
গুগল প্লে স্টোরের সকল ফ্রি অ্যাপ ডাউনলোড করুন কোন অ্যাকাউন্ট ছাড়াই!!!
গুগল প্লে স্টোর যে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাপ স্টোর তাতে কোনো সন্দেহ নেই। কয়েক মিলিয়ন অ্যাপ নিয়ে এটির অবস্থান সবার শীর্ষে। সবচেয়ে চেয়ে সহজ আর সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম এটি। তবে যাদের গুগল একাউন্ট নেই যেমন আমি, তাদের ক্ষেত্রে একটি বড় সমস্যা সৃষ্টি হয় লেটেস্ট অ্যাপ ইন্সটল করা নিয়ে।
যদিও অনলাইনে অনেক অ্যাপ স্টোর রয়েছে যেমন Apkpure, Apkmirror, Uptodown ইত্যাদি। তবে এসব ওয়েবসাইটেও সবসময় লেটেস্ট আপডেটেড অ্যাপ পাওয়া যায় না। কিছুদিন আগে আমি নিজেই ট্রিকবিডি এর লেটেস্ট ভার্সন খুঁজতে গিয়ে হয়রান হয়েছি। হয়তো আমার মতো আরো অনেকেই আছেন। তাদের জন্যই আজকের এই পোস্ট। এই পোস্টে দেখাবো কিভাবে একটি সিম্পল ওয়েবসাইট থেকে যেকোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।
সিমের অফার নিয়ে টিউনঃ
- রবি নাম্বার কিভাবে দেখে | How to Check Own Robi Number 2023
- রবি মিনিট অফার ২০২৩ | Best Robi Minute Offer Code, Recharge 2023
- জিপি ইন্টারনেট অফার ২০২৩ সাথে | ফ্রি ১ জিবি কোড | GP Internet Offer 2023
নোটঃ এই পদ্বতিতে গুগল প্লে স্টোরে থাকা সকল অ্যাপ প্লে স্টোরে লগিন ছাড়াই ডাউনলোড করতে পারবেন। কোন প্রিমিয়াম অ্যাপ ডাউনলোড করতে পারবেন না।
প্লে স্টোরের অ্যাপ লগিন ছাড়া ডাউনলোড করার কার্যপদ্ধতি
১. আপনার ওয়েব ব্রাউজারে (কম্পিউটার বা ফোন) play.google.com/store ওপেন করুন। এবং আপনার পছন্দের অ্যাপটি সার্চ করুন।
২. এবার আপনার সার্চকৃত অ্যাপটিতে ক্লিক করুন।
৩. এবার অ্যাড্রেসবারের ইউ আর এল কপি করে নিন।
৪. এরপর https://apps.evozi.com/apk-downloader/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
৫. নিচের বক্সে যে URL একটু আগে কপি করেছিলেন তা পেস্ট করুন।
৬. এবার নিচে Generate Download Link এ ক্লিক করুন।
৭. এবার একটু লোড হবে , ধৈর্য ধরে অপেক্ষা করুন। ০ থেকে ৩ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। আমার ক্ষেত্রে ১ মিনিট লেগেছে। লোড হওয়ার পর নিচে Click here to download এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেলো আপনার অ্যাপ ডাউনলোড। এবার ইন্সটল করুন আর উপভোগ করুন। যদি আপনার ফোনে প্লে-স্টোর না থাকে এবং প্লে-স্টোর অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন। কিভাবে প্লে-স্টোর ডাউনলোড করতে হয় এই নিয়ে আর্টিকেলে বিস্তারিত বলা আছে। আর্টিকেল লিংকঃ প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো | Play Store Apps Download
কিছু কথা
- এখানে অনেক অ্যাপ আগে থেকে cache করা থাকে। যদি লেটেস্ট আপডেট না পান তবে request update বাটনে ক্লিক করবেন।
- এই সার্ভিসটি শুধুমাত্র ফ্রি অ্যাপগুলো ডাউনলোড করার সুবিধা দেয়। অর্থাৎ আপনি পেইড অ্যাপ ডাউনলোড করতে পারবেন না।
- এখান থেকে ডাউনলোড করা অ্যাপ কোন ধরণের ভাইরাস বহন করে না। তাই নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।
- আরও যদি কিছু জানতে চান তবে সাইটটির faq দেখে নিতে পারেন।
টিউটোরিয়ালটি অনেক শর্ট হয়ে গেল। কি লিখবো খুঁজে পাচ্ছি না। যাই হোক আমরা একটা পরিবার। আশাকরি সবার ভালো লাগবে। কোন প্রশ্ন বা মন্তব্যের জন্য কমেন্ট বক্স খোলা রইল।