Education

আইনস্টাইন কিসের জন্য নোবেল পান?

আসসলামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আইনস্টাইন কিসের জন্য নোবেল পান আপনি কি এই সম্পর্কে জানতে চান? যদি জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আইনস্টাইন কিসের জন্য নোবেল পান এই সম্পর্কে আর্টিকেলটি থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আইনস্টাইন অনেক বিখ্যাত একজন পদার্থ বিজ্ঞানী তার পূর্ণ নাম আলবার্ট আইনস্টাইন (Albert Einstein)। পদার্থ বিজ্ঞানে তার অবদান অপরিসীম। আধুনিক পদার্থ বিজ্ঞান অগ্রসরে তিনি অত্যন্ত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৪ ই মার্চ ১৮৭৯ সালে উল্‌ম, উরটেমবার্গ (Württemberg), জার্মান সাম্রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন এবং ১৮ এপ্রিল ১৯৫৫ মাত্র ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তার আবিষ্কার করা বিভিন্ন সূত্র, তত্ব আজো বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ আবদান রাখছে। এসব আবিষ্কারের কারণে তাকে নোবেল পুরষ্কারে পুরষ্কৃত করা হয়। আইনস্টাইন কিসের জন্য নোবেল পান এই সম্পর্কে জানার আগে আইস্টাইন সম্পর্কে কিছু তথ্য চলুন জেনে নেওয়া যাক।

আলবার্ট আইনস্টাইন

আলবার্ট আইনস্টাইন

জন্ম১৪ মার্চ ১৮৭৯
মৃত্যু১৮ এপ্রিল ১৯৫৫
বাসস্থানজার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিত্বজার্মান (১৮৭৯-৯৬, ১৯১৪-৩৩)
রাষ্ট্রহীন (১৮৯৬-১৯০১)
সুইজারল্যান্ডীয় (১৯০১-৫৫)
অস্ট্রিয় (১৯১১-১৯১২)
মার্কিন (১৯৪০-৫৫)
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
পুরষ্কারপুরস্কার বার্নার্ড পদক (১৯২০)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২১)
মাতেউচি পদক (১৯২১)
ফেলো অফ দ্য রয়েল সোসাইটি (১৯২১)
কপলি পদক (১৯২৫)
রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি স্বর্ণপদক (১৯২৬)
মাক্স প্লাংক পদক (১৯২৯)
জাতীয় বিজ্ঞান একাডেমির সদস্য (১৯৪২)
টাইম ম্যাগাজিনের শতাব্দীসেরা ব্যক্তিত্ব (১৯৯৯)
স্ত্রীমিলেভা মেরিক (বিবাহঃ ১৯০৩; বিচ্ছেদঃ ১৯১৯)
এলসা লভেন্থাল (বিবাহঃ ১৯১৯; মৃত্যুঃ ১৯৩৬)

আইনস্টাইন কিসের জন্য নোবেল পান

ভর-শক্তির সমতুল্যতার সূত্র

আইনস্টাইন মূলত আপেক্ষিকতার তত্ব এবং ভর-শক্তির সমতুল্যতার সূত্র (E=mc2) আবিষ্কারের জন্য বিশ্ব বিখ্যাত। তার এই দুইটি আবিষ্কার বিজ্ঞানকে নতুন এক মাত্রায় নিয়ে গেছে। E=mc2 অনেক বিখ্যাত একটি সমীকরণ। ১৯২১ সালে আইনস্টাইন নোবেল পুরষ্কার পান। তাত্বিক পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদান এবং আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য আইনস্টাইন নোবেল পুরষ্কার পান।

তাত্বিক পদার্থ বিজ্ঞানে তিনি বিভিন্ন ধরনের অবদান রাখেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভর-শক্তির সমতুল্যতার সূত্র E=mc2। আপেক্ষিকতা নিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মতবাদ দিয়েছেন। তার মতে স্থান, কাল, দৈর্ঘ্য, কোনোটিই পরম রাশি বা নিরপেক্ষ নয় বরং এগুলো পরিবর্তনশীল। যা বর্তমানের আধুনিক বিজ্ঞানও মেনে নিচ্ছে।

তবে, আইনস্টাইন মূলত, আলোক-তড়িৎ ক্রিয়া আবিষ্কার ও গবেষণার জন্য নোবেল পুরষ্কার পান।

উপসংহার

আলবার্ট আইনস্টাইন সেরা একজন বিজ্ঞানী ছিলেন। আধুনিক পদার্থ বিজ্ঞানে তার অবদান অপরীহার্য। আর্টিকেলটি থেকে আপনার নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছেন আইনস্টাইন কিসের জন্য নোবেল পান। আর্টিকেলটি নিয়ে আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন আমি চেস্টা করব আপনার প্রশ্নে যথাযত উত্তর দেওয়ার।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.