Freebasic দিয়ে Prothom Alo পড়বেন যেভাবে । নিয়ে নিন সমাধান
আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে Freebasic দিয়ে Prothom Alo পড়বেন। কয়েকদিন যাবত বিভিন্ন গ্রুপে ফ্রিব্যাসিক দিয়ে প্রথম আলো পড়া যাচ্ছে না এই নিয়ে অনেকেই পোস্ট করছেন।
অনেকেই তাই মনে করছেন প্রথম আলো হয়তো ফ্রিব্যাসিকে নেই। কিন্তু, আসলে তা নয়। আজকের এই টিউনে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান দিব। তো চলেন কাজে নেমে পড়ি চলেন-
আরো পড়ুনঃ
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন ২০২২
- ফেসবুক ফিশিং স্ক্রিপ্ট || Advanced Facebook Phishing Script 2022
১. প্রথমে ফ্রীবেসিকে যান এবং প্রথম আলো খুঁজে বের করে সেখানে প্রবেশ করুন-
২. কিন্তু দুঃখের কথা এরকম পেজ আসে। আপনার এসেছে –
৩. এখন এই সমস্যা সমাধানের জন্য আপনার ব্রাউজারে Enter Adress এ যান। দেখবেন এরকম একটা Url পাবেন “https://www.0.freebasics.com/https/fb.prothomalo.com/?iorg_service_id_internal=849824921721473%3BAfqu_QXwNLvFAjJz” । Url টিকে সামান্য একটু এডিট করতে হবে।
৪. Url টির https টিকে এডিট করে http করে দিন। অর্থাৎ এরকম “https://www.0.freebasics.com/http/fb.prothomalo.com/?iorg_service_id_internal=849824921721473%3BAfqu_QXwNLvFAjJz” ।
এবার দেখুন প্রথম আলো এসে গেছে ব্যাস কাজ শেষ। খুশি তো :)
আর আপনি যদি এত ঝামেলা না করতে চান তাহলে এই লিংকটটি কপি করে Enter Adress এ পেস্ট করে প্রবেশ করুন। লিংকঃ https://www.0.freebasics.com/http/fb.prothomalo.com/ অথবা, এখানে ক্লিক করুন প্রথম আলোতে ফ্রীবেসিকের মাধ্যমে প্রবেশ করার জন্য।
এভাবে আপনি খুব সহজেই Freebasic দিয়ে Prothom Alo পড়তে পারবেন!! আশা করছি আমার টিউনটি আপনার ভালো লেগেছে। কোথাও কোন বুঝতে সমস্যা হলে কমেন্ট করিয়েন।।