ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার নিয়ম ২০২৩
আপনি কি আপনার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে চান? কিন্তু কিভাবে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করবেন এই সম্পর্কে জানেন না। একদম চিন্তা করবেন না। আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছে। আর্টিকেলটি থেকে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। রাস্তায় মোটাসাইকেল, বাস, ট্রাক, মাইক্রো ইত্যাদি যানবাহন চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সার্জেন্টের কাছ থেকে কেস খাওয়ার সম্ভাবনা থাকে।
আরো পড়ুনঃ
- লার্নার ড্রাইভিং লাইসেন্স ফরম 2023
- নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম ২০২৩
- ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক ও উত্তর pdf
- মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম
বর্তমানে বাংলাদেশে প্রায় সকল কিছু অনলাইনকরণ হয়েছে। ড্রাইভিং লাইসেন্স এর ডেটাও বর্তমানে অনলাইনে রয়েছে। অনলাইনে থাকার কারণে ড্রাইভিং লাইসেন্স নাম্বারের মাধ্যেম সহজেই অসল-নকল সনাক্ত করা যায়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করাও সুযোগ থাকে। তবে আমরা অনেকেই ডাউনলোড করার নিয়ম সম্পর্কে জানি না। যা এই আর্টিকেলটি থেকে জেনে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই সম্পর্কে জেনে নেই।
Table of Contents
ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার প্রয়োজনীয়তা
ডাউনলোড করার নিয়ম জানার আগে এটি ডাউনলোড করার কিছু প্রয়োজনীয়তা চলুন জেনে নেই।
- ড্রাইভিং লাইসেন্স আসল না নকল তা সনাক্তকরণের জন্য।
- সার্জেন্ট ধরলে এবং কোন কারণে ড্রাইভিং লাইসেন্স বাসায় ফেলে আসলে সার্জেন্টকে এই লাইসেন্স শো করিয়ে বোঝাতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে।
- নতুন আবেদন করলে ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করার জন্য।
- লাইসেন্সের মেয়াদ চেক করতে পারবেন অনলাইনে এটি ডাউনলোড করার মাধ্যমে
ইত্যাদি ইত্যাদি প্রয়োজনে আপনি এটি ডাউনলোড করতে পারেন।
ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার নিয়ম
চলুন আর দেরী না করে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করা সম্পর্কে বিস্তারিত ভাবে জানা যাক। ধাপ ধাপে স্কিনশট সহ আলোচনা করা হয়েছে। ধাপগুলো অনুসরণ করে এটি ডাউনলোড করার নিয়ম সম্পর্কে জেনে নিন।
ধাপ ১ঃ DL Check App ডাউনলোড করুন
ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য আমাদেরকে অবশ্যই DL Checker অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি ছাড়া আপনি Driving License Download করতে পারবেন না। অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে। আপনি সহজেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে DL Checker লিখে সার্চ করুন অথবা এই লিংকে ক্লিক করুন আপনাকে সরাসরি অ্যাপ ডাউনলোড করার লিংকে নিয়ে যাবে। অ্যাপের লিংক – https://play.google.com/store/apps/details?id=com.madrassecurityprinters.dl_checker
ধাপ ২ঃ অ্যাপটি ওপেন করুন
অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করে নিন। ওপেন করার পর উপরের স্কিনশটের মতোন ইন্টারফেজ দেখতে পারবেন। আর অবশ্যই মোবাইলে ইন্টারনেট কানেকশন অন রাখবে। ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন না।
ধাপ ৩ঃ DL No বা BRAT Ref No দিন
অ্যাপটি ওপেন করার পর আপনি একটি ইনপুট বক্স দেখতে পারবেন। সেখানে আপনি DL No অথবা BRAT Ref NO ইনপুট করুন। আপনার কাছে যে No আছে সেটি লিখে দিন। ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরমে DL No অথবা BRAT Ref নং পেয়ে যাবেন। DL No বা BRAT Ref No ইনপুট করার পর ইনপুট বক্স থেকে আপনি যে No টি দিয়েছেন সেটি সিলেক্ট করে দিবেন।
ধাপ ৪ঃ Get Data Button এ ক্লিক করুন
DL No বা BRAT Ref No দেওয়া হয়ে গেলে Get Data বাটনে ক্লিক করুন। Get Data বাটনে ক্লিক করা হয়ে গেলে কিছুক্ষণ সময় নিবে ডেটা লোড নিতে।
ধাপ ৫ঃ ড্রাইভিং লাইসেন্সের স্কিনশট নিয়ে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করুন
যদি আপনার দেওয়া সকল তথ্য সঠিক থাকে তাহলে Get Data Button এ ক্লিক করার পর আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স উপরের স্কিশটের মতোন দেখতে পারবেন। এবার এটির স্কিনশট নিয়ে নিন। ড্রাইভিং লাইসেন্সের প্রথম পার্শ্বের স্কিনশট নেওয়ার পর ড্রাইভিং লাইসেন্সের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছন পার্শ্ব দেখতে পারবেন। এবার পিছন পার্শ্বের স্কিনশট নিয়ে নিন। দুই পাশের স্কিনশট নেওয়া হয়ে গেলে সুন্দরভাবে ক্রপ করে নিন। এভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য কি কি প্রয়োজন?
ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য শুধুমাত্র Driving License No বা BRAT Ref No এর প্রয়োজন হবে।
ড্রাইভিং লাইসেন্স হয়েছে কি না কিভাবে জানব?
ড্রাইভিং লাইসেন্স চেক করার মাধ্যমে জানতে পারবেন ড্রাইভিং লাইসেন্স হয়েছে কি না। আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে আপনি Driving License Download করার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স হয়েছে কি না এটিও জানতে পারবেন।
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যারের নাম কি?
ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার বা অ্যাপের নাম DL Checker।
শেষ কথা
আর্টিকেলটিতে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার নিয়ম নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। নিয়মগুলো অনুসরণ করে আপনি সহজেই অনলাইন থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনার Driving License Download করতে কোন প্রকার সমস্যা হবে না। যদি ডাউনলোড করতে গিয়ে কোন সমস্যা হয় তাহলে আপনি আপনার সমস্যার কথা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও আর্টিকেলটি নিয়ে আপনার যেকোন মতামতও কমেন্টে জানাতে পারেন।
ধন্যবাদ আপনাক টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এই ধরনের আরো অনেক আর্টিকেলে পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।