Sports

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি | বাংলাদেশি সময়, পিকচার, Pdf

আপনি কি কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। আর্টিকেলটিতে আপনি কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি বাংলাদেশি সময় অনুযায়ী পেয়ে যাবেন। এর পাশাপাশি সময়সূচির পিকচার ও Pdf পাবেন।

২০২১ সালে সর্বশেষ কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। এটি কোপা আমেরিকার ৪৭তম আসর হবে। ইকুয়েডর এ আসরটির আয়োজক। আমেরিকার দেশগুলোকে নিয়ে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়ে থাকে। দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন আসরটি নিয়ন্ত্রক। ফুটবল বিশ্বকাপের মতোন কোপা আমেরিকাও অনেকটা জাঁকজমক হয়ে থাকে। কেননা আসরটিতে অংশগ্রহণ করে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা।

কোপা আমেরিকা ২০২৪

টুর্নামেন্টের নামকোপা আমেরিকা ২০২৪
মোট অংশগ্রহণকারী দল১০টি
নিয়ন্ত্রকসাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন
আয়োজকইকুয়েডর
টুর্নামেন্ট শুরু১০ জুন, ২০২৪
টুর্নামেন্ট শেষ১২ জুলাই, ২০২৪
মাঠ৬ টি

কোপা আমেরিকা ২০২৪ অংশগ্রহণকারী দল

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি দেখে নেওয়া আগে চলুন জেনে নেই কোন কোন দল এবারের কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে। ১০ টি দল ২০২৪ সালের কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে। দলগুলো হলো –

  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. ইকুয়েডর (স্বাগতিক)
  4. উরুগুয়ে
  5. বলিভিয়া
  6. চিলি
  7. কলম্বিয়া
  8. প্যারাগুয়ে
  9. পেরু
  10. ভেনেজুয়েলা

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

১০ জুন, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার প্রথম আসর এবং ১২ জুলাই, ২০২৪ তারিখে আসরটি সমাপ্তি ঘটবে। গ্রুপ পর্ব, কোয়াটার ফাইনাল, সেমি ফাইননাল ও ফাইনালের ভিত্তিতে সময় সূচিটিকে আলাদা আলাদা করে আপনাদের কাছে উপস্থাপন করা হলো করে। এতে করে কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি আপনার বুঝতে সুবিধা হবে।

গ্রুপ পর্বের ম্যাচসমূহ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি অনুযায়ী মোট দুইটি গ্রুপ রয়েছে। গ্রুপ এ ও গ্রুপ বি। গ্রুপ দুইটির ম্যাচের সময়সূচি নিম্নের তালিকায় দিয়ে দেওয়া হলো।

ম্যাচ নংতারিখম্যাচসময়
সোমবার, ১০ জুনব্রাজিল Vs ভেনেজুয়েলা ভোর ৩টা
সোমবার, ১২ জুনকলম্বিয়া Vs একুয়েডরভোর ৬টা
মঙ্গলবার, ১৪ জুনআর্জেন্টিনা Vs চিলিভোর ৩টা
মঙ্গলবার, ১৫ জুনপ্যারাগুয়ে Vs বলিভিয়াভোর ৬টা
শুক্রবার, ১৮ জুনকলম্বিয়া Vs ভেনেজুয়েলাভোর ৩টা
শুক্রবার, ১৮ জুনব্রাজিল Vs পেরুভোর ৬টা
শনিবার, ১৯ জুনচিলি Vs বলিভিয়াভোর ৩টা
শনিবার, ১৯ জুনআর্জেন্টিনা Vs উরুগুয়েভোর ৬টা
সোমবার, ২১ জুনভেনেজুয়েলা Vs একুয়েডরভোর ৩টা
১০সোমবার, ২১ জুনকলম্বিয়া Vs পেরুভোর ৬টা
১১মঙ্গলবার, ২২ জুনউরুগুয়ে Vs চিলি ভোর ৩টা
১২মঙ্গলবার, ২২ জুনআর্জেন্টিনা Vs প্যারাগুয়েভোর ৬টা
১৩বৃহস্পতিবার, ২৪ জুনএকুয়েডর Vs পেরুভোর ৩টা
১৪বৃহস্পতিবার, ২৪ জুনব্রাজিল Vs কলম্বিয়াভোর ৬টা
১৫শুক্রবার, ২৫ জুনবলিভিয়া Vs উরুগুয়েভোর ৩টা
১৬শুক্রবার, ২৫ জুনচিলি Vs প্যারাগুয়েভোর ৬টা
১৭সোমবার, ২৮ জুনব্রাজিল Vs একুয়েডরভোর ৩টা
১৮সোমবার, ২৮ জুনভেনেজুয়েলা Vs পেরুভোর ৬টা
১৯মঙ্গলবার, ২৯ জুনউরুগুয়ে Vs প্যারাগুয়েভোর ৩টা
২০মঙ্গলবার, ২৯ জুনবলিভিয়া Vs আর্জেন্টিনাভোর ৬টা

কোয়াটার ফাইনাল ম্যাচসমূহ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

গ্রুপ এ ও গ্রুপ বি এর পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল কোয়াটার ফাইনাল খেলার সুযোগ পাবে। কোয়াটার ফাইনাল ম্যাচসমূহের সময়সূচি –

ম্যাচ নংতারিখদলসময়
২১২ জুলাই শনিবারবি-২ Vs এ-৩ভোর ৩টা
২২২ জুলাই শনিবারবি-১ Vs এ-৪ভোর ৬টা
২৩৪ জুলাই রবিবারএ-২ Vs বি-৩ভোর ৪টা
২৪৪ জুলাই রবিবারএ-১ Vs বি-৪সকাল ৭টা

সেমিফাইনাল ম্যাচসমূহ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোয়াটার ফাইনালে বিজয়ী চার দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনাল ম্যাচের সময়সূচি –

ম্যাচ নংতারিখদলসময়
২৫৬ জুলাই, মঙ্গলবারসেমিফাইনাল ১
২৬৭ জুলাই, বুধবারসেমিফাইনাল ২

৩য় ও ৪র্থ স্থান নির্ধারনী ম্যাচ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

যে দুইটি দল সেমিফাইনালে পরাজিত হবে সেই দুইটি দলকে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের সময়সূচি নিম্নরুপ –

ম্যাচ নংতারিখদলসময়
২৮১১ জুলাই, ২০২৪সেমিতে পরাজিত দুই দলভোর ৬টা

ফাইনাল ম্যাচ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

সেমিফাইনালে বিজয়ী দুইটি দল ফাইনাল ম্যাচ খেলবে। ফাইনাল ম্যাচের সময়সূচি –

ম্যাচ নংতারিখদলসময়
২৯১২ জুলাই, ২০২৪সেমিতে বিজয়ী দুই দলভোর ৬টা

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি বাংলাদেশ সময়

আর্টিকেলটিতে বাংলাদেশ সময়সূচি অনুযায়ী কোপা আমেরিকা ২০২৪ সালের সময়সূচী দেওয়া হয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে খেলা দেখতে চান তাহলে আর্টিকেলের সময়সূচি অনুযায়ী নিশ্চিন্তে খেলা উপভোগ করতে পারেন। পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকে সময় সূচির পিকচার ও Pdf ডাউনলোড করার সুযোগ পাবেন। আপনার যদি তা প্রয়োজন হয় তবে চলুন সেগুলো ডাউনলোড করে নেওয়া যাক।

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি পিকচার

নিম্নে ২০২৪ সালের কোপা আমেরিকার সময়সূচির পিকচার দিয়ে দেওয়া হলো। সময়সূচিটি আপনি ডাউনলোড করে আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারেন। এতে করে অফলাইনে যখন তখন সময়সূচি দেখে নিতে পারবেন।

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি Pdf

File NameCopa America Schedule 2023
File TypePdf
File Size
Total Page1
Download LinkClick here (Google Drive)

শেষ কথা

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি নিয়ে এই ছিল আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি থেকে আপনি ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার সময়সূচি সম্পর্কে জানতে পেরেছেন। আর্টিকেলটি নিয়ে আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন।

ধন্যবাদ আপনাকে টিউবিএনে ভিজিট করে আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.