ফেব্রুয়ারি মাসের ডে সমূহ | ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ ২০২৩
ফেব্রুয়ারি মাসের ডে সমূহ বা দিবস সমূহ নিয়ে লেখা এই আর্টিকেলটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি ফেব্রুয়ারি মাসে কোন দিন কোন দিবস সেই সম্পর্কে জানতে চান তবে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। আর্টিকেলটি থেকে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ফেব্রুয়ারি মাস বেশিরভাগ মানুষের কাছে ভালোবাসার মাস নামে পরিচত। কেননা এ মাসে ভালোবাসার অনেক দিবস রয়েছে। এজন্য ফেব্রুয়ারি মাসের ডে সমূহ বা দিবস সমূহ জানতে চাওয়া নিয়ে মানুষের অনেক আগ্রহ। ভালোবাসার দিনগুলো ছাড়াও আরো অনেক দিবস ফেব্রুয়ারি মাসে রয়েছে। সেই সকল দিনগুলোর ব্যাপারেও আপনি জানতে পারবেন এই আর্টিকেলটি থেকে। তাহলে চলুন ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ বা ডে সমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
- ২১ শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন | 21 February Poster Design [Plp, Psd, AI, Png]
- 120+ ভালোবাসার স্ট্যাটাস | Love Status
- ভালোবাসার ছন্দ | ১৫০ + সেরা কষ্টের, রোমান্টিক ভালোবাসার ছন্দ SMS ছবি সহ
Table of Contents
ফেব্রুয়ারি মাসের ডে সমূহ বা দিবস সমূহ
মূলত ভালোবাসার দিনগুলো নিয়ে জানতে চাওয়া নিয়ে মানুষের আগ্রহ। সে সকল ডে সমূহ বা দিবস সমূহ জানার পাশাপাশি অন্যান্য দিবস সমূহও জেনে নিতে পারবেন। নিম্নের টেবিলে দিনগুলো দিয়ে দিলাম। এখান থেকে তা দেখে দিন। দিনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে পেয়ে যাবেন।
ফেব্রুয়ারি মাসের সকল ডে সমূহ বা দিবস সমূহের তালিকাঃ
তারিখ | দিবসের নাম |
---|---|
১ ফেব্রুয়ারি | বিশ্ব হিসাব দিবস |
২ ফেব্রুয়ারি | বিশ্ব জলাভূমি দিবস |
৪ ফেব্রুয়ারি | বিশ্ব ক্যান্সার দিবস |
১২ ফেব্রুয়ারি | বিশ্ব ডারউইন দিবস |
৭ ফেব্রুয়ারি | গোলাপ দিবস |
৮ ফেব্রুয়ারি | প্রস্তাব দিবস |
৯ ফেব্রুয়ারি | চকলেট দিবস |
১০ ফেব্রুয়ারি | টেডি ডে |
১১ ফেব্রুয়ারি | প্রমিস ডে |
১২ ফেব্রুয়ারি | কিস ডে (চুম্বন দিবস) |
১৩ ফেব্রুয়ারি | হাগ ডে |
১৪ ফেব্রুয়ারি | ভ্যালেন্টাইন ডে (ভালোবাসা দিবস) |
১৫ ফেব্রুয়ারি | স্ল্যাপ ডে (চর মারার দিবস) |
১৬ ফেব্রুয়ারি | কিক ডে |
১৭ ফেব্রুয়ারি | পারফিউম ডে |
১৮ ফেব্রুয়ারি | ফ্লার্টিং ডে |
১৯ ফেব্রুয়ারি | কনফেশন ডে |
২০ ফেব্রুয়ারি | মিসিং ডে |
২১ ফেব্রুয়ারি | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস |
২২ ফেব্রুয়ারি | বিশ্ব স্কাউট দিবস |
ফেব্রুয়ারি মাসের ভালোবাসার দিবস সমূহ বা ডে সমূহ
ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে ভালোবাসার দিনগুলো শুরু এবং ১৪ তারিখ ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার দিবস দিয়ে ভালোবাসার দিবস সমূহের সমাপ্ত ঘটে। ভালোবাসার দিনগুলোর তালিকাঃ
- ৭ ফেব্রুয়ারি – রোজ ডে (গোলাপ দিবস)
- ৮ ফেব্রুয়ারি – প্রোপোজ ডে (প্রস্তাব দিবস)
- ৯ ফেব্রুয়ারি – চকলেট ডে (চকলেট দিবস)
- ১০ ফেব্রুয়ারি – টেডি ডে (পুতুল দিবস)
- ১১ ফেব্রুয়ারি – প্রমিস ডে (কথা দেওয়ার দিবস)
- ১২ ফেব্রুয়ারি – কিস ডে (চুম্বন দিবস)
- ১৩ ফেব্রুয়ারি – হাগ ডে (আলিঙ্গন বা জড়িয়ে ধরা দিবস)
- ১৪ ফেব্রুয়ারি – ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস বা ভালোবাসার দিবস)
ফেব্রুয়ারি মাসের ডে সমূহ বা দিবস সমূহ নিয়ে বিস্তারিত
ফেব্রুয়ারি মাসে যে সকল দিবস রয়েছে সেই সকল দিবস সমূহ নিয়ে চলুন বিস্তারিত সকল তথ্য জেনে নেওয়া যাক। নিম্নে দিবসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো।
১ ফেব্রুয়ারি – বিশ্ব হিজাব দিবস
প্রতিবছর ১ ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস পালিত হয়। সকল ধর্মের মহিলাদের হিজাব পরিধানের জন্য উৎসাহিত করার জন্য দিবসটিকে পালন করা হয়।
২ ফেব্রুয়ারি – বিশ্ব জলাভূমি দিবস
২ ফেব্রুয়ারি পুরো বিশ্বে জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়। ১৯৯৭ সালে প্রথমবারের মতোন এই দিবসকে পালন করা হয়। অন্য সকল দেশের মতোন বাংলাদেশেও দিবসটিকে আনুষ্ঠানিক ভাবে পালিত হয়।
৪ ফেব্রুয়ারি – বিশ্ব ক্যান্সার দিবস
ক্যান্সার সম্পর্কে সতর্কতা তৈরির জন্য প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ইন্টারন্যাশানাল ইউনিয়ন এগেনষ্ট ক্যান্সার সহায়তা করে থাকে।
১২ ফেব্রুয়ারি – বিশ্ব ডারউইন দিবস
বিজ্ঞানী চার্লস ডারউইন এর জন্মদিন ১২ ফেব্রুয়ারি। তার আবিষ্কারের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনে ১২ ফেব্রুয়ারি বিশ্ব ডারউইন দিবস পালিত হয়। বৈজ্ঞনিক অবদানের মধ্যে বিবর্তন তথ্য অনেক জনপ্রিয়। তবে বর্তমানের আধুনিক বিজ্ঞানের গবেষণার ফলে তার অনেক বিবর্তন তথ্য বিজ্ঞানির গ্রহণ করে নি। তার মধ্যে বানর থেকে মানুষ অন্যতম। বর্তমানে অধুনিক বিজ্ঞান মানতে নারাজ বানর মানুষ থেকে এসেছে। তবে কিছু কিছু মানুষ এ তত্বকে সমর্থন করে। যদিও প্রকৃত পক্ষে আধুনিক বিজ্ঞানের সমর্থন নেই এই তত্বে।
৭ থেকে ১৪ ফেব্রুয়ারি – ভালোবাসার দিন বা সপ্তাহ
ফেব্রুয়ারি মাসের ডে সমূহের মধ্যে ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি অন্যতম। ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি ভালোবাসার সপ্তাহ হিসাবে পুরো বিশ্বে পালিত হয় এবং এই সপ্তাহ শেষে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভালোবাসা দিবস। পুরো বিশ্বে মতোন বাংলাদেশেও এই দিনগুলোকে পালন করা হয়।
১৫ থেকে ২০ ফেব্রুয়ারি
১৫ থেকে ২০ ফেব্রুয়ারির দিনগুলো ভালোবাসার দিনগুলোর মধ্যে অন্তভুক্ত। কিন্তু এই দিনগুলোকে সবাই সেইভাবে পালন করে না।
২১ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস
প্রতিবছর বাংলাদেশের সাথে পুরো বিশ্ব ২১ ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে। এক মাত্র বাঙ্গালীরাই মাতৃভাষার জন্য রক্ত দিয়েছিল। তাদের এই আত্ম ত্যাগের জন্য ২১ ফেব্রুয়ারিকে বাংলাদেশে মাতৃভাষা ও শহিদ দিবস হিসাবে পালিত হয়। পরবর্তীকে এই দিনটি পুরো বিশ্বে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়।
২২ ফেব্রুয়ারি – বিশ্ব স্কাউট দিবস
স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং তাঁরই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ২২ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয়। – উইকিপিডিয়া
সচারচর জিজ্ঞাসা
ফেব্রুয়ারি মাসের ডে সমূহ বা দিবস সমূহ নিয়ে সচারচ জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
ফেব্রুয়ারি মাসে কি কি ডে বা দিবস আছে?
ফেব্রুয়ারি মাসে অনেকগুলো ডে আছে। এর মধ্যে বিশেষ বিশেষ দিনগুলোর নাম আর্টিকেলটিতে তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য কিছু ডে হলো – হিজাব দিবস, জলাভূমি দিবস, ক্যান্সার দিবস, ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস, স্কাউট দিবস ইত্যাদি।
২১ শে ফেব্রুয়ারি কি দিবস?
ফেব্রুয়ারি মাসের ডে সমূহ বা দিবস সমূহের মধ্যে ২১ শে ফেব্রুয়ারি অন্যতম একটি দিন পুরো বিশ্ব এবং বাঙ্গালী জাতির জন্য। এই দিনটিকে আন্তজার্তিক মাতৃভাষা ও শহিদ দিবস হিসাবে পালন করা হয়।
৭ ফেব্রুয়ারি কি দিবস?
৭ ফেব্রুয়ারি রোজ ডে। বাংলায় একে গোলাপ দিবস বলা হয়। এই দিনটি দিয়ে ভালোবাসার দিনগুলো শুরু।
৮ ফেব্রুয়ারি কি দিবস?
৮ ফেব্রুয়ারি হলো প্রোপোজ ডে বা প্রস্তাব দিবস।
১০ ফেব্রুয়ারি কি দিবস?
১০ ফেব্রুয়ারি টেডি ডে বা পুতুল দিবস।
১৪ ফেব্রুয়ারি কি দিবস?
১৪ ফেব্রুয়ারি হলো ভ্যালেন্টাইন ডে। বাংলায় একে বল হয় ভালোবাসার দিবস।
উপসংহার
এই ছিল ফেব্রুয়ারি মাসের ডে সমূহ নিয়ে আমাদের আজকের আর্টিকেল। তবে বেশিরভাগ মানুষ ফেব্রুয়ারি মাসের ডে সমূহ জানার আগ্রহের মূল কারণ হলো ভালোবাসার দিনগুলো সম্পর্কে জানা। আমাদের আর্টিকেলটি থেকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আপনি কি ভালোবাসার দিবস পালন করে? অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন।
ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের ডে সমূহ এর মতোন আরো অনেক আর্টিকেল পেতে।