Facebook
Facebook App ছাড়াই Facebook পেজ এর Role পরিবর্তন করবেন যেভাবে
আবারো আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি ফেসবুক টিপস। এবার আপনি আপনার Fakebook Page Role চেঞ্জ করতে পারবেন Facebook Application ছাড়া অথবা আপনার Java ফোন দিয়ে। ট্রিকটা খুবই সিম্পল। পোস্টটা ভালোভাবে পড়ুন।
যা যা প্রয়োজন
- যে কোনো একটি ব্রাউজার। Ex: Opera, Chrome
- ইন্টারনেট সংযোগ
- যে পেজ এর নাম চেঞ্জ করবেন সেই পেজ এর Username। যদি পেজ এর Username সেট করা না থাকে তবে পেজের ID নাম্বার টি।
কার্যপদ্বতি
- প্রথমে নেট কানেকশন চালু আপনার ব্রাউজার টি ওপেন করে Enter Address এ গিয়ে নিচের Link টি Copy করে Past করুন।
http://mbasic.facebook.com/USERNAME/settings
- পেস্ট করার পর দেখবেন লিংক এর এক জায়গায় USERNAME লেখা আছে।
- সেখানে আপনি যে পেজএর Username/ID টা কালেক্ট করলেন সেটা রিপ্লেস করে লিংকটা ওপেন করুন দেকবেন Page Role অপশন টা এসে গেছে। এখন Role Choose করে Password দিয়ে সেভ করে দিন। কথা গুলোন বুঝতে সমস্যা হলে নিচের Gif ইমেজটি দেখুন।
Gif Image টি আপনার ফোনে Support না দিলে ডাউনলোড করে দেখুন। কোথাও কনো বুঝতে সমস্যা হলে Comment করুন।