গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় ও কোড 2023
আপনি কি গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় ও কোড সম্পর্কে জানতে চান? যদি জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় ও গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার কোড শেয়ার করব। আর্টিকেলে থাকা উপায় অনুসরণ করে অথবা কোড ডায়াল করে আপনি সহজেই গ্রামীন সিমে ৫০০ এস এম এস কিনতে পারবেন।
গ্রামীনফোন বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি টেলিকম সার্ভিস কোম্পানি। গ্রাহকদের ইন্টারনেট, মিনিট, এসএমএস এর মতোন সেবা দীর্ঘ দিন ধরে দিয়ে আসছে। গ্রামীন সিমে ৫০০ এস এম এস এর দাম তুলনামূলক কম অন্য সকল সিমের চেয়ে। তাই যারা এস এম এস আদান প্রদান করে তারা গ্রামীন সিমেই এস এম এস কিনে থাকে।
আরো পড়ুনঃ
- জিপি ইন্টারনেট অফার ২০২৩ | সাথে ফ্রি ১ জিবি কোড | GP Internet Offer 2023
- গ্রামীন এমবি অফার ২০২৩ | সাথে ফ্রি ১ জিবি | Grameenphone MB Offer 202৩
- রবি নাম্বার কিভাবে দেখে | How to Check Own Robi Number 2023
৫০০ এসএমএস সর্বচ্চো কেনা যায়। ৫০০ এস এম এস এর বেশী এসএমএস কেনা যায় না। তিন দিন, সাত দিন, পনের দিন এবং ৩০ মেয়াদি ৫০০ এসএমএস (500 SMS) কিনতে পাওয়া যায়। তো চলুন আর দেরী না করে গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় সম্পর্কে জেনে নেই।
Table of Contents
গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায়
গ্রামীন সিমে ৫০০ এমবি কেনার একমাত্র উপায় হচ্ছে মাইজিপি অ্যাপ বা ফ্লেক্সি প্লান। মাইজিপি অ্যাপ বা ফ্লেক্সিপ্লান থেকে যেকোন গ্রামীন সিম ব্যবহারকারী ৫০০ এসএমএস কিনতে পারবেন। জিপি সিমে ৫০০ এস এম এস ৩ দিন, ৭ দিন, ১৫ দিন এবং ৩০ দিন মেয়াদি কেনা যায়।
তাহলে চলুন দেখে নেই কিভাবে ফ্লেক্সিপ্লানের সাহায্যে গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায়।
ধাপ ১ঃ প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপ ডাউনলোড করে নিন এবং তা ওপেন করুন। ওপেন করা হয়ে গেলে Flexiplan নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। যদি আপনি অ্যাপ ডাউনলোড করা ছাড়া ফ্লেক্সিপ্লান ব্যবহার করতে চান তাহলে এই লিংকে ভিজিট করে ফেক্সিপ্লান ব্যবহার করতে পারবেন। ফ্লেক্সিপ্লান ওয়েবসাইটের লিংক – https://www.grameenphone.com/flexi-plan/।
ধাপ ২ঃ ফ্লেক্সিপ্লানে আসার পর প্রথমে আপনি প্যাকের মেয়াদ (Validity) নির্বাচন করুন। ৩ দিন, ৭ দিন, ১৫ দিন এবং ৩০ দিন মেয়াদ নির্বাচন করার সুযোগ পাবেন। ১ দিনের যে মেয়াদ রয়েছে সেটি অকার্যকর। আপনি যদি ৫০০ এস এম এস ৩০ দিন মেয়াদি কিনতে চান তাহলে ৩০ দিন নির্বাচন করবেন, ১৫ দিনের জন্য নিতে চাইলে ১৫ দিন।
ধাপ ৩ঃ এবার আমাদেরকে অন্য যে সকল প্যাকেজ রয়েছে সেগুলোকে ০ করে দিতে হবে। কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। এসব প্যাকে অতিরিক্ত কিনলে বাড়তি টাকার প্রয়োজন পড়বে। Regular Internet, 4G Internet, Minutes ও Bioscope এই চারটি অপশনই শুদুমাত্র ০ করে নিবেন।
ধাপ ৪ঃ বাকি সবগুলো ০ করে নির্বাচন করার পর SMS প্যাকেজের অপশন থেকে ৫০০ এস এম এস সিলেক্ট করে দিবেন। ৫০০ এস এম এস সিলেক্ট করে দেওয়ার পর মেয়াদের ভিত্তিতে ৫০০ এস এম এস এর দাম দেখতে পারবেন। এস এম এস এর দাম আর্টিকেলের নিচে দেওয়া আছে সেখান থেকে দেখে নিন।
ধাপ ৫ঃ এখন Buy এ ক্লিক করে এসএমএস প্যাকেজ কিনে ফেলুন। Buy এ ক্লিক করলে আপনার জিপি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা না থাকলে আপনি প্যাকেজ ক্রয় করতে পারবেন না। আর যদি উপরে দেওয়া লিংক থেকে ফ্লেক্সিপ্লানে গিয়ে এসএমএস কিনতে যান তাহলে আপনাকে Buy এ ক্লিক করার পর জিপি নাম্বার এবং ভেরিফিকেশন কোড দিয়ে লগিন করতে হবে।
ধাপ ৬ঃ এভাবে খুব সহজেই আপনি ফ্লেক্সিপ্লানের সাহায্য ৫০০ এস এম এস ক্রয় করে ফেলতে পারবেন। যদি অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স না থাকে তাহলে ৫০০ এস এম এস ক্রয় করার সময় মোবাইল ব্যাংকিং যেমনঃ বিকাশ, নগদ, উপায় ইত্যাদি ব্যবহার করে পেমেন্ট করে দিতে পারবেন।
গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার কোড
গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় তো দেখে নিলেই। ফ্লেক্সিপ্লানের সাহায্যে খুব সহজেই আপনি ৫০০ এসএমএস কিনতে পারবেন। যেহেতু বর্তমানে ফ্লেক্সিপ্লান ছাড়া এসএমএস কেনা সম্ভব নয় তাই কোন প্রকার এসএমএস কোড উপলব্ধ নেই। যদি নতুন কোন কোড আসে তাহলে নিম্নের তালিকায় আপডেট করে দেওয়া হবে।
পরিমাণ | মেয়াদ | টাকা | কোড |
---|---|---|---|
৫০০ এসএমএস | ৩ দিন | ২২ টাকা | নেই |
৫০০ এসএমএস | ৭ দিন | ২৫ টাকা | নেই |
৫০০ এসএমএস | ১৫ দিন | ২৬.৫ টাকা | নেই |
৫০০ এসএমএস | ৩০ দিন | ২৯ টাকা | নেই |
৫০০ এস এম এস এর দাম/ মূল্য
গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় জানার পাশাপাশি এর দামও আমাদের জেনে নেওয়া প্রয়োজন। মেয়াদের ভিত্তিতে গ্রামীন সিমে ৫০০ এস এম এস এর দাম ভিন্ন ভিন্ন। ৫০০ এসএমএসের দাম/ মূল্য তালিকা নিম্নোক্ত টেবিলে দিয়ে দিলাম। ৫০০ এসএমএস ছাড়াও ফ্লেক্সিপ্লান থেকে ৫০, ১০০, ২০০ এবং ৩০০ এসএমএসও কিনতে পারবেন।
পরিমাণ | মেয়াদ | দাম/ মূল্য |
---|---|---|
৫০০ এসএমএস | ৩ দিন | ২২ টাকা |
৫০০ এসএমএস | ৭ দিন | ২৫ টাকা |
৫০০ এসএমএস | ১৫ দিন | ২৬.৫ টাকা |
৫০০ এসএমএস | ৩০ দিন | ২৯ টাকা |
উপসংহার
এই ছিল গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় নিয়ে আমাদের আর্টিকেল। আর্টিকেলটিতে গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর্টিকেলে থাকা উপায় অনুসরণ করে আপনি সহজেই গ্রামীন সিমে ৫০০ এস এম এস ক্রয় করতে বা কিনতে পারবেন।
আর্টিকেলটি সম্পর্কিত আপনার কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।