বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা, ছবি
বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে একদম চিন্তা করবেন না। আমাদের এই আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে সেরা ও নতুন নতুন সকল বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করব। যা আপনি আপনার প্রিয় বন্ধুকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারবেন।
জন্মদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সবার জীবনে। এটি প্রতি বছর একবার করে আসে সবার জীবনে। প্রত্যেক ব্যক্তি চায় এ দিনটিকে অনেক হাসি-খুশি থেকে উৎযাপন করতে। আর বেস্ট ফ্রেন্ড বা বন্ধুর জন্মদিন হলে সেদিন সেই ব্যক্তি খুশি তো থাকেই তার পাশাপাশি বন্ধু মহলের সকলেই। বন্ধুর জন্মদিনে বন্ধুকে সুন্দর করে একটি শুভেচ্ছা না জানালে কি হয়? আমাদের এই আর্টিকেলটিতে এমনি সুন্দর ও সেরা কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস পাবেন। চলুন সে সকল স্ট্যাটাস দেখে নেওয়া যাক।
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু, ভাই, বোন ও সবাইকে নিয়ে
- ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
Table of Contents
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
বন্ধুর জন্মদিনে বন্ধুকে শুভেচ্ছা জানানোর জন্য সেরা কিছু শুভেচ্ছা স্ট্যাটাস নিম্নে দিয়ে দিলাম। আপনি আপনার প্রিয় বন্ধুকে এসকল স্ট্যাটাসের মধ্য থেকে যেকোন একটি স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারেন। স্ট্যাটাসগুলো অনেক ইউনিক।
রাত্রি শেষে সূর্য হাঁসে,
আলোয় ভরা দিন।
বারে বারে ফিরে আসুক
তোমার শুভ জন্মদিন।
আনন্দ উল্লাসে কাটে
যেন তোমার প্রতিটি দিন,
শুভেচ্ছা জানাই আজ তোমার
❦~শুভ জন্মদিন~❦
জন্মদিনে কামনা করি
আপনার এই জন্মদিনে
ঈশ্বর যেন আপনাকে
অনেক অনেক আশীর্বাদ করেন।
শুভ জন্মদিন
বছর বছর আসে ফিরে
তোমার শুভ জন্মদিন,
হাঁসি খুশির রঙিন ছোয়া
গিফটের এই দিন।
আজকের দিনটি যেন তোমার খুব মজা করে কাটুক,
এবং আগামী দিন গুলোও যেন সুখের হয়।
শুভ জন্মদিন
আরো একটি বছর করলে তুমি পার।
সুস্থ থাকো, ভালো থাকো।
এই কামনাই করি বার বার।
❦~শুভ জন্মদিন~❦
জীবনের এই সুন্দর দিনটাকে
পরিবার, বন্ধু -বান্ধব ও প্রিয়জনদের সাথে মজা
করে কাটাও। জন্মদিনের শুভেচ্ছা নিও
আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভ দিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
❦~Happy Birthday~❦
জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
❦~শুভ জন্মদিন~❦
জন্মদিনে কামনা করি
আপনার এই জন্মদিনে
ঈশ্বর যেন আপনাকে
অনেক অনেক আশীর্বাদ করেন।
শুভ জন্মদিন
- শুভ জন্মদিন! শুভ হোক তোর আগামী দিন। তোর এই মুখের হাসি যেন সারাজিবন এমনি থাকুক!
- বন্ধু তোমার মনের সকল আশা পূরন হোক এই জন্মদিনে। অভিনন্দন জানায় তোমায় এমন খুশির শুভক্ষণে।
- প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক! আজকের দিনটাকে প্রাণ খুলে উপভোগ কর। শুভ জন্মদিন।
- শুভ জন্মদিন ধূসর কালো এই দুনিয়ায়, রঙ্গীন হোক তোর আগামীর পথ চলা। আবারো শুভ জন্মদিন জানাই তোকে।
- জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই, আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে।
- সব তর্কাতর্কি ও ভুল বোঝাবুঝির সত্বেও তুইই আমার জীবনের প্রিয়তম মানুষ। Happy Birthday My Dear Friend
- তোর একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক। অনেক অনেক ভালবাসা ভালোবাসা রইলো তোর জন্যে।
- তোর জন্য ভালোবাসার লক্ষ গোলাপ জুঁই, হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই। ❦~শুভ জন্মদিন~❦
- জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার ? বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার। ❦~শুভ জন্মদিন~❦
- চাঁদের জন্য পূর্ণিমা, পাহাড়ের জন্য ঝর্না, নদীর জন্য মোহনা, আর তোমার জন্য রইলো জন্মদিনের অনেক অনেক শুভ কামনা। ❦~Happy Birthday~❦
- এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ, চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ। ❦~শুভ জন্মদিন~❦
- আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না.. জন্মদিনের শুভেচ্ছা নিও
- আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন, ভালোবেসে জানাই তোমায় ❦~শুভ জন্মদিন~❦
- দিন যায় রাত আসে মাস যায় বছর আসে, সবাই থাকে শুদিনের আশায়, আমি থাকি শুধু তোমার জন্মদিনের আশায়! ❦~শুভ জন্মদিন~❦
- রূপ কোথার রানী তুমি, ২ নয়নের আলো, সারা জীবন এমন করে বেশে যাবো ভালো। তুমি আমার জীবন মরন, আমার চলার সাথি। তোমাকে ছাড়া ১ লা আমি কি করে থাকি? ❦~Happy Birthday~❦
- দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন। ❦~শুভ জন্মদিন~❦
- এক বছর পরে এল ফিরে আজকের এই দিন। তাই তো তোকে জানাই শুভ জন্মদিন। ভালো থাকিস।
- চোখ খুলি বা বন্ধ করি তুমিই ভেসে আসো! মেয়ে তুমি আমায় কি এমনি ভালবাসো? ❦~Happy Birthday~❦
- তোমার কথা ভাবতে ভাবতে হয়না যেন দিন শেষ, জন্মদিনের শুভক্ষণে তোমায় পাঠালাম এই SMS ❦~শুভ জন্মদিন~❦
- তোমার জীবন হয়ে উঠুক রামধনুর সাত রঙে রঙিন। প্রতি বছর তোমার বয়সের সাথে সাথে বাড়ুক তোমার বুদ্ধি ও যশ। শুভ জন্মদিন
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ফেসবুকের মাধ্যমে জানাতে চাইলে আপনি নিম্নোক্ত স্ট্যাটাসের মধ্য থেকে যেকোন একটি স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারেন।
- শুভ জন্মদিন ধূসর কালো এই দুনিয়ায়, রঙ্গীন হোক তোর আগামীর পথ চলা। আবারো শুভ জন্মদিন জানাই তোকে।
- প্রিয় বোন আশা করি তোর এই জন্মদিনটি আনন্দে ভরপুর থাকুক। শুভ জন্মদিন
- শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দেবো তোমায়, এক তোড়া গোলাপ আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার!!!
- আশা করি আগামীর দিন গুলি তোর হাসি, আনন্দ এবং সৌভাগ্যের সাথে ভরপুর থাকবে। জন্মদিনের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
- জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে, শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে।
- কামনা করি তুমি যেন পৃথিবীর সব সুখ আস্বাদন করতে পারো। শুভ জন্মদিন
- আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত ভাইয়ের সাথে বড় হওয়া, জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ! ..শুভ জন্মদিন..
- ফুলের হাঁসিতে প্রাণের খুশিতে, সোনালী রোদ্দুর ঘাসের বুকেতে, করেছে ভুবন রঙ্গীন, তোমাকে জানায় হৃদয় থেকে ❦~শুভ জন্মদিন~❦”
- জন্মদিনে শুভেচ্ছা নিও যদিও বিলম্বিত, বার্থডে ট্রিট পেলে বৎস হবো বড় প্রীত। শুভ জন্মদিন
- তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আর আমি জানি যে আমি তোকে যা দেই, তুই সব সময় আমাকে তার ১০ গুন বেশি দিয়ে থাকিস। আজকের তোর জন্মদিনে আমার পক্ষ থেকে পার্টি দিলাম, তবে মনে রাখিস, ১০ গুন বেশি।
- কারো স্যাটারডে প্রিয়দিন, কারো সানডে, আমার শুধু প্রিয় একটা দিন, তোমার জন্মদিন।
- সবাই ফুল দিয়ে উইশ করবে, আমি না হয় হৃদয় দিয়ে করবো। কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে, আমি না হয় এস এম এস দিয়ে বললাম।
- আমি আমার জীবনকে ভালবাসি কারণ এটি তোমাকে দিয়েছি !! আমি তোমাকে ভালোবাসি কারণ তুমিই আমার জীবন !!! ❦~শুভ জন্মদিন প্রিয়~
- কারও প্রিয়দিন Sunday, কারও প্রিয়দিন Monday, আমার প্রিয়দিন তোমার Birthday
- খুশীর আকাশে পাল তুলে যেও চিরদিন, হাসি গানে শোধ হয়ে যাবে যত ঋণ, আলোর পরশে ভোর হয়ে এই রাত কোনদিন ছেড়ে দিওনা এই বন্ধুত্তের হাত।
- আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ।
- আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন।
- আর একটি বছর এসে গেলো বেড়ে যাবে আর একটা মোমবাতি, কালও ছিলাম আজও আছি। তোমার জন্মদিনের সাথী। ❦~শুভ জন্মদিন~❦”
- হাঁসি, ঠাট্টা, অভিমান, সব মিলিয়েই আমাদের বন্ধুত্ব চলছে, আর চলবে। শুরু হয়েছিলো একসময়, তবে শেষ হবার নয়।
- আমাদের ভালোবাসায়, পুরন হোক তোমার মনের সব আশা, সুখী থাকবে তুমি নিয়ে আমাদের ভালোবাসা!!
- এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ, চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ। শুভ জন্মদিন
- আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।
- আরো একবছর বুড়ো হয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
- আজকের এই দিনে আশা রাখি জীবনের আনন্দ যাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না। জন্মদিনের শুভেচ্ছা নিও।
- আরো একটি বছর করলে তুমি পার, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি বার বার। শুভ জন্মদিন
- তোর প্রতিটা জন্মদিনেই তোমাকে এভাবে শুভ জন্মদিন বন্ধু বলে শুভেচ্ছা জানাতে চাই প্রতি বছর।
বন্ধুর জন্মদিনের হাসির স্ট্যাটাস
আপনি যদি বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস হাসির স্ট্যাটাসের মাধ্যমে শুভেচ্ছা জানাতে চান তাহলে এই স্ট্যাটাসগুলো আপনার জন্য। স্ট্যাটাসগুলো দেখুন আশা করছি আপনার কাছে ভালো লাগবে।
- আমার কখনো মনেই হয়নি যে আমার কোনো আপন ভাই নেই। কারন আমরা এমন একটা বন্ধু আছে যে আমার এতোটা আপন যে তাকে আমি নিজের বন্ধু না, ভাই মনে করি। শুভ জন্মদিন বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।
- জীবনটা আঙুলের ছাপের মতই নকল করা যায়না.. তাই এটা দিয়ে সুন্দর ছাপ রেখে যাওয়ার চেষ্টা করো.. মুহূর্তও নষ্ট কোরো না, কারণ সময়ের কোনো ছুটি নেই, স্বপ্নের কোনো শেষ নেই এবং জীবনে কোনো থামা নেই.. শুভ জন্মদিনে নতুন স্বপ্ন দেখো এই কামনা করি।
- শুভ জন্মদিন, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো। দোয়া করি তোর বউ যেন হয় পরীর মতো সুন্দর আর মরিচের মতো ঝাল।
- ভাবছি এবার জন্মদিনে, আটা-ময়দা দেবো তোকে। লাগাবি তোর মুখে, মনে করবি আমাকে।
- দোয়া করি বন্ধু তুই আরো অনেক বড় হবি। চিন্তা করিস না, তুই যথেষ্ট লম্বা আছিস, তোর মান সম্মান ইজ্জতের দিক দিয়ে বড় হবার দোয়া করলাম। তারিতারি যেনো বিয় কতিছ আর এক সাথে ১ টিপ খেলোয়াড় ডাউনলোড দেস। শুভ জন্মদিন বন্ধু।
- একসাথে অনেক গুলো বছর পার করলাম তোর সাথে। মান অভিমান ও করেছি অনেক। তবে আমাদের বন্ধুত্ব আজও আছে সেই আগের মতো, যেমনটা ছিলো আগে। আজকে তোর জন্মদিনে তোর জন্য অগণিত শুভ কামনা রইলো।
- শুভ পয়দা দিবস দোস্ত!! ❤️❤️ দোয়া করি এক ঝাক গফ দের নিয়া শত বছর বাঁইচা থাক🤓🤓। আর মাঝে মাঝে আমাগরে একটা দুই টা ধার দে😋😋!!
- শুভ পয়দা দিবস দোস্ত মধু-ছোদন তোর মতো লিজেন্ড যুগ যুগ বেচে থাক এই প্রত্যাশা করি।
- শুভ পয়দা দিবস দোস্ত! আশা করি আজকে থেইকা সব আকাম কুকাম ছাইড়া ভালো হইয়া যাইবি…তোর ছুডু বেলার হাপ্পেন পরনে কালের বন্ধুরা।
- শুভ পয়দা দিবস তোমায় – সামনের দিন গুলি ভালো কাটুক দোয়া রইলো।
বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা কবিতা
অনেক তো বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেখলে এবার চলুন এ সম্পর্কিত কিছু কবিতা দেখে নেওয়া যাক। এগুলো অনেক সংক্ষিপ্ত কবিতা। তবে কবিতাগুলোর মাধ্যমে আপনি আপনার বন্ধুকে জন্মদিনের জানাতে পারবেন।
জন্মদিন এলো ফিরে,
জীবন থাকুক আলোয় ভরে
আছে যত ইচ্ছে মনে
বদ্ধ রেখোনা মনের কোণে,
পৃথিবীর সুখ তোমার থাক
দুঃখ গুলো নিপাত যাক,
স্বপ্ন গুলো হক রঙিন,
হৃদয় ভোরে জানাই
❦~শুভ জন্মদিন~❦
আজকের দিনে মায়ের কোলে
আলো হয়ে তুমি এসেছিলে,
সবার আশা পূর্ণ করে
আনন্দ বুক ভরিয়েছিলে,
এমনি করেই ভুবন ভরে
থাকো তুমি চিরতরে
❦~শুভ জন্মদিন~❦
শুভ শুভ শুভ দিন
আজ তোমার জন্মদিন,
মুখে তোমার দিপ্ত হাঁসি,
ফুল ফুটেছে রাশি রাশি,
হাজার ফুলের মাঝে
গোলাপ যেমন হাঁসে,
তেমন করে বন্ধু তোমার
জীবন যেন সুখের
সাগরে ভাসে।
উপসংহার
আর্টিকেলটিতে অনেকগুলো বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করেছি। এসকল স্ট্যাটাস গুলো আশা করছি আপনার কাছে ভালো লেগেছে। প্রিয় বন্ধুকে তার জন্মদিনে সুন্দর একটি স্ট্যাটাস লিখে শুভেচ্ছা জানালে সেটি অনেক ইউনিক হবে এবং বন্ধু এই শুভেচ্ছা বার্তা দেখে আরো অনেক খুশি হবে।
তাই আপনি আর্টিকেলে থাকা যেকোন একটি শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে আপনার বন্ধুকে শুভেচ্ছা জানাতে পারেন। বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে লেখা এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। পরিশেষে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস নিয়ে আর্টিকেলটি পড়ার জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।