Status

নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ২০২৫

দেখতে দেখতে চলে এলো আরো একটি নতুন বছর ২০২৫। নতুন বছরের শুভেচ্ছা মেসেজের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানো যায়। নতুন বছরের শুভেচ্ছা মেসেজগুলো অনেক আকর্ষনীয় হয় এবং ছন্দ আকারে হয়ে থাকে যা পড়তেও অনেক ভালো লাগে।

আপনিও যদি আপনার প্রিয়জন কাউকে মেসেজের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাতে চান তবে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটিতে সেরা সকল নতুন বছরের শুভেচ্ছা মেসেজ পাবেন আপনারা। তাহলে চলুন আর দেরী না করে শুভেচ্ছা মেসেজগুলো দেখে নেওয়া যাক।

নতুন বছরের শুভেচ্ছা মেসেজ

তালিকা আকারে নতুন বছরের শুভেচ্ছা মেসেজগুলো নিম্নে দিয়ে দিলাম। এখান থেকে এক এক করে মেসেজগুলো দেখে নিন। আপনার যে মেসেজটি ভালো লাগবে সেটি কপি করে নিয়ে যাকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে চান তাকে পাঠাবেন।

সব নতুন শুরুগুলোই একদিন না একদিন শেষ হয়ে যাবে… তাকে স্মৃতির মণিকোঠায় স্থান দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এমন কিছু ভালো কাজ করা যাতে তা সারা জীবনের জন্যে তোমার মনে জীবিত থাকবে! হ্যাপী নিউ ইয়ার 2025

সাফল্য ও আনন্দে ভরা আর একটা বছর অতিক্রান্ত হল… প্রত্যেক নতুন বছর নিয়ে আসে নতুন নতুন বাঁধা ও নতুন অনেক চ্যালেঞ্জ… এই নতুন বছর যেন তোমায় নতুন সব বাঁধা অতিক্রম করার সাহস ও ক্ষমতা দেয়… হ্যাপী নিউ ইয়ার… 2025

সকলের মন থকে হিংসা-দ্বেষ পালিয়ে যাক বহু দুরে… তার জায়গা নিক সততা, বিশ্বাস ও ভালবাসা.. পৃথিবীতে আজ ভালবাসার সত্যিই খুব প্রয়োজন.. হ্যাপী নিউ ইয়ার.. 2025

সুখের জন্য “স্বপ্ন”, দুঃখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য নতুন বছরে রইলো আমার “ভালোবাসা”… হ্যাপী নিউ ইয়ার… 2025

সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ। বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তিক্ত, তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত। গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি, হৃদয় থেকে ওঠে আশা সুর শূভেচ্ছা নিও তুমি।

কাটবে রাত, আসবে প্রভাত। যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ। নতুন বছর, নতুন আশা, সঙ্গে থাকুক ভালবাসা। শুভ নববর্ষ 2025

নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু, যা হয়না যেন শেষ, নতুন বছরের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই sms।

তোমার সব মন খারাপে সঙ্গী আমায় কোরো তোমার দুঃখ আমায় দিয়ে ঝুলি আমার ভরো! নতুন বছরে শুধুই খুশী তোমায় রাখুক ঘিরে জেনো আমি আছি পাশে, একলা হও বা ভিড়ে!! হ্যাপী নিউ ইয়ার.. 2025

মনের গভীর থেকে তোমার জন্যে রইলো নতুন বছরের শুরুর অনেক অনেক শুভেচ্ছা… নতুন বছরের প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা-মিনিট-সেকেন্ড যেন তোমার মনে সঞ্চারিত করে খুশির জোয়ার… জানাই তোমায়, হ্যাপী নিউ ইয়ার 2025

নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মনমিষ্টি হাসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি!! শুভ নববর্ষ 2025

নতুন ভোর জেগে উঠছে নতুন সূর্য কিরণের সাথে… নতুন সকাল জেগে উঠেছে মিষ্টি হাসির সাথে.. নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়, নতুন বছর কাটুক তোমার অনেক আনন্দের সাথে… হ্যাপি নিউ ইয়ার… 2025

চোখের পানি ফেলোনা, বন্ধু তুমি কেদনা, তোমাকে সবাই ভুলে গেলেও আমি তোমায় ভুলবো না। (2024 কে সবাই হাসি খুশিতে বিদায় দাও)। হ্যাপি নিউ ইয়ার 2025

বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর এসেছে, তাকে যত্ন করে রেখো, সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো। হ্যাপি নিউ ইয়ার 2025

শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিন যেন তোমার সুখে কাটে.. হ্যাপি নিউ ইয়ার.. 2025

আমার সাথে প্রেম, শান্তি এবং আনন্দের দেখা হয়েছিল.. তারা চিরকালের মতন থাকার জন্যে একটা জায়গা খুঁজছিল… আমি তাদেরকে তোমার ঠিকানা দিয়ে দিয়েছি.. আশা করি তার ভালোভাবে তোমার কাছে পৌছে গেছে… হ্যাপী নিউ ইয়ার… 2025

ব্যাটারি লো, নেটওয়ার্ক বিজি কল ওয়েটিং, মিসড কল, নো আন্সার, মেমরি ফুল, ব্যালেন্স জিরো, এই সব কিছুর আগে তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025

ফুল ফুটেছে বনে বনে… ভাবছি তোমায় মনে মনে… বলছি তোমায় কানে কানে… হ্যাপি নিউ ইয়ার 2025

ঘড়ির কাটা ১২ টা, মন যে আর মানে না। তুমি বন্ধু ঘুমাও নাকি? নতুন বছরের নতুন তারা, দেখ করছে ঝলমল। দিচ্ছে নতুন এর সাড়া। তোমার জীবনের বাকি দিন গুলো হোক সুখ সমৃদ্ধিময়, এই কামনায় তোমায় জানাই শুভ নববর্ষ 2025।

পৃথিবীব্যাপী সব যুদ্ধ ঝামেলা সত্ত্বেও মানুষ আশা ছাড়তে পারে না একটা ভালো আগামীকালের… সময়ও যেন আমাদের আবার সুযোগ দিছে আরো একটা নতুন বছর নিয়ে এসে… এই নতুন বছরে যেন সব যুদ্ধ-মহামারীর অবসান হয়ে পৃথিবীতে স্থাপিত হয় চিরশান্তি… এই আশা নিয়ে সবাইকে জানাই হ্যাপী নিউ ইয়ার… 2025

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়। মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর। এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন আসো তবে হাত মিলাই, মনের সাথে মন মিলাই, ভালবাসায় ধন্য হোক জীবন, শুভ হোক তোমার আমার নববর্ষ 2025

রং বে রঙে সাজছে জাতি ডাক ঢোলের ছড়াছড়ি। জীবনে আসুক নতুন প্রিতি সুখে গড় জীবনটি। শুভ নববর্ষ!!

নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি। হ্যাপি নিউ ইয়ার 2025

নীল আকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রংধনুর রঙে লিখে, দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম… হ্যাপি নিউ ইয়ার 2025

আমি এমন একটা আনকমন জিনিস যার এসএমএস গুলো আনকমন, যার এসএমএস এর জন্য তুমি ওয়েট কর যার এসএমএস গুলো পুরনো কে ভুলায়, যার এসএমএস নতুন কে বরন করতে শেখায়, আমি কে জানো? আমি নতুন বছর। (হ্যাপি নিউ ইয়ার)

স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রাণে, খুঁজে নাও বাঁচার মানে। সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ২০২৫

আর মাত্র একদিন, আমার জীবনের শেষ দিন আমাকে চলে যেতে হবে, আর ফিরবো না, দেখা হবে না, যে চলে যায় সে কি আর আসতে পারে? আমিও আর আসবো না। ইতি ২০২৫! “হ্যাপি নিউ ইয়ার”

নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ…. ধর্মা ধর্মের বিভেদ… সুখী হোক সকল পৃথিবীবাসী… হ্যাপী নিউ ইয়ার… 2025

যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব, সবারে বাসবো ভাল, এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার 2025

তোমার হৃদয়ের খাতে লিখে নাও যে, নতুন বছরের প্রতিটি দিন হবে খুব সুন্দর আর সফল! হ্যাপি নিউ ইয়ার 2025

আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে, নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রাণে। মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে, নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে। হ্যাপি নিউ ইয়ার!

নতুন বছরের নতুন সূর্য বয়ে আনুক আপনার আনন্দ। নতুন বছরের নতুন আলো জীবন হোক সবার ধন্য। নতুন বছরের নতুন আশা সবাই মিলে বাধো সুখের বাসা! ((হ্যাপি নিউ ইয়ার))

নতুন বছরের নতুন দিনে আপনাদের জানাই

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ 2025

তোমার হৃদয়ে লিখে নাও যে নতুন বছরে প্রতিটি দিন তোমার ভালো কাটবে… হ্যাপী নিউ ইয়ার… 2025

নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পরো সাফল্যের খোঁজে…. তোমার সাফল্যে কে কে দুখী হবে জানি না, তবে তোমার মা বাবা অবশ্যই খুব খুশি হবে… তাদের মুখে হাসি ফোটানোর এই সুযোগ ছেড়ো না যেন… হ্যাপি নিউ ইয়ার… 2025

দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে! হ্যাপি নিউ ইয়ার… 2025

    নতুন বছরের শুভেচ্ছা 2025 ছন্দ

    আপনার জন্য সেরা কিছু বাছাই করার নতুন বছরে শুভেচ্ছা ছন্দ নিম্নে তালিকায় দিয়ে দিলাম। শুভেচ্ছা মেসেজের পাশাপাশি এসকল ছন্দও আপনি আপনার প্রিয়জনকে পাঠিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারবেন।

    • নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা পৃথিবীতে ছড়িয়ে দিক অনেক অনেক ভালবাসা হ্যাপী নিউ ইয়ার…
    • কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে তাই মন সেজেছে রঙিন বেশে। শুভ হোক নতুন বছর।
    • তোরাই আমার বন্ধু যে তোরাই আমার ডিয়ার। তাই তো আমি খুশি হয়ে বললাম Happy New Year… 2025!! আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম…
    • নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন… বর্ণময়তায় ভরে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়… সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়… হ্যাপী নিউ ইয়ার… 2025
    • সবকিছুরই একটা শুরু এবং শেষ থাকে.. কিন্তু কামনা করি নতুন বছরে তোমার আনন্দ এবং সুখ যেন কখনো শেষ না হয়… হ্যাপি নিউ ইয়ার বন্ধু 2025
    • সুস্বাগতম ২০২৫!!
    • পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম। বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান। পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট। নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধিময়.. এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025
    • পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম। বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান। পুরনো সব কস্ট করে ফেল নষ্ট। নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধিময়। এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার 2025
    • কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে। নতুন বছর আসছে প্রকৃতির মাঝে, তাই তো মন সেজেছে রঙিন বেশে। শুভ নববর্ষ ২০২৫…
    • নতুন আশা, নতুন রোদ, নতুন আলো, নতুন ভোর, মিষ্টি হাসি, দুষ্টু চোখ, স্বপ্ন গুলো সফল হোক…. হ্যাপী নিউ ইয়ার…
    • নতুন বছরে তোমার জীবন যেন সেইসব জিনিসে ভরে যায় যেগুলো তোমায় কোনভাবে উদ্বুদ্ধ করেছে… কিংবা তোমার জীবনে মূল্যবান হয়ে উঠেছে… আর তোমার ঠোঁটে হাসি ফুটিয়েছে… হ্যাপী নিউ ইয়ার 2025…
    • আজ দেখ নতুন সপ্ন, ভুলে যাও সব পুরনো কস্ট। আজ কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা। আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ। এই কামনা করি আমি সারাটা ক্ষণ। হ্যাপি নিউ ইয়ার 2025
    • ঢাক ঢোল মাদলের তালে, রঙ বেরঙের মনের দেয়ালে, বাঙ্গালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে!! হ্যাপি নিউ ইয়ার ২০২৫
    • আগের সব কষ্ট, করে ফেল নষ্ট নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখো না দুঃখ মনে! শুভ হোক নতুন দিন। খুশি যেন না হয় বিলীন।
    • নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি, নতুন গান, নতুন সকাল, নতুন আলো, নতুন দিন হোক ভালো। দুঃখকে ভুলে যাই নতুনকে স্বাগত জানাই!! শুভ নববর্ষ ২০২৫।
    • মিস্টি হাসি, দুষ্টু চোখ। সবার সপ্ন সত্যি হোক। জানাই সবাই কে আরেক বার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ২০২৫
    • মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত! স্বপ্ন হোক জীবন্ত। আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত! শুভ নববর্ষ 2025
    • নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা। হানা হানি ভেধাভেধ সব কিছু ভুলি এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি।
    • নতুন দিনের নতুন আলো, দূরে নিয়ে যাক নিকষ কালো! নতুন সূর্য নতুন প্রাণে বাজাও বাদ্য জীবন গানে কাটুক আঁধার আলোর স্পর্শে। মেতে উঠুক মন নতুন বর্ষে।
    • নতুন প্রভাতের নতুন আলোকে স্বাগত জানাই এই ধরণীকে। আনন্দ মনে বারিনু তোমারে অগ্রিম শুভেচ্ছা জানাই সাধরে।

    নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ছবি

    নতুন বছরের শুভেচ্ছা মেসেজ যদি আপনি ছবির মাধ্যমে জানাতে চান তাহলে নিচের ছবিগুলোর মধ্য থেকে যেকোন একটি ছবি ডাউনলোড করে নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারেন।

    নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ২০২৫ ছবি ১
    নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ২০২৫ ছবি ২
    নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ২০২৫ ছবি ৩
    নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ২০২৫ ছবি ৪
    নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ২০২৫ ছবি ৫

    শেষ কথা

    আনন্দে উল্লাসে সুন্দরভাবে কাঠুক আপনার নতুন বছর। আপনার আগামী দিনটি যেন আরো অনেক সুন্দর হয়। আশা করছি আর্টিকেলে থাকা নতুন বছরের শুভেচ্ছা মেসেজগুলো আপনার ভালো লেগেছে। অনেকগুলো শুভেচ্ছা মেসেজ আর্টিকেলটিতে রয়েছে। যে শুভেচ্ছা বার্তাটি আপনার বেশী ভালো লেগেছে সেটি কপি করে নিয়ে আপনার প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা মেসেজ হিসাবে পাঠিয়ে দিন।

    ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে। সম্ভব হলে লাইক করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন আর্টিকেলের আপডেট সহজেই আপনার নিকট পৌছে যায়।

    Imran Hossan

    I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button

    Adblock Detected

    Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.