ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার 2024
আপনি কি ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় চলে এসেছেন। এই আর্টিকেলটি থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার পেয়ে যাবেন সাথে সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন ও সফটওয়্যারটি সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন।
সড়কে যানবাহন চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা পর সেটি হয়েছে কিনা তা জানার জন্য এটিকে চেক করা প্রয়োজন। বর্তমান সময়ে এটি অনলাইনের মাধ্যমে চেক করা যাবে। তবে এটি চেক করার জন্য নির্দিষ্ট একটি সফটওয়্যার প্রয়োজন। আর এটি হলো ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার যেটির অফিশিয়াল নাম BRTA DL Checker।
- ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো
- ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার নিয়ম
- লার্নার ড্রাইভিং লাইসেন্স ফরম
- ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক ও উত্তর pdf
কোথা থেকে এই সফটওয়্যারড ডাউনলোড করবে, কিভাবেই বা সফটওয়্যার ব্যবহার করবেন এ সংক্রান্ত সকল তথ্য আপনি এই আর্টিকেলটি থেকে জেনে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরী না করে আর্টিকেলের মূল বিষয়ে আলোকপাত করা যাক।
Table of Contents
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার
যে সফটওয়্যারের মাধ্যে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায় সেটি ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার। প্রতিটি দেশের এ ধরনের পরিসেবা থাকে। যার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করে নেওয়া যাবে। কোন কোন দেশ সফটওয়্যারের মাধ্যমে এই সেবা দেয় আবার কোন কোন দেশ ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা দেয়।
বাংলাদেশে নিবন্ধিত ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে সেটি হলো BRTA DL Checker। এন্ড্রোয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা একদম বিনামূল্যে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করার জন্য উপলব্ধ রয়েছে।
BRTA (Bangladesh Road Transport Authority) দ্বারা এই সফটওয়্যারটি প্রকাশিত হয়েছে। ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে সফটওয়্যারটিকে অনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এর পুরাতন ভার্সনের একটি সফটওয়্যার রয়েছে যেটির নাম DL Checker এই সফটওয়্যারটি ২৩ জুলাই ২০১৯ তারিখে প্রকাশিত হয়। তারপর থেকে সকলেই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সফটওয়্যারটি থেকে ড্রাইভিং লাইসেন্স চেক করে নিতে পারে।
সফটওয়্যারটি চালানোর জন্য এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রয়োজন এবং এন্ড্রয়েড ভার্সন সর্বনিম্ন ৭.০ হতে হবে। অন্য কোন অপারেটিং সিস্টেমে সফটওয়্যার ব্যবহার করতে হলে এন্ড্রয়েড ইমুলেটর ব্যবহার করতে হবে। DL No, Reference No অথবা Bar Code স্ক্যান করার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করা যাবে সফটওয়্যারটি থেকে।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার ডাউনলোড
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার এন্ড্রয়েড স্মার্টফোনটি থেকে গুগল প্লে স্টোর ওপেন করুন। এরপর, BRTA DL Checker লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনি ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যারটি পেয়ে যাবেন এরপর Install (ইন্সটল) বাটনে ক্লিক করে সফটওয়্যারটি আপনার ডিভাইসে ডাউনলোড ও ইন্সটল করে ফেলুন।
উপরের স্কিনশটের মতোন একটি অ্যাপ আপনি পাবেন এটি BRTA DL Checker সফটওয়্যার। এছাড়া আপনি চাইলে সরাসরি নিচের দেওয়া ডাউনলোড লিংক ক্লিক করে সফটওয়্যারটি আপনার ডিভাইসে ডাউনলোড ও ইন্সটল করে নিতে পারেন। সফটওয়্যারটির যাবতীয় সকল তথ্য ও ডাউনলোড নিম্নের তালিকায় তুলে ধরা হলো।
Software Name | BRTA DL Checker |
Software Size | 17.64 MB |
Software Developer | BRTA ICT |
Software Required | Android 7.0 and up |
Last Update | 20 May 2024 |
Software Download Link | Play Store |
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার ব্যবহারের নিয়ম
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যারটির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন না। সফটওয়্যারটি আপনার ডিভাইসে ইন্সটল করা হয়ে গেলে ওপেন করে নিন।
সফটওয়্যারটি ওপেন করার পর DL No অথবা BRTA Ref No প্রদান করুন এরপর জন্ম তারিখ দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। আপনি চাইলে আপনার ড্রাইভিং লাইসেন্সের বার কোড (Bar Code) স্ক্যান করেও ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। এজন্য বার কোড (Bar Code) আইকনে ক্লিক করে ক্যামেরা পারমিশন Allow করে ড্রাইভিং লাইসেন্সের বার কোড স্ক্যান করতে হবে ক্যামেরার মাধ্যমে।
উপসংহার
এই ছিল ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগেছে এবং আর্টিকেলটি আপনি উপভোগ করেছেন। সফটওয়্যারটি ডাউনলোড করে চেক করে নিন আপনার ড্রাইভিং লাইসেন্স।
সফটওয়্যারটি অথবা আর্টিকেলটি আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। পরিশেষে ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকা জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএনের সাথেই থাকুন।