সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড, পরিমাণ ও নেওয়ার উপায় ২০২৩
সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে লেখা আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড, পরিমাণ ও কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিবেন এই সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ুন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য।
বাংলাদেশের বর্তমানে পাঁচটি সিম কোম্পানি বা টেলিকম অপারেটর কোম্পানি রয়েছে। এগুলো হলোঃ গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, রবি ও এয়ারটেল। সব সিম কোম্পনিই চায় তাদের গ্রাহকদের গুণগত মানের সেবা দেওয়ার। এজন্য নতুন নতুন ধরনের সেবা দিয়ে তারা গ্রাহকদের তাদের সিম ব্যবহারে আকৃষ্ট করতে চায়। ইমারজেন্সি ব্যালেন্স সেবা এমনি একটি। তবে বর্তমানে সকল সিম কোম্পানি ইমারজেন্সি ব্যালেন্স (Emergency Balance) সেবা দিয়ে আসছে।
আরো পড়ুনঃ
- গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় ও কোড 2023
- জিপি ইন্টারনেট অফার ২০২৩ সাথে ফ্রি ১ জিবি কোড | GP Internet Offer 2023
- গ্রামীন এমবি অফার ২০২৩ | সাথে ফ্রি ১ জিবি | Grameenphone MB Offer 2023
- বাংলালিংক এমবি চেক করার নিয়ম ২০২৩
- বাংলালিংক ১ জিবি অফার ২০২৩ কোড সহ | সাথে ফ্রি এমবি
ইমারজেন্সি ব্যালেন্স সেবা থাকার ফলে সহজেই সিম কোম্পানির কাছ থেকে টাকা ধার করে নেওয়া যায়। আর সেই টাকা দিয়ে প্রয়োজন অনুযায়ী খরচ করা যায়। তবে আমরা অনেকেই ইমারেজন্সি ব্যালেন্স কোড বা নেওয়ার উপার সম্পর্কে অবগত নই। তো চলুন দেরি না করে এখন এই বিষয়ে জেনে নেই।
Table of Contents
সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স
ফোনে কথা বলতে হঠাৎ করে ফোনের ব্যালেন্স শেষ। গুরুত্বপূর্ণ একটি কল করতে হবে কিন্তু ফোনে ব্যালেন্স নেই। ইন্টারনেটে প্রবেশ করতে হবে কিন্তু ফোনে ব্যালেন্স নেই। এ রকম পরিস্থিতে একটি মাত্র সমাধান হলো ইমারজেন্সি ব্যালেন্স।
সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স সম্পর্কে জানা থাকলে ঝটপট এরকম পরিস্থিতি থেকে উদ্ধার হওয়া সম্ভব। একেক কোম্পানির সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার ডায়াল কোড আলাদা আলাদা হয়ে থাকে তবে নিয়ম একই। কোড ডায়াল করার সাথে সাথে ইমারজেন্সি ব্যালেন্স চলে আসে যদি গ্রাহক তা নেওয়ার যোগ্যতা রাখে।
একবারের বেশী কোন কোম্পানি ইমারজেন্সি ব্যালেন্স দেয় না। তবে ইমারজেন্সি ব্যালেন্স দেওয়ার পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকে। কেউ যদি বেশী পরিমাণ টাকা সিমে খরচ করে তবে সে বেশী পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স পাবেন। অন্যথায় একজন গ্রাহক যে মিনিমাম ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার যোগ্যতা রাখে সেটি পাবে।
সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড
এবার চলুন সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোডগুলো দেখে নেওয়া যাক। কোডগুলো ডায়াল করে আপনি ইমারজেন্সি ব্যালেন্সের জন্য রিকুয়েস্ট করতে পারবেন। আপনার রিকুয়েস্ট সম্পন্ন হলে ও আপনার রিকুয়েস্ট গ্রহন করা হলে তাৎক্ষণিক আপনার সিমের অ্যাকাউন্টে ইমারজেন্সি ব্যালেন্স চলে আসবে।
সিমের নাম | ইমারজেন্সি ব্যালেন্স কোড |
---|---|
গ্রামীণফোন | *9# অথবা *121*1*3# |
বাংলালিংক | *874# |
রবি | *123*007# |
এয়ারটেল | *141# অথবা *8# |
টেলিটক | *1122# |
সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স পরিমাণ
এবার চলুন জেনে নেই কোন কোম্পনি কি পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে। নিচের টেবিলে সকল তথ্য উল্লেখ করা হলো।
তবে কোন গ্রাহক কি পরিমান ইমারজেন্স ব্যালেন্স পাবে এটি নির্ভর করে সেই গ্রাহক কি পরিমাণ টাকা মাসিক রিচার্জ ও খরচ করে। আপনি যদি বেশী পরিমাণ টাকা খরচ করেন তাহলে বেশী পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স পাবেন ও কম করে থাকলে কম। আর প্রতিটি সিম কোম্পানি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার পরিমাণ নির্ধারণ করে দেওয়া আছে।
সিমের নাম | সর্বনিম্ন ইমারজেন্সি ব্যালেন্স | সর্বোচ্চ ইমারজেন্সি ব্যালেন্স |
---|---|---|
গ্রামীণফোন | ১৩ টাকা | ২০০ টাকা |
বাংলালিংক | ১৫ টাকা | ১০০ টাকা |
রবি | ১২ টাকা | ১০০ টাকা |
এয়ারটেল | ১২ টাকা | ১০০ টাকা |
টেলিটক | ১০ টাকা | ৫০ টাকা |
সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায়
আপনি যে সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে চান সেই সিম থেকে নির্ধারিত কোডটি ডায়াল করবেন (উপরে কোড দেওয়া আছে)। কোড ডায়াল করার পর ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে আপনি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য উপলব্ধ কি না। যদি উপলব্ধ হন তবে ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবে।
কোড ডায়াল করা ছাড়াও আপনি ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। এজন্য যে সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিবেন সেই সিমের অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপ থেকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার অপশন পেয়ে যাবেন।
চলুন এক নজরে সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স উপায় দেখে নেই।
- গ্রামীণফোনঃ গ্রামীণফোন সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ডায়াল করতে হবে *121*1*3# অথবা *9#। কোডটি ডায়াল করলে ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন। এছাড়াও মাইজিপি অ্যাপ থেকে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
- বাংলালিংকঃ বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড *874#। এই কোডটি ডায়াল করার মাধ্যমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। অথবা মাইবিএল অ্যাপ থেকেও বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
- রবিঃ রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ফোন ডায়াল প্যাড অপশন থেকে ডায়াল করুন *123*007#। আপনি যদি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য উপলব্ধ থাকেন তাহলে ফিরতি মেসেজে ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন। কোড ডায়াল করা ছাড়া ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য মাই রবি অ্যাপ ব্যবহার করতে পারেন।
- এয়ারটেলঃ এয়াটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড *121*4#। এই কোডটি ডায়াল করে এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। অথবা মাই এয়ারটেল অ্যাপ ব্যবহার করেও ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সুযোগ পাবেন।
- টেলিটকঃ টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য ফোনে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *1122# অথবা মাই টেলিটক অ্যাপের ইমারজেন্সি ব্যালেন্স সেকশন থেকে টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে লেখা আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নিব?
নির্দিষ্ট কোড ডায়াল করে নির্দিষ্ট সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হবে। এই আর্টিকেলে এসকল কোড দেওয়া আছে।
কি পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স পাওয়া যায়?
গড় হিসাবে সকল সিম সর্বনিম্ন ১০ থেকে ১৫ টাকা থেকে সর্বোচ্চ ১০০ থেকে ২০০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে।
ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সহজ উপায় কি?
কোড ডায়াল করা ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সহজ উপায়। এছাড়াও অ্যাপ থেকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যায়।
উপসংহার
আর্টিকেলটিতে সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন, কোন কোড ডায়াল করতে হবে, কি পরিমাণ ব্যালেন্স পাবেন ইত্যাদি। আশা এই বিষয়গুলো আপনার অনেক উপকারে আসবে এবং আর্টিকেলটি থেকে আপনি আপনার প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে গেছে।
আর্টিকেলটি নিয়ে আপনার যদি আরো কোন জিজ্ঞাসা থাকে ও আর্টিকেলটি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।