মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম [অর্থসহ সকল অক্ষর দিয়ে]
মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম বলতে মেয়েদের ইসলামিক পূর্ণ নামকে বোঝানো হয়ে থাকে। আমরা নাম ধরে ডাকার ক্ষেত্রে সাধারণত সংক্ষিপ্ত নামে ডাকি। এই সংক্ষিপ্ত নামলে ডাক নাম বলা হয়ে থাকে। কাউকে আমরা সংক্ষিপ্ত নামে ডাকলেও তার একটি পূর্নাঙ্গ নাম থাকে। নাম রাখার ক্ষেত্রে সাধারণত পূর্ণাঙ্গ নামই রাখা হয়। পূর্ণাঙ্গ নাম সাধারণ একটি সংক্ষিপ্ত নামের সাথে পদবি বা অন্য আরেকটি সংক্ষিপ্ত নাম মিলে তৈরি হয়। কোন কোন সময় কয়েকটি সংক্ষিপ্ত নামের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ নাম তৈরি হয়।
তবে আমাদের সমাজে আমরা দুইটি সংক্ষিপ্ত নাম মিলে একটি পূর্ণাঙ্গ নাম হওয়ার প্রবণতা বেশী দেখি। উদাহরণঃ সাজিদা তৈয়বা। এখানে সাজিদা এবং তৈয়বা উভয়ই সংক্ষিপ্ত নাম। যদি নামটি সাজিদা খাতুন হতো তাহলে এই নামটি একটি সংক্ষিপ্ত নাম + পদবি মিলে তৈরি হত।
- মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
- ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
- মেয়েদের আধুনিক নাম তালিকা অর্থসহ
- বাচ্চাদের ইসলামিক নাম অর্থসহ
তো যাই হোক এই আর্টিকেলে আমরা অনেকগুলো মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম আপনাদের সাথে শেয়ার করব। যেখান থেকে নাম নিয়ে আপনি নিজের মতোন করেও একটি মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম সাজিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরী কেন আর্টিকেলে থাকা মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নামসমূহ দেখে নেওয়া যাক।
Table of Contents
মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম
প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নেই সেরা কিছু মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম। এই সকল মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নামের তালিকা নিম্নে দিয়ে দেওয়া হলো। নামগুলো দেখুন আশা করছি এখান থেকে আপনি আপনার পছন্দের একটি নাম খুঁজে পেয়ে যাবেন।
ক্রমিক | নাম | নামের অর্থ |
---|---|---|
১ | আনিকা শর্মিলা | সুন্দর লজ্জাবতী |
২ | ফাবলিহা আফিয়া | অত্যন্ত ভালো পূণ্যবতী |
৩ | ফাবলিহা আতেরা | অত্যন্ত ভালো সুগন্ধী |
৪ | ফাবলিহা আফাফ | অত্যন্ত চারিত্রিক শুদ্ধতা |
৫ | ফাবলিহা বুশরা | অত্যন্ত ভালো শুভ নিদর্শন |
৬ | ফাবলিহা আনবার | অত্যন্ত ভালো শুভ সংবাদ |
৭ | ফারহাত লামিসা | আনন্দ অনুভূতি |
৮ | ফওজিয়া আবিদা | সফল এবাদতকারিণী |
৯ | ফওজিয়া আফিয়া | সফর পূণ্যবতী |
১০ | ফওজিয়া ফারিহা | সফল সুখী |
১১ | ফাইরুজ আনিকা | সমৃদ্ধিশীল সুন্দরী |
১২ | ফাইরুজ গওহর | সমৃদ্ধিশীলা মুক্তা |
১৩ | ফাইরুজ হোমায়রা | সমৃদ্ধিশীলা সুন্দরী |
১৪ | ফাইরুজ লুবনা | সমৃদ্ধিশীলা বৃক্ষ |
১৫ | ফাইরুজ মাসুদা | সমৃদ্ধিশীলা সৌভাগ্যবতী |
১৬ | ফাইরুজ মালিহা | সমৃদ্ধিশীলা রূপসী |
১৭ | ফাইরুজ নাওয়ার | সমৃদ্ধিশীলা ফুল |
১৮ | ফাইরুজ বিলকিস | সমৃদ্ধিশীলা রানী |
১৯ | ফাইরুজ শাহানা | সমৃদ্ধিশীলা রাজকুমারী |
২০ | ফাইরুজ সাদাফ | সমৃদ্ধিশীলা ঝিনুক |
২১ | ফাইরুজ ওয়াসিমা | সমৃদ্ধিশীলা সুন্দরী |
২২ | ফাইরুজ ইয়াসমিন | সমৃদ্ধিশীলা সুন্দর |
২৩ | ফারজানা ফাইজা | বিদূষী বিজিয়ীনী |
২৪ | ফাহমিদা ফাইজা | বুদ্ধিমতী বিজয়ীনী |
২৫ | হোমায়রা আদিবা | সুন্দরী শিষ্টাচারী |
২৬ | হোমায়রা আফিয়া | সুন্দরী পূণ্যবতী |
২৭ | হোমায়রা আনজুম | সুন্দরী তারা |
২৮ | হোমায়রা বিলকিস | সুন্দরী রানী |
২৯ | হোমায়রা ইয়াসমিন | সুন্দর জেসমিন ফূল |
৩০ | হোমায়রা আসিমা | সুন্দরী সতী নারী |
৩১ | হোমায়রা আতিয়া | সুন্দরী দানশীলা |
৩২ | হোমায়রা আনিসা | সুন্দরী কুমারী |
৩৩ | মায়িশা বিলকিস | সুখী জীবন যাপনকারী বুদ্ধিমতী |
৩৪ | মায়িশা ফাহমিদা | সুখী জীবন যাপনকারী বুদ্ধিমতী |
৩৫ | মায়িশা ফারজানা | সুখী জীবন যাপনকারী বিদূষী |
৩৬ | মায়িশা মালিহা | সুখী জীবন যাপনকারী সুন্দরী |
৩৭ | মায়িশা মুমতাজ | সুখী জীবন যাপনকারী মনোনীত |
৩৮ | মায়িশা মুনাওয়ারা | সুখী জীবন যাপনকারী দীপ্তিমান |
৩৯ | মায়িশা সামিহা | সুখী জীবন যাপনকারী দানশীল |
৪০ | মাহফুজা আসিমা | নিরাপদ সতী নারী |
৪১ | মাহফুজা আনজুম | নিরাপদ তারা |
৪২ | মাহফুজা আনাম | নিরাপদ মেঘ |
৪৩ | মাহফুজা আনিকা | নিরাপদ সুন্দরী |
৪৪ | মাহফুজা বিলকিস | নিরাপদ রানী |
৪৫ | মাহফুজা ফারিহা | নিরাপদ সুখী |
৪৬ | মাহফুজা গওহর | নিরাপদ মুক্তা |
৪৭ | মাহফুজা লুবনা | নিরাপদ বৃক্ষ |
৪৮ | মাহফুজা মালিয়াত | নিরাপদ সম্পদ |
৪৯ | মাহফুজা মাসুদা | নিরাপদ সৌভাগ্যবতী |
৫০ | মাহফুজা মুতাহারা | নিরাপদ পবিত্র |
৫১ | মাহফুজা মায়িশা | নিরাপদ সুখী জীবন যাপনকারিণী |
৫২ | মাহফুজা মাসুমা | নিরাপদ নিষ্পাপ |
৫৩ | মাহফুজা মালিহা | নিরাপদ সুন্দরী |
৫৪ | মাহফুজা নাওয়ার | নিরাপদ ফূল |
৫৫ | মাহফুজা রুমালী | নিরাপদ কবুতর |
৫৬ | মাহফুজা রিমা | নিরাপদ সাদা হরিণ |
৫৭ | মাহফুজা রাহাত | নিরাপদ শান্তি |
৫৮ | মাহফুজা শাহানা | নিরাপদ রাজকুমারী |
৫৯ | মাহফুজা সাদাফ | নিরাপদ ঝিনুক |
৬০ | মাহফুজা সাবিহা | নিরাপদ রূপসী |
৬১ | মাহফুজা সিমা | নিরাপদ কপাল |
৬২ | মাহফুজা মুমতাজ | সুন্দরী মনোনীত |
৬৩ | মাহফুজা মুনাওয়ারা | সুন্দরী দীপ্তিমান |
৬৪ | নাজিফা আনজুম | পবিত্র তারা |
৬৫ | নাজিফা তাবাস্সুম | পবিত্র হাসি |
৬৬ | নাজিফা আনজুম | বিরল তারা |
৬৭ | নুঝাত তাবাস্সুম | প্রফুল্ল হাসি |
৬৮ | নাফিয়া আয়মান | মূল্যবান শুভ |
৬৯ | নাফিয়া আতেরা | মূল্যবান সুগন্ধী |
৭০ | নাফিয়া আতিয়া | মূল্যবান উপহার |
৭১ | নাফিয়া আনজুম | মূল্যবান তারা |
৭২ | নাফিয়া গওহর | মূল্যবান মুক্তা |
৭৩ | নাফিয়া লুবাবা | মূল্যবান খাঁটি |
৭৪ | নাফিয়া লুবনা | মূল্যবান বৃক্ষ |
৭৫ | নাফিয়া মালিয়াত | মূল্যবান সম্পদ |
৭৬ | নাফিয়া নাওয়াল | মূল্যবান উপহার |
৭৭ | নাফিয়া নাওয়ার | মূল্যবান ফুল |
৭৮ | নাফিয়া রুমালী | মূল্যবান কবুতর |
৭৯ | নাফিয়া রুম্মান | মূল্যবান ডালিম |
৮০ | নাফিয়া রায়হানা | মূল্যবান সুগন্ধী ফূল |
৮১ | নাফিয়া শামীম | মূল্যবান সুগন্ধী |
৮২ | নাফিয়া শামা | মূল্যবান মোমবাতি |
৮৩ | নাফিয়া সাদাফ | মূল্যবান ঝিনুক |
৮৪ | নাফিয়া ইয়াসমিন | মূল্যবান জেসমিন ফূল |
৮৫ | নাফিয়া নায়লাহ | আনন্দ অর্জনকারিণী |
৮৬ | নিশাত আতিয়া | আনন্দ উপহার |
৮৭ | নিশাত আনজুম | আনন্দ তারা |
৮৮ | নিশাত আফাফ | আনন্দ চারিত্রিক শুদ্ধতা |
৮৯ | নিশাত আনাম | আনন্দ মেঘ |
৯০ | নিশাত আনবার | আনন্দ সুগন্ধী |
৯১ | নিশাত আফলাহ | আনন্দ অধিক কল্যাণকরুন |
৯২ | নিশাত ফারহাত | আনন্দ উল্লাস |
৯৩ | নিশাত গওহর | আনন্দ মুক্তা |
৯৪ | নিশাত লুবনা | আনন্দ বৃক্ষ |
৯৫ | নিশাত মাহিয়াত | আনন্দ উল্লাস |
৯৬ | নিশাত মুনাওয়ারা | আনন্দ দীপ্তমান |
৯৭ | নিশাত মালিয়াত | আনন্দ সম্পদ |
৯৮ | নিশাত নাবিলাহ | আনন্দ ভদ্র |
৯৯ | নিশাত নাওয়াল | আনন্দ উপহার |
১০০ | নিশাত নাওয়ার | আনন্দ ফুল |
এই পর্যন্ত আপনারা ১০০ টি মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম দেখেছেন। এই নামগুলো দেখার পড়েও এখনো ভালো কোন পছন্দের মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম খুঁজে পাননি? একদমই চিন্তা করবেন না। আপনার জন্য আরো কিছু মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম নিম্নোক্ত টেবিলে দিয়ে দিলাম।
ক্রমিক | নাম | নামের অর্থ |
---|---|---|
১০১ | আতিয়া আজিজা | দানশীল সম্মানিত |
১০২ | আতিয় আনিসা | দালশীলা কুমারী |
১০৩ | আতিয়া আয়েশা | দানশীল সমৃদ্ধিশালী |
১০৪ | আতিয়া আফিফা | দানশীল সাধবী বান্ধবী |
১০৫ | আতিয়া আফিয়া | দানশীল পূর্নবতী |
১০৬ | আতিয়া আদিবা | দানশীল শিষ্টাচারী |
১০৭ | আতকিয়া ফারিহা | ধার্মিক সুখী |
১০৮ | আতিকা তাসাওয়াল | সুন্দর সমতা |
১০৯ | আসমা উলফাত | অতুলনীয় উপহার |
১১০ | আসমা তারাননুম | অতুলনীয় গুন গুন শব্দ |
১১১ | আসমা তাবাসসুম | অতুলনীয় হাসি |
১১২ | আসমা সাহানা | অতুলনীয় রাজকুমারী |
১১৩ | আসমা সাহেবী | অতুলনীয় বান্ধবী |
১১৪ | আসমা সাদিয়া | অতুলনীয় সৌভাগ্যবতী |
১১৫ | আসমা সাবিহা | অতুলনীয় রূপসী |
১১৬ | আসমা রায়হানা | অতুলনীয় সুগন্ধী ফুল |
১১৭ | আসমা নাওয়ার | অতুলনীয় ফুল |
১১৮ | আসমা মাসুদা | অতুলনীয় সৌভাগ্যবতী |
১১৯ | আসমা মালিহা | অতুলনীয় রূপসী |
১২০ | আসমা হোমায়রা | অতুলনীয় সুন্দরী |
১২১ | আসমা গওহার | অতুলনীয় মুক্তা |
১২২ | আসমা আতিয়া | অতুলনীয় দানশীল |
১২৩ | আসমা আতিকা | অতুলনীয় সুন্দরী |
১২৪ | আসমা আতেরা | অতুলনীয় সুগন্ধী |
১২৫ | আসমা আকিলা | অতুলনীয় বুদ্ধিমতী |
১২৬ | আসমা আনিসা | অতুলনীয় কুমারী |
১২৭ | আসমা আনিকা | অতুলনীয় রূপসী |
১২৮ | আসমা আফিয়া | অতুলনীয় পুণ্যবতী |
১২৯ | আতকিয়া বাশীরাহ | ধার্মিক সুসংবাদদানকারীনী |
১৩০ | আনতারা সামিহা | বীরাঙ্গনা দানশালী |
১৩১ | আনতারা শাকেরা | বীরাঙ্গনা কৃতজ্ঞ |
১৩২ | আনতারা শাহানা | বীরাঙ্গনা রাজকুমারী |
১৩৩ | আনতারা সাবিহা | বীরাঙ্গনা রূপসী |
১৩৪ | আনতারা রাশিদা | বীরাঙ্গনা বিদূষী |
১৩৫ | আনতারা রাইসা | বীরাঙ্গনা রানী |
১৩৬ | আনতারা রাইদাহ | বীরাঙ্গনা নেত্রী |
১৩৭ | আনতারা মুরশিদা | বীরাঙ্গনা পথ প্রদর্শিকা |
১৩৮ | আনতারা মুকাররামা | বীরাঙ্গনা সম্মানীতা |
১৩৯ | আনতারা মাসুদা | বীরাঙ্গনা সৌভাগ্যবতী |
১৪০ | আনতারা মালিহা | বীরাঙ্গনা রূপসী |
১৪১ | আনতারা লাবিবা | বীরাঙ্গনা জ্ঞানী |
১৪২ | আনতারা খালিদা | বীরাঙ্গনা অমর |
১৪৩ | আনতারা হোমায়রা | বীরাঙ্গনা সুন্দরী |
১৪৪ | আনতারা হামিদা | বীরাঙ্গনা প্রশংসাকারিনী |
১৪৫ | আনতারা ফায়রুজ | বীরাঙ্গনা সমৃদ্ধিশালী |
১৪৬ | আনতারা ফাহমিদা | বীরাঙ্গনা বুদ্ধিমতী |
১৪৭ | আফরা আবরেশমী | সাদা সিল্ক |
১৪৮ | আফিফা সাহেবী | সাধবী বান্ধবী |
১৪৯ | আফিয়া যয়নাব | পুণ্যবতী রূপসী |
১৫০ | আফিয়া জাহিন | পুণ্যবতী বিচক্ষন |
১৫১ | আফিয়া শাহানা | পুণ্যবতী রাজকুমারী |
১৫২ | আনতারা বিলকিস | বীরাঙ্গনা রানী |
১৫৩ | আনতারা আজিজাহ | বীরাঙ্গনা সম্মানিতা |
১৫৪ | আনতারা আনিসা | বীরাঙ্গনা কুমারী |
১৫৫ | আনতারা আনিকা | বীরাঙ্গনা সুন্দরী |
১৫৬ | আনতারা আসীমা | বীরাঙ্গনা সতীনারী |
১৫৭ | আনিসা তাহসিন | সুন্দর উত্তম |
১৫৮ | আনিসা তাবাসসুম | সুন্দর হাসি |
১৫৯ | আনিসা শার্মিলা | সুন্দর লজ্জাবতী |
১৬০ | আনিসা শামা | সুন্দর মোমবাতি |
১৬১ | আনিসা রায়হানা | সুন্দর সুগন্ধী ফুল |
১৬২ | আনিসা নাওয়ার | সুন্দর ফুল |
১৬৩ | আনিসা গওহর | সুন্দর মুক্তা |
১৬৪ | আনিসা বুশরা | সুন্দর শুভ নিদর্শন |
১৬৫ | আনবার উলফাত | সুগন্ধী উপহার |
১৬৬ | আফরা ইয়াসমিন | সাদা জেসমিন ফুল |
১৬৭ | আফরা ওয়াসিমা | সাদা রূপসী |
১৬৮ | আফরা সাইয়ারা | সাদা তারা |
১৬৯ | আফরা রুমালী | সাদা কবুতর |
১৭০ | আফরা নাওয়ার | সাদা ফুল |
১৭১ | আফরা ইবনাত | সাদা কন্যা |
১৭২ | আফরা গওহর | সাদা মুক্তা |
১৭৩ | আফরা বশীরা | সাদা উজ্জ্বল |
১৭৪ | আফরা আসিয়া | সাদা স্তম্ভ |
১৭৫ | আফরা আনজুম | সাদা তারা |
১৭৬ | আফরা আনিকা | সাদা রূপসী |
১৭৭ | আফিয়া সাইয়ারা | পুণ্যবতী তারা |
১৭৮ | আফিয়া সাহেবী | পুণ্যবতী বান্ধবী |
১৭৯ | আফিয়া মুতাহারা | পুণ্যবতী পবিত্র |
১৮০ | আফিয়া মুরশিদা | পুণ্যবতী পথ প্রদর্শিকা |
১৮১ | আফিয়া মুনাওয়ারা | পুণ্যবতী দিপ্তীমান |
১৮২ | আফিয়া মুকারামী | পুণ্যবতী সম্মানিতা |
১৮৩ | আফিয়া মুবাশশিরা | পুণ্যবতী সুসংবাদ বহনকারী |
১৮৪ | আফিয়া মাজেদা | পুণ্যবতী মহতি |
১৮৫ | আফিয়া মাসুমা | পুণ্যবতী নিষ্পাপ |
১৮৬ | আফিয়া মালিহা | পুণ্যবতী রূপসী |
১৮৭ | আফিয়া মাহমুদা | পুণ্যবতী প্রশংসিতা |
১৮৮ | আফিয়া ইবনাত | পুণ্যবতী কন্যা |
১৮৯ | আফিয়া হুমায়রা | পুণ্যবতী রূপসী |
১৯০ | আফিয়া হামিদা | পুণ্যবতী প্রশংসাকারিনী |
১৯১ | আফিয়া ফাহমিদা | পুণ্যবতী বুদ্ধিমতী |
১৯২ | আফিয়া বিলকিস | পুণ্যবতী রানী |
১৯৩ | আফিয়া আজিজাহ | পুণ্যবতী সম্মানিত |
১৯৪ | আফিয়া আয়মান | পুণ্যবতী শুভ |
১৯৫ | আফিয়া আসিমা | পুণ্যবতী সতী নারী |
১৯৬ | আফিয়া আকিলা | পুণ্যবতী বুদ্ধিমতী |
১৯৭ | আজরা সাজিদা | কুমারী ধার্মিক |
১৯৮ | আজরা সাবিহা | কুমারী রূপসী |
১৯৯ | আজরা সাদিকা | কুমারী পুন্যবতী |
২০০ | নাওশিন আনবার | সুন্দর ও সুগন্ধী |
মহিলা সাহাবীদের পূর্ণাঙ্গ নামের তালিকা
এবার চলুন কিছু মহিলা সাহাবীদের নাম দেখে নেওয়া যাক। আপনি চাইলে এই নামগুলো মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম হিসাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ নামকরণের ক্ষেত্রে এই নামগুলো রাখতে পারেন। নামগুলো কোন মেয়ের রাখার ক্ষেত্রে (রাঃ) বাদ দিতে হবে।
ক্রমিক | পূর্ণ নাম | সংক্ষিপ্ত নাম |
---|---|---|
১ | আরওয়া বিনতে আব্দুল মুত্তালাব (রাঃ) | আরওয়া (রাঃ) |
২ | আসমা বিনতে আবী বকর সিদ্দীকা (রাঃ) | আসমা (রাঃ) |
৩ | উমাইয়া বিনতে আন-নাজ্জার আন আনসারী | উমাইয়া (রাঃ) |
৪ | উনাইসাহ বিনতে আদী (রাঃ) | উনাইসাহ (রাঃ) |
৫ | উম্মে আইমন (রাঃ) | উম্মে আইমন (রাঃ) |
৬ | উম্মে ফজল (রাঃ) | উম্মে ফজল (রাঃ) |
৭ | উম্মে রুমান (রাঃ) | উম্মে রুমান (রাঃ) |
৮ | উম্মে সুলাইম (রাঃ) | উম্মে সুলাইম (রাঃ) |
৯ | উম্মে উমারা (রাঃ) | উম্মে উমারা (রাঃ) |
১০ | উম্মে আতিয়া (রাঃ) | উম্মে আতিয়া (রাঃ) |
১১ | উম্মে হানী (রাঃ) | উম্মে হানী (রাঃ) |
১২ | বারীরাহ (মাওলাতে আয়েশা সিদ্দীকা (রাঃ) | বারীরাহ (রাঃ) |
১৩ | বুসরা বিনতে সাফওয়ান কুরাইশী (রাঃ) | বুসরা (রাঃ) |
১৪ | তামাযুর বিনতে ‘আমের (রাঃ) | তামাযুর (রাঃ) |
১৫ | তামীমা বিনতে ওহহাব (রাঃ) | তামীমা (রাঃ) |
১৬ | সুবাইতা বিনতে যাহাক/দাহাক (রাঃ) | সুবাইতা (রাঃ) |
১৭ | জামীলা বিনতে উমর ইবনুল খাত্তাব (রাঃ) | জামীলা (রাঃ) |
১৮ | জুমানা বিনতে আবী তালেব | জুমানা (রাঃ) |
১৯ | জুওয়াই রিয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) | জুওয়াইরিয়া (রাঃ) |
২০ | হাবীবা বিনতে আবীফিয়ান (রাঃ) | হাবীবা (রাঃ) |
২১ | হাফসা (উম্মুল মু’মেনীন)(রাঃ) | হাফসা (রাঃ) |
২২ | হাকীমা বিনতে গাইলান (রাঃ) | হাকীমা (রাঃ) |
২৩ | হালিমাতুস সা’দিয়া (রাঃ) | হালীমা (রাঃ) |
২৪ | হামামা (মাওলাতে আবী বকর সিদ্দীক) | হামামা (রাঃ) |
২৫ | হামনা বিনতে জাহান (রাঃ) | হামনা (রাঃ) |
২৬ | হাওয়া বিনতে ইয়াযীদ (রাঃ) | হাওয়া (রাঃ) |
২৭ | খালেদা বিনতে আসওয়াদ | খালেদা (রাঃ) |
২৮ | খাদিজাতুল কোবরা (উম্মুল মু’মেনীন)(রাঃ) | খাদীজা (রাঃ) |
২৯ | খুযায়মা বিনতে জাহাম | খুযায়মা (রাঃ) |
৩০ | খালীদাহ বিনতে কা’নাব | খালীদাহ (রাঃ) |
৩১ | খানসায়া বিনতে খাদ্দাম আলি আনসারী (রাঃ) | খানসায়া (রাঃ) |
৩২ | খাওলা বিনতে আবদুল্লাহ আল আনসারী (রাঃ) | খাওলা (রাঃ) |
৩৩ | দুজাজা বিনতে আসমা বিন সালত | দুজাজা (রাঃ) |
৩৪ | দুররা বিনতে আবী লাহাব | দুররা (রাঃ) |
৩৫ | রবীআ’হ বিনতে নযর আন-আনসারিয়াহ | রবীআহ (রাঃ) |
৩৬ | রযীনা (রাসূলুল্লাহর (সাঃ) খাদেমা (রাঃ) | রযীনা (রাঃ) |
৩৭ | রূফাইদা আনসারিয়া আন আসলামীয়া (রাঃ) | রূফাইদা (রাঃ) |
৩৮ | রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ (সাঃ) | রুকাইয়া (রাঃ) |
৩৯ | রমলা বিনতে আবী সুফিয়ান (রাঃ) | রমলা (রাঃ) |
৪০ | রুমাইছা বিনতে উমর (রাঃ) | রূমাইছা (রাঃ) |
৪১ | রায়হানা, রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রী | রায়হানা (রাঃ) |
৪২ | রায়তা বিনতে হারেছ (রাঃ) | রায়তা (রাঃ) |
৪৩ | সাবীয়া বিনতে হারেছ (রাঃ) | সাবীয়া (রাঃ) |
৪৪ | সাখবারা বিনতে তামীম (রাঃ) | সাখবারা (রাঃ) |
৪৫ | সুখাইলা বিনতে উবাইদা (রাঃ) | সুখাইলা (রাঃ) |
৪৬ | সায়ীদা বিনতে হারিছ (রাঃ) | সায়ীদা (রাঃ) |
৪৭ | সালামা বিনতে মা’কাল আনসারীয় (রাঃ) | সালামা (রাঃ) |
৪৮ | সামুরা বিনতে কাইস আনসারীয়া | সামরা (রাঃ) |
৪৯ | সালমা (রাসূলুল্লাহর (সা) খাদেমা | সালমা (রাঃ) |
৫০ | সুমাইয়া (আম্মার বিন তোইয়াসের এর মা) | সুমাইয়া (রাঃ) |
৫১. | সানা বিনতে আসমা বিনতে সালত | সানা (রাঃ) |
৫২ | সাহলা বিনতে সাহল (রাঃ) | সাহলা (রাঃ) |
৫৩ | সীরীন (মারিয়া কিবতীয়ার বোন) | সীরীন (রাঃ) |
৫৪ | শিফা বিনতে আবদুল্লাহ (রাঃ) | শিফা (রাঃ) |
৫৫ | শাফা বিনতে আওফ (রাল) | শাফা (রাঃ) |
৫৬ | শারমায়া সা’দিয়া (রাসূলুল্লাহর (সা) দুধ বোন | শায়মারা (রাঃ) |
৫৭ | সাফীয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) | সাফীয়া (রাঃ) |
৫৮ | সুমাইতা লাইছা (রাঃ) | সুমাইতা (রাঃ) |
৫৯ | যুবায়া’ বিনতে হারেছা (রাঃ) | যুবায়া (রাঃ) |
৬০ | আতেকা বিনতে আব্দুল মুত্তালেব (রা) | আতেকা (রা) |
৬১ | আলীয়াহ বিনতে খবইয়ান (রা) | আলীয়াহ (রা) |
৬২ | ইযযা বিনতে আবী সুফিয়ান (রা) | ইযযা (রা) |
৬৩ | উমায়রা বিনতে সাহল আনসারীয়া | উমায়রা (রা) |
৬৪ | ফাখেতা (উম্মেহানী) বিনতে আবী তালেব | ফাখেতা (রা) |
৬৫ | ফাযেলা আনসারীয়া (রাঃ) | ফাযেলা (রাঃ) |
৬৬ | ফারেয়া বিনতে আব্দুর রহমান (রাঃ) | ফারেয়া (রাঃ) |
৬৭ | ফাতেমা বিনতে মালেক (রা) | ফাতেমা (রা) |
৬৮ | ফাতেমা বিনতে খাত্তাব (রা) | ফাতেমা (রা) |
৬৯ | ফাতিমা বিনতে উমাইস (রাঃ) | ফাতিমা (রাঃ) |
৭০ | আসমা বিনতে উমাইস (রাঃ) | আসমা (রা) |
৭১ | কাবীরা বিনতে সুফিয়ান (রা) | কাবীরা (রা) |
৭২ | লুবাবা বিনতে হারেছ (রাঃ) | লুবাবা (রা) |
৭৩ | লায়লা বিনতে হাকীম (রা) | লায়লা (রা) |
৭৪ | মরিয়ম বিনতে আইয়াস আনসারী | মরিয়ম (রা) |
৭৫ | মালীকা বিনতে উয়াইমার (রাঃ) | মালিকা (রা) |
৭৬ | নাফীসা বিনতে উমাইয়া (রাঃ) | নাফীসা (রা) |
৭৭ | নাওলা বিনতে আসলাম (রাঃ) | নাওলা (রা) |
৭৮ | হুযাইলা বিনতে হারেছ (রাঃ) | হুযাইলা (রাঃ) |
৭৯ | হিন্দ/হিন্দা বিনতে উৎবা (রাঃ) | হিন্দা (রাঃ) |
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম বলতে কি বুঝায়?
মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম বলে সম্পূর্ণ নামকে বোঝায়। যেমনঃ আফিয়া হামিদা একটি পূর্ণ নাম। আবার এই নামের সংক্ষিপ্ত নাম হামিদা বা আফিয়া।
মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম রাখা কি বাধ্যতামূলক?
না। মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম রাখা কোন বাধ্যতামূলক বিষয় নয়। তবে মুসলাম মেয়ের নাম রাখার ক্ষেত্রে তার নাম জেন ইসলামিক নাম হয় এই বিষয়ে নজর রাখতে হবে।
কিভাবে মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম পাব?
এই আর্টিকেলটি থেকে আপনি খুব সহজেই মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম পেয়ে যাবে। আর নামগুলো মেয়েদের নাম হিসাবে রাখতে পারবেন।
মেয়েদের কেন ইসলামিক নাম রাখতে হয়?
শুধুমাত্র মেয়েদের নয় ছেলেদেরও ইসলামিক নাম রাখার বাধ্যবাধ্যকতা রয়েছে। কোন সন্তান মুসলিম হলে তার নাম অনেক সুন্দর ও ইসলামিক হওয়া উচিত। যেন তার নাম শুনে বোঝা যায় সে মুসলিম।
কোন কোন পদবি ব্যবহার করে মেয়েদের সংক্ষিপ্ত নামকে পূর্ণাঙ্গ করা যায়?
যে পদবিগুলো ব্যবহার করে আপনি মেয়েদের সংক্ষিপ্ত নামকে পূর্ণাঙ্গ করতে পারবেন সেই পদবিগুলো হচ্ছে – বেগন, খাতুন, খান, বিনতে, ইসলাম ইত্যাদি।
উপসংহার
এই ছিল মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম সম্পর্কিত লেখা আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি আপনার পছন্দের নামটি খুঁজে পেয়েছেন। আপনার মেয়ে সন্তানের নাম রাখার ক্ষেত্রে সবার মতামত নিয়ে সুন্দর একটি নাম বেছে নেওয়ার চেস্টা করবেন। আমি চেস্টা করেছি এই আর্টিকেলে সুন্দর সুন্দর সকল নাম রাখার জন্য। মেয়েদের নাম সম্পর্কিত আরো অনেক আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা আছে। চাইলে সেগুলোও দেখে সুন্দর একটি নাম নির্বাচন করতে পারেন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএন এ ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। আর্টিকেলটি শেয়ার করে রেখে দিন যাতে করে কাজের সময় সহজেই খুঁজে পেয়ে যান এবং আর্টিকেলটি নিয়ে আপনার যেকোন মতামত জানাতে কমেন্ট করুন। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।