FreelancingTips & Trick

কিভাবে মাসে ১০,০০০ ফ্রি বাল্ক ইমেইল পাঠাবেন?

বন্ধুরা, আপনারা অনেকেই আপনাদের নিজস্ব ডোমেইন থেকে নিউজলেটার পাঠাতে গিয়ে হয়ত বিপদে পরেছেন। কিংবা অনেকেই তার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য ফ্রি বাল্ক ইমেইল পাঠাতে চান।

কিন্তু, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং কম্পানি তো আপনাকে ফ্রি ফ্রি ইমেইল পাঠিয়ে দেবে না। এজন্য তারা পেমেন্ট নেবে, তাই না? তো, আমি আজ আপনাদের এমন একটি ফ্রি সাইট নিয়ে হাজির হয়েছি যেখান থেকে আপনি চাইলেই মাসে ১০,০০০ ফ্রি বাল্ক ইমেইল পাঠাতে পারেন। হতে পারে সেটা আপনার কম্পানির নিউজলেটার কিংবা আপনার কোন প্রোডাক্টের প্রচারনা। আসুন জেনে নেই কিভাবে আপনি মাসে ১০,০০০ ইমেইল পাঠাতে পারবেন?

আরো পড়ুনঃ

ফ্রি বাল্ক ইমেইল পাঠানোর পদ্বতি

যে ওয়েবসাইটটি আপনাকে এই সুবিধা দিবে তা হলো www.mailchimp.com। ফ্রি বাল্ক ইমেইল পাঠানোর জন্য শুরুতেই এখানে রেজিস্ট্রেশন করে নিন একদম ফ্রিতে। এরপর লগইন করে নিন। আপনার অডিয়েন্স ইমেইল এড্রেসগুলো এ্যাড করে নিন। মজার ব্যাপার হল আপনি চাইলেই এক্সেল ফাইল আপলোড করে ইমেইল এড্রেস এ্যাড করে নিতে পারবেন।

ফ্রি বাল্ক ইমেইল পাঠানো ওয়েবসাইট - Mailchimp

আপনি চাইলেই এখানে আপনার ইমেইল এর টেমপ্লেট সেট করে নিতে পারবেন। ইচ্ছেমত লিংক যোগ করা কিংবা ছবি যোগ করা এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মতই সহজ একটি কাজ। এছাড়া বিল্ট ইন টেমপ্লেট আছে যা আপনি সরাসরি  নিতে পারেন।

শুধু কি ইমেইল সেন্ড করা, না ভাই এখান থেকে আপনি দেখতে পারবেন এর সম্পূর্ণ রিপোর্ট। মানে কে কে আপনার ইমেইল খুলেছে, কে কোন লিংক এ ক্লিক করেছে, ইচ্ছামত সেন্ডার ইমেইল সেট করা আরও কত কি? ফ্রি তে এতসব আর কোথায় পাবেন বলেন? নিচের ছবির মত রিপোর্ট জেনারেট হবে অটোমেটিক।

ফ্রি বাল্ক ইমেইল পাঠানো

এর পাশাপাশি মেইলচিম্পকে আপনি চাইলে আপনার ডোমেইনের সাথে যুক্ত করে দিতে পারেন এইচটিএমএল কোডের মাধ্যমে। এর ফলে আপনার সাইটে একটি পপ আপ মেনু আসবে যেখানে ভিজিটরেরা চাইলে ইমেইল এড্রেস দিয়ে সরাসরি নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারবে, মজার ব্যাপার হল সেই ইমেইল এড্রেস আপনার মেইলচিম্প একাউন্টে অটোসিংক্রোনাইজ হয়ে যাবে।

এছাড়াও আপনি সার্ভে, ল্যান্ডিং পেজ তৈরির কাজ করে নিতে পারেন এখানে।

ফ্রি একাউন্টে আপনি সর্বচ্চো ২০০০ ইমেইল এড্রেসে মোট ১০,০০০ ইমেইল পাঠাতে পারবেন প্রতি মাসে। ট্রাই করে দেখুন এতে আপনার খরচ বেচে যাবে আশা করি।

ডাউনলোড করুনঃ W3Schools Offline Version ডাউনলোড করে নিন মাত্র 32 MB

এবার একটি বোনাস টিপস

গুগল তার প্রতিটি ইমেইল এড্রেসের বিপরীতে ১৫ জিবি স্টোরেজ সুবিধা দিয়ে থাকে আমরা সবাই জানি। এর বাইরে কারও যদি স্টোরেজ সুবিধা লাগে তাহলে তাকে গুগল থেকে কিনে নিতে হয়। কিন্তু আমি আপনাকে এমন একটি বুদ্ধি দেব যাতে করে আজীবনের জন্য আনলিমিটেড শেয়ারড ড্রাইভ স্পেস আপনার মেইন গুগল ড্রাইভের সাথে যুক্ত হয়ে যাবে।

কি? বিশ্বাস হচ্ছে না? এই লিংকে গিয়ে সরাসরি পরে আসুন ভাই। ফিরে এসে আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না কিন্তু।

শেষ কথা

এই ছিল ফ্রি বাল্ক ইমেইল কিভাবে পাঠাবেন তা নিয়ে লেখা আর্টিকেল। আশা করছি আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি সহজেই ফ্রি বাল্ক ইমেইল পাঠাতে পারবেন। যদি পাঠাতে গিয়ে কোন প্রকার সমস্যার সম্মুখীন হন কিংবা আর্টিকেলটি নিয়ে আপনার কোন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনাকে সহায়তা করা জন্য।

আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব্দের সাথে এবং এই ধরনের আরো আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.