয়েছি তাই দিয়েছো। বাবা হারানোর কষ্ট টা বুঝতে দাওনি। আমি সৌভাগ্যবান, তাই তো পেয়েছি তোমার মতো ভাই। শুভ জন্মদিন বড় ভাই।
  • বড় হয়ে ওঠার দিনগুলোতে সবচেয়ে আশ্চর্যজনক ছিলিস তুই। আমি তোকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসি। শুভ জন্মদিন ভাই।
  • শুভ জন্মদিন ভাইয়া, তুমি কি জন্মদিনের পার্টি দিবা না? না দিলে কিন্তু খবর আছে! আমি কিন্তু সবাইকে বলে দিবো তোমার গার্লফ্রেন্ডের কথা। তাহলে কিন্তু পার্টি হচ্ছে। পার্টিতে আমার পছন্দের সব খাবার থাকা চাই।
  • শুভ জন্মদিন বড় ভাইয়া। আলোকিত হোক তোমার ভবিষ্যৎ। প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে। সুখ দিয়ে পরিপূর্ণ হোক জীবন। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো।
  • মা তোকে বেশি ভালবাসে। তাতে কী? তুুই তো আমাকেই বেশি ভালবাসিস। শুভ জন্মদিন ভাই।
  • ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বলব, তুই আমার গর্ব। আমার সাপোর্ট সিস্টেম। শুভ জন্মদিন ভাই।
  • আমাকে দারুন একটা শৈশব গিফট করার জন্য ধন্যবাদ। এটাই আমার ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা।
  • বয়স যতই বাড়ুক, তোর পাগলামোগুলো যেন চলতেই থাকে। শুভ জন্মদিন ভাই।
  • যে কাজটাই ঠিক করে করতে পারবি না, আমার ঘাড়ে দোষ চাপাবি। এই অভ্যেসটা বজায় থাক তোর সবকটা জন্মদিনে। জন্মদিনের মজার শুভেচ্ছা পাঠালাম। আনন্দ কর।
  • যার সঙ্গে লড়াই বা ঝগড়া ছাড়া ছোটবেলাটা অসম্পূর্ণ থেকে যেত, আজ তার জন্মদিন। আমার তরফে এটাই ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা।
  • আমাদের পরিবারের জন্য তোর অবদান কখনও ভুলব না। এই ভাবেই আজীবন পাশে থাকিস। শুভ জন্মদিন ভাই।
  • হতে পারে আজ তোর জন্মদিন। কিন্তু ভুল করলে আজও বকুনি খাবি। শুভ জন্মদিন ভাই। এটাই তোর গিফট। জন্মদিনের মজার শুভেচ্ছা।
  • চিরকালের জন্য তোর মতো একটা ভাই চাই। ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছায় এর থেকে বেশি আর কীই বা বলার আছে? শুভ জন্মদিন ভাই।
  • আমাদের ভাব দেখে অনেকে হিংসে করত আমি জানি। আত্মীয় বা বন্ধুরা অবাক হয়ে যেত আমাদের বনিবনা দেখে। এমন সম্পর্ক যাতে আগামী দিনগুলোতেও থাকে। শুভ জন্মদিন ভাই।
  • তোর মার খেয়েই বড় হলাম। তুইও অবশ্য আমার হাতে কম মার খাসনি। শুভ জন্মদিন ভাই।
  • এখনও পর্যন্ত সব বিপদ থেকে আমাকে যেভাবে রক্ষা করেছিস, তা কখনও ভুলব না। একই ভাবে বিপদের দিনে তোর পাশে থাকতে চাই, যেমন থেকেছি ছোটবেলা থেকে। শুভ জন্মদিন ভাই।
  • ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বলতেই হবে, আমার সব প্রস্তাবে যে রেগে যায়, আর সবথেকে বেশি যে ভালবাসে, আজ তার জন্মদিন।
  • আমাকে ভাল থাকার অনেক কারণ যে দিয়েছে, আজ তার জন্মদিন। ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা তো এমনই হবে। শুভ জন্মদিন ভাই।
  • শোন, আজ কী কী নিয়ে ঝগড়া করবি, তার একটা লিস্ট করে ফেল। মাকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিস। কারণ আজ তো তোর জন্মদিন। তোর উপর চিৎকার করলে মা আবার আমাকেই বকবে। শুভ জন্মদিন।
  • তুই আমার অনুপ্রেরণা, প্রেরণা, আদর্শ এবং সবচেয়ে ভাল বন্ধু। এটাই আমার ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা।

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক

বড় ভাইকে যদি ইসলামিক ভাবে অর্থাৎ ইসলামিক কিছু কথা বার্তার মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চান তাহলে নিম্নের স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারেন। বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস –

  • আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন, আজকের এই দিনে পৃথিবীর মুখ আলো করে তুমি জন্ম নিয়েছিলে। আরো হাজার বছর বেঁচে থাকো মহান আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি।
  • দুনিয়ার রং তোমাকে বারবার মোহিত করবে। দুই দিনের এই ধোকার দুনিয়ার ফাঁদে পা না দিয়ে সারাজীবন সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাকে আজ এই পৃথিবী দেখার তৌফিক দান করেছিলেন। ভালো মানুষ এবং একজন ঈমানদার ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলো।
  • মহান আল্লাহপাক তোমাকে দুনিয়া ও আখিরাতে প্রশান্তি দান করুন….. আমিন………. শুভ জন্মদিন।
  • দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র মনে করে ততদিন আল্লাহর দয়ায় বেঁচে থাকবে তিনি তোমাকে সৎ পথে চলার তৌফিক দান করুন। একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠো।
  • জন্ম, মৃত্যু সব কিছু আল্লাহ পাকের হাতে। তোমার মতো ভালো একটি মানুষকে আল্লাহ পাক এই দিনে আমাদের মাঝে পাঠিয়েছেন এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। যতদিন বেঁচে আছো মহান সৃষ্টিকর্তা যেন তোমাকে তার ইবাদত করার তৌফিক দান করেন, আমীন।
  • আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়ে যেন তোমাকে গড়েছে, তোমার বাহ্যিক সৌন্দর্যের থেকেও যেনো আত্মিক সৌন্দর্য বেশি হয়। সবসময় সঠিক পথে থেকো, শুভ কামনা রইলো।
  • আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন, সুস্থতা দান করুন। আজ এই পৃথিবীতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের ইচ্ছাই তুমি এসেছিলে, তার ইচ্ছাতেই এতো দিন বেঁচে আছো। আল্লাহ তোমার জীবন সাফল্যে ভরিয়ে দিক।
  • পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকতে আসেনা। আজ এই দিনে তুমি আল্লাহর ইচ্ছায় আমাদের মাঝে এসেছিলে আবার তার ইচ্ছাতেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যতদিন বেঁচে আছো মহান আল্লাহর দাসত্ব করে যাও। তাহলে চিরস্থায়ী সুখের সন্ধান পাবে।
  • আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তিনি তোমাকে আমাদের প্রিয়জন হিসেবে পাঠিয়েছেন, তিনি তোমাকে একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেছেন। সবশেষে আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে দোয়া চাই তিনি যেনো তোমাকে দীর্ঘায়ু দান করেন।
  • আল্লাহ তোমাকে কুরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। শুভ জন্মদিন।

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা পোস্ট

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ছবি ২

আপনার জন্য আরো কিছু বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা পোস্ট/ স্ট্যাটাস নিম্নে দিলাম। এসকল পোস্ট আপনি আপনার বড় ভাইয়ের ফেসবুকে টাইমলাইনে গিয়ে পোস্ট করতে পারেন। আপন বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতেও পোস্ট/ স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারেন।

  • তোর জন্য আমার অনুভূতি প্রকাশ করার মতো কোন শব্দ আজ আমার কাছে নেই। শুভ জন্মদিন মাই লাভ। প্রার্থনা করব এই পৃথিবীর সব সুখ তোমার জীবনে ভরে উঠুক।
  • ছোট বোন হিসেবে বড় ভাইয়ের জন্মদিনে বিশেষ কি করা যেতে পারে? আমি ভাবছি, আপনাদের কাছে কোন আইডিয়া থাকলে আমাকে জানাতে পারেন।
  • আপনার মতো ভাই পাওয়া সত্যি খুপ ভাগ্যের বেপার। আপনাকে আমি ভাই হিসাবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। শুভ জন্মদিন ভাই…
  • ভাইয়া এখন তুমার বয়স ২১বছর। এখন আইনত কাজটা সেরে আমাদের একটা ভাবি এনে দিন। শুভ জন্মদিন।
  • শুভ জন্মদিন বড় ভাইয়া। আলোকিত হোক ভবিষ্যৎ। প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে। সুখ দিয়ে পরিপূর্ণ হোক জীবন। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো।
  • তুমি আমার সাথে এক তিনটি – একটি ভাই, একটি দেহরক্ষী এবং একটি ভাল বন্ধু। শুভ জন্মদিন আমার ভাই!
  • শুভ জন্মদিন ভাইয়া, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো।
  • আপনার জীবন হক হাসী খুশি এবং আনন্দময়.. আজকের এই দিনটি যে হয় নতুন করে আবার আপনার চলা শুভ জন্মদিন প্রিয় ভাই।
  • আমি মনে করেছিলাম আপনার এই জন্মদিনে আমাদেরকে একটা ভাবি এনে দিবেন অনেক আশায় ছিলাম। যাই হোক পরের জন্মদিনে যেন মনে থাকে… শুভ জন্মদিন।
  • ছোট হলে অনেক গুলা লেকচার দেয়া যেতো। কিন্তু আপনি তো বড়, তাই বেশি কিছু বলার নেই, শুধু এতোটুকুই বলতে চাই যে, শুভ জন্মদিন প্রিয় ভাইয়া।

বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা English

ইংরেজিতে আপনি আপনার বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাইলে এই স্ট্যাটাসগুলো দেখতে পারেন।

  • You can always count on me to be lifted up when I’m down and inspired to keep going when I’m at my best. I appreciate you just being you. Happy birthday, brother.
  • Happy birthday, brother! I wish all your desires are folfilled and success be yours. I am always with you no matter what you choose to do or be.
  • There is no one in the town that I trust more than my brother. You have always been my greatest supporter and true advisor. Happy birthday brother!
  • Wrapping the love inside, I wish you happy birthday brother. Have a great day!
  • Happy birthday, brother! May the year bring lots of good news in your life. I want your life to be as wonderful as you are.
  • Dearest brother, all your benchmarks will set higher and I wish that you achieve each of them. Happy birthday, loads of love!
  • May you experience hope, joy, love, and sunlight every day of your life. Birthday greetings, Younger Brother!
  • I appreciate you being at my side constantly. I hope you have a fantastic birthday!
  • You have proven me wrong so many times brother whenever I have underestimated your worth. But today I know you are a gem bro!…. Happy Birthday!
  • Bro, welcome to adolthood. But I still do not see signs of stubble on your chin. Happy Birthday!

উপসংহার

আর্টিকেলটিতে সেরা সকল এবং সকল ধরনের বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি। আশা করছি আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো আপনার ভালো লেগেছে। বড় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছাগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, শুভেচ্ছা নিয়ে আরো অনেক আর্টিকেল পেতে। ফলো করুন আমাদের ফেসবুক পেজে /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.