Lifestyle

হানিফ পরিবহন ভাড়া তালিকা ২০২৪

হানিফ পরিবহন ভাড়া তালিকা সম্পর্কে জানতে পারবেন আমাদের এই আর্টিকেলটি থেকে। আপনি যদি হানিফ পরিবহন ভাড়া তালিকা সম্পর্কে জানতে চান তবে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। বাস ভাড়ার তালিকা জানার পাশাপাশি অন্য যেকোন রুটের বাস ভাড়া কিভাবে জানতে পারবে সেই সম্পর্কেও আলোচনা করা হবে আর্টিকেলটিতে।

হানিফ পরিবহন বর্তমানে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বাস সেবা দানকারী প্রতিষ্ঠান। বাসে কোথাও ভ্রমণের জন্য অনেক মানুষেরই প্রথম পছন্দ হানিফ পরিবহন। দীর্ঘদিন যাবত তারা পুরো বাংলাদেশে বাস ভাড়া সেবা প্রদান করছে। এসি ও নন এসি উভয় প্রকারের বাস পাওয়া যায় হানিফ পরিবহনে। বর্তমানে প্রায় ৩৯৭টি রুটের বাস হানিফ পরিবহনে। এসি ও নন এসির ভাড়া ভিন্ন ভিন্ন হয়ে থাকে। চলুন আর দেরী না করে হানিফ পরিবহন ভাড়া তালিকা জেনে নেই।

হানিফ পরিবহন ভাড়া তালিকা

নিম্নে সকল হানিফ পরিবহন ভাড়া তালিকা করে দিয়ে দেওয়া হলো। তালিকায় এসি ও নন এসি উভয়েরই ভাড়া আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। এতে করে আপনার এসি ও নন এসি ভাড়া বুঝতে সুবিধা হবে। তবে এই তালিকায় শুধু বিভাগীয় শহরগুলোর নাম রয়েছে। চলুন ভাড়ার তালিকাটি দেখে নেই।

অবস্থান বা রুটটিকিটের দাম (নন এসি)টিকেটের দাম (এসি)
ঢাকা টু খুলনা৭৫০ টাকা১২০০ টাকা
চট্টগ্রাম টু রংপুর১৪০০ টাকা২৫০০ টাকা
ঢাকা টু রাজশাহী৮০০ টাকা১৫০০ টাকা
খুলনা টু চট্টগ্রাম১২৫০ টাকা২২০০ টাকা
ঢাকা টু চট্টগ্রাম৬৮০ টাকা১৪০০ টাকা
খুলনা টু সিলেট১২৫০ টাকা২৫০০ টাকা
সিলেট টু ঢাকা৭০০ টাকা১৪০০ টাকা
ঢাকা টু বরিশাল৫০০ টাকা১০০০ টাকা
রংপুর টু ঢাকা৮০০ টাকা১৫০০ টাকা

বিপরীত রুটের ভাড়াও প্রায় একই তাই বিপরীত রুটের ভাড়ার তালিকা এখানে দেওয়া হয়নি। ক্ষেত্র বিশেষে বিপরীত রুটের ভাড়া ৫০ থেকে ১০০ টাকা কম বেশী হতে পারে। তবে না হওয়া টাই স্বাভাবিক। বিপরীত রুট কি এটি না বুঝে থাকলে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি ঢাকা থাকা বরিশাল গেলেন। এক্ষেত্রে আপনার বিপরীত রুট হলো বরিশাল টু ঢাকা।

যে সকল রুটের বাস হানিফ পরিবহনে রয়েছে

হানিফ পরিবহনের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য মতে বর্তমানে হানিফ পরিবহনে মোট ৩৯৭টি রুটের বাস রয়েছে। যে সকল রুটের বাস হানিফ পরিবহনে পাওয়া যায় সেই সকল রুটের তালিকা Pdf এ দিয়ে দেওয়া হলো। PDF টি ডাউনলোড করে সেখান থেকে আপনি সহজেই জেনে নিতে পারবেন কোন কোন রুটের বাস হানিস পরিবহন প্রদান করে থাকে।

File NameHanif Bus Available Roots
File Type.pdf
File Size267 KB
Total Page1
Download LinkClick Here (G. Drive)

সকল রুটের হানিফ পরিবহন ভাড়া তালিকা দেখবেন যেভাবে

আর্টিকেলটিতে আমি আপনাদের ইতিমধ্যে বলেছি বর্তমানে ৩৯৭টি রুটের বাস হানিসে রয়েছে। আর এই বিশাল পরিমাণ তালিকার বাসের ভাড়া এই আর্টিকেলটিতে প্রকাশ করা প্রায় অসম্ভব। তার একটি প্রধান কারণ হলো বাস ভাড়া পরিবর্তনশীল। সেক্ষেত্রে যেকোন রুটের হানিফ পরিবহন ভাড়া তালিকা দেখার একটিই উপায় অফিশিয়াল ওয়েবসাইট থেকে চেক করা। কিভাবে তা করবেন চলুন তা জেনে নেই।

ধাপ ১ঃ হানিফ পরিবহনের ওয়েবসাইটে ভিজিট করুন

প্রথমে আপনি হানিফ পরিবহনের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। হানিফ পরিবহনের অফিশিয়াল ওয়েবসাইটের লিংক – https://www.hanif-enterprise.com/

ধাপ ২ঃ রুট নির্বাচন করুন

রুট নির্বাচন

অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি শুরুতে একটি ফরমের মতোন দেখতে পারবেন। এখান থেকে আমাদেরকে রুট নির্বাচন করতে হবে। আপনি যে রুটের ভাড়া জানতে চান সেখান থেকে তা নির্বাচন করবেন। উপরোক্ত স্কিনশটে আপনি দেখতে পাচ্ছেন আমি Dhaka to Rangpur নির্বাচন করেছি। এতে করে আমি ঢাকা থেকে রংপুরের ভাড়া জানতে পারব। রুট নির্বাচন করার পর তারিখ নির্বাচন করে Search Buses বাটনে ক্লিক করবেন।

ধাপ ৩ঃ বাস ভাড়া তালিকা দেখুন

হানিফ পরিবহনের বাস ভাড়া তালিকা

Search বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে বাস ভাড়ার তালিকা চলে আসবে (যে রুট নির্বাচন করেছেন সেই রুটের)। এসি ও নন এসি বাস ভাড়া তালিকা জানতে চাইলে পাশে থাকা এসি বা নন এসি চেক বক্সে ক্লিক করবেন। বাস ভাড়া জানার পাশাপাশি আপনি যে তারিখ নির্বাচন করেছেন সেই তারিখ কয়টি বাস রয়েছে এবং কোন স্টেশন থেকে কখন ছাড়বে তাও জানতে পারবেন।

উপসংহার

আর্টিকেলটিতে হানিফ পরিবহন ভাড়া তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি এসকল আলোচনা থেকে আপনি হানিফ পরিবহন ভাড়া তালিকা জেনে নিয়েছেন এবং যেকোন রুটের ভাড়ারা তালিকা কিভাবে বের করবেন সেটিও জেনেছেন।

আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

One Comment

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.