Sports

কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি | কোপা আমেরিকা কবে?

স্বাগতম আপনাকে টিউনবিএনের নতুন আরেকটি আর্টিকেলে। এই আর্টিকেলের মূল আলোচ্য বিষয় হলো কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি নিয়ে এবং কবে কোপা আমেরিকার অনুষ্ঠিত হবে। এ বছরে (২০২৩ সালে) নাকি পরের বছর (২০২৪ সালে)। যদি এ বছরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে তবে আর্টিকেলটি থেকে কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি পেয়ে যাবে আর যদি পরের বছর কোপা আমেরিকা অনুষ্ঠিত হয় তাহলে পরের বছরের সময়সূচি পাবেন।

কোপা আমেরিকা (Copa America) বা আমেরিকা কাপ পুরো বিশ্বের মতোন বাংলাদেশেও অনেক জনপ্রি একটি ফুটবল টুর্নামেন্ট। এর প্রধান কারণ হলো এই টুর্নেমেন্টে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় দুটি দল ব্রাজিল ও আর্জেনটিনা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তাই এই টুর্নামেন্ট দেখার জন্য অধির আগ্রহে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে।

আরো পড়ুনঃ

কবে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা? ২০২৩ সালে আদো কি এই টুর্নামেরন্ট অনুষ্ঠিত হবে? যদি হয় তাহলে এর সময়সূচি কই? কবে থেকেই বা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এ ধরনের অনেক প্রশ্ন রয়েছে ফুটবল প্রেমিদের মনে। একে একে সব প্রশ্নের উত্তর পাবেন আর্টিকেলটিতে থেকে। চলুন দেরি না করে এসকল প্রশ্নের উত্তর এবং কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কোপা আমেরিকা

কোপা আমেরিকা আগে মূলত দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ানশিপ নামে পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৯৫ সালে এর নাম পরিবর্তন করে কোপা আমেরিকা করা হয়েছে। ১৯৯৩ সাল থেকে কোপা আমেরিকায় সর্বমোট ১২ টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ টি দল কনমেবল এবং বাকী দুইটি দল অন্যান্য ফেডারেশন থেকে। ১৯৯৬ সালে সর্বপ্রথম কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়। আর্জেনটিনা প্রথমবারের মতোন এই টুর্নামেন্টের আয়োজন করে। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় উরুগুয়ে, রানার-আপ হয় ব্রাজিল এবং তৃতীয় স্থান অধিকার করে ব্রাজিল। সর্বশেষ ২০২১ সালে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। এক নজরে কোপা আমেরিকার সংক্ষিপ্ত তথ্য –

প্রতিযোগিতা/ টুর্নামেন্টের নামকোপা আমেরিকা
প্রতিষ্ঠিত১৯১৬
অঞ্চলদক্ষিণ আমেরিকা
নিয়ন্ত্রকসাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন
দলের সংখ্যা১০, ১২ অথবা ১৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://copaamerica.com/en/

কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি

এবার আসি কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি নিয়ে। ২০১৯ ও ২০২১ সালে পর পর দুই বছ পর কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল। এতে করে অনেকেই মনে করেছে আবার দুই বছর পর অর্থাৎ ২০২৩ সালে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। কিন্তু, ২০২৩ সালে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে না। পরবর্তী কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। ২০২৩ সালে কোপা আমেরিকা অনুষ্ঠিত না হওয়ার মূল কারণ হিসাবে ফিফা ফুটবল বিশ্বকাপকে ধরা যায়। ২০২৩ সালে যদি কোপা আমেরিকা অনুষ্ঠিত হতো তাহলে পর পর দুইটি টুর্নামেন্টের আয়োজন হতো। এতে করে ক্লাব পর্যায়ের ম্যাচগুলো ও সময়সূচির ব্যাঘাত ঘটতো। তাই হয়তো ২০২৩ সালের পরিবর্তে ২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন করার সিদ্বান্ত নেওয়া হয়েছে।

কোপা আমেরিকা যে ২০২৪ সালে অনুষ্ঠিত হবে তা একদম নিশ্চিত বলা যায়। অফিশিয়াল ভাবে টুর্নামেন্ট শুরুর তারিখ ও শেষ হওয়ার তারিখ দিয়ে দেওয়া হয়েছে। এক নজরে চলুন তা দেখে নেওয়া যাক।

টুর্নামেন্টের নামকোপা আমেরিকা
টুর্নামেন্ট শুরু১০ জুন, ২০২৪
টুর্নামেন্ট শেষ১২ জুলাই, ২০২৪
দল১০ টি
আয়োজকইকুয়েডর

এখন কথা হচ্ছে, কোপা আমেরিকা যদি ২০২৩ সালে অনুষ্ঠিত না হয় তাহলে কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি থাকবে না। হ্যাঁ, ২০২৩ সালের কোপা আমেরিকার কোন সময়সূচি নেই। বরং ২০২৪ সালের কোপা আমেরিকার সময়সূচি আছে। আপনি যদি ২০২৪ সালের কোপা আমেরিকার সময়সূচি দেখতে চান তাহলে এই আর্টিকেলটি দেখুন – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি | বাংলাদেশি সময়, পিকচার, Pdf। আর্টিকেলটিতে ২০২৪ সালে সময়সূচি ও এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

উপসংহার

ফুটবল বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি খেলা। আমরা সকলেই এই খেলাটাকে অনেক উপভোগ করে। তাই সবসময় প্রস্তুত থাকি কবে বিশ্বকাপ ফুটবল, কোপা আমেরিকা, লা লিগা ইত্যাদি মতোন টুর্নামেন্টের শুরু হবে। খেলাটাকে খেলার মতোনই উপভোগ করে। এ দিয়ে ঝগড়া-বিবাদ না করে একসঙ্গে সকলেই খেলাটাকে উপভোগ করি।

পরবর্তী কোপা আমেরিকায় আপনি কোন দলকে সমর্থন করবেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোপা আমেরিকা ২০২৩ সময় সূচি নিয়ে লেখা আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। আর্টিকেলটি আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে পরবর্তী কোপা আমেরিকার সঠিক সময় তাদেরকেও জানিয়ে দিন।

পরিশেষ ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। আল্লাহ হাফেজ

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.