HtmlBloggerWordpress

Footer sticky ads code for Blogger, Wordpress

আসসালামু ওয়ালাইকুম!! আশা করছি ভালো আসেন। অনেকদিন যাবত অনেকেই আমার কাছ থেকে Blogger এর জন্য Footer Sticky Ads Code টি চেয়েছেন। আর, আজকের এই আর্টিকেলে আমি সেই এডস কোডটিই শেয়ার করতে যাচ্ছি।

আপনি এই এডস কোডটি ব্লগার ছাড়াও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও ব্যবহার করতে পারবেন। তবে, যেহেতু ব্লগার সাইটে কিভাবে ব্যবহার করবেন এই নিয়ে আর্টিকেলটি তাই এই টিউটোরিয়ালে শুধু এই বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে।

আরো পড়ুনঃ

Features of Footer sticky ads code

  • Responsive
  • Real time ads
  • 100% Safe for Adsense
  • With Close Button
  • High Adsense CTR

এই ছিল ফুটার স্টিকি এডস কোডটির ফিচার সমূহ। আপনি এটা এডসেন্স এর এড শো এর জন্যও ব্যবহার করতে পারেন। Adsense Account Ban হবে না। এডসেন্স ও ব্লগার নিয়ে আমাদের ওয়েবসাটে প্রকাশিত হওয়া কিছু আর্টিকেলে। এগুলো অবশ্যই পড়বেন আপনার কাজে আসবে আশা করি –

Footer Sticky Ads Code

<script type=’text/javascript’>
$(document).ready(function() {$(&#39;img#closed&#39;).click(function(){$(&#39;#bl_banner&#39;).hide(90);});});
</script>
<div id=’fixedbox’ style=’width:100%;margin:0;text-align:center;float:none;overflow:hidden;position:fixed;bottom:0;z-index:999;left:0;right:0;-webkit-transform:translateZ(0);’>
<div><a id=’close-fixedbox’ onclick=’document.getElementById(&apos;fixedbox&apos;).style.display = &apos;none&apos;;’ style=’cursor:pointer;’><img alt=’close’ src=’http://1.bp.blogspot.com/-_A83iDM6JYc/VhtxROLILrI/AAAAAAAADK4/aM4ikIA6aqI/s1600/btn_close.gif’ style=’vertical-align:middle;’ title=’close button’/></a></div>
<div style=’text-align:center;display:block;max-width:100%;height:auto;overflow:hidden;margin:0;background:white;’>
<!– Ads Code Goes to here–>
</div>
</div>

Footer sticky ads code setup instruction

  1. আপনি এই Footer Sticky Ads Code টি ব্লগার, ওয়ার্ডপ্রেস, পিএসপি যেকোনো সাইটে ব্যবহার করতে পারবেন। যেখানেই ব্যবহার করুন না কেন আপনাকে অবশ্যই body end tag(</body>) এর আগে কোডটি বসাতে হবে না।
  2. কোডটি কপি করে <!– Ads Code Goes to here–> এর জায়গায় আপনার এড কোডটি পেস্ট করে দিন।
  3. এডসেন্স এর এড হলে এড শো করতে সর্বচ্চো ২৪ ঘন্টা সময় লাগবে।
  4. সাইটে jQuery install করে নিতে হবে নয়তো close button কাজ করবে না।

তো এই ছিল আজকের টিউন। আশা করছি ভালো লেগেছে। এই ধরনের আরো অনেক টিউন পেতে আমাদের সাথেই থাকুন।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.